জন্ম নিবন্ধন যাচাই, সংশোধন এবং জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড
স্বাগতম আপনাকে জন্ম নিবন্ধন যাচাই, জন্ম নিবন্ধন সংশোধন এবং জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২২ সহ জন্ম নিবন্ধন সনদ সংক্রান্ত সকল সমস্যার সমাধান নিয়ে সাজানো আজকের এই আর্টিকেলে।
জন্ম নিবন্ধন হচ্ছে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। যা একটা শিশুর জন্ম পরবর্তী সময় হতে শুরু করে মৃত্যু পর্যন্ত কাজে লাগে।
বর্তমান যুগ তথ্য প্রযুক্তির। এখন আপনি সহজেই নিজের মোবাইল দিয়ে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই এবং জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
কিন্তু আপনারা অনেকেই জন্ম নিবন্ধন যাচাই এবং জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম কানুন জানেন না। তাই আপনাদের জন্য আজ আমরা একদম সহজ করে জন্ম নিবন্ধন যাচাই করার সকল প্রক্রিয়া বর্ণনা করব।
জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে আপনাকে, আপনি যার জন্ম নিবন্ধন সনদ যাচাই বা চেক করতে চান তার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ জানতে হবে। তাই যার জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে চান, তার জন্ম নিবন্ধন সনদটি হাতে নিন।
জন্ম নিবন্ধন যাচাই | জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার নিয়ম
অনলাইন জন্ম নিবন্ধন তথ্য ডাটাবেজে আপনার জন্ম সনদের তথ্য কি দেওয়া আছে, তা দেখার জন্য আপনাকে জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে হবে।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য প্রথমে আপনাকে অনলাইন জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা Online BRIS ওয়েবসাইটে যেতে হবে। আপনারা https://everify.bdris.gov.bd/ এই লিংকে ক্লিক করে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।
ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনারা জন্ম নিবন্ধন সনদ যাচাই করার জন্য নিচের মতো একটি জন্ম নিবন্ধন যাচাই ফর্ম দেখতে পারবেন।
আশা করি যার জন্ম নিবন্ধন দেখতে চান, তার জন্ম নিবন্ধন সনদটি আপনার হাতে নিয়েছেন। এবার জন্ম নিবন্ধন সনদটিতে থাকা ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর গুলো ফর্মটির ১ম বক্সে অর্থাৎ Birth Registration Number বক্সে লিখুন।
এবার ২য় বক্সে জন্ম নিবন্ধন সনদে থাকা জন্ম তারিখটি লিখুন (এক্ষেত্রে প্রথমে জন্ম তারিখের বছর - তারপর মাস - তারপর তারিখ লিখুন। উদাহরণস্বরূপঃ 31-12-2000)
এরপর ৩য় বক্সে ক্যাপচা পূরণ করে Search লেখায় ক্লিক করুন। Search লেখায় ক্লিক করলেই আপনার জন্ম সনদটির সকল জন্ম নিবন্ধন তথ্য গুলো দেখতে পারবেন।
আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন ১৭ ডিজিট করার নিয়ম
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড | জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য আপনাকে উপরের নিয়মে কাজ করতে হবে। এবং উপরে নিয়ম অনুযায়ী Search লেখায় ক্লিক করার পর, আপনারা নিচের মতো আপনার তথ্য গুলো দেখতে পারবেন।
