Symphony বাটন মোবাইলের দাম 2022
বর্তমানে স্মার্টফোনের যুগে আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি, কিন্ত তবুও কথা বলার জন্য আমাদের একটি বাটন মোবাইল এর দরকার হয়।
যার কারণে আমাদের স্মার্টফোনের পাশাপাশি একটি ভালো ফিচারস বাটন ফোন কেনার প্রয়োজন হয়। আর এই দিক দিয়ে সিম্ফনি যে অন্যতম একটি ভালো বাটন মোবাইল তৈরির কোম্পানি এটা আমরা সবাই জানি।
আর আজকের আর্টিকেলে আমি সিম্ফনি বাটন মোবাইলের দাম ও ছবি নিয়ে আলোচনা করব। তাই আপনি যদি সিম্ফনি বাটন মোবাইল গুলোর দাম জানতে চাচ্ছেন, তাহলে আর্টিকেলট পড়া চালিয়ে যান।
কম দামে ভালো এবং নতুন স্পেসিফিকেশনের সাথে এই কোম্পানিটি প্রত্যেক বছরেই দুর্দান্ত সব বাটন মোবাইল লঞ্চ করে থাকে । বিশেষ করে ব্যাটারি ব্যাকআপ এর ক্ষেত্রে সিম্ফনি খুবই জনপ্রিয়।
Symphony Button Mobile Price in Bangladesh 2022
নিচে কয়েকটি সিম্ফনি বাটন মোবাইলের দাম এবং ফিচারস নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
1. Symphony D54+
সিম্ফনির এই ফোনটিতে 240x320 রেজুলেশন এবং 2.4 ইঞ্চি QVGA TFT প্রযুক্তির ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। মোবাইলটির ডিজাইন খুবই স্লিম।
ছবি তোলার জন্য মোবাইলটির পেছনে রয়েছে একটি 0.3 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু মোবাইলটিতে সামনের দিকে ছবি তোলার জন্য কোন ক্যামেরা ব্যবহার করা হয় নি।
এই সিম্ফোনি বাটন মোবাইলটিতে পাচ্ছেন 1000 mAh Li-on ব্যাটারি।
মোবাইলটিতে অডিও ফরমেট হিসেবে mp3 ফরমেট সাপোর্ট করবে এবং ভিডিও ফরমেট হিসেবে mp4 ও 3gp ফরমেট সাপোর্ট করবে।
ফোনটিতে ডিফল্ট র্যাম স্টোরেজ রয়েছে 64 এমবি। এবং এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 32 জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।
Symphony এর এই মোবাইলটিতে ডুয়াল সিমের সাথে, নেটওয়ার্ক হিসেবে থাকছে অন্যান্য ফোনের মতো 2 জি নেটওয়ার্ক সিস্টেম। এবং সিম্ফনির এই মোবাইলটি পাওয়া যাবে কালো, গোল্ড, লাইট ব্লু এবং লাল কালারে।
মোবাইলটিতে আরো রয়েছে ম্যাজিক ভয়েস, ব্লুটুথ, এফএম, অডিও ভিডিও রেকর্ডার, ব্যাটারি সেভার ও বিগ টর্চ, জিপিআরএস, জাভা সাপোর্টেড, ইত্যাদি।
Symphony D54 মডেলের এই ফোনটির দাম হচ্ছে 1,580 টাকা ।
Features of Symphony D54+
দাম | 1,580 টাকা |
ডিসপ্লে | 2.4 ইঞ্চি 240x320 পিক্সেল |
ক্যামেরা | 0.3 MP |
ব্যাটারি | 1000 mAh |
রেকর্ডার | অডিও, ভিডিও |
মেমরি | 32 জিবি পর্যন্ত সাপোর্ট |
র্যাম | 64 MB |
নেটওয়ার্ক | 2 জি নেটওয়ার্ক |
জাভা সাপোর্ট | Yes |
অন্যান্য | ম্যাজিক ভয়েস, ব্লুটুথ, এফএম,ব্যাটারি সেভার ও বিগ টর্চ, জিপিআরএস |
2. Symphony L130
সিম্ফনির এই ফোনটিতে 240x320 রেজুলেশন এবং 2.4 ইঞ্চি QVGA TFT প্রযুক্তির ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। মোবাইলটির ডিজাইন খুবই স্লিম।
