জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কিভাবে বের করব

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কিভাবে বের করব


 জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিকের একটি গুরুত্বপূর্ণ নথি ডকুমেন্ট। জন্ম নিবন্ধন হচ্ছে একজন নাগরিকের নাগরিকতার প্রথম এবং প্রধান স্বীকৃতি। এই নিবন্ধনে জানাব জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কি করা লাগে, জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কিভাবে পাওয়া যাবে এবং জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কি করণীয় সেবিষয়ে। 


জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিকের সুরক্ষিত এবং যত্নে রাখা অত্যন্ত জরুরি। প্রায় সকল ধরনের নথি, সার্টিফিকেট এবং বিভিন্ন ডকুমেন্টস তৈরির ক্ষেত্রে এই সনদটির প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় নানা কারণে অনেকের এই সনদটি হারিয়ে যায়। যার দরুন অনেকেই আমরা জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কি করবো, জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কিভাবে বের করব এবিষয়ে চিন্তিত হয়ে যাই।




জন্ম নিবন্ধন হারিয়ে গেলে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই যদি আপনার জন্ম নিবন্ধনের কোনো কপি থাকে। আর যদি জন্ম নিবন্ধনের কোনো কপি না থাকে তাহলে জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কি করতে হবে, করনীয় কি সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই নিবন্ধনে। 

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে প্রথম এবং প্রধান করণীয় হচ্ছে নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রণের জন্য আবেদন করা। আপাতত এবিষয়ে আমরা একটু পরেই বলছি। 


জন্ম নিবন্ধন কার্ড হারিয়ে গেলে আপনারা সাময়িক সময়ের জন্য জন্ম নিবন্ধন অনলাইন কপি ব্যবহার করতে পারেন। জন্ম নিবন্ধন অনলাইন কপি হচ্ছে, জন্ম নিবন্ধন ডাটাবেইজ থেকে আপনার জন্ম নিবন্ধনের যাচাই বা ভেরিফাইড কপি। দেখুন কিভাবে আপনার হারানো জন্ম নিবন্ধন যাচাই করবেন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি ব্যবহার

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে আপনারা জরুরি প্রয়োজনে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই কপি ব্যবহার করতে পারেন। কোথাও জন্ম নিবন্ধন সম্পর্কিত তথ্য সাবমিট করতে হলে, জন্ম নিবন্ধনের প্রতিলিপি হাতে না পাওয়া পর্যন্ত এই অনলাইন ভেরিফিকেশন কপি ব্যবহার করতে পারেন।


কেননা জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে কোনো ব্যক্তি শনাক্তকরণে প্রয়োজন জন্ম নিবন্ধনের রেজিষ্ট্রেশন নম্বরটি। সাধারণত এই নম্বরটি ১৭ ডিজিটের হয়ে থাকে এবং এই নম্বরটি একটি ইউনিক নম্বর হয়ে থাকে। 


জন্ম নিবন্ধন যাচাইয়ের জন্য আপনাদের জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নম্বর জানা থাকতে হবে। যদি আপনার জন্ম নিবন্ধন নম্বর জানা না থাকে, তাহলে আপনাকে আপনার ইউনিয়ন পরিষদ / পৌরসভার কার্যালয় / সিটি কর্পোরেশনের অফিস যোগাযোগ করতে হবে। এক্ষেত্রে তাদেরকে আপনার নাম, পিতা মাতার নাম এবং গ্রামের নাম বললে তারা আপনার জন্ম নিবন্ধন নম্বর বলে দিবে। 


প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে আপনার পিতা মাতার জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে যেতে পারেন। 

জন্ম নিবন্ধন অনলাইন যাচাই প্রিন্ট কপি ব্যবহার 

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে বিভিন্ন প্রয়োজনে আপনারা জন্ম নিবন্ধন যাচাই প্রিন্ট কপি ব্যবহার করতে পারেন। জন্ম নিবন্ধন সনদ অনলাইন ডাটাবেইজে সংরক্ষিত থাকায় চাইলে সেখান থেকে যাচাই এবং জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড এর মাধ্যমে প্রিন্ট করে ব্যবহার করতে পারেন জরুরি ভিত্তিতে। 


এই প্রিন্ট কপিটি মুলত আসল জন্ম নিবন্ধনের একটি অনলাইন সংরক্ষিত কপি। ফলে জন্ম নিবন্ধন না থাকলেও এই অনলাইন কপিটির মাধ্যমে বিভিন্ন কাজ করা সম্ভব। 

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কি করতে হয় 

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে তার প্রধান সমাধান হচ্ছে জন্ম নিবন্ধন পূনঃমুদ্রনের জন্য আবেদন। তাই যারা জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কিভাবে পাব, জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কিভাবে পাওয়া যাবে এবিষয়ে ভাবছেন তারা জন্ম নিবন্ধন পুনঃমুদ্রনের জন্ম নিচের নিয়ম গুলো ফলো করুন। 

