সেরা লোগো ডিজাইন সফটওয়্যার | বেস্ট লোগো তৈরির সফটওয়্যার
হ্যালো বন্ধুরা, আপনি যদি মোবাইলের জন্য সেরা লোগো ডিজাইন সফটওয়্যার এবং লোগো তৈরির সফটওয়্যার খুঁজছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। এই পোস্টের মাধ্যমে আপনি জানবেন সবচেয়ে সহজ ভাবে মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার সেরা সফটওয়্যার গুলো সম্পর্কে।
যেগুলো ব্যবহার করে আপনারা খুব সহজেই নিজের ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়া পেজের জন্য লোগো ডিজাইন করতে পারবেন।
বলা হয় লোগো নাকি একটি প্রতিষ্ঠানের প্রাণকেন্দ্র। একটি প্রতিষ্ঠানকে খুব সহজে অন্যের কাছে তুলে ধরার জন্য লোগো সেই প্রতিষ্ঠানের পরিচয় স্বরূপ। সাধারণত লোগো কতগুলো বর্ণ, রঙ, শেপ এর সমন্বয়ে গঠিত।
আরো পড়ুনঃ
- কিভাবে হাই কোয়ালিটিতে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন
- প্লে স্টোর থেকে অ্যাপ মেমোরিতে ডাউনলোড করার নিয়ম
- 5 Best Free Antivirus For Android Phone 2022
আর একটি লোগো খুব সুন্দর ভাবে তৈরি এবং সকলের কাছে দৃষ্টিনন্দন করতে প্রয়োজন ভালো মানের লোগো ডিজাইন সফটওয়্যার। তাই যারা আপনারা মোবাইলে দিয়ে লোগো ডিজাইন করতে চান, তাদের জন্য আজ নিয়ে এসেছি সেরা ৭টি লোগো ডিজাইন করার সফটওয়্যার।
অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের জন্য, লোগো তৈরি করার ক্ষেত্রে, লোগো ডিজাইনার দিয়ে লোগো ডিজাইন করিয়ে থাকে। যার জন্য তাদের অনেক মোটা অংকের টাকা এই লোগো ডিজাইনের পেছনে ব্যয় করতে হয়।
কিন্তু আপনি যদি আপনার ছোট্ট প্রতিষ্ঠান বা ওয়েবসাইটের জন্য বিনা খরচে লোগো ডিজাইন করতে চান তাহলে আজকের এই লোগো তৈরির সফটওয়্যার গুলো আপনার সেই কাজকে সহজ করে দিবে। লোগো ডিজাইন করার আগে চলুন জেনে নেই লোগো ডিজাইন কি?
লোগো ডিজাইন কি
লোগো হচ্ছে যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মূল প্রতীক বা চিহ্ন। লোগো সাধারণত একটি প্রতিষ্ঠানের পরিচয় বহন করে। আর এই সকল লোগো বিভিন্ন ধরনের হতে পারে। যেমনঃ- বর্ন, প্রতীক, আকৃতি ইত্যাদির সমন্বয়।
মুলত একটি প্রতিষ্ঠানকে জন সাধারণের নিকট তুলে ধরার জন্য, চিহ্নের পরিচয় বহন করার জন্য, যখন কোনো লোগো তৈরি করা হয় তখন তাকে লোগো ডিজাইন বলে। আর যিনি এই লোগো ডিজাইন করে থাকেন তাকে লোগো ডিজাইনার বলা হয়। লোগো ডিজাইন হচ্ছে বর্তমান সময়ে একটি জনপ্রিয় এবং সৃজনশীল পেশা। লোগো ডিজাইন মূলত গ্রাফিক্স ডিজাইন সংশ্লিষ্ট একটি পেশা।
আরো পড়ুনঃ
- অন্যের ফোন কল লিস্ট বের করার উপায়
- কিভাবে ফোনে ভয়েস লক লাগাবেন
- মোবাইল দিয়ে একসাথে অনেকগুলো ফাইলের নাম এবং ফরম্যাট চেঞ্জ করার অ্যাপস
