বিকাশ একাউন্ট কার নামে আছে | বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা আছে
বিকাশ একাউন্ট কার নামে আছে তা জানতে পারবেন এই পোস্ট থেকে। আপনারা অনেকেই আছেন যারা অন্যের বা নিজেদের বিকাশ একাউন্ট কার নামে আছে তা জানেন না। অথবা খুবই দরকারি কোনো প্রয়োজনে বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা সে সম্পর্কে বলতে পারেন না।
তাই আজকের এই আর্টিকেলে আমরা বিকাশ একাউন্ট কার নামে আছে এবং বিকাশ একাউন্ট কার আইডি দিতে খোলা তা জানার এবং দেখার উপায় নিয়ে আলোচনা করব। সো মনোযোগ সহকারে পড়তে থাকুন আজকের এই পোস্টটি।
আরো পড়ুনঃ বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২২ (১০০ টাকা বোনাস)
বিকাশ একাউন্ট কার নামে আছে এবং বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা আছে
আমার বিকাশ একাউন্টটি কার নামে আছে এবং কার আইডি দিয়ে খোলা আছে তা জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের মধ্যে এমন অনেক ব্যাক্তি আছে যারা অনেক আগে বিকাশ একাউন্ট খুলেছেন এবং অনেক আগে থেকে বিকাশ ব্যবহার করেন।
কিন্তু তার সেই বিকাশ একাউন্টটি কার আইডি দিয়ে খোলা আছে এবং কার নামে আছে সেটা তারা জানেন না। ফলে সেই মুহূর্তে বিকাশ সংক্রান্ত সমস্যায় পরলে পোহাতে হয় নানান সমস্যা। তাই জানতে হবে বিকাশ একাউন্ট কার নামে আছে তা দেখার উপায়।
আমরা সবাই জানি নতুন বিকাশ একাউন্ট খুললে টাকা বোনাস পাওয়া যায়। যার ফলে অনেক যুবকের বয়স ১৮ বছরের কম হওয়ায় এবং আইডি কার্ড না থাকায় তারা অন্যের আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খুলে। যার কারণে কার Nid দিয়ে বিকাশ একাউন্ট খোলা তা মনে থাকে না।
কিন্তু পরবর্তীতে যখন আপনি বিকাশ সংক্রান্ত কোনো সমস্যায় পরবেন তখন কি করবেন। আপনি যখন বিকাশের কোনো সমস্যার জন্য বিকাশ কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন তখন তারা আপনার মালিকানা যাচাইয়ের জন্য তথ্য জানতে চাইবেন।
বিকাশ একাউন্ট কার নামে আছে তা জানা একটু জটিল। কেননা বিকাশ তাদের সুরক্ষা পলিসির জন্য কোনো তথ্য শেয়ার করে না। এমনি বিকাশ কাস্টমার কেয়ারে ফোন করলে উলটো তারাই আপনার আইডি কার্ডের তথ্য দেখতে চাইবে।
তাহলে বিকাশ একাউন্ট কার নামে আছে দেখব কিভাবে? Bkash account কার আইডি দিয়ে খুলছি তা কিভাবে জানবো? সমস্যা নেই। এই আর্টিকেলে আমরা আপনাদের দেখাব বিকাশ একাউন্ট কার নামে আছে এবং বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা আছে তা কিভাবে দেখবেন।
আরো পড়ুনঃ নগদ একাউন্ট খোলার নিয়ম
বিকাশ একাউন্ট কার নামে আছে
বিকাশ একাউন্ট কার নামে আছে তা দেখার উপায় একটু জটিল। কেননা বিকাশ কাস্টমার কেয়াররা আমাদের এবিষয়ে কোনো তথ্য প্রদান করে না। তবে আমরা একটি অ্যাপের সাহায্যে খুব সহজেই বিকাশ একাউন্ট কার নামে আছে তা দেখতে পারব।
স্টেপ-১ঃ প্রথমেই প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপটি ইন্সটল করে নিন।
স্টেপ-২ঃ আগে থেকেউ সেলফিন একাউন্ট থাকলে লগিন করে নিন। আর না থাকলে রেজিষ্ট্রেশন করার জন্য Registration with National ID এ ক্লিক করবেন।
স্টেপ-৩ঃ এরপর অপারেটর, ফোন নাম্বার এবং পিন দিয়ে Registration এ ক্লিক করবেন।
স্টেপ-৪ঃ তারপর আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে। কোডটি বসাবেন এবং Submit এ ক্লিক করবেন।
স্টেপ-৫ঃ এরপর আপনার Nid কার্ডের সামনের এবং পেছনের ছবি তুলবেন।
স্টেপ-৬ঃ এরপর আপনার ছবি তুলবেন।
স্টেপ-৭ঃ এরপর আপনার সেলফিন একাউন্ট খোলা হয়ে যাবে। এবার বিকাশ একাউন্ট কার নামে আছে দেখার জন্য Fund Transfer এ ক্লিক করবেন।
স্টেপ-৮ঃ তারপর বিকাশ সিলেক্ট করবেন।
স্টেপ-৯ঃ এবার নেই নাম্বারটির বিকাশ একাউন্ট কার নামে আছে দেখতে চান, সেই নাম্বারটি দিয়ে Next এ ক্লিক করবেন। তাহলে সেই বিকাশ একাউন্টটি কার নামে আছে তা সেখতে পারবেন।
আরো পড়ুনঃ রকেট একাউন্ট খোলার নিয়ম
বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা আছে
এপদ্ধতিতে বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে আছে তা দেখার জন্য আপনার ব্রাক ব্যাংক একাউন্ট থাকতে হবে।
স্টেপ-১. প্রথমে এই লিংকে ক্লিক বিকাশ ব্রাক ব্যাংক একাউন্টে লগিন করুন।
স্টেপ-২. এরপর উপরে ট্রান্সফার লেখা দেখতে পারবেন। সেখানে ক্লিক করবেন।
স্টেপ-৩. এবার বামদিকের ড্রপডাউন মেনুতে Mobile Wallet এ ক্লিক করবেন। তারপর bKash এ ক্লিক করবেন।
স্টেপ-৪. এরপর One time pay লেখায় ক্লিক করবেন।
স্টেপ-৫. এখন Pay to bKash account নামে একটি বক্স দেখতে পারবেন। সেই বক্সে যেই নাম্বারের বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা আছে দেখতে চান, সেই নাম্বারটি লিখবেন। তাহলে আপনি সেক ব্যাক্তির নাম দেখতে পারবেন।
এভাবে আপনি উপরের দুইটি পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই যেকোনো নাম্বারের বিকাশ একাউন্ট কার নামে আছে এবং বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা আছে দেখতে পারবেন। তবে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে তার জন্য বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করা সবচেয়ে ভালো হবে।
আরো পড়ুনঃ উপায় একাউন্ট খোলার নিয়ম (সাথে ৫০ টাকা বোনাস এবং ১জিবি ফ্রি ইন্টারনেট)
জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
Bkash account কার আইডি দিয়ে খুলছি তা কিভাবে জানবো?
বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খুলছেন, তা জানার জন্য আমরা উপরে যে পদ্ধতি দুটি আলোচনা করেছি, তার যেকোনো একটি পদ্ধতির মাধ্যমে জানতে পারবেন।
বিকাশ একাউন্ট দেখে কিভাবে?
বিকাশ অ্যাপ এবং কোড ডায়াল করে বিকাশ একাউন্ট দেখতে পারবেন। কোড ডায়াল করে বিকাশ একাউন্ট দেখার জন্য ডায়াল করুন *247#
বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার কত?
বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে 16247।