এখন আপনি তো এই জন্ম নিবন্ধন যাচাই কপি টি ডাউনলোড করতে চাচ্ছেন, তাই না! তো এই জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য আপনার কম্পিউটারে প্রিন্ট কমান্ড (ctrl+P) দিয়ে প্রিন্ট করতে হবে।
আর আপনি যদি মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে চাচ্ছেন, তাহলে সেটি পাবেন না। কারণ সেই সিস্টেম এখনো চালু করা হয় নি। তবে আপনি সেই জন্ম নিবন্ধন অনলাইন কপি-টির স্ক্রিনশট নিতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই কপি bangladesh | জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক
জন্ম নিবন্ধন সনদ কেন যাচাই করবেন? দেখুন, জন্ম নিবন্ধন সনদ যাচাইয়ের প্রয়োজন আছে। কেউ ভুয়া জন্ম সনদ ব্যবহার করছে কিনা, কিংবা আপনার জন্ম সনদটি ভুয়া কিনা তা জানার জন্য, জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে হয়।
জন্ম নিবন্ধন সনদ যাচাই করার জন্ম প্রথমে https://bdris.gov.bd/br/search এই লিংকে ক্লিক করে জন্ম নিবন্ধন সনদ যাচাই করার ওয়েবসাইটে প্রবেশ করুন।
এরপর BDIRS এর সেই ওয়েবসাইটে জন্ম নিবন্ধন সনদ যাচাই করার জন্য একটা ফর্ম দেখতে পারবেন। ফর্মের ১ম বক্সে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটি দিবেন। ২য় বক্সে আপনার জন্ম তারিখ দিবেন (এক্ষেত্রে জন্ম তারিখের প্রথমে দিন / এরপর মাস /এরপর বছর দিতে হবে। উদাহরণস্বরূপঃ 03/12/2000)।
এরপর অনুসন্ধান লেখায় ক্লিক করলে, আপনার জন্ম সনদটি আসল নাকি ভুয়া দেখতে পারবেন। যদি আসল হয় অর্থাৎ তাদের ডাটাবেজে থাকে, তাহলে আপনার জন্ম নিবন্ধন সনদটির তথ্যগুলো দেখতে পারবেন।
আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কিভাবে বের করবেন
জন্ম নিবন্ধন সংশোধন
জন্ম নিবন্ধন সংশোধন প্রক্রিয়া একটু জটিল। সহজে করতে চাইলে ইউনিয়নের পরিষদ অথবা পৌরসভা ডিজিটাল সেন্টারে চলে যান। বাকি কাজ তারাই করে দিবে।
আর অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য “জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন” নামে একটি ওয়েবসাইট রয়েছে। জন্ম নিবন্ধন সংশোধন এর সেই ওয়েবসাইটটে প্রবেশ করতে এই লিংকে ক্লিক করুন। জন্ম নিবন্ধন সংশোধনের ওয়েবসাইটে প্রবেশের পর দুইটি খালি বক্স দেখতে পাবেন।
প্রথম বক্সে জন্ম সনদে থাকা জন্ম নিবন্ধন নাম্বার ও দ্বিতীয় বক্সে জন্ম সনদে থাকা জন্ম তারিখ প্রদান করুন। জন্ম নিবন্ধন নাম্বার ও জন্মসনদে থাকা জন্মতারিখ প্রদানের পর ক্যাপচা প্রদর্শিত হলে তা পূরণ করুন। সঠিক জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ প্রদান করতে সার্ভারে থাকা জন্ম সনদ সম্পর্কিত তথ্য দেখতে পাবেন।
জন্ম নিবন্ধন সংশোধন এর উল্লিখিত ওয়েবসাইটে সঠিক তথ্য দেওয়ার পর জন্ম নিবন্ধন সংশোধন সম্পর্কিত তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে। প্রদত্ত তথ্য অনুসরণ করে জন্ম নিবন্ধন সংশোধন এর আবেদন করতে পারবেন।
আগেই বলেছি এই প্রক্রিয়াটি একটু জটিল। দেখুন, আমরা আপনাকে এ সংক্রান্ত কোনো সমস্যায় ফেলতে চাই না। তাই সবচেয়ে ভালো হবে, জন্ম নিবন্ধন সংশোধন এর এই কাজটি ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় গিয়ে করুন।
বিস্তারিতঃ জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২২
জন্ম তথ্য সংশোধনের শর্ত ও নিয়মাবলি