লোগো ডিজাইন করার নিয়ম | লোগো ডিজাইন সফটওয়্যার
লোগো ডিজাইন করার জন্য মূলত লোগো বানানোর সফটওয়্যার ব্যবহার করা হয়। তবে লোগো ডিজাইন করার ক্ষেত্রে প্রত্যেক লোগো ডিজাইনারকেই নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়।
একটি লোগো ডিজাইন করার জন্য, ডিজাইনারদের অবশ্যই কোম্পানি সম্পর্কে সম্পূর্ণ ধারণা রেখে লোগো ডিজাইন করতে হয়। যাতে সেই লোগোর মাধ্যমে সেই কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের মূল কথা ফুটে উঠে। তাই লোগো ডিজাইনাররা মূল বিষয় মাথায় রেখেই লোগো ড্রাফ্ট তৈরি করে থাকেন এরপর সেই লোগোটিকে সফটওয়্যার এর মাধ্যমে ডিজাইন করে লোগো উপস্থাপন করেন।
একটি লোগো ডিজাইন করার জন্য, সবার আগে প্রয়োজন একটি ভালো মানের কম্পিউটার। আর সেই কম্পিউটারের লোগো ডিজাইন করার জন্য প্রয়োজন হয় একটি ভালো মানের সফটওয়্যার। তবে এই পোস্টে আমরা মোবাইলে লোগো ডিজাইন করার সফটওয়্যার নিয়ে কথা বলব। আপনারা সফটওয়্যার গুলো খুব সহজেই ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন।
সেরা ৭টি ফ্রি লোগো ডিজাইন সফটওয়্যার মোবাইলের জন্য – logo design software for android mobile
বর্তমানে প্লে স্টোরে এমন অনেক logo design software এসেছে যেগুলো ব্যবহার করে আপনারা খুব সহজে সুন্দর ভাবে লোগো ডিজাইন করতে পারবেন।
লোগো ডিজাইন করার জন্য প্লে স্টোরে আপনি অনেক সফটওয়্যার পাবেন, তবে তাদের মধ্যে আমি কিছু বেস্ট লোগো তৈরির সফটওয়্যার এখানে লিস্ট করেছি। যেগুলো দিয়ে আপনি ফ্রিতে লোগো ডিজাইন করতে পারবেন।
আরো পড়ুনঃ
- মোবাইল দিয়ে ছবিকে কার্টুন করার পদ্ধতি
- কেউ আপনার ফোন টাচ করলেই এলার্ম বেজে উঠবে
- মোবাইল দিয়ে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবুজ করা যায়
আর এই অ্যাপস গুলো দিয়ে খুব সহজেই প্রফেশনাল ভাবে লোগো তৈরি করা সম্ভব। লোগো বানানোর জন্য অধিকতর লোক ফটোশপ এর ব্যবহার করেন। তাই আপনি যদি ফটোশপ ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি লোগো বানাতে পারবেন না।
কিন্তু আপনি যদি ফটোশপ ছাড়া ভাল লোগো তৈরী করতে চান তাও আবার ফটোশপ ছাড়াই তাহলে আপনি এই অ্যাপ গুলোর সাহায্যে সহজেই লোগো তৈরী করতে পারবেন ।
লোগো ডিজাইন করার জন্য আপনার কোনো প্রফেশনাল দক্ষতার প্রয়োজন হবে না। আপনি জাস্ট নিচে দেওয়া অ্যাপসগুলো প্লে স্টোর থেকে ইন্সটল করে খুব সহজে লোগো তৈরি করতে পারবেন।
1. Canava : Design, pHoto & Video
Canava হচ্ছে লোগো ডিজাইন করার ক্ষেত্রে অনেক শক্তিশালী একটি লোগো ডিজাইন করার এপ্লিকেশন। Canava দিয়ে যেকেউ খুব সহজে প্রোফেশনালদের মতো লোগো ডিজাইন করতে পারবে।
