জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন | জন্ম নিবন্ধন প্রতিলিপি এর জন্য আবেদন

কিভাবে হাতে লেখা জন্ম নিবন্ধন পূনঃমুদ্রন করে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ বের করবেন এবং কিভাবে হারানো জন্ম নিবন্ধন প্রতিলিপি করবেন তা নিয়ে আজকে আলোচনা করব। 


আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন পুরনো যে জন্ম নিবন্ধন সনদ গুলো রয়েছে সেগুলো মুলত হাতে লেখা। কিন্তু আপনি যদি চান তাহলে এখন খুব সহজেই সেই হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন করে নতুন ডিজিটাল জন্ম নিবন্ধনে পরিণত করতে পারবেন। 




এছাড়াও জন্ম নিবন্ধন হারিয়ে গেলেও আপনি জন্ম নিবন্ধন পুনঃমুদ্রণ করে তার প্রতিলিপি পেতে পারেন। 


আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন যাচাই, সংশোধন ও জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড


জন্ম নিবন্ধন প্রতিলিপি কি

জন্ম নিবন্ধন প্রতিলিপি মুলত জন্ম নিবন্ধন এরই একটি অনলাইন কপি। যদি কখনো আপনার জন্ম নিবন্ধন সনদ হারিয়ে যায় তাহলে আপনি সেই জন্ম নিবন্ধনটি প্রতিলিপির মাধ্যমে পুনরায় বের করতে পারবেন। এছাড়া যদি আপনার জন্ম নিবন্ধনটি হাতে লেখা হয় তাহলে আপনি জন্ম নিবন্ধন প্রতিলিপি এর মাধ্যমে ডিজিটাল করতে পারবেন। 


আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার নিয়ম


জন্ম নিবন্ধন প্রতিলিপি এর জন্য আবেদন|জন্ম নিবন্ধন পুনঃমুদ্রন আবেদন

আপনি যদি আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন বা হাতে লেখা জন্ম নিবন্ধনের পূনঃমুদ্রন প্রতিলিপি বের করতে চান তাহলে নিচের স্টেপগুলো ফলো করুন। 


জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন ওয়েবসাইটে প্রবেশঃ প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর মেনু থেকে জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন অপশনে ক্লিক করুন। 


অনুসন্ধান এবং নির্বাচনঃ এরপর জন্ম নিবন্ধন প্রতিলিপি ফরম পুরণের জন্য দুটি বক্স দেখতে পারবেন। প্রথম বক্সে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং দ্বিতীয় বক্সে জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করুন। তাহলে আপনার জন্ম নিবন্ধন তথ্য দেখতে পারবেন। এবার নির্বাচন করুন বাটনে ক্লিক করুন। 



কনফার্মঃ এরপর আপনি কি নিশ্চিত নামক অপশন আসবে। কনফার্ম—এ ক্লিক করবেন। 




জন্ম নিবন্ধন প্রতিলিপি ফরমঃ তাহলে আপনি জন্ম নিবন্ধন প্রতিলিপি বা পূনঃমুদ্রনের জন্য ফর্ম দেখতে পারবেন। প্রথমে আপনার দেশ সিলেক্ট করবেন। এরপর একে একে বিভাগ, জেলা এবং উপজেলা বা সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পরিষদ বা পৌরসভা নির্বাচন করবেন। 




অনেকেই আছেন যারা এক এলাকায় জন্ম নিবন্ধন সনদ করেছেন কিন্তু পরবর্তীতে অন্য এলাকায় বাস করছেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে পূর্বের যে এলাকা থেকে নিবন্ধন করেছিলেন সেই এলাকা নির্বাচন করতে হবে।


সাবমিটঃ এরপর আপনার তথ্য দিয়ে জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রন আবেদনটি সাবমিট করুন। এক্ষেত্রে যিনি পূনঃমুদ্রনের আবেদন করছেন তার যোগাযোগ নম্বর ও পরিচয় তথ্য দিতে হবে।




যদি আপনি নিজের জন্ম নিবন্ধন পূনঃমুদ্রনের জন্য আবেদন করেন, তাহলে নিজ সিলেক্ট করুন। আপনার সন্তানের জন্য আবেদন করলে পিতা/মাতা সিলেক্ট করুন। তবে নিজ/ পিতা বা মাতা ছাড়া অন্য কেউ যেমন, অভিভাবক, নানা-নানী, দাদা-দাদি আবেদন করলে তাদের জন্ম নিবন্ধন নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে।


এরপর ডান পাশের সাবমিট বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধন সনদ পূনঃমুদ্রনের আবেদনটি দাখিল বা সাবমিট করুন।