জন্ম সনদে থাকা তথ্যতে ভূল থাকলে জন্ম সনদ সংশোধন করার প্রয়োজন হয়। জন্ম তথ্য সংশোধনের করার ক্ষেত্রে কিছু শর্ত ও নিয়মাবলি প্রযোজ্য। যেমনঃ
- যদি পিতা বা মাতার নাম সংশোধন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকলে প্রথমে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন এর আবেদন করে তাদের নাম সংশোধন করতে হবে
- পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকলে এবং জন্ম তারিখ ০১/০১/২০০০ এর পূর্বে হলে, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা বা মাতার নাম সংশোধন করা যাবে। সেক্ষেত্রে পিতা বা মাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোন প্রমাণপত্র দাখিল করতে হবে না
- পিতা বা মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকলে এবং পিতা বা মাতা মৃত হলে এবং জন্ম তারিখ ০১/০১/২০০১ এর পরে হলে, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় পিতা বা মাতার নাম সংশোধন করা যাবে। সেক্ষেত্রে পিতা বা মাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে।
অনলাইন জন্ম নিবন্ধন আবেদন
অনলাইন জন্ম নিবন্ধন করার জন্য প্রথমে এখানে ক্লিক করে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার ওয়েবসাইটে প্রবেশ করুন।
জন্ম নিবন্ধন সনদ এর জন্য আবেদন করা যাবে বেশ সহজে। জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতেঃ
- জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান, তা নির্বাচন করুন। জন্মস্থান, স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা থেকে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করা যাবে।
- পরবর্তী ধাপে প্রদর্শিত পেজে দেওয়া নাম, লিঙ্গ, জন্মতারিখ, ঠিকানা, ইত্যাদি তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- এরপর আবেদনকারীর পিতা ও মাতার জন্ম নিবন্ধন নাম্বার প্রদান করতে হবে। তবে আবেদনকারী ২০০১সালের আগে জন্মগ্রহণ করলে সেক্ষেত্রে শুধুমাত্র পিতা ও মাতার নাম প্রদান করলেই হবে।
- এরপর স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে
- সবশেষে আবেদনকারী বা অভিভাবকের ফোন নাম্বার প্রদান করতে হবে, যাতে জন্ম সনদের আবেদন সম্পর্কিত এসএমএস আসবে।
অনলাইনে আবেদন করা সম্পন্ন হলে একটি আবেদন পত্র পাবেন। এই আবেদনপত্র প্রিন্ট করে নিজের ইউনিয়ন পরিষদে জমা করতে হবে, তবে জন্ম নিবন্ধনের আবেদন গৃহিত হবে।
অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন সম্পর্কিত নির্দেশনাঃ
- অনলাইন জন্ম নিবন্ধন আবেদন ফরম প্রথমে বাংলায় (ইউনিকোড) ও পরবর্তীতে ইংরেজিতে পূরণের পর প্রয়োজনীয় সম্পাদনা করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন।
- সংরক্ষণ বাটনে ক্লিক করলেই আবেদন পত্রটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে স্থানান্তিরত হয়ে যাবে, আবেদনকারীর আর কোন সংশোধনের সুযোগ থাকবে না।
- পরবর্তী ধাপে প্রিন্ট বাটনে ক্লিক করলে আবেদন পত্রের মুদ্রিত কপি পাবেন।
- সনদের জন্য ১৫ দিনের মধ্যে উক্ত আবেদন পত্রে নির্দেশিত প্রত্যয়ন সংগ্রহ করে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রের সত্যায়িত কপিসহ নিবন্ধক অফিসে যোগাযোগ করতে হবে।
পিতা-মাতার জন্ম নিবন্ধন নাম্বার ছাড়া জন্ম নিবন্ধন সনদের আবেদন করা যাবে কি?