ক্যানভাতে পাবেন ৬০,০০০ টিরও বেশি লোগো ডিজাইন করার টেমপ্লেট, যার কারণে কারণে লোগো ডিজাইন করার সফটওয়্যার হিসেবে অনেক জনপ্রিয়।
আপনার প্রয়োজনীয় সমস্ত প্রাসঙ্গিক টেমপ্লেট পেতে ক্যানভার সার্চ বাক্সে "লোগো" লিখে টাইপ করবেন৷ তাহলে আপনি লোগো ডিজাইন করার জন্য গেমিং লোগো, অ্যানিমেটেড লোগো, টুইচ লোগো এবং আরো অনেক লোগো দেখতে পাবেন।
আপনি ইনস্টাগ্রাম পোস্ট, কার্ড, ফ্লায়ার, ওয়েবসাইট ব্যানার এবং আরও অনেক কিছুর জন্য ক্যানভা টেমপ্লেট ব্যবহার করতে পারেন।ক্যানভা প্রতিদিনের ব্যবহারকারীকে সমস্ত জিনিস গ্রাফিক ডিজাইনের সাথে সজ্জিত করে।
সবথেকে বড় ব্যাপার হচ্ছে Canva android mobile app এবং Canva windows software ডাউনলোড না করেই আপনি চাইলে ক্যানভার ওয়েবসাইটে গিয়ে লোগো ডিজাইন করতে পারবেন।
ফিচার
- ক্যানভাতে ৬০,০০০ এরও বেশি লোগো ডিজাইন করার টেমপ্লেট রয়েছে।
- যেকোনো লোগো ডিজাইন করার জন্য এটিকে খুব সহজে ব্যবহার করা যায়।
- ক্যানভা ফ্রি এবং প্রিময়াম দুটি ভার্সনের জন্য রয়েছে।
- ক্যানভার মাধ্যমে লোগো ডিজাইন করার পর তা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।
- এর লোগো তৈরির প্রোগ্রাম অনেক ইউজার ফ্রেন্ডলি।
- যেকোন প্রজেক্টের জন্য লোগো ডিজাইন, বইয়ের কভার, ব্লগ ডিজাইন করা যায়।
- যেকোন ইভেন্টের জন্য ইইলনভাইটেশন কার্ড: জন্মদিনের কার্ড প্রস্তুতকারক, বিবাহের আমন্ত্রণ পত্র প্রস্তুতকারক।
- সহজ এবং বিনামূল্যের ইমেজ এডিটিং অ্যাপ
- ফটো কোলাজ মেকার, ফ্লায়ার মেকার, যেকোন অনুষ্ঠানের জন্য ব্যানার মেকার
- অনুপ্রেরণামূলক উদ্ধৃতি এবং হাস্যকর মেম ডিজাইন
- বিনামূল্যে Instagram ভিডিও এবং চলচ্চিত্র নির্মাতা সম্পাদক; ভিডিও টেমপ্লেট সম্পাদন
- ব্যবসার জন্য: লোগো সম্পাদক, ব্রোশিওর, জীবনবৃত্তান্ত, উপস্থাপনা, প্রোমো পোস্টার মেকার
Download: Canva: Design, Photo & Video for Android (Free, in-app purchases available)
2. Creative Cloud Express: Design
বলাই বাহুল্য, Adobe শিল্প ও সৃজনশীল মিডিয়ার ক্ষেত্রে অনেক সুপরিচিত একটি নাম। এর ক্রিয়েটিভ ক্লাউড এক্সপ্রেস অ্যাপটি ব্যবসা, রেস্তোরাঁ এবং ব্যক্তিগত মনোগ্রামের মতো বিভিন্ন ধরনের টেমপ্লেট সরবরাহ করে। এখান থেকে আপনি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত লোগো বিভাগটি বেছে নিয়ে এবং একটি ফাঁকা ক্যানভাস দিয়ে শুরু করে, লোগো তৈরির ক্ষেত্রে আপনার সৃজনশীলতা প্রকাশ করতে পারবেন সহজেই।
লোগো ছাড়াও, এখানে আপনি ক্যানভার মতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং ব্যবসায়িক গ্রাফিক্সের মতো অন্যান্য ডিজাইনও তৈরি করতে পারেন।
