রবি বন্ধ সিমের অফার ২০২২ – Robi Bondho Sim Offer 2022

 রবি বন্ধ সিমের অফার নিয়ে আজকের পোস্ট। আপনি যদি রবি সিম ব্যবহারকারী হয়ে থাকেন এবং রবি বন্ধ সিম অফার খুঁজে থাকেন, তাহলে রবি আপনাকে দিচ্ছে দারুন রবি বন্ধ সিমের অফার। 


আজিয়াটা লিমিটেড রবি বাংলাদেশের ২য় বৃহত্তম টেলিযোগাযোগ অপারেটর। আর রবির 4.5G নেটওয়ার্কে ফিরে আসলে আপনি পাবেন আকর্ষণীয় সব রবি বন্ধ সিমের অফার (Robi bondho sim offer)। 


নিচে আমরা রবি বন্ধ সিমের অফার ২০২২ তুলে ধরেছি। তাই আর দেরি কিসের! আপনার রবি সিম চালু করুন এবং দেখে নিন আপনার রবি বন্ধ সিম অফার গুলো। 



রবি বন্ধ সিমের অফার ২০২২

Robi bondho sim offer 2022: রবি বন্ধ সিমের অফারে পাচ্ছেন আকর্ষণীয় মিনিট এবং ইন্টারনেট অফার। রবির বিস্তৃত 4.5জি নেটওয়ার্কে ফেরত আসলে পাবেন ৬ জিবি ইন্টারনেট প্যাক, সাথে আকর্ষণীয় মিনিট এবং এসএমএস অফারের সাথে ৪৭ পয়সা কল রেট। চলুন রবি বন্ধ সিম অফারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 


৬ জিবি ইন্টারনেট ৪৮ টাকা রিচার্জে মেয়াদ ৭ দিন

  • ৬ জিবি (যেকোনো ব্যবহারের জন্য) 
  • ৪৮ টাকা
  • মেয়াদকাল ৭ দিন
  • ডাটা ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *3#
  • রবি বন্ধ সিম গ্রাহকেরা এই অফারটি মাত্র একবার নিতে পারবে।


৪৭ পয়সা / মিনিট কল রেট যেকোনো নম্বরে ৩০ দিনের জন্য মাত্র ৪৭ টাকা রিচার্জে

  • মেয়াদ ৩০ দিন (২৪ঘন্টা)
  • কল রেট ৪৭ পয়সা / মিনিট (+ট্যাক্স)
  • এই অফারটি পুনরায় ক্রয়যোগ্য। 


রবি বন্ধ সিম ইন্টারনেট অফার

এছাড়াও Robi bondho sim offer 2022 এ ফিরে আসলে পাবেন ১১৯ টাকা রিচার্জে ৬ জিবি সাথে ১২০ মিনিট ফ্রি। 




৬ জিবি ইন্টারনেট সাথে ১২০ মিনিট ১১৯ টাকা রিচার্জে

  • রবি বন্ধ সিম ইন্টারনেট অফার ৬ জিবি (যেকোনো ইন্টারনেট ব্যবহারের জন্য)
  • ১২০ মিনিট যেকোনো লোকাল নম্বরে 
  • মেয়াদ ৩০ দিন (২৪ঘন্টা)
  • ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩#
  • মিনিট চেক করতে ডায়াল *২২২*২#
  • গ্রাহকেরা এই অফারটি পুনরায় ক্রয় করতে পারবে।


রবি বন্ধ সিম অফার ৯ টাকায় ১ জিবি

অনেকেই মনে করেন রবি ৯ টাকায় ১ জিবি বন্ধ সিম অফার। আসলে ৯ টাকায় ১ জিবি একসময় রবি বন্ধ সিম অফার থাকলেও এখন তা রবি নতুন সিম অফার। 


রবি বন্ধ সিম চালু করার নিয়ম

রবি বন্ধ সিম চালু করার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। যেমন, আমরা কোনো রবি অফার কেনার সময় যেরকম কোড ডায়াল করি, রবি বন্ধ সিম চালু করার ক্ষেত্রে এরকম কোড নেই।


শুধুমাত্র আপনার রবি বন্ধ সিম নাম্বারে যেকোনো পরিমাণ টাকা লোড দিলেই আপনার সেই রবি বন্ধ সিমটি চালু হয়ে যাবে। 


রবি বন্ধ সিমের অফার জানার উপায় এবং কোড। রবি বন্ধ সিম অফার চেক 

রবি বন্ধ সিমের অফার সবসময় আপডেট হয়, তাই আপনাদের রবি বন্ধ সিম অফার চেক করা প্রয়োজন। আপনার বন্ধ সিমটি, রবি বন্ধ সিম অফারের আওতায় আছে কিনা তা দেখার জন্যেও রবি বন্ধ সিম অফার চেক করা প্রয়োজন। নিচে আমরা রবি বন্ধ সিমের অফার দেখার নিয়ম দিয়েছি। (Robi bondho sim offer check code)


  1. অফারটি আপনার বন্ধ সংযোগের জন্য প্রযোজ্য কিনা জানতে A<space>০১৮xxxxxxxx লিখে যেকোনো রবি নম্বর থেকে ফ্রি এসএমএস করুন ৮০৫০ নম্বরে অথবা ডায়াল *৮০৫০# এবং নির্দেশাবলি অনুসরণ করুন (Robi bondho sim offer dial code)
  2. পরবর্তী ঘোষণা পর্যন্ত এই অফার চলবে যথাযোগ্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। রবি যেকোন সময় অফার পরিবর্তন কিংবা সম্পাদনা করতে পারবে।
  3. এই অফারটি রবি ওয়েবসাইট অথবা অ্যাপ দিয়ে দেখা যাবে এবং রিটেইলাররা এই অফারটি দেখতে ডায়াল করুন *৮০৫০# অথবা *৮৮৮#।



এই ছিল সর্বশেষ আপডেটকৃত রবি বন্ধ সিমের অফার ২০২২। Robi bondho sim offer march 2022..


আশা করি আপনারা Robi bondho simer offer 2022 সম্পর্কে জানতে পারলেন। এখন যদি আপনি আপনার রবি বন্ধ সিমটি চালু করে এসব অফার নিতে চান, তাহলে উপরের অফার অনুযায়ী নির্দিষ্ট টাকা রিচার্জ করলেই উক্ত রবি বন্ধ সিমের অফার গুলো পেয়ে যাবেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url