রকেট একাউন্ট চেক করার কোড | Rocket Account Check Code | Rocket Code
রকেট একাউন্ট চেক করার কোড | Rocket Account Check Code : বর্তমানে আমাদের সবারই রকেট মোবাইল ব্যাংকিং একাউন্ট রয়েছে। কিন্তু আমরা অনেকেই বিশেষ করে নতুন গ্রাহকেরা রকেট একাউন্ট দেখার নিয়ম জানি না। এজন্যই আমরা এই পোস্টে কিভাবে রকেট একাউন্ট দেখতে হয় এবং রকেট একাউন্ট চেক করার কোড নিয়ে আলোচনা করব।
ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবা গুলোর একটি হচ্ছে রকেট। এটি ডাচ বাংলা ব্যাংক কর্তৃক পরিচালিত একটি ব্যাংকিং সেবা। রকেট তার এটিএম বুথ, সার্ভিস চার্জ কম এবং বিদেশ থেকে রেমিট্যান্স নিয়ে আসার সুবিধার জন্য অনেক বেশি জনপ্রিয়।
আর আপনি যদি একজন রকেট ইউজার হয়ে থাকেন এবং রকেট একাউন্ট চেক করার কোড জানতে চান তাহলে এই পোস্ট পড়ে জানতে পারবেন
রকেট একাউন্ট দেখার নিয়ম | রকেট একাউন্ট চেক করার কোড
সাধারণত দুটি উপায়ে রকেট একাউন্ট চেক যায়। একটি হচ্ছে রকেট একাউন্ট চেক কোড এর মাধ্যমে এবং আরেকটি হচ্ছে রকেট অ্যাপের মাধ্যমে। নিচে এই দুটি পদ্ধতি দিয়ে কিভাবে রকেট একাউন্ট চেক করবেন তা নিয়ে আলোচনা করা হলো। (Rocket Code)
আরো পড়ুনঃ রকেট একাউন্ট বন্ধ করার নিয়ম
রকেট একাউন্ট চেক করার কোড
রকেট একাউন্ট চেক করার জন্য প্রথমে রকেট একাউন্ট রকেট একাউন্ট চেক করার নাম্বার কোড জানতে হবে। আর রকেট একাউন্ট চেক করার কোড হচ্ছে *322#। রকেট একাউন্ট দেখার জন্য প্রথমে এই কোডটি ডায়াল করতে হবে।
- *322# কোডটি ডায়াল করলে রকেট মোবাইল ব্যাংকিং এর সকল মেনু লিস্ট দেখতে পারবেন।
- এখন আমরা যেহেতু রকেট একাউন্টের ব্যালেন্স চেক করব তাই আমাদের 5 নম্বর অপশন মাই একাউন্টে যেতে হবে। এজন্য আপনারা 5 লিখে সেন্ড বাটনে ক্লিক করবেন।
- এরপর ব্যালেন্স চেক করার জন্য 1 প্রেস করে সেন্ড বাটনে ক্লিক করবেন।
- এবার রকেট একাউন্ট ব্যালেন্স দেখার জন্য পিন দিতে হবে। আপনার রকেট একাউন্টের পিন দিয়ে সেন্ড বাটনে ক্লিক করবেন।
- পিন নাম্বার দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলেই আপনার রকেট একাউন্টের টাকা দেখতে পারবেন।
আরো পড়ুনঃ বিকাশ একাউন্ট কার নামে আছে। বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা আছে
রকেট একাউন্ট চেক এপস এর মাধ্যমে
রকেট একাউন্ট চেক করার কোড এর চেয়ে অ্যাপ এর মাধ্যমে রকেট একাউন্ট চেক তুলনামূলক ভাবে অনেক সহজ। নিচে পদ্ধতিটি দেওয়া হলো।
- অ্যাপের মাধ্যমে রকেট একাউন্ট চেক করার জন্য প্রথমে রকেট একাউন্ট ইন্সটল করতে হবে। রকেট একাউন্ট ইন্সটল না থাকলে ইন্সটল করে নিন।
- ডাউনলোড করুন
- অ্যাপটি ইন্সটল হওয়ার পর ওপেন করলে দুইটি বক্স দেখতে পারবেন। প্রথম বক্সে আপনার রকেট একাউন্ট নাম্বার এবং দ্বিতীয় বক্সে সেই রকেট একাউন্টের পিন নম্বর দিবেন। এরপর লগ ইন লেখায় ক্লিক করবেন।
- এরপর আপনার রকেট একাউন্টটি ওপেন হবে এবং রকেটের সকল সেবা দেখতে পাবেন। রকেটের একাউন্ট ব্যালেন্স দেখার জন্য উপরের দিকে Tap for Balance লেখা দেখতে পারবেন। লেখাটিতে ক্লিক করবেন।
- লেখাটিতে ক্লিক করলেই আপনি আপনার রকেট একাউন্টে কত টাকা আছে সেটি দেখতে পারবেন।
এই ছিল রকেট রকেট একাউন্ট দেখার ২টি নিয়ম। আশা করি তাহলে রকেট একাউন্ট চেক করার কোড সম্পর্কে জানতে পারলেন। এরপরেও যদি আপনাদের রকেট একাউন্ট চেক করতে কোনো রকম সমস্যা হয় তাহলে নিচে আমাদের কমেন্ট করে জানাবেন।