Adobe Creative Cloud Express আপনাকে দ্রুত এবং সহজে স্ট্যান্ডআউট সোশ্যাল গ্রাফিক্স, ফ্লায়ার, লোগো এবং আরও অনেক কিছু মোবাইল এবং ওয়েবে তৈরি করতে সক্ষম করবে৷ এটি দ্বারা লোগো ডিজাইন করার জন্য কোন ডিজাইন দক্ষতার প্রয়োজন নেই এবং এটি আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
Download: Creative Cloud Express: Design for Android (Free, in-app purchases available)
আরো পড়ুনঃ
- এন্ড্রয়েড ফোনের সেরা পিডিএফ রিডার অ্যাপস
- কিভাবে মোবাইল দিয়ে পিডিএফ ফাইল তৈরি করে
- মোবাইল দিয়ে পিডিএফ ফাইল এডিট করার নিয়ম
3. Logo Maker Shop
Logo Maker Shop হলো একটি সেরা ফ্রি ফন্ট এবং লোগো ডিজাইন অ্যাপ। লোগো ডিজাইন এর ক্ষেত্রে কোনো রকম দক্ষতা ছাড়াই আপনি এই অ্যাপ দিয়ে খুব সহজে লোগো ডিজাইন করতে পারবেন।
এই অ্যাপটিতে আপনি লোগো ডিজাইনের জন্য ১০০০+ এরও বেশি লোগোর টেমপ্লেট পাবেন। সেগুলোর মধ্যে থেকে আপনি আপনার পছন্দমতো টেমপ্লেটটি বেছে নিয়ে, সেটি এডিট করে নিজের ইচ্ছেমতো প্রোফেশনালদের মতো লোগো ডিজাইন করতে পারবেন।
তাছাড়াও এখানে ৫০০০ টিরও বেশি ফন্ট Symbol এবং Background Design রয়েছে। যেগুলো লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনার লগোটিকে আকর্ষণীয় করতে সাহায্য করবে।
আপনারা এ অ্যাপটি “Apple Store” থেকে ডাউনলোড করতে পারবেন।
Download: Logo Maker Shop for iOS (Free, in-app purchases available)
4. Dotpict
Dotpict একটি সাধারন এবং অনেক কাজের একটি মোবাইল লোগো ডিজাইন অ্যাপ। এটি ব্যবহার করে আকর্ষণীয় Pixel Arts তৈরি করা যায়। বর্তমানে অনেক সংখ্যক ডিজাইনাররা এই অ্যাপটি ব্যবহার করে লোগো ডিজাইন করতেছেন।
লোগো ডিজাইনের জন্য এটি একটি সাধারণ সফটওয়্যার হলেও এর বিভিন্ন ফিচার রয়েছে। যেমনঃ
- Auto-save function
- Zoom
- Display of the grid
- Export / share of work
এই লোগো ডিজাইন করার অ্যাপটি আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তবে এর প্রিমিয়াম ভার্সন রয়েছে, যেটি আপনাদের কিছু টাকা খরচ করে ব্যবহার করতে হবে।অ্যাপটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
Download: Dotpict for Android (Free, in-app purchases available)
5. Logo Maker
লোগো ডিজাইন করার জন্য Logo maker খুবই সহজ এবং সিম্পলল একটি লোগো ডিজাইন অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি খুবই সহজেই নিজের পছন্দমতো রুচি মাফিক লোগো ডিজাইন করতে পারবেন।