আবেদনকারীর জন্মতারিখ যদি ০১/০১/২০০১ এর আগে হয়, তাহলে সরাসরির পিতা ও মাতার নাম প্রদান করে জন্ম সনদের আবেদন করা যাবে। আর উল্লেখিত জন্ম তারিখের পর যদি জন্ম তারিখ হয়, তবে প্রথমে পিতামাতার জন্ম সনদ সংগ্রহ করতে হবে, তবেই জন্ম সনদের জন্য আবেদন করা যাবে।
জন্ম নিবন্ধন ফি
জন্ম নিবন্ধন সংশোধন এর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ফি প্রযোজ্য। জন্ম নিবন্ধন ফি সমুহ নিম্নরুপঃ
বিষয় | ফি (দেশে) | ফি (বিদেশে) |
---|---|---|
জন্ম বা মৃত্যুর ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন | ফ্রি | ফ্রি |
জন্ম বা মৃত্যুর ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর হইতে ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন (সাকুল্যে) | ২৫/- টাকা | ১ মার্কিন ডলার |
জন্ম বা মৃত্যুর ৫ (পাঁচ) বৎসর পর কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন (সাকুল্যে) | ৫০/- টাকা | ১ মার্কিন ডলার |
জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি | ১০০/- টাকা | ২ মার্কিন ডলার |
জন্ম তারিখ ব্যতীত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি | ৫০/- টাকা | ১ মার্কিন ডলার |
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহ | ফ্রি | ফ্রি |
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ | ৫০/- টাকা | ১ মার্কিন ডলার |
অনলাইন জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
যদি আপনি অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করে থাকেন, তাহলে আপনি আপনার জন্ম নিবন্ধন অনলাইন আবেদনের বর্তমান অবস্থা দেখতে পারবেন। এজন্য প্রথমে এই লিংকে ক্লিক করে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থার ওয়েবসাইট প্রবেশ করুন।
এরপর আবেদনের সময় প্রাপ্ত অ্যাপ্লিকেশন আইডি ও জন্মতারিখ প্রদান করে “দেখুন” লেখায় ক্লিক করলে, আপনার জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
প্রশ্নঃ জন্ম নিবন্ধন কি?
জন্ম নিবন্ধন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, মা-বাবার নাম, তাদের জাতীয়তা ও স্থায়ী ঠিকানা নির্ধারিত ব্যক্তি কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান এবং জন্ম সনদ প্রদান করা হয়।
প্রশ্নঃ জন্ম নিবন্ধন কি কি কাজে লাগে?
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি
- জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি
- পাসপোর্ট ইস্যুবিবাহ নিবন্ধন
- ড্রাইভিং লাইসেন্স ইস্যু
- ভোটার তালিকা প্রণয়ন
- ব্যাংক হিসাব খোলা
- সরকারী, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ
- জমি রেজিস্ট্রেশন
- গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি
- টিআইএন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্রাপ্তি
- ঠিকাদারি লাইসেন্স প্রাপ্তি
- ট্রেড লাইসেন্স প্রাপ্তি
- বাড়ির নকশা অনুমোদন প্রাপ্তি
- গাড়ির রেজিষ্ট্রেশন প্রাপ্তি
- আমদানী ও রপ্তানি লাইসেন্স প্রাপ্তি
প্রশ্নঃ জন্ম নিবন্ধন কোথায় করতে হবে?
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা/সিটি কর্পোরেশন এর মেয়র বা মেয়র কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কাউন্সিলর বা অন্য কোন কর্মকর্তা, ক্যান্টনমেন্ট বোর্ড এর এক্সিকিউটিভ অফিসার এবং দূতাবাসসমূহের ক্ষমতাপ্রাপ্ত কোন অফিসার জন্ম ও মৃত্যু নিবন্ধন করে থাকেন। এই পোস্টটি শুরু থেকে পড়ুন jonmo nibondhon tottho jachai করতে। জন্ম নিবন্ধন দেখব বলে যারা গুগল সার্চ করেন তারা এখানে http://everify.bdris.gov.bd/ চাপ দিন।
প্রশ্নঃ জন্ম নিবন্ধন এর জন্য কি কি কাগজপত্র লাগে?
যদি কোন হাসপাতাল বা ক্লিনিকে জন্মগ্রহণ করে থাকে তবে সেখানকার সার্টিফিকেট/ছাড়পত্র। অথবাএস.এস.সি সনদ এর ফটোকপি/ পাসপোর্টের ফটোকপি/আইডি কার্ডের ফটোকপি এবং এলাকার জনপ্রতিনিধী যেমন-ওয়ার্ড কমিশনার/ ইউনিয়ন পরিষদ/ পৌরসভার চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ এর ফটোকপি।
প্রশ্নঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন আবেদন ফরম কোথায় পাওয়া যাবে?
সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয়ে বা br.lgd.gov.bd 2022 verify ওয়েব সাইটে প্রবেশ করে বা এখানে http://br.lgd.gov.bd/files/Application%20Form.pdf ক্লিক করে ফরম ডাউনলোড করা যাবে। জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম জানতে এই পোস্টটি শুরু থেকে পড়ুন। আপনার জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে এখানে http://everify.bdris.gov.bd/ চাপ দিন।
প্রশ্নঃ অনলাইনে জন্ম নিবন্ধন করা যাবে কি? bris.lgd.gov.bd birth verify
br.lgd.gov.bd verify 2022 ওয়েব সাইটে প্রবেশ করে সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয় বরাবর অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন। আবেদনের প্রিন্ট কপি নিবন্ধন অফিসে দাখিল করলে নিবন্ধক জন্ম নিবন্ধন করতে পারবেন। এই পোস্টটি শুরু থেকে পড়ুন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে।
প্রশ্নঃ বিদেশে জন্ম হলে দেশে জন্ম নিবন্ধন করা যাবে কি?
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের ধারা-৪ অনুসারে নিবন্ধকের কার্যালয়ের অধীনে জন্ম গ্রহণকারী বা মৃত্যু বরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারীদের জন্ম বা মৃত্যু নিবন্ধন করা যায়। জন্ম সনদ ডাউনলোড করতে এই পোস্টটি শুরু থেকে পড়ুন। সুতরাং বিদেশে জন্ম গ্রহণ/মৃত্যু বরণকারী বাংলাদেশের স্থায়ী নাগরিক হিসেবে বিদেশে জন্ম বা মৃত্যুর যথাযথ প্রমাণ দাখিল করে দেশে স্থায়ী ঠিকানায় নিবন্ধকের নিকট হতে জন্ম/মৃত্যু নিবন্ধন করতে পারবেন। তদ্রুপ প্রবাসী বাংলাদেশীগণ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের জন্ম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করে দূতাবাসে জন্ম নিবন্ধন করতে পারবেন। jonmo nibondhon tottho jachai করতে এই পোস্টটি শুরু থেকে পড়ুন। জন্ম নিবন্ধন নতুন লিংকঃ bris.lgd.gov.bd birth verify.
প্রশ্নঃ নতুন জন্ম নিবন্ধন কি ম্যানুয়াল খাতায় লিখতে হবে?
অবশ্যই না! নতুন জন্ম নিবন্ধন করার জন্য ‘টুল’-এ ‘নতুন জন্ম নিবন্ধন’-বাটনে ক্লিক করলে যে পাতা পাওয়া যাবে তাতে বাংলা বা ইংরেজী বা উভয় ভাবে এন্ট্রি করে সংরক্ষণ করলেই নতুন জন্ম নিবন্ধনের পৃথক একটি করে তালিকাযুক্ত হয়ে যাবে। যে কয়টি ম্যানুয়াল খাতা অনলাইনে তৈরী করা হয়েছে তার পরের নম্বরে একটি বই সৃষ্টি হবে। এই বহির ২০০ পাতা ও প্রতি পাতায় ১২ লাইন, ২৪০০টি ডাটা এন্ট্রি হওয়ার পর সয়ংক্রিয়ভাবে পরবর্তী নম্বরের বই তৈরী হবে। জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই বা jonmo nibondhon verify বা জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে এই পোস্টটি শুরু থেকে পড়ুন।
প্রশ্নঃ একই ব্যক্তি একাধিকবার জন্ম নিবন্ধন করতে পারবে কি?