ছবি তোলার জন্য মোবাইলটির পেছনে রয়েছে একটি 0.3 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু মোবাইলটিতে সামনের দিকে ছবি তোলার জন্য কোন ক্যামেরা ব্যবহার করা হয় নি।
এই সিম্ফোনি বাটন মোবাইলটিতে পাচ্ছেন 2500 mAh এর ব্যাটারি। যার মাধ্যমে মোবাইলটিতে কথা বলা সহ দিক দিয়ে 20 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।
মোবাইলটিতে অডিও ফরমেট হিসেবে mp3 ফরমেট সাপোর্ট করবে এবং ভিডিও ফরমেট হিসেবে mp4 ও 3gp ফরমেট সাপোর্ট করবে।
ফোনটিতে ডিফল্ট র্যাম স্টোরেজ রয়েছে 32 এমবি। এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 32 জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।
এই মোবাইলটিতে ডুয়াল সিমের সাথে, নেটওয়ার্ক হিসেবে থাকছে অন্যান্য ফোনের মতো 2 জি নেটওয়ার্ক সিস্টেম। এবং সিম্ফনির এই মোবাইলটি পাওয়া যাবে কালো, কালো-নীল, লাইট ব্লু + কালো কালারে।
মোবাইলটিতে আরো রয়েছে ম্যাজিক ভয়েস, ব্লুটুথ, এফএম, অডিও ভিডিও রেকর্ডার, ব্যাটারি সেভার ও বিগ টর্চ, ইউএসবি, ইত্যাদি।
Features of Symphony L130
দাম | 1,160 টাকা |
ডিসপ্লে | 2.4 ইঞ্চি 240x320 পিক্সেল |
ক্যামেরা | 0.3 MP |
ব্যাটারি | 2500 mAh |
রেকর্ডার | অডিও, ভিডিও |
মেমরি | 32 জিবি পর্যন্ত সাপোর্ট |
র্যাম | 32 MB |
নেটওয়ার্ক | 2 জি নেটওয়ার্ক |
জাভা সাপোর্ট | No |
অন্যান্য | ম্যাজিক ভয়েস, ব্লুটুথ, এফএম,ব্যাটারি সেভার ও বিগ টর্চ, জিপিআরএস,ইউএসবি |
3. Symphony L44
সিম্ফনির এই ফোনটিতে 240x320 রেজুলেশন এবং 2.4 ইঞ্চি QVGA TFT প্রযুক্তির ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। মোবাইলটির ডিজাইন খুবই স্লিম।
ছবি তোলার জন্য মোবাইলটির পেছনে রয়েছে একটি 0.08 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু মোবাইলটিতে সামনের দিকে ছবি তোলার জন্য কোন ক্যামেরা ব্যবহার করা হয় নি।
এই সিম্ফোনি বাটন মোবাইলটিতে পাচ্ছেন 1700 mAh এর ব্যাটারি। যার মাধ্যমে মোবাইলটিতে কথা বলা সহ সব দিক দিয়ে 16 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে (তবে এটা আপনার নেটওয়ার্ক এর নির্ভর করবে)
মোবাইলটিতে অডিও ফরমেট হিসেবে mp3 ফরমেট সাপোর্ট করবে এবং ভিডিও ফরমেট হিসেবে mp4 ও 3gp ফরমেট সাপোর্ট করবে।
এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 16 জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।
এই মোবাইলটিত নেটওয়ার্ক হিসেবে থাকছে অন্যান্য ফোনের মতো 2 জি নেটওয়ার্ক সিস্টেম। এবং সিম্ফনির এই মোবাইলটি পাওয়া যাবে কালো এবং কালো নিল কালারে।
মোবাইলটিতে আরো রয়েছে ম্যাজিক ভয়েস, ব্লুটুথ, এফএম, অডিও ভিডিও রেকর্ডার, ব্যাটারি সেভার ও বিগ টর্চ ইত্যাদি।
Features of Symphony L44
দাম | 1,339 টাকা |
ডিসপ্লে | 2.4 ইঞ্চি 240x320 পিক্সেল |
ক্যামেরা | 0.08 MP |
