ফেসবুকে কমেন্ট অপশন বন্ধ করার নিয়ম | ফেসবুকে কমেন্ট অপশন হাইড করার নিয়ম
ফেসবুকে কমেন্ট অপশন হাইড– এই পোস্টটি পড়ে আপনি কিভাবে ফেসবুকে কমেন্ট অপশন হাইড করতে হয় এবং ফেসবুকে কমেন্ট অপশন বন্ধ করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি, তারা সবাই প্রায় ফেসবুকে কমবেশি পোস্ট করে থাকি। এই পোস্ট গুলো সাধারণত আমাদের মনের কথা, আমাদের ইচ্ছা আকাঙ্খা বা বিভিন্ন বিষয় নিয়ে হয়ে থাকে।
আর আমাদের এসব পোস্ট গুলোতে আমাদের ফেসবুক ফ্রেন্ডরা কমেন্ট করে তাদের মন্তব্য জানিয়ে থাকে।
কিন্তু অনেক সময় দেখা যায় অনেকেই আমাদের এই পোস্টগুলোতে খারাপ, নেতিবাচক, হাস্যকর কিংবা অশ্লীল কমেন্ট করে থাকে। যার ফলে আমাদের তখন সেই পোস্টটিতে কমেন্ট অপশন হাইড করার প্রয়োজন হয়।
এছাড়াও অনেক সময় আমরা আমাদের বিভিন্ন পার্সোনাল কথা নিয়ে পোস্ট করি, এবং তখন আমরা চাই আমার এই সেই পোস্টে কেউ যেন তার কমেন্ট করতে না পারে। অর্থাৎ আমরা সেই পোস্টে কমেন্ট বন্ধ করতে চাই।
কিন্তু অনেকেই আছেন যারা কিভাবে ফেসবুকে কমেন্ট অপশন বন্ধ করে, কিভাবে ফেসবুকে কমেন্ট অপশন বন্ধ করতে হয়, কিভাবে ফেসবুকে কমেন্ট অপশন হাইড করতে হয়, ফেসবুকে কমেন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে জানেন না।
তাই আজ আমি দেখাব আপনারা আপনাদের সেই পোস্টে কিভাবে কমেন্ট অপশন হাইড বা বন্ধ করবেন। যাতে কেউ আপনার সেই পোস্টটিতে কমেন্ট করতে না পারে।
তাহলে চলুন শুরু করা যাক।
ফেসবুকে কমেন্ট অপশন হাইড করার নিয়ম | ফেসবুকে কমেন্ট অপশন বন্ধ করার নিয়ম
তো ফেসবুক পোস্টে কমেন্ট বন্ধ করার জন্য প্রথমেই আপনাদের ফেসবুক অ্যাপের প্রয়োজন হবে। ফেসবুক অফিশিয়াল অ্যাপ। ফেসবুক লাইট হলে হবে না, কারণ ফেসবু লাইটে কমেন্ট বন্ধ করার এই অপশনটি আপনারা পাবেন না।
তাই আপনাদের ফোনে অবশ্যই ফেসবুক অফিশিয়াল অ্যাপ এবং আপনার সেই ফেসবুক একাউন্টটি লগিন থাকতে হবে।
আরো পড়ুনঃ
- ফেসবুকে ফলোয়ার অপশন চালু করার নিয়ম
- ফেসবুকে কিভাবে লাইক সংখ্যা হাইড করবেন
- ফেসবুকে শেয়ার অপশন চালু করার নিয়ম
এবার ফেসবুকে কমেন্ট অপশন হাইড করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন।
স্টেপ–১. প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন। এরপর আপনার প্রোফাইলে প্রবেশ করুন।
স্টেপ–২. এবার আপনি আপনার যে পোস্টে কমেন্ট বন্ধ করতে চান, সেই পোস্টের থ্রিডটে ক্লিক করুন।
স্টেপ–৩. এবার আপনি যদি সেখানে Turn of commenting নামে একটি অপশন দেখতে পান, তাহলে সেই অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার সেই পোস্টে কমেন্ট বন্ধ হয়ে যাবে।
আর যদি Turn of commenting অপশন দেখতে না পান, তাহলে নিচের স্ক্রিনশট এর মতো Who can comment on your post এই অপশনটি দেখতে পারবেন। আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন।
স্টেপ–৪. এরপর আপনারা সেখানে Public, Friends এবং Profile & Pages এই তিনটি অপশন দেখতে পারবেন। আপনারা যদি Friends এই অপশনটা চালু করে দেন তাহলে, শুধুমাত্র আপনার ফেসবুক ফ্রেন্ডরা সেই পোস্টে কমেন্ট করতে পারবে। আর যদি চান কেউ কমেন্ট করতে পারবে না তাহলে Profile and Pages you mention এই অপশনটিতে টিক দিয়ে Done এ ক্লিক করবেন।
তাহলে আর কেউ আপনার সেই পোস্টে কমেন্ট করতে পারবে না। তবে আপনি যদি কাউকে সেই পোস্টের কমেন্টে মেনশন করেন, তাহলে সেই ব্যক্তি কমেন্ট করতে পারবে।
আর হ্যা, যদি আপনার পোস্টের প্রাইভেসি public না থেকে friends বা অন্য কিছু থাকে, তাহলে কিন্তু আপনি সেই পোস্টে কমেন্ট বন্ধ করার অপশন পাবেন না। তাই আপনার সেই পোস্টের প্রাইভেসি অবশ্যই public থাকতে হবে।
শেষ কথাঃ
আশা করি এখন থেকে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক পোস্টে কমেন্ট বন্ধ করতে পারবেন। যাতে কেউ আপনার ফেসবুক পোস্টে কমেন্ট করতে না পারে।
তো এই ছিল আজকের ফেসবুকে কমেন্ট অপশন হাইড করার তথা ফেসবুক কমেন্ট অপশন বন্ধ করার নিয়ম পদ্ধতি। আশা করি আপনারা সম্পুর্ণ পদ্ধতিটি বুঝতে পেরেছেন।
আর যদি এবিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি ভালো লাগবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এগুলো পড়তে পারেনঃ
ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে নিবো 2022
ফেসবুকে অটো লাইক নিন প্রতি ক্লিকে ১৫০ লাইক
ফেসবুক ভিডিও অটো প্লে হওয়া বন্ধ করার নিয়ম