ফেসবুকে স্টাইলিশ নাম লেখার পদ্ধতি

 আপনারা যারা ফেসবুকে স্টাইলিশ নাম ব্যবহার করতে চান তাদের জন্য এই পোস্টে ফেসবুকে স্টাইলিশ নাম লেখার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। 


ফেসবুক স্টাইলিশ আইডি নাম তৈরি করতে চায় না এরকম মানুষ খুব কমসংখ্যকই পাওয়া যাবে। আমরা সবাই চাই ফেসবুক স্টাইলিশ নামের মাধ্যমে আমাদের ফেসবুক আইডিটি যেন সবার নজর কাড়ে। তাই অনেকেই আপনারা কিভাবে ফেসবুকে স্টাইলিশ নাম দেওয়া যায় এ সম্পর্কে জানতে চান। 


আবার অনেকেই ফেসবুক একাউন্টের নাম স্টাইলিশ ভাবে লেখার চেষ্টাও হয়তো করেছেন কিন্তু বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছেন। আপনিও যদি ফেসবুক স্টাইলিশ নাম তৈরি করতে না জানেন তাহলে এই পোস্ট থেকে তা জানতে পারবেন। (Facebook stylish name bangla) 




এই আর্টিকেলে আমরা কিভাবে ফেসবুকে  স্টাইলিশ নাম লিখতে হয় অর্থাৎ ফেসবুকে স্টাইলিশ নাম লেখার পদ্ধতি দেখিয়ে দিব। তাই আপনি যদি কিভাবে ফেসবুকে স্টাইলিশ নাম লিখব এব্যাপারে ভাবছেন তাহলে শুরু থেকে পড়তে থাকুন এই পোস্টটি।


ফেসবুকে স্টাইলিশ নাম 

আমরা সাধারণত ফেসবুকে যে নাম ব্যবহার করি এটি মুলত ডিফল্ট ফন্টের একটি নাম। কিন্তু ফেসবুক স্টাইলিশ আইডি নাম এ যে ফন্ট ব্যবহার করা হয় সেই ফন্ট গুলো একটু আলাদা এবং স্টাইলিশ হয়ে থাকে। 


ফেসবুকে স্টাইলিশ নাম মুলত দেওয়া হয় ফেসবুক স্টাইলিশ ফন্ট এর মাধ্যমে। আপনি যদি চান আপনার ফেসবুক একাউন্টের নাম একটু স্টাইলিশ হউক এবং অন্যের নজর কাড়ুক তাহলে আপনি স্টাইলিশ নাম ব্যবহার করতে পারেন। তবে তার জন্য আপনাকে জানতে হবে ফেসবুকে স্টাইলিশ নাম দেওয়ার নিয়ম। তাহলে চলুন জেনে নেই ফেসবুক স্টাইলিশ আইডি নাম লেখার নিয়ম সম্পর্কে। (Facebook stylish name bangla font) 


আরো পড়ুনঃ

ফেসবুক প্রোফাইলে গান যোগ করার নিয়ম 

জেনে নিন ফেসবুকের ১০টি সমস্যা এবং তাদের সমাধান সম্পর্কে

ফেসবুকে ফ্রেন্ডলিস্ট হাইড করে কিভাবে। মিউচুয়াল ফ্রেন্ড হাইড করার উপায়

ফেসবুকে কমেন্ট অপশন বন্ধ করার নিয়ম


ফেসবুকে স্টাইলিশ নাম লেখার পদ্ধতি

ফেসবুকে স্টাইলিশ নাম দিন খুব সহজে। নিচে ফেসবুকে স্টাইলিশ নাম কিভাবে দিবেন তার পদ্ধতি আলোচনা করলাম। ফেসবুকে স্টাইলিশ নাম দেওয়ার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন। (fb stylish name maker bangla) 


স্টেপ ১ঃ প্রথমে ফেসবুক অ্যাপ বা ফেসবুক লাইটে প্রবেশ করুন। এরপর ডান পাশের মেনুতে ক্লিক ক্লিক করুন। 




স্টেপ ২ঃ এরপর Settings & Privacy অপশনে ক্লিক করে Settings এ ক্লিক করুন।




স্টেপ ৩ঃ এবার আমাদের ভাষা পরিবর্তন করতে হবে। কেননা বাংলা ভাষায় স্টাইল নাম দেওয়ার কোনো পলিসি নেই ফেসবুকের। ভাষা পরিবর্তনের জন্য Language And Region অপশনে ক্লিক করুন।