জন্ম নিবন্ধন প্রতিলিপি কপি ডাউনলোডঃ এবার আপনাকে আপনার জন্ম নিবন্ধন প্রতিলিপি আবেদনের একটি কোড প্রদান করা হবে। কোডটি অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। সাথে আপনাকে একটি তারিখ দেওয়া হবে এবং সেই তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইউনিয়ন পরিষদে যেতে বলা হবে। সাথে এই জন্ম নিবন্ধন প্রতিলিপিটির প্রিন্ট নিয়ে যেতে হবে। 


তো জন্ম নিবন্ধন প্রতিলিপি কপিটি ডাউনলোড করার জন্য আবেদনপত্র প্রিন্ট বাটনে ক্লিক করুন। যদি আপনার কম্পিউটারটি প্রিন্টারের সাথে সংযুক্ত থাকে তাহলে প্রিন্ট বাটনে ক্লিক করলে পুনঃ মুদ্রন কপিটি প্রিন্ট হয়ে যাবে। যদি প্রিন্টারের সাথে সংযুক্ত না থাকে তাহলে জন্ম নিবন্ধন প্রতিলিপি কপিটি ডাউনলোড করার জন্য Destination নামক অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করে Save as Pdf সিলেক্ট করবেন। এরপর নিচের Save বাটনে ক্লিক করলে প্রতিলিপিটি ডাউনলোড হয়ে যাবে। এবার এই পিডিএফ–টি কম্পিউটারে প্রিন্ট করে নিয়ে আপনার ইউনিয়ন পরিষদ অফিসে যোগাযোগ করবেন। 


জন্ম নিবন্ধন প্রতিলিপি আবেদনের পুরো প্রক্রিয়াটি দেখতে এই ভিডিওটি দেখুন।



আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম 


জন্ম নিবন্ধন প্রতিলিপি ফি

জন্ম নিবন্ধন প্রতিলিপি বা জন্ম নিবন্ধন পুনঃ মুদ্রন এর জন্য কোনো প্রকার ফি নির্ধারণ করা হয়নি। জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন সম্পুর্ণ বিনামূল্যে। 


আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন ১৭ ডিজিট করার নিয়ম


জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

প্রশ্নঃ কিভাবে হাতে লেখা জন্ম নিবন্ধন ডিজিটাল করব?

হাতে লেখা জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নম্বর ও জন্ম তারিখ দিয়ে এই প্রক্রিয়ায় অনলাইনে পুনঃ মুদ্রনের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনার জন্ম নিবন্ধনে ইংরেজিতে তথ্য দেয়া না থাকে, তাহলে আপনি জন্ম নিবন্ধনে ইংরেজি তথ্য সংযোজন করে একটি সংশোধনের আবেদন করুন। আবেদন অনুমোদন হলে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ নিতে পারবেন।


প্রশ্নঃ জন্ম নিবন্ধন পূনঃমুদ্রন করার পর কি জন্ম নিবন্ধন নম্বর একই থাকে?

হ্যা। জন্ম নিবন্ধন পূনঃমুদ্রন করার পর নতুন জন্ম নিবন্ধন সনদটির নম্বর এবং আগের জন্ম নিবন্ধন সনদটির নম্বর একই থাকে। 


প্রশ্নঃ বিদেশে জন্ম নিবন্ধন করে দেশে ফেরৎ আসা কোন প্রবাসী জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন অথবা সনদ পুনঃ মুদ্রণের আবদেন করতে করণীয় কী?

যে নিবন্ধন অফিসে জন্ম/মৃত্যু নিবন্ধন করা হয়, কোন সংশোধন বা সনদ পুনঃমুদ্রণের প্রয়োজন হলে সে নিবন্ধন অফিস থেকেই তা করতে হবে। আইনত অন্য অফিস থেকে তা করার সুযোগ নাই।


তবে স্থানীয় নিবন্ধন অফিসের সহায়তা নিয়ে অথবা নাগরিক নিজে সরাসরি অনলাইনে মূল নিবন্ধন অফিস বরাবর উপযুক্ত দলিলাদিসহ সংশোধন বা পুনঃমুদ্রণের আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে আবেদনের অনুলিপি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে ([email protected]) প্রেরণ করা হলে প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তা নিস্পত্তির ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে জন্ম নিবন্ধন সনদের কোন করণিক ভুল সংশোধন অথবা ইংরেজি বা বাংলায় প্রতিলিপির প্রয়োজন হলে তা যে কোনো নিবন্ধন অফিস থেকে যাতে প্রদান করা যায় সে বিষয়ে বাবস্থা গ্রহণ করা হবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url