জন্ম নিবন্ধন ইংরেজি আবেদন | জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম

জন্ম নিবন্ধন ইংরেজি আবেদন | জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম: জন্ম নিবন্ধন একটি ব্যক্তির জন্মের পরবর্তী সময় থেকে তার মৃত্যু পর্যন্ত যেকোনো প্রয়োজনে এবং গুরুত্বপূর্ণ সব ডকুমেন্টস বা নথি তৈরিতে প্রয়োজন হয়। আজকে আলোচনা করব জন্ম নিবন্ধন নিয়ে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম নিয়ে। 


বর্তমানে জন্ম নিবন্ধন ডিজিটাল হওয়ার পাশাপাশি জন্ম নিবন্ধন ইংরেজি হওয়াও বাধ্যতামূলক। বিভিন্ন প্রয়োজনে বাংলা জন্ম নিবন্ধন কপি ব্যবহার করা হলেও এখন জন্ম নিবন্ধন ইংরেজি কপি ও বাধ্যতামূলক করা হয়েছে। 


এখন বিভিন্ন নাগরিক সেবা পেতে জন্ম সনদ অবশ্যই ডিজিটাল বা অনলাইন হওয়া বাধ্যতামূলক। যদি আপনার নিবন্ধন কপিটি হাতে লেখা হয়ে থাকে, তাহলে এখনি আপনার নিবন্ধনটি ডিজিটাল করে নেয়া উচিত।



জন্ম নিবন্ধন ইংরেজি করার আগে দেখে নিন আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল বা অনলাইন কিনা- জন্ম নিবন্ধন সনদ অনলাইন যাচাই


জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি 

সাধারণত পূর্বে যে জন্ম সনদগুলো নিবন্ধন করা হয়েছিল সেগুলো মূলত হাতে লেখা ছিল। বর্তমানে এসব জন্ম নিবন্ধন ডিজিটাল বা অনলাইন করা হচ্ছে। এবং জন্ম নিবন্ধন ডাটাবেইজে সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু এসব জন্ম নিবন্ধনের অধিকাংশই ইংরেজি করা হচ্ছে না।


ফলে সেই জন্ম নিবন্ধনগুলো অনলাইনে থাকলেও কিছু কিছু ক্ষেত্রে তা ব্যবহার করা যাচ্ছে না। আপনার জন্ম নিবন্ধন যদি ইংরেজিতে না থাকে তাহলে ভবিষ্যতে আপনার সন্তানের জন্ম নিবন্ধনে তার পিতা-মাতার নাম ইংরেজিতে আসবে না। আর দেশের বাইরে বিদেশে ইংরেজি নাম ব্যতীত এই সনদ গুলো সম্পূর্ণ অচল এ কথা বলাই যায়। 


এখন এই সমস্যা থেকে উত্তোরণের জন্য জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করতে হবে। আর তার জন্য আপনাকে জন্ম জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি আবেদন করতে হবে। 


জন্ম নিবন্ধন ইংরেজি করার আবেদন

জন্ম নিবন্ধন ইংরেজি করার আবেদন আপনি নিজেই করতে পারবেন। জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার জন্য আপনার নিবন্ধন নম্বরটি অবশ্যই  ১৭ ডিজিটের হতে হবে। 

আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন ১৭ ডিজিট করার নিয়ম


এছাড়া জন্ম নিবন্ধন ইংরেজি আবেদনের সময় কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে। যেমনঃ 


  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (যদি থাকে) 
  • আবেদনকারীর এসএসসি পরীক্ষার সার্টিফিকেট 
  • পিতামাতার জন্ম নিবন্ধন সনদ 


জন্ম নিবন্ধন ইংরেজি আবেদন করার সময় উপরের ডকুমেন্টস গুলোর স্ক্যান বা ছবি আপলোড করতে হবে। এক্ষেত্রে ছবির সাইজ 1 এমবির কম হতে হবে। চলুন এখন কিভাবে জন্ম নিবন্ধন ইংরেজি করার আবেদন করবেন সেই প্রক্রিয়া দেখে নেই। 


জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম 

জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম খুবই সহজ অনেকটা জন্ম নিবন্ধন সংশোধন করার মতোই। নিচে ধাপে ধাপে জন্ম নিবন্ধন ইংরেজি করার নিয়ম প্রদান করা হয়েছে। 


ধাপ ১ঃ জন্ম নিবন্ধন ইংরেজি করার জন্য প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর জন্ম নিবন্ধনে টাচ করে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন মেনুতে ক্লিক করুন।



ধাপ ২ঃ এরপর দুটি বক্স দেখতে পারবেন। প্রথম বক্সে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি দিন। এবং দ্বিতীয় বক্সে জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করুন। 



অনুসন্ধান বাটনে ক্লিক করলে উপরের মতো আপনার জন্ম সনদের তথ্য দেখতে পারবেন। এখন নির্বাচন করুন বাটনে ক্লিক করুন। 