ব্যাটারি | 1790 mAh |
রেকর্ডার | অডিও, ভিডিও |
মেমরি | 16 জিবি পর্যন্ত সাপোর্ট |
র্যাম | _ |
নেটওয়ার্ক | 2 জি নেটওয়ার্ক |
জাভা সাপোর্ট | No |
অন্যান্য | ম্যাজিক ভয়েস, ব্লুটুথ, এফএম,ব্যাটারি সেভার ও বিগ টর্চ, জিপিআরএস |
4. Symphony S45
সিম্ফনির এই বাটন মোবাইলটিতে 2.4 ইঞ্চি এবং 240x320 মেগাপিক্সেল রেজুলেশনের QVGA TFT প্রযুক্তির ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। মোবাইলটির ডিজাইন খুবই স্লিম।
ছবি তোলার জন্য মোবাইলটির পেছনে রয়েছে একটি 0.08 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু মোবাইলটিতে সামনের দিকে ছবি তোলার জন্য কোন ক্যামেরা ব্যবহার করা হয় নি।
এই সিম্ফোনি বাটন মোবাইলটিতে ব্যাকাপ সুবিধা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে 1000 mAh ব্যাটারি। যার মাধ্যমে একাধারে কলিং সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্যাকআপ পাওয়া যাবে 10 ঘণ্টা পর্যন্ত (তবে এটা আপনার নেটওয়ার্ক এর নির্ভর করবে)।
মোবাইলটিতে অডিও ফরমেট হিসেবে mp3 ফরমেট সাপোর্ট করবে এবং ভিডিও ফরমেট হিসেবে mp4 ও 3gp ফরমেট সাপোর্ট করবে।
এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 16 জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।
মোবাইলটিতে নেটওয়ার্ক হিসেবে আছে 2 জি নেটওয়ার্ক সিস্টেম। মোবাইলটি পাওয়া যাবে কালো এবং নিল এই দুটি কালারে।
মোবাইলটিতে আরো রয়েছে ম্যাজিক ভয়েস, ওয়ারলেস ব্লুটুথ, এফএম, অডিও ভিডিও সাউন্ড রেকর্ডার, ব্যাটারি সেভার, টর্চ ইত্যাদি।
Features of Symphony S45
দাম | 1,540 টাকা |
ডিসপ্লে | 2.4 ইঞ্চি 240x320 পিক্সেল |
ক্যামেরা | 0.08 MP |
ব্যাটারি | 1000 mAh |
রেকর্ডার | অডিও, ভিডিও |
মেমরি | 16 জিবি পর্যন্ত সাপোর্ট |
র্যাম | _ |
নেটওয়ার্ক | 2 জি নেটওয়ার্ক |
জাভা সাপোর্ট | No |
অন্যান্য | ম্যাজিক ভয়েস, ব্লুটুথ, এফএম,ব্যাটারি সেভার ও বিগ টর্চ, জিপিআরএস |
5. Symphony L33
সিম্ফনির এই ফোনটিতে 240x320 রেজুলেশন এবং 2.4 ইঞ্চি QVGA TFT প্রযুক্তির ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। মোবাইলটির ডিজাইন খুবই স্লিম।
এই মোবাইলটিত নেটওয়ার্ক হিসেবে রয়েছে 2 জি নেটওয়ার্ক সিস্টেম। মোবাইলটি পাওয়া যাবে কালো এবং কালো নিল এই দুই কালারে।
ছবি তোলার জন্য মোবাইলটির পেছনে রয়েছে একটি 0.08 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু মোবাইলটিতে সামনের দিকে ছবি তোলার জন্য কোন ক্যামেরা ব্যবহার করা হয় নি।
এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ড হিসেবে সর্বোচ্চ 16 জিবি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।
এই সিম্ফোনি বাটন মোবাইলটিতে ব্যাকাপ সুবিধা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে 1700 mAh এর ব্যাটারি। যার মাধ্যমে একাধারে কলিং সুবিধা দেওয়ার সাথে 16 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে (এটা আপনার নেটওয়ার্ক এর নির্ভর করবে)।