জন্ম নিবন্ধন পূনঃমুদ্রনের জন্য আবেদন 

জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে তার বিকল্প কপি ব্যবহার করা গেলেও মুল কপিটি বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয়। তাছাড়া জন্ম নিবন্ধন মুল কপির ব্যবহার জন্ম নিবন্ধন প্রিন্ট কপি বা অনলাইন যাচাই কপি এর থেকে বেশি গ্রহনযোগ্য। চলুন দেখে নেই কিভাবে জন্ম নিবন্ধন পূনঃমুদ্রনের জন্য আবেদন করতে হয়। 


স্টেপ ১ঃ জন্ম নিবন্ধন পূনঃমুদ্রনের জন্য প্রথমে জন্ম নিবন্ধন পূনঃমুদ্রন করার এই ওয়েবসাইটে প্রবেশ করুন। 


স্টেপ ২ঃ এরপর জন্ম নিবন্ধন অপশন থেকে জন্ম নিবন্ধন পুনঃমুদ্রণ অপশনে ক্লিক করুন। 




স্টেপ ৩ঃ এরপর দুটি বক্স দেখতে পারবেন। জন্ম নিবন্ধন নম্বর বক্সে আপনার জন্ম নিবন্ধন নম্বর দিবেন। এবং জন্ম তারিখ বক্সে আপনার জন্ম তারিখ দিবেন। এরপর অনুসন্ধান বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার জন্ম নিবন্ধনের তথ্য দেখতে পারবেন। 




স্টেপ ৪ঃ এখন নির্বাচন করুন বাটনে ক্লিক করুন। এবার আপনি যে নিবন্ধকের অফিস থেকে জন্ম নিবন্ধন করেছিলেন তা সিলেক্ট করুন। অনেকেই আছেন যারা এক এলাকায় জন্ম নিবন্ধন করেছেন এবং পরবর্তীতে অন্য এলাকায় বাস করছেন। এমতাবস্থায় অবশ্যই আপনাকে পূর্বের যে এলাকা থেকে নিবন্ধন করেছিলেন সেই এলাকা বাছাই করতে হবে।




আর দেশের বাইরে থেকে কেউ আবেদন করলে, সেই দেশ ও সেদেশে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন সিলেক্ট করবেন।


স্টেপ ৫ঃ এরপর আপনার তথ্য দিয়ে জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রন আবেদনটি সাবমিট করুন। এক্ষেত্রে যিনি আবেদন করছেন তার যোগাযোগ নম্বর ও পরিচয় তথ্য দিতে হবে।




যদি আপনি নিজের জন্ম নিবন্ধন পূনঃমুদ্রনের জন্য আবেদন করেন, তাহলে নিজ সিলেক্ট করুন। আপনার সন্তানের জন্য আবেদন করলে পিতা/মাতা সিলেক্ট করুন। তবে নিজ/ পিতা বা মাতা ছাড়া অন্য কেউ যেমন, অভিভাবক, নানা-নানী, দাদা-দাদি আবেদন করলে তাদের জন্ম নিবন্ধন নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে।


এরপর ডান পাশের সাবমিট বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধন সনদ পূনঃমুদ্রনের আবেদনটি দাখিল বা সাবমিট করুন।



এভাবে উপরের পদ্ধতিতে জন্ম নিবন্ধন হারিয়ে গেলে তার জন্য জন্ম নিবন্ধন পূনঃমুদ্রনের জন্য আবেদন করা হয়। তাই যারা জন্ম নিবন্ধন কার্ড হারিয়ে গেলে কি করব এবং জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কিভাবে বের করব ভাবছেন, তারা উপরের পদ্ধতিতে জন্ম নিবন্ধন পূনঃমুদ্রনের জন্য আবেদন করুন। 


সম্পর্কিত পোস্টঃ জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম 


জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি?

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে প্রথম এবং প্রধান করণীয় হচ্ছে নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রণের জন্য আবেদন করা। এবিষয়ে আমরা নিচে বিস্তারিত আলোচনা করেছি


জন্ম নিবন্ধন কার্ড হারিয়ে গেলে কি করব? 

জন্ম নিবন্ধন হারিয়ে গেলে আপনাকে জন্ম নিবন্ধন পূনঃমুদ্রনের জন্য আবেদন দাখিল করতে হবে। আর জন্ম নিবন্ধন পূনঃমুদ্রনের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর জানা থাকতে হবে এবং জন্ম নিবন্ধন পূনঃমুদ্রনের জন্য আবেদন করতে হবে। যা নিয়ে আমরা উপরে আলোচনা করেছি।


জন্ম নিবন্ধন পূনঃমুদ্রন করার পর কি জন্ম নিবন্ধন নম্বর একই থাকে?

হ্যা। জন্ম নিবন্ধন পূনঃমুদ্রন করার পর নতুন জন্ম নিবন্ধন সনদটির নম্বর এবং আগের জন্ম নিবন্ধন সনদটির নম্বর একই থাকে। 


অনলাইনে কি জন্ম নিবন্ধন সনদের জন্ম নিবন্ধন নং নম্বরটি পাওয়া সম্ভব?

না। অনলাইনে জন্ম নিবন্ধন নম্বর পাওয়ার কোনো উপায় নেই। জন্ম নিবন্ধন রেজিষ্ট্রেশন নম্বর কেবলমাত্র জন্ম নিবন্ধন সনদ থেকেই পাওয়া সম্ভব। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url