ফেসবুকে ফ্রেন্ডলিস্ট হাইড করে কিভাবে। মিউচুয়াল ফ্রেন্ড হাইড করার উপায়

আপনি যদি ফেসবুকে ফ্রেন্ড লিস্ট হাইড করে কিভাবে এবং ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। 


এই আর্টিকেলটি পড়ে আপনি কিভাবে ফেসবুক ফ্রেন্ডলিস্ট হাইড করতে হয় এবং ফেসবুক মিউচুয়াল ফ্রেন্ড হাইড করার উপায় সম্পর্কে জানতে পারবেন। 


ফেসবুকে ফ্রেন্ডলিস্ট হাইড করে কিভাবে

বর্তমানে সোশ্যাল মিডিয়া মাধ্যম গুলোর মধ্যে ফেসবুক জনপ্রিয়তার শীর্ষে। আর আমরা কমবেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি।


ফেসবুকে আমরা একে অন্যের সাথে কানেক্টেড, একে অপরের সাথে তথ্য শেয়ার করার জন্য ফেসবুক ফ্রেন্ড বানিয়ে থাকি। আর এই ফ্রেন্ড গুলোর মধ্যে অনেক সময় আমাদের গুরুত্বপূর্ণ কিছু ফেসবুক ফ্রেন্ড আইডিও থাকতে পারে। 


আর ভার্চুয়াল জগতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে, আমাদের এই ফেসবুক ফ্রেন্ডলিস্ট হাইড করা প্রয়োজন। কেননা ফেসবুকের ফ্রেন্ডলিস্ট থেকেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। 


আরো পড়ুনঃ


আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন, যখন আপনি ফেসবুকে কাউকে ফ্রেন্ড বানান তখন আপনি তার ফ্রেন্ডলিস্টের সমস্ত ফ্রেন্ড গুলোকে দেখতে পান না। 


কিন্তু আপনার আইডিতে যখন অন্য কেউ ভিজিট করে, তখন সে আপনার ফ্রেন্ডলিস্ট এবং ফ্রেন্ডলিস্টের সমস্ত ব্যক্তিকে দেখতে পায়। যেমনঃ আপনি কাকে ফ্রেন্ড বানিয়েছেন, কোন মেয়ে আপনার ফ্রেন্ডলিস্টে রয়েছে ইত্যাদি। 


তো আপনি অন্যের ফেসবুক ফ্রেন্ডলিস্ট দেখতে পাচ্ছেন না, কিন্তু অন্যেরা আপনার ফ্রেন্ডলিস্ট দেখতে পাচ্ছে, এটি কেন হচ্ছে জানেন? কারণ অন্যেরা তাদের ফেসবুক ফ্রেন্ডলিস্ট হাইড করে রেখেছে তাই তাদের ফ্রেন্ডলিস্ট আপনি দেখতে পাচ্ছেন না। 


আর আপনার ফ্রেন্ডলিস্ট আপনি হাইড করে রাখেন নি, তাই আপনার ফ্রেন্ডলিষ্ট অন্যেরা দেখতে পাচ্ছে। তো চিন্তা করবেন না, এই পোস্টটি পড়ে আপনি কিভাবে ফেইসবুকের ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখবেন, যাতে কেউ আপনার ফ্রেন্ডলিস্ট দেখতে না পায়, সেই উপায় জানতে পারবেন।



ফেসবুক ফ্রেন্ডলিস্ট হাইড করার পরেও অনেক সময় কিছু ফ্রেন্ড দেখা যায়। এমনটি হওয়ার কারণ হচ্ছে মিউচুয়াল ফ্রেন্ড। 


ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড মানে কি

যখন কোনো ব্যক্তি আপনার ফ্রেন্ডলিস্টে থাকে এবং সেই ব্যক্তি অন্য আরেকজনের ফ্রেন্ডলিস্টেও থাকে, যে কিনা আপনার ফ্রেন্ডলিস্টেও রয়েছে তাকে মিউচুয়াল ফ্রেন্ড বলে।


ধরুন, আপনি হচ্ছেন প্রথম ব্যক্তি, আমি হচ্ছি দ্বিতীয় ব্যক্তি আর আরিফ নামের আরেকজন হচ্ছে তৃতীয় ব্যক্তি। এখন আপনার ফ্রেন্ডলিস্টে আমিও আছি এবং আরিফও আছে। অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টে আমরা দুজনেই আছি। এক্ষেত্রে আপনার আর আমার মিউচুয়াল ফ্রেন্ড হবে সেই তৃতীয় ব্যক্তি অর্থাৎ রহিম। 