একই ব্যক্তির অনুকূলে একাধিকবার জন্ম নিবন্ধন করা যাবে না। এটি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ২১ ধারা অনুযায়ী দন্ডনীয় অপরাধ। জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম জানতে এই পোস্টটি শুরু থেকে পড়ুন। মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করতে বা যারা গুগল সার্চ করেন জন্ম নিবন্ধন দেখব বলে তারা এখানে http://everify.bdris.gov.bd/ চাপ দিন Bangladesh birth Certificate correction bd।
প্রশ্নঃ একজন ব্যক্তি জন্ম নিবন্ধন হয়েছে কিনা তা কিভাবে পরীক্ষা করবে?
jonmo nibondhon jachai বা জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম জানতে এই পোস্টটি শুরু থেকে পড়ুন। জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতেও আপনি এই পোস্টটি শুরু থেকে পড়ুন। জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে এখানে http://everify.bdris.gov.bd/ চাপ দিন। জন্ম নিবন্ধন যাচাই কপি bangladesh বের করতে শুরুতে থেকে পোস্টটি পড়ুন।
প্রশ্নঃ জন্ম বা মৃত্যু তথ্য সংশোধনের নিয়ম কি?
আইনের ১৫ ধারায় বর্ণিত বিধানসমূহ অনুসরণপূর্বক নিদিষ্ট ফরম পূরণ করে রেজিস্ট্রার জেনারেল অথবা তার পক্ষে অন্য কোন ক্ষমতাসম্পন্ন কর্মকর্তা/কর্মচারী নিকট হইতে কারিগরী সহায়তা গ্রহণ করিয়া জন্ম ও মৃত্যু তথ্য সংশোধন করা যাবে। যারা গুগল সার্চ করেন জন্ম নিবন্ধন দেখব বা online bris check bd বলে তারা এখানে চাপ http://everify.bdris.gov.bd/ দিন।
প্রশ্নঃ বিবাহিত নারীর জন্ম নিবন্ধন-এ স্বামীর নাম লিখা যাবে কি বা তার স্থায়ী ঠিকানা কীভাবে লিখতে হবে?
যে কোন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে পিতা ও মাতার নাম লিখতে হবে। কোন অবস্থাতে স্বামীর নাম লেখার সুযোগ নাই। বিবাহিত মহিলার স্থায়ী ঠিকানা বিবাহের পূর্বে যে ঠিকানা ছিল সেটি লিখতে হবে। জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড বা জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে এই পোস্টটি শুরু থেকে পড়ুন। যারা গুগল সার্চ করেন জন্ম নিবন্ধন দেখব বলে তারা এখানে http://everify.bdris.gov.bd/ চাপ দিন।
প্রশ্নঃ বাংলা ও ইংরেজী সনদ একসাথে প্রদান করা যাবে কিনা?
জন্ম নিবন্ধন বাংলা ও ইংরেজী সনদ একসাথে প্রদান করা যাবে। প্রয়োজনে কাগজের একপিঠে বাংলা ও অপরপিঠে ইংরেজী সনদ প্রদান করা যাবে। এই পোস্টটি শুরু থেকে পড়ুন জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম জানতে। জন্ম নিবন্ধন দেখব বলে যারা গুগল সার্চ করেন তারা এখানে http://everify.bdris.gov.bd/ চাপ দিন Birth Registration Certificate।
প্রশ্নঃ মৃত্যু নিবন্ধন কিভাবে করতে হবে?
‘টুল’-এ মৃত্যু লিংকে প্রবেশ করলে প্রাপ্ত জন্ম তথ্য অনুসন্ধান পাতাটির মাধ্যমে মৃত ব্যক্তির জন্ম তথ্য অনুসন্ধান করে মৃত্যু নিবন্ধন করা যাবে। জন্ম সনদ ডাউনলোড করতে এই পোস্টটি শুরু থেকে পড়ুন। মৃত ব্যক্তির যদি জন্ম নিবন্ধন করা না থাকে তাহলে প্রথমে জন্ম নিবন্ধন করে নিতে হবে অথবা ম্যানুয়াল খাতায় জন্ম নিবন্ধন থাকলে তা অনলাইনভূক্ত করে নিতে হবে। মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন করানো সম্ভব না হলে জন্ম তথ্য অনুসন্ধান পৃষ্টার নিচের অংশে ‘অজ্ঞাত/বিদেশী’ বাটনে ক্লিক করে প্রাপ্ত ফরম পূরণ করে মৃত্যু নিবন্ধন করতে হবে। jonmo nibondhon verify করতে এই পোস্টটি শুরু থেকে পড়ুন। মৃত্যু নিবন্ধন এর জন্য অনলাইনে সয়ংক্রিয়ভাবে বই তৈরী হয়ে যাবে যা টুলের ‘মৃত্যু নিবন্ধন বই’ লিংকে ক্লিক করে দেখা যায়।
প্রশ্নঃ UISC উদ্যোক্তারা কিভাবে নতুন জন্ম নিবন্ধন করবে?
