এইচএসসি রেজাল্ট ২০২১ দেখার নিয়ম – HSC Result 2021
আজকে দিতে চলেছে এইচএসসি পরীক্ষা ২০২১ এর রেজাল্ট। রেজাল্ট দেখতে আপনাদের জানতে হবে এইচএসসি রেজাল্ট ২০২১ দেখার নিয়ম।
এই পোস্টে আপনারা কিভাবে এইচএসসি রেজাল্ট ২০২১ দেখবেন আলিম সহ তা নিয়ে স্ক্রিনশট সহ আলোচনা করব। আশা করি আপনারা নিচের পদ্ধতি অনুযায়ী খুব সহজে Hsc Result 2021 দেখতে পারবেন।
এইচএসসি রেজাল্ট ২০২১ – Hsc Result 2021
বাংলাদেশ শিক্ষা বোর্ড রেজাল্ট আর্কাইভ থেকে, মুহূর্তের মধ্যে জানা যাবে আজকের প্রকাশিত এইচএসসি রেজাল্ট এবং আলিম পরীক্ষার রেজাল্ট। পরীক্ষার্থীরা নিজ রোল নাম্বার ও রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে অথবা শুধু মাত্র পরীক্ষার্থীর রোল নাম্বার দিয়ে সব বিষয়ের প্রাপ্ত নাম্বার ও গ্রেড পয়েন্ট জানতে পারবে।
এছাড়া মোবাইলে এসএমএস এর মাধ্যমেও এইচএসসি ও আলিম পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। যে কোন অপারেটরের সিম ব্যবহার করে ম্যাসেজের মধ্যমে এই রেজাল্ট দেখতে পারবেন।
নিচের এইচএসসি অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম মার্কসিট সহ hsc result 2021 marksheet with number কিভাবে দেখবেন তা আলোচনা করা হলো।
এইচএসসি রেজাল্ট ২০২১ দেখার নিয়ম – Hsc result 2021 all board
অনলাইনে কিভাবে এইচএসসি রেজাল্ট ২০২১ এবং আলিম রেজাল্ট ২০২১ দেখবেন তা নিয়ে আলোচনা করা হলো। আপনি আপনার মোবাইল দিয়েই এই রেজাল্ট দেখতে পারবেন। নিচে মোবাইলে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম দেওয়া হলো।
ধাপ-১. প্রথমে আপনি EducationBoardResults.com এই ওয়েবসাইটে চলে যান। এটি হচ্ছে এইচএসসি রেজাল্ট দেখার লিংক (hsc result 2021 link)
ওয়েবসাইটটিতে প্রবেশ করলে This site can't be reached এরকম লেখা দেখাতে পারে। এটি মুলত তাদের সাইটে বেশি ভিজিটরের কারণে নেটওয়ার্ক জনিত একটি সমস্যা। এক্ষেত্রে আপনারা সেখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অথবা ব্যক এসে আবার প্রবেশ করবেন অথবা পেজটি রিফ্রেশ করবেন।
ধাপ-২. সেখানে আপনি কয়েকটি বক্স পাবেন। নিচের রুলস গুলো ফলো করুন।
১ম বক্স (Examination): এখানে আপনার পরিক্ষার নাম সিলেক্ট করবেন। মানে HSC/Alim এটা সিলেক্ট করবেন।
২য় বক্স (Year): এখানে আপনাদের পরিক্ষার বছর দিবেন। যেমনঃ ২০২১
৩য় বক্স (Board): এই বক্সে আপনার পরিক্ষার বোর্ড সিলেক্ট করবেন।
৪র্থ বক্স (Roll): এই বক্সে আপনার রোল নাম্বার দিবেন।
৫ম বক্স (Reg : No): এই বক্সে আপনার পরিক্ষার রেজিষ্ট্রেশন নাম্বার দিবেন। (রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট বের করার নিয়ম)
৬ষ্ট বক্স (2+2): এই বক্সের পাশে থাকা অংকটি/ক্যাপচাটি সলভ করে উত্তর দিয়ে দিবেন।
এবার Submit বাটন এ ক্লিক করলে পরবর্তী পেজে আপনার রেজাল্ট মার্কসিট সহ দেখতে পারবেন।
বিঃদ্রঃ এইচএসসি রেজাল্ট প্রকাশের দিন অনেক ভিজিটরের চাপে, রেজাল্ট পেতে কিছুটা সমস্যা এবং অনেকক্ষণ লোডিং নিতে পারে। তাই আপনারা ধৈর্য্য না হারিয়ে কিছুক্ষণ পরপর চেষ্টা করবেন।
এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
ধাপ-১. প্রথমে ফোনের ম্যাসেজ অপশন ওপেন করুন।
ধাপ-২. এবার মেসেজে নিচে দেওয়া লেখা গুলো গুলো লিখুন।
HSC <Space> Board <Space> Roll <Space> Year <Space> And Send To 16222 This Number.
এখানে Space মানে হচ্ছে ফাঁকা। Board এর যায়গায় আপনার বোর্ড এর নাম। যেমনঃ Dhaka = DHA (নিচে আমরা সকল বোর্ডের শর্ট নাম দিয়ে দিয়েছি), এবার রোল নং এর যায়গায় এইচএসসি রোল দিন, এবার পরিক্ষার বছর দিন। আর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।
সকল বোর্ড এর শর্ট নাম
Dhaka Board — DHA
Chittagong Board — CHI
Rajshahi Board — RAJ
Comilla Board — COM
Sylhet Board — SYL
Barisal Board — BAR
Jessore Board — JES
Dinajpur Board — DIN
Madrasah Board — MAD
Technical Board — TEC
এভাবে আপনারা উপরের দুটো পদ্ধতি ব্যবহার করে এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন। তবে মনে রাখবেন, সব জায়গায় সঠিক তথ্য দিতে হবে।
আর এইচএসসি রেজাল্ট জানার জন্য ওয়েবসাইট গুলোতে অনেক ভিজিটরের চাপে, রেজাল্ট পেতে অনেকক্ষণ লোডিং নিতে পারে। তাই আপনারা ধৈর্য্য না হারিয়ে কিছুক্ষণ পরপর চেষ্টা করবেন।