স্টেপ ৪ঃ এরপর সবার প্রথমের অপশনটিতে ক্লিক করুন। 



স্টেপ ৫ঃ তারপর একটু নিচে গিয়ে নিচের ছবির মতো ভাষাটি সিলেক্ট করুন। 




স্টেপ ৬ঃ এরপর কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়া শেষ হলে কেটে দিয়ে স্টেপ ১,২ এর মতো পুনরায় Settings এ আসুন। এরপর ছবির মতো সবার প্রথমের অপশনটিতে ক্লিক করুন।




স্টেপ ৭ঃ এরপর আপনার নাম দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। 




স্টেপ ৮ঃ এরপর ফেসবুক স্টাইলিশ নাম দেওয়ার জন্য দুটি বক্স পাবেন (ফেসবুক নাম চেঞ্জ বক্স)। এই বক্স দুটিতে আপনার স্টাইলিশ নাম দিয়ে সেভ দিলেই আপনার ফেসবুক আইডির নাম স্টাইলিশ হয়ে যাবে।


তার জন্য আমাদের ফেসবুক স্টাইলিশ ফন্ট এর দরকার হবে। এজন্য আপনারা Facebook Stylish Name Maker এই ওয়েবসাইটটিতে চলে যান (ফেসবুক স্টাইলিশ নাম ওয়েবসাইট)। এরপর একটি বক্স দেখতে পারবেন সেই বক্সে আপনি যে ফেসবুক স্টাইলিশ নাম দিতে চান সেই নামিটি লিখুন। নাম লেখার পর নিচে অনেক গুলো স্টাইলিশ নাম পেয়ে যাবেন। আপনার পছন্দমতো যেকোনো একটি নাম কপি করে নিন। নামটি দুটি অংশে কপি করবেন। নামের প্রথম অংশ এবং শেষ অংশ। 




স্টেপ ৯ঃ এবার ফেসবুকে গিয়ে প্রথম বক্সে আপনার কপি করা নামের প্রথম অংশ এবং দ্বিতীয় বক্সে শেষ অংশ পেস্ট করে দিন। এরপর নিচের ছবির মতো নীল কালারের লেখা গুলোতে ক্লিক করুন। 




এখানে নাম পেস্ট করতে সমস্যা হতে পারে। তাই আপনারা নাম কপি করার সময় রিদিমিক কিবোর্ড ব্যবহার করতে পারেন। তাহলে Clipboard এ কপি করা দুটো নামই সেভ হবে এবং সেখান থেকে পেস্ট করতে পারবেন। আর তা না চাইলে ফেসবুক লাইট দিয়ে নাম চেঞ্জ বা স্টাইলিশ নাম পেস্ট করুন।


স্টেপ ১০ঃ নীল কালারের লেখায় ক্লিক করার পর নিচের ছবির মতো বক্সে পাসওয়ার্ড দিয়ে সেভ দিন। 




ব্যস, আপনার ফেসবুক স্টাইলিশ নাম দেওয়া হয়ে গিয়েছে। এখন আপনার আইডিটিতে গিয়ে দেখুন আপনার ফেসবুক নেম স্টাইলিশ হয়ে গিয়েছে। এখন আপনার ফেসবুক ভাষা বাংলায় পরিবর্তন করতে পারেন। 


উপসংহারঃ তো বন্ধুরা, এই ছিল ফেসবুকে স্টাইলিশ নাম লেখার পদ্ধতি এবং নিয়ম। আশা করি আপনারা উপরে বর্ণিত পদ্ধতিটি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 


এগুলো পড়তে পারেনঃ

ফেসবুকে অটো ফলোয়ার 2022

ফেসবুকে অটো লাইক ২০২২ (প্রতি ক্লিকে ১৫০ লাইক রিয়েল)

আনলিমিটেড ফেসবুক ফেক একাউন্ট খুলুন নাম্বার ইমেইল ছাড়া 

ফেসবুকে ফলোয়ার অপশন চালু করার নিয়ম

ফেসবুকে শেয়ার অপশন চালু করার নিয়ম

ফেসবুকে লাইক হাইড করার নিয়ম 

নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url