UISC এর উদ্যোক্তরা Data Entry Operator, তারা ম্যানুয়াল খাতা হতে অনলাইনে এন্ট্রি করবেন। নতুন জন্ম নিবন্ধন করবেন ইউনিয়ন পরিষদের সচিব বা Authorized Person । Authorized Person ব্যতিত অন্যান্যরা সরাসরি নতুন জন্ম নিবন্ধন করতে পারবেন না। তবে ‘টুল’-এ ‘জন্ম তথ্য প্রদান’ লিংকে প্রবেশ করে আবেনকারীর জন্ম তথ্য Authorized Person বরাবর প্রেরণ করতে হবে। Authorized Person সংরক্ষণ এর মাধ্যমে ঐ জন্ম তথ্য নিবন্ধন করতে পারবে।
প্রশ্ন: একজন ব্যক্তি জন্ম নিবন্ধন হয়েছে কিনা তা কিভাবে পরীক্ষা করবে?
অনলাইনে জন্ম নিবন্ধন করা থাকলে br.lgd.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করে জন্ম তথ্য যাচাই অপশনে ব্যক্তির ব্যপন নম্বর ও জন্ম তারিখ প্রদান করে জন্ম নিবন্ধন হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে ( যাচাই করতে ক্লিক করুন )।
প্রশ্ন: সনদ অপশনে ক্লিক করার পরেও সনদ না এলে কী করতে হবে?
জন্ম ও মৃত্যু সনদ PDF Format-এ Open হয়। সুতরাং Adobe Reader Software কম্পিউটারে না থাকলে Install করতে হবে।
প্রশ্ন: অনলাইন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে Mozilla firefox -এ “Unable to connect” বা Google Chrome-এ “Your connection is Private” ধরনের মেসেজ এ ধরনের কোন সমস্যা দেখা গেলে কি করবেন??
Mozilla firefox এর ক্ষেত্রে আপনি প্রথমে আপনার মডেমটি Disconnect করবেন।তারপর উপরের Tools মেনুতে গিয়ে Options এ যাবেন,এরপর Privacy তে ক্লিক করবেন সেখানে মাঝে বরাবর দেখবেন নীল রংঙ্গের লেখা থাকবে “Clear of Recent History or Remove individual cookies”, তারপর আপনি Remove individual cookies এ ক্লিক করবেন এবং bris.lgd.gov.bd লেখা আছে কিনা দেখবেন যদি থাকে তাহলে bris.lgd.gov.bd ক্লিক করে Remove cookies ক্লিক করবেন ,আর bris.lgd.gov.bd যদি না তাহলে তাহলে All Remove cookies ক্লিক করে Ok দিন । তারপর মডেম কানেক্ট দিয়ে লগইন করুন।
Google Chrome এর ক্ষেত্রে প্রথমে “Back to Safety” লেখার পাশে ছোট করে লেখা “Advanced” এ ক্লিক করবেন, তারপর একটি মেসেজ আসবে যেখান লেখা থাকবে “Proceed to bris.lgd.gov.bd (unsafe)”, উক্ত লিংক এ ক্লিক করলেই আপনি bris এর log in page এ প্রবেশ করতে পারবেন।
প্রশ্ন: অনলাইন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে সার্ভারের কানেকটিভিটি সংক্রান্ত বা সার্ভারের Error সংক্রান্ত কোন সমস্যা দেখা গেলে কি করবেন?