এই অ্যাপটি তার লোগো ডিজাইন টেমপ্লেটগুলিকে খাদ্য, ফ্যাশন এবং ফিটনেসের পাশাপাশি জুতা এবং ট্যাটুর মতো পণ্যসহ বিশেষ পরিষেবাগুলিতে শ্রেণীবদ্ধ করেছে। এখানে আপনি আপনার লোগোর মধ্যে থাকা আইকনের উপর ভিত্তি করে টেমপ্লেট অনুসন্ধান করতে পারবেন।
Download: Logo Maker! for iOS (Free, in-app purchases available)
6. Watercolor Logo Maker
সিম্পলি মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার জন্য ওয়াটার কালার লোগো মেকার আরেকটি জনপ্রিয় লোগো মেকার অ্যাপ।
জলরঙের মতো লোগো ডিজাইন করতে চাইলে আপনি এই অ্যাপটি বেছে নিতে পারেন। আপনি কাগজে জলরঙ দিয়ে ছবি অংকন করলে যে রকম হয়, এই অ্যাপটি দিয়ে লোগো ডিজাইন করলেও ঠিক একই কাঠামোর লোগো ডিজাইন করতে পারবেন।
জলরঙ দিয়ে লোগো ডিজাইন করার জন্য এই অ্যাপে আপনি জলরঙের অনেক বড় একটি তালিকা পাবেন।
Download: Watercolor Logo Maker for Android (Free, in-app purchases available)
7. Logo Maker by Shopify
Logo Maker by Shopify লগো ডিজাইন করার খুবই সাধারন এবং সিম্পলি একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপটিতে আপনার আগে থেকেই ১০০+ প্রফেশনালি ডিজাইন লোগো দেওয়া থাকে। এখান থেকে ডিজাইন করার জন্য যেকোনো একটি লোগো আপনার পছন্দমত সিলেক্ট করে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন।
লগো তৈরীর সময় Shapes, Colors, Icons, Text ইত্যাদি যোগ করতে পারবেন। এই অ্যাপ ব্যবহার করে লোগো ডিজাইন করার জন্য কোন পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। নিচের লিংকের মাধ্যমে আপনি অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
Download: Logo Maker by Shopify for Android (Free, in-app purchases available)
আরো পড়ুনঃ
- সেরা কয়েকটি মিউজিক প্লেয়ার অ্যাপস
- ছবিতে টাচ করে ফোন আনলক করুন
- প্লে স্টোর থেকে অ্যাপ বা গেম সরাসরি মেমোরিতে ডাউনলোড করুন
শেষ কথাঃ
উপরে যে ৭টি লোগো ডিজাইন করার অ্যাপ গুলো সম্পর্কে বললাম এই অ্যাপগুলো দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়া পেজের জন্য লোগো ডিজাইন করতে পারবেন।
এই অ্যাপগুলো দিয়ে লোগো ডিজাইন করার জন্য আপনাদের কোনো প্রকার লোগো ডিজাইন অভিজ্ঞতা লাগবে না। এই অ্যাপগুলোতে প্রবেশ করলেই সেখানে আপনি লোগো ডিজাইন করার অনেক গুলো ডেমো টেমপ্লেট পাবেন। আপনি সেখানে থেকে আপনার পছন্দমতো লোগোর ডিজাইন বেছে নিয়ে, সেটাকে এডিট করে আপনার পছন্দমতো লোগো ডিজাইন করতে পারবেন।
আর এই অ্যাপগুলো সম্পুর্ন ফ্রি। অর্থাৎ এই অ্যাপটি ব্যবহারের জন্য আপনাদের কোনো প্রকার টাকা খরচ করতে হবে না।
আশা করি উপরের অ্যাপ গুলো ব্যবহার করে এখন থেকে আপনারা কোনো প্রকার পূর্ব দক্ষতা ছাড়াই প্রোফেশনালদের মতো লোগো ডিজাইন করতে পারবেন।