তো অনেক সময় ফ্রেন্ডলিস্ট হাইড করার পরেও মিউচুয়াল ফ্রেন্ড লিস্ট দেখা যায়। যার কারণে আমাদের ফেসবুক মিউচুয়াল ফ্রেন্ড ও হাইড করা প্রয়োজন। তাই এই পোস্টে আমরা ফেসবুকে ফ্রেন্ডলিস্ট হাইড করার পাশাপাশি কিভাবে ফেসবুক মিউচুয়াল ফ্রেন্ড হাইড করতে হয় তার নিয়মও আপনাদের দেখিয়ে দিব। 


আরো পড়ুনঃ


তাহলে চলুন শুরু করা যাক— 


ফেসবুকে ফ্রেন্ড লিস্ট হাইড করার নিয়ম

ফেসবুকে ফ্রেন্ড লিস্ট হাইড করার জন্য আপনার যেকোনো একটি ব্রাউজার প্রয়োজন হবে। তো আমি নিচে ফেসবুক অ্যাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। 


Step-1. ফেসবুক অ্যাপ ওপেন করার পর হামবার্গার মেনু আইকনে ক্লিক করুন। না বুঝলে স্ক্রিনশট গুলো দেখুন। 



Step-2. এরপর একটু নিচে স্ক্রল করে Settings and Privacy এ ক্লিক করবেন। তারপর Settings এ ক্লিক করবেন। 


Step-3. এরপর How people find and contact you এই অপশনে ক্লিক করবেন। 



Step-4. এরপর Who can see your friend list এই অপশনে ক্লিক করবেন। 



Step-5. এরপর show more এ ক্লিক করে Only me করে দিবেন। তারপর কেটে দিবেন। 



ব্যস, এখন কেউ আর আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্ট দেখতে পারবে না। তবে যদি আপনার মিউচুয়াল ফ্রেন্ড হাইড করা না থাকে, তবে অন্যেরা আপনার সাথে সেই ব্যক্তির মিউচুয়াল ফ্রেন্ড দেখতে পারবেন। 


তো মিউচুয়াল ফ্রেন্ড যেন দেখতে না পায়, তার জন্য আমাদের মিউচুয়াল ফ্রেন্ড হাইড করতে হবে। চলুন তাহলে দেখে নেই কিভাবে ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড হাইড করতে হয়।


ফেসবুক মিউচুয়াল ফ্রেন্ড হাইড করার উপায়

ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড হাইড করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন। 


Step-1. মিউচুয়াল ফ্রেন্ড হাইড করার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হবে একটি Uc Browser এর। তো আপনাদের ফোনে ইউসি ব্রাউজার না থাকলে প্রথমেই প্লে স্টোর থেকে ইউসি ব্রাউজার নামিয়ে নিন। এরপর আপনার ফেসবুক আইডিটি লগিন করুন। 


Step-2. এরপর আপনার প্রোফাইলে ঢুকবেন।


Step-3. তারপর Activity Log এ ক্লিক করবেন। 



Step-4. এরপর আপনি ফেসবুকে কি কি করেছেন তার সব এক্টিভিটি সেখানে দেখতে পারবেন। এবং সেখানে আপনি Filter নামে একটি অপশন দেখতে পারবেন সেটিতে ক্লিক করবেন। এরপর Added Friends অপশনে ক্লিক করবেন। 


তাহলে আপনি আপনার সমস্ত ফেসবুক ফ্রেন্ডদের সেখানে দেখতে পারবেন। এখন আপনার কাজ হচ্ছে তাদের হাইড করা।


তার জন্য আপনি নিচে Hide from Timeline নামে একটি অপশন দেখতে পারবেন। তো আপনাদের সেই অপশনটিতে ক্লিক করতে হবে। 



ক্লিক করার পর আপনি You hide an activity from timeline এই লেখা দেখতে পারবেন। অর্থাৎ আপনি সফলভাবে আপনার ফ্রেন্ডকে টাইমলাইন থেকে হাইড করতে পেরেছেন। 



এভাবে আপনাকে আপনার সমস্ত ফ্রেন্ডের নামের নিচের সেই লেখাটিতে ক্লিক করতে হবে। তাহলে আর কেউ আপনার ফ্রেন্ডলিস্টে মিউচুয়াল ফ্রেন্ড দেখতে পারবে না। অর্থাৎ আপনার ফেসবুক মিউচুয়াল ফ্রেন্ড হাইড হয়ে যাবে। 


এভাবে আপনারা উপরের নিয়ম দুটি ফলো করে ফেসবুক ফ্রেন্ডলিস্ট এবং ফেসবুক মিউচুয়াল ফ্রেন্ড হাইড করতে পারবেন। 


শেষ কথাঃ 

তো বন্ধুরা, আশা করি এই আর্টিকেলটি পড়ার পর এখন থেকে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক ফ্রেন্ডলিস্ট হাইড এবং ফেসবুক মিউচুয়াল ফ্রেন্ড লিস্ট হাইড করতে পারবেন। 


আর যদি কোথাও কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url