অনলাইনে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে সার্ভারের কানেকটিভিটি সংক্রান্ত বা সার্ভারের Error সংক্রান্ত কোন সমস্যা দেখা গেলে এই এড্রেসে ([email protected]) মেইল করুন। ইউজারদের পাসওয়ার্ড বা মেয়াদ সংক্রান্ত কোন সমস্যা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (UNO, DDLG) যোগাযোগ করুন। তবে ইন্টারনেট স্পিড সংক্রান্ত কোন সমস্যা হলে তার সমাধান আমাদের কাছে নেই।
প্রশ্ন: অনলাইন আবেদনের ক্ষেত্রে বাংলা লেখা না হলে কী করতে হবে?
অনলাইন আবেদনের ক্ষেত্রে বাংলা লেখার সময় বাংলা Unicode Software (যেমন Avro Keyboard) ব্যবহার করতে হবে।সুতরাং কম্পিউটারে বাংলা ইউনিকোড Software না থাকলে Install করে নিতে হবে।
প্রশ্ন: ২০০৬ সালের পূর্বে যারা মৃত্যু বরণ করেছেন তাদের মৃত্যু নিবন্ধন করা যাবে কিনা?
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন,২০০৪ বিগত ৩জুলাই ২০০৬ হতে কার্যকর হয়েছে। আইন কার্যকর হওয়ার পর এই আইনের বিধান মোতাবেক কোন ব্যক্তির জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে হবে। অর্থ্যাৎ আইন কার্যকর হওয়ার দিন যারা জীবিত ছিলেন বা তার পরে যারা জন্ম গ্রহণ করেছেন তাদের জন্য এই আইন কার্যকর হবে। ২০০৬ সালের ৩ জুলাইয়ের পূর্বে যিনি মৃত্যুবরণ করেছেন এই আইনের অধীনে তার জন্ম নিবন্ধন করার কোন সুযোগ নেই। কোন মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন না হয়ে থাকলে তার মৃত্যু নিবন্ধনের পূর্বে জন্ম নিবন্ধন করা আবশ্যক। সতরাং বিদ্যমান জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনের অধীনে ৩ জুলাই, ২০০৬ এর পূর্বে কোন ব্যক্তির মৃত্যু নিবন্ধন করা সঙ্গত হবে না।
জন্ম নিবন্ধন হেল্পলাইন
জন্ম নিবন্ধন হেল্পলাইন ইমেইলঃ [email protected], যোগাযোগ ফরম http://br.lgd.gov.bd/contact.html । ঢাকা সিটি কর্পোরেশন এর জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের তালিকা http://br.lgd.gov.bd/files/Dhaka%20city%20zonal%20office.pdf । জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে এই পোস্টটি শুরু থেকে পড়ুন। জন্ম তথ্য যাচাই - online bris বা জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে বা মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করতে এখানে http://everify.bdris.gov.bd/ চাপ দিন Bdris software download।
জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশ্লিষ্ট বিভিন্ন লিংক
- জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ (সর্বশেষ সংশোধিত সহ): http://bdlaws.minlaw.gov.bd/bangla_all_sections.php?id=921
- জন্ম ও মৃত্যু নিবন্ধন (ইউনিয়ন পরিষদ) বিধিমালা-২০০৬: http://br.lgd.gov.bd/files/unionparisad.pdf
- জন্ম ও মৃত্যু নিবন্ধন (পৌরসভা) বিধিমালা-২০০৬: http://br.lgd.gov.bd/files/pouroshova-act.pdf
- জন্ম ও মৃত্যু নিবন্ধন (সিটি কর্পোরেশন) বিধিমালা-২০০৬: http://br.lgd.gov.bd/files/city_corporation.pdf
- জন্ম ও মৃত্যু নিবন্ধন (ক্যান্টনমেন্ট বোর্ড) বিধিমালা-২০০৬: http://br.lgd.gov.bd/files/Cantonment%20board.pdf
- জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা (দৃতাবাস)-২০০৬: http://br.lgd.gov.bd/files/Dutabash%20Bidimala.pdf
- জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত বিভিন্ন গেজেট/ প্রজ্ঞাপন: http://br.lgd.gov.bd/gaget.html
- জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর বিধান বা বিধি লঙ্ঘনকারী বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন ঘটনাসমূহ: http://br.lgd.gov.bd/press.html