তারপর কনফার্ম করুন।




ধাপ ৩ঃ এখন আপনার জন্ম নিবন্ধন কার্যালয় বাছাই করুন। অর্থাৎ আপনি যে ইউনিয়ন পরিষদ ভা পৌরসভায় জন্ম নিবন্ধন করেছিলেন। দেশ, বিভাগ, জেলা, উপজেলা বা সিটি কর্পোরেশন সিলেক্ট করে ইউনিয়ন পরিষদ নির্বাচন করুন। এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন। 




ধাপ ৪ঃ এবার নিচের মতো কিছু বক্স বা জন্ম নিবন্ধন ইংরেজি ফরম দেখতে পারবেন। বিষয়ে ক্লিক করে শুধুমাত্র ইংরেজি অপশন গুলো একটি একটি করে সিলেক্ট করে সেগুলো ইংরেজিতে লিখুন। একটির বেশি বিষয় যুক্ত করার জন্য আরো তথ্য সংযোজন করুন বাটনে ক্লিক করবেন। 




সংশোধনের কারণ হিসেবে ভুলভাবে লিপিবদ্ধ হয়েছে সিলেক্ট করুন। 


ধাপ ৫ঃ এরপর নিচে আরো কিছু বক্স দেখতে পারবেন। সেখানে আপনার জন্ম নিবন্ধনের ঠিকানা, যেমন জন্মস্থানের ঠিকানা, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা ইংরেজিতে দিতে হবে।


ধাপ ৬ঃ সবশেষে জন্ম নিবন্ধন ইংরেজি আবেদন ফরম পূরণ করার পর আবেদনকারীর যোগাযোগ তথ্য দিতে হবে। 


আবেদনটি যদি আপনি নিজে করেন তাহলে নিজ সিলেক্ট করুন। আর যদি আপনার সন্তানের জন্ম আবেদন করেন তাহলে পিতা-মাতা সিলেক্ট করুন। এরপর আপনার ফোন নাম্বার দিন।


নিজ পিতা মাতা অন্য কেউ যেমন, অভিভাবক, দাদা-দাদী, নানা-নানী হিসেবে আবেদন করলে তাদের জন্ম নিবন্ধন নম্বর বা জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। 




এরপর সবুজ কালারের সংযোজন বাটনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন। সবশেষে, ফি আদায় অপশনটি সিলেক্ট করে অথবা যেভাবে আছে সেভাবে রেখে, সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করুন।


এরপর আপনাকে আবেদনটির একটি কোড প্রদান করা হবে, সেটি সংরক্ষণ করুন। এরপর প্রিন্ট করুন বাটনে ক্লিক করে, আবেদনের কপিটি প্রিন্ট করে নির্ধারিত তারিখের আগেই, আপনার নির্বাচন করা ইউনিয়ন পরিষদ বা পৌরসভা জন্ম নিবন্ধনের কার্যালয়ে যোগাযোগ করুন


প্রিন্ট না হলেও সমস্যা নেই। প্রিন্টের বিকল্প হিসেবে সেই কোডটি নিয়ে নির্ধারিত তারিখের আগেই, আপনার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা জন্ম নিবন্ধনের কার্যালয়ে যোগাযোগ করুন।



জন্ম নিবন্ধন ইংরেজি করা আর জন্ম নিবন্ধন সংশোধন করা মুলত একই। তাই জন্ম নিবন্ধন ইংরেজি আবেদন অবস্থা যাচাই করার প্রক্রিয়াও একই। জন্ম নিবন্ধন ইংরেজি আবেদন অবস্থা যাচাই করতে নিচের পোস্টটি পড়ুন। 


জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ):

জন্ম নিবন্ধন ইংরেজি করার ফি

জন্ম নিবন্ধন ইংরেজি করার জন্য নির্ধারিত কোনো ফি নেই। তবে জন্ম নিবন্ধন ইংরেজি আবেদন করার সময় আপনাকে ফি আদায় নামে একটি অপশন সিলেক্ট করতে হবে। এবং সেই ফি যখন আপনি আপনার ইউনিয়ন পরিষদে কাগজপত্র নিয়ে যোগাযোগ করবেন, সেখানে দিতে হবে। 


জন্ম নিবন্ধন ইংরেজি আছে কিনা যাচাই

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি আবেদন করার পূর্বে, জন্ম নিবন্ধন ইংরেজি আছে কিনা তা যাচাই করতে হবে। যদি ইংরেজি না থাকে তাহলে আবেদন করতে হবে। জন্ম নিবন্ধন ইংরেজি আছে কিনা যাচাই করার জন্য এই পোস্টটি পড়ুন- জন্ম নিবন্ধন ইংরেজি যাচাই বাংলা সহ 


জন্ম নিবন্ধন সম্পর্কিত অন্যান্য আর্টিকেলঃ

জন্ম নিবন্ধন যাচাই, সংশোধন এবং জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কিভাবে বের করবেন

জন্ম নিবন্ধন প্রতিলিপি এর জন্য আবেদন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url