মোবাইলটিতে অডিও ফরমেট হিসেবে mp3 ফরমেট সাপোর্ট করবে এবং ভিডিও ফরমেট হিসেবে mp4 ও 3gp ফরমেট সাপোর্ট করবে।
মোবাইলটিতে ম্যাজিক ভয়েস, ওয়ারলেস ব্লুটুথ, এফএম, অডিও ভিডিও সাউন্ড রেকর্ডার, ব্যাটারি সেভার, কল রেকর্ডার, ভাইব্রেটর, মিউজিক শর্টকাট কী ও বিগ টর্চসহ ইত্যাদি ফিচার রয়েছে।
Features of Symphony L33
দাম | 1,350 টাকা |
ডিসপ্লে | 2.4 ইঞ্চি 240x320 পিক্সেল |
ক্যামেরা | 0.08 MP |
ব্যাটারি | 1700 mAh |
রেকর্ডার | অডিও, ভিডিও |
মেমরি | 16 জিবি পর্যন্ত সাপোর্ট |
র্যাম | _ |
নেটওয়ার্ক | 2 জি নেটওয়ার্ক |
জাভা সাপোর্ট | No |
অন্যান্য | ম্যাজিক ভয়েস, ব্লুটুথ, এফএম,ব্যাটারি সেভার ও বিগ টর্চ, জিপিআরএস |
6. Symphony D76
সিম্ফনির এই ফোনটিতে 240x320 রেজুলেশন এবং 2.4 ইঞ্চি QVGA TFT প্রযুক্তির ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। মোবাইলটির ডিজাইন খুবই স্লিম।
ছবি তোলার জন্য মোবাইলটির পেছনে রয়েছে একটি 0.08 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু মোবাইলটিতে সামনের দিকে ছবি তোলার জন্য কোন ক্যামেরা ব্যবহার করা হয় নি।
এই সিম্ফোনি বাটন মোবাইলটিতে পাচ্ছেন 1000 mAh এর ব্যাটারি। যার মাধ্যমে মোবাইলটিতে কথা বলা সহ সব দিক দিয়ে 9 ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে (তবে এটা আপনার নেটওয়ার্ক এর নির্ভর করবে)।
মোবাইলটিতে অডিও ফরমেট হিসেবে mp3 ফরমেট সাপোর্ট করবে এবং ভিডিও ফরমেট হিসেবে mp4 ও 3gp ফরমেট সাপোর্ট করবে।
এক্সটার্নাল মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 16 জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।
এই মোবাইলটিত নেটওয়ার্ক হিসেবে থাকছে অন্যান্য ফোনের মতো 2 জি নেটওয়ার্ক সিস্টেম। এবং সিম্ফনির এই মোবাইলটি পাওয়া যাবে কালো এবং কালো নিল কালারে।
মোবাইলটিতে আরো রয়েছে ম্যাজিক ভয়েস, ব্লুটুথ, এফএম, অডিও ভিডিও রেকর্ডার, ব্যাটারি সেভার ও বিগ টর্চ ইত্যাদি।
Features of Symphony D76
দাম | 1,290 টাকা |
ডিসপ্লে | 2.4 ইঞ্চি 240x320 পিক্সেল |
ক্যামেরা | 0.08 MP |
ব্যাটারি | 1000 mAh |
রেকর্ডার | অডিও, ভিডিও |
মেমরি | 16 জিবি পর্যন্ত সাপোর্ট |
র্যাম | _ |
নেটওয়ার্ক | 2 জি নেটওয়ার্ক |
জাভা সাপোর্ট | No |
অন্যান্য | ম্যাজিক ভয়েস, ব্লুটুথ, এফএম,ব্যাটারি সেভার ও বিগ টর্চ, জিপিআরএস |
শেষ কথাঃ
তো বন্ধুরা, আজকের Symphony বাটন মোবাইলের দাম ২০২২ পোস্টে, আমি আপনাদের সিম্ফনি-র কয়েকটি ভালো ফোন এবং তাদের দাম নিয়ে আলোচনা করেছি। এই ফোন গুলোতে আপনারা ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পাবেন। আশা করি এই আর্টিকেলটি পড়ে আপনি সিম্ফনির কয়েকটি বাটন মোবাইল এবং তাদের দাম সম্পর্কে অবগত হয়েছেন।