রবি সিমের সকল কোড ২০২২ | রবি এমবি চেক কোড, মিনিট চেক কোড এবং এসএমএস চেক কোড
রবি সিমের সকল কোড অথবা বলতে পারেন রবির সকল কোড যেমন, রবি এমবি চেক কোড, রবি মিনিট চেক কোড, রবি এসএমএস চেক কোড এবং ব্যালেন্স চেক কোড সম্পর্কে জানতে চাইলে এই পোস্টটি পড়ুন।
আজিয়াটা লিমিটেড রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম টেলিযোগাযোগ অপারেটর। দিন দিন রবি ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। যার কারণে নতুনরা জানেন না রবি সিমের সকল কোড ২০২২ সম্পর্কে।
আর আপনিও যদি নতুন রবি সিম ব্যবহারকারী হয়ে থাকেন এবং রবির সিমের সকল কোড সম্পর্কে না জানেন। তাহলে এই পোস্টটি আপনার জন্য। কেননা এই পোস্টে আমরা রবি সিমের সকল প্রয়োজনীয় কোড এর তালিকা লিপিবদ্ধ করেছি।
রবি সিমের সকল কোড
কোনো রবি সিম ব্যবহারকারীর পক্ষেই রবির সমস্ত কোড মনে রাখা সম্ভব নয়। যার কারণে পরবর্তীতে আমাদের কোনো রবি অফার ব্যবহার করতে গিয়ে, তার ব্যালেন্স চেক করার সময় সমস্যার সম্মুখীন হতে হয়।
এক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নতুন রবি সিম ব্যবহারকারীরা। যদিও সিম কেনার সময় তার প্যাকেটে রবি সিমের প্রয়োজনীয় কোড গুলো দেওয়া থাকে তবুও তা সম্পুর্ণ নয়।
তাই নিচে আমরা আপনাদের রবি সিমের সকল কোড এর লিস্ট দিলাম। আশা করি এই কোড গুলোর মাধ্যমে আপনারা রবি সিমের সকল অফার এবং তার ব্যালেন্স চেক করতে পারবেন।
রবি সিমের সকল কোড ২০২২ লিস্ট
নিচে রবি সিমের সকল কোড লিস্ট আকারে দেওয়া হলো।
সার্ভিসের নাম | কোড |
---|---|
রবি নাম্বার চেক কোড | *2# |
রবি ব্যালেন্স চেক কোড | *222# |
রবি ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড | *222*16# |
রবি এমবি চেক কোড | *3# অথবা *8444*88# |
রবি মিনিট চেক কোড | *222*2# |
রবি এসএমএস চেক কোড | *222*11# |
রবি ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড | *8# |
রবি বান্ডেল চেক কোড | *123*3# |
রবি কল রেট জানার কোড | *6# |
রবি বোনাস ব্যালেন্স চেক কোড | *222*1# |
রবি ইমারজেন্সি ইন্টারনেট নেওয়ার কোড | *8811*1*1*1# |
রবি ইমারজেন্সি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড | *123*3*5# |
রবি সিম 4.5জি চেক করার কোড | *123*44# |
রবি সকল সার্ভিস একত্রে | *123# |
রবি ইন্টারনেট অফার কেনার কোড | *4# |
রবি মিনিট অফার কেনার কোড | *0# |
রবি এসএমএস কেনার কোড | *121*2*7# |
রবি সিমের সকল সার্ভিস বন্ধ এবং চালু করার কোড
নিচে রবি সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড এবং চালু করার কোড প্রদান করা হলো।
রবি ইন্টারনেট সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন *৮৯৯৯*০০#।
রবি ফোন ব্যাকআপ সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন *১৪০*২*২*৬#।
রবি কল ব্লক সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন *১৪০*২*৩*৬#।
রবি আজকের অফার জানতে ডায়াল করুন *999#
রবি মিসড কল এলার্ট চালু করার কোড *২৮২৭২*১১#।
রবি মিসড কল এলার্ট বন্ধ করার কোড *১৪০*২*১*২#।
রবি গুনগুন সার্ভিস চালু করার কোড *৮৪৬৬# ।
রবি গুনগুন সার্ভিস বন্ধ করতে off লিখে পাঠিয়ে দিন ৮৪৬৬ নাম্বারে।
রবি Popular Vas অ্যাক্টিভ/ডিএক্টিভ করার কোড *5#।
রবি প্রমোশনাল এসএমএস বন্ধ করার কোড *7#।
রবি ইমারজেন্সি ব্যালেন্স সার্ভিস বন্ধ করার কোড *8811*2#।
রবি কল ওয়েটিং সার্ভিস চালু করার কোড *43#।
রবি কল ওয়েটিং সার্ভিস বন্ধ করার কোড #43#।
রবি কল ডাইভার্ট চালু করার কোড *21*ফোন নাম্বার#।
রবি কল ডাইভার্ট বন্ধ করার কোড #21#।
রবি সিমের সকল কল ডাইভার্ট করার কোড *21*8121#।
রবি সিমের সকল ডাইভার্ট বন্ধ করার কোড #21#।
শেষ কথাঃ
এই ছিল রবি সিমের সকল কোড। এই তালিকায় আমরা রবি সিমের সকল কোড সংঘবদ্ধ করেছি। আশা করি রবি সিমের কোড সংক্রান্ত যেকোনো সমস্যায় এই পোস্টটি আপনার কাজে আসবে।
এগুলো পড়তে পারেনঃ
রবি মিনিট কেনার কোড ২০২২। রবি মিনিট অফার
রবি এসএমএস কেনার কোড 2022। রবি এসএমএস অফার ২০২২