এসএসসি শর্ট সিলেবাস ২০২২ - SSC Short Syllabus 2022 PDF
এসএসসি শর্ট সিলেবাস ২০২২ প্রকাশিত হয়েছে। নতুন করে ২০২২ সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে গত ১ মে তারিখে। নতুন এই সিলেবাসে পরিমার্জন করে কমানো হয়েছে আরো কিছু বিষয়।
এসএসসি শর্ট সিলেবাস ২০২২
কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘ দেড় বছর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। যার কারণে শিক্ষা মন্ত্রণালয় এসএসসি পরীক্ষা ২০২২ শর্ট সিলেবাসে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গত বছরেই প্রকাশ করা হয় এসএসসি শর্ট সিলেবাস ২০২২। সেই সিলেবাসের ভিত্তিতে ১৫০ দিন পাঠদান শেষে, সকল বোর্ডের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।
কিন্তু এ বছরের ফেব্রুয়ারিতে শিক্ষাবোর্ড ২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস আরো কমিয়ে আনে এবং বাংলা ১ম ও ইংরেজি ১ম, ২য় নতুন করে পরিমার্জন করা হয়।
এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২২
ঢাকা শিক্ষা বোর্ডের নোটিশে বলা হয়েছে, ২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্র ও ইংরেজি ১ম ও ২য় পত্রের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করা হয়েছে। (Hsc Short Syllabus 2022)
আর ২০২২ সালের এসএসসি পরীক্ষা সম্ভাব্য সময় ঠিক করা হয়েছে জুন মাসে।
এসএসসি শর্ট সিলেবাস ২০২২ pdf
গত ১লা মার্চে সকল শিক্ষাবোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয় এসএসসি শর্ট সিলেবাস ২০২২ pdf
নতুন এই সিলেবাসে বাদ দেওয়া হয়েছে আরো ৪টি বিষয়। নিচে আমরা শিক্ষাবোর্ডের প্রকাশিত সেই এসএসসি শর্ট সিলেবাস ২০২২ নতুন সিলেবাস এর সকল বিষয়ের pdf লিংক দিয়ে দিয়েছি।
এসএসসি শর্ট সিলেবাস ২০২২ বাংলা
নিচে এসএসসি শর্ট সিলেবাস ২০২২ বাংলা pdf লিংক দেওয়া হলো
বাংলা ১ম পত্র | পিডিএফ ডাউনলোড |
বাংলা ২য় পত্র | পিডিএফ ডাউনলোড |
এসএসসি শর্ট সিলেবাস ২০২২ ইংরেজি
নিচে এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ ইংরেজি pdf লিংক দেওয়া হলো।
ইংরেজি ১ম পত্র | পিডিএফ ডাউনলোড |
ইংরেজি ২য় পত্র | পিডিএফ ডাউনলোড |
এসএসসি শর্ট সিলেবাস ২০২২ গণিত
নিচে hsc short syllabus 2022 math pdf লিংক দেওয়া হলো।
গণিত | পিডিএফ ডাউনলোড |
এসএসসি শর্ট সিলেবাস ২০২২ মানবিক
নিচের টেবিলে এসএসসি শর্ট সিলেবাস ২০২২ মানবিক বিভাগের সকল বিষয়ের pdf লিংক দেওয়া হলো।
ভূগোল ও পরিবেশ | পিডিএফ ডাউনলোড |
বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা | পিডিএফ ডাউনলোড |
পৌরনীতি ও নাগরিকতা | পিডিএফ ডাউনলোড |
গার্হস্থ্য বিজ্ঞান | পিডিএফ ডাউনলোড |
কৃষিশিক্ষা | পিডিএফ ডাউনলোড |
এসএসসি শর্ট সিলেবাস ২০২২ বিজ্ঞান
নিচে এসএসসি শর্ট সিলেবাস ২০২২ বিজ্ঞান বিভাগের pdf লিংক দেওয়া হলো।
পদার্থবিজ্ঞান | পিডিএফ ডাউনলোড |
রসায়ন | পিডিএফ ডাউনলোড |
জীববিজ্ঞান | পিডিএফ ডাউনলোড |
উচ্চতর গণিত | পিডিএফ ডাউনলোড |
কৃষিশিক্ষা | পিডিএফ ডাউনলোড |
এসএসসি শর্ট সিলেবাস ২০২২ ব্যবসায় শিক্ষা
নিচে এসএসসি শর্ট সিলেবাস ২০২২ ব্যাবসায় শিক্ষার pdf লিংক দেওয়া হলো।
হিসাববিজ্ঞান | পিডিএফ ডাউনলোড |
ফিন্যান্স এবং ব্যাংকিং | পিডিএফ ডাউনলোড |
ব্যবসায় উদ্যোগ | পিডিএফ ডাউনলোড |
কৃষিশিক্ষা | পিডিএফ ডাউনলোড |
আরো পড়ুনঃ এইচএসসি শর্ট সিলেবাস ২০২২
২০২২ সালের এসএসসি পরীক্ষায় কি কি বিষয় বাদ দেওয়া হয়েছে
মার্চের ১ তারিখে (০১-০৩-২০২২) সকল বোর্ডের নোটিশে দেওয়া ২০২২ সালের এসএসসি পরীক্ষার সর্বশেষ পরিমার্জিত সিলবাসে বাদ দেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান এবং বিভিন্ন ধর্মীয় শিক্ষার বই -এই চারটি বিষয়।
এসএসসি পরীক্ষা ২০২২ শুরু কতো তারিখে
প্রকাশিত নতুন এসএসসি শর্ট সিলেবাস ২০২২ অনুযায়ী, এসএসসি ২০২২ সালের পরিক্ষার সম্ভাব্য তারিখ ১৯ জুন ঘোষণা করা হয়েছে। প্রস্তুতিমূলক পরিক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯/০৫/২০২২ এবং ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ ১৩/০৪/২০২২ নির্ধারণ করা হয়েছে। তবে এই তারিখ গুলো কেবল সম্ভাব্য তারিখ, চুড়ান্ত নয়।