ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে নিবো 2022

Facebook auto follower, ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে নিবেন এবং কিভাবে ফেসবুক ফলোয়ার বাড়ানো যায় তা নিয়ে আজকের আর্টিকেল। 


আপনি যদি ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে নিবো এই সম্পর্কে জানতে চান। তাহলে এই আর্টিকেলটি পড়ে আপনি ফেসবুক অটো ফলোয়ার ২০২২ এবং কিভাবে ফেসবুকে অটো লাইক ফলোয়ার নিতে হয় তা সম্পর্কে জানতে পারবেন। 



আমরা সবাই চাই আমাদের ফেসবুক আইডিতে যেন ফলোয়ার বেশি থাকে। সাধারণত আপনার দেখে থাকবেন, যারা সেলিব্রিটি তাদের আইডিতে স্বাভাবিক ভাবেই ফলোয়ার বেশি থাকে।


কিন্তু আমরা অনেকেই আছি যাদের আইডিতে ফলোয়ার থাকে না বললেই চলে। যার কারণে আমরা সেই সব সেলিব্রিটিদের মতো নিজেদের ফেসবুকে ফলোয়ার বাড়াতে চাই। 


ফেসবুক ফলোয়ার কি – facebook auto followers 2022

ফেসবুক ফলোয়ার শব্দটির সাথে প্রত্যেক ফেসবুক ইউজারই পরিচিত। সাধারণ ভাবে ফলোয়ার শব্দটির অর্থ হচ্ছে অনুসরণকারী। আর ফেসবুক ফলোয়ার শব্দটির অর্থ হচ্ছে ফেসবুকে আপনার অনুসরণকারী। 


অর্থাৎ ফেসবুকে আপনাকে কতজন লোক ফলো বা অনুসরণ করে তার সংখ্যাই হচ্ছে ফেসবুক ফলোয়ার।


কিভাবে ফেসবুক ফলোয়ার বারানো যায় – how to get facebook auto followers

সাধারণত ফ্রেন্ড রিকুয়েষ্ট এর মাধ্যমেই ফেসবুকে ফলোয়ারের সংখ্যা বাড়ে। যখন ফেসবুকে আপনাকে কেউ ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠায়, তখন সেই ব্যক্তিটি আপনার ফলোয়ার হয়ে যায়।


আর তখন যদি আপনি সেই ফ্রেন্ড রিকুয়েষ্টটি এক্সেপ্ট না করেন, তাহলেই আপনার ফেসবুক ফলোয়ার বৃদ্ধি পাবে। ধরুন, আপনাকে ৫ জন ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়েছে। এখন যদি আপনি সেই ৫টি ফ্রেন্ড রিকুয়েষ্ট এক্সেপ্ট না করেন, তাহলে আপনার ফেসবুক ফলোয়ার সংখ্যা আগের থেকে ৫টি বৃদ্ধি পাবে। 


ফেসবুকে অটো ফলোয়ার কিভাবে নিবো

এখন তাহলে বুঝতেই পারছেন, ফেসবুকে ফলোয়ার বাড়ানোর প্রক্রিয়াটি আমাদের হাতে নেই। কেননা মানুষ আমাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাবে না না পাঠাবে, তার কোনো গ্যারান্টি নেই। আর যদি ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠায়ও, তাহলে আর কতটি পাঠাবে, জোর ১০–৮০টি।


তবে কিছু অ্যাপ এবং ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই ফেসবুকে আনলিমিটেড ফ্রেন্ড রিকুয়েষ্ট নিতে পারব এবং ফেসবুকে ফলোয়ার বাড়াতে পারব। যেটাকে বলা হয় ফেসবুক অটো ফলোয়ার। 


ফেসবুকে অটো ফলোয়ার নেওয়ার উপায় – how to get auto followers on facebook

সাধারণ ফেসবুক অটো লাইকের মতো, দুইটি উপায়ে ফেসবুকে অটো ফলোয়ার নেওয়া যায়। যার একটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে অ্যাপের মাধ্যমে। 


একসময় ফেসবুকে অটো ফলোয়ার নