রবি সিমের নাম্বার দেখার কোড | Robi Number Check

আপনি যদি রবি নাম্বার কিভাবে দেখে এবং রবি নাম্বার দেখার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি পড়ে রবি সিমের নাম্বার দেখার কোড জানতে পারবেন। 


বর্তমানে মোবাইল টেলিকম কোম্পানি গুলোর মধ্যে আজিয়াটা লিমিটেড রবি অন্যতম। দিন দিন বাড়ছে রবি ইউজারদের সংখ্যা। এক্ষেত্রে যারা নতুন রবি সিম কিনেছেন, তারা অনেকেই রবি সিমের নাম্বার দেখার কোড এবং রবি সিমের নাম্বার দেখার নিয়ম সম্বন্ধে জানেন না। যার ফলে আপনারা নিজেদের রবি নাম্বার দেখতে পারেন না।


তো আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে রবি নাম্বার কিভাবে দেখে, রবি নাম্বার দেখার নিয়ম এবং রবি নাম্বার দেখার কোড নিয়ে আলোচনা করব। (How to know my robi number) 



রবি নাম্বার কিভাবে দেখে - How to check robi number

রবি নাম্বার কিভাবে দেখে এ প্রশ্নটি মূলত নতুন রবি সিম ব্যবহারকারীদের ক্ষেত্রে হয়ে থাকে। এটা স্বাভাবিক যে আমরা যখন নতুন কোন সিম কিনি, তখন আমাদের সেই সিমের বিভিন্ন কোড জানা থাকে না। যেমনঃ রবি নাম্বার দেখার কোড। 

আরো পড়ুনঃ রবি ইন্টারনেট অফার কিভাবে দেখে


রবি নাম্বার দেখার নিয়ম - Robi number check

রবি নাম্বার কিভাবে দেখে বা রবি সিমের নাম্বার দেখার কোড এর জন্য আপনাকে রবি সিমের নাম্বার দেখার নিয়ম জানতে হবে।


সাধারণত রবি নাম্বার দেখার নিয়ম দুইটি রয়েছে। একটি হচ্ছে রবি অ্যাপের মাধ্যমে, অপরটি হচ্ছে রবি নাম্বার দেখার কোড এর মাধ্যমে। 


অ্যাপের মাধ্যমে রবি নাম্বার দেখার জন্য আপনাকে প্রথমে মাইরবি ইন্সটল করে লগিন করতে হবে। মাইরবি অ্যাপে লগিন করলেই আপনার রবি নাম্বার দেখতে পাবেন। (How to know my robi number) 


রবি নাম্বার দেখার কোড - Robi Number Check Code

রবি নাম্বার দেখার সহজ পদ্ধতি হচ্ছে কোড ডায়াল এর মাধ্যমে রবি নাম্বার দেখা। এটি মূলত খুবই সহজ একটি পদ্ধতি, রবি সিমের নাম্বার দেখার কোড। 


কোড ডায়াল করে রবি নাম্বার দেখার উপায় খুবই সহজ। রবি নাম্বার দেখার কোড *140*2*4#। আপনি যদি আপনার রবি সিম নাম্বার ভুলে যান তাহলে আপনার রবি সিম থেকে ডায়াল করুন *140*2*4#। রবি নাম্বার দেখার এই কোডটি ডায়াল করার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার রবি সিম নাম্বার দেখতে পারবেন।


রবি নাম্বার চেক (Robi number check code): উপরের কোডটি ছাড়াও আরেকটি কোড রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজেই রবি নাম্বার চেক করতে পারবেন। আর সেই রবি নাম্বার চেক কোড হচ্ছে *2#। জি এটিও হচ্ছে রবি নাম্বার চেক করার কোড এবং এর মাধ্যমেও আপনি খুব সহজেই Robi number check করতে পারবেন।


নিচে রবি সিমের নাম্বার দেখার কোড এর সাথে আরো কিছু রবি প্রয়োজনীয় কোড দেওয়া হলো, যাতে নতুন রবি ইউজারদের সমস্যা না হয়।


রবি নম্বর চেক: *2# অথবা *140 *2 *4#

ব্যালেন্স চেক: *222#

মিনিট চেক: *222*3#

রবি ইন্টারনেট ব্যালেন্স চেক: *3# বা *8444*88# অথবা *222*81#

প্যাকেজ চেক: *140*14#

এসএমএস চেক: *222*11#

এমএমএস ব্যালেন্স চেক: *222*13#

কল সেন্টার নম্বর: 121 বা 158

রবি কাস্টমার কেয়ার নাম্বার: 01819400400


শেষ কথা,

এই ছিল রবি নাম্বার কিভাবে দেখে এবং রবি নাম্বার দেখার কোড ও নিয়ম। উপরের দুটো পদ্ধতি ব্যবহার করেই আপনারা রবি নাম্বার দেখতে পারবেন। 


যদি মাইরবি অ্যাপের মাধ্যমে রবি নাম্বার দেখেন তাহলে সেখানে আরো অনেক কিছু robi number information দেখতে পারবেন। আর যদি কোড ডায়াল করে রবি নাম্বার দেখতে চান, তাহলে উপরের রবি নাম্বার দেখার কোড এবং রবি নাম্বার চেক কোড দুটি ডায়াল করে রবি নাম্বার দেখতে অর্থাৎ Robi number check করতে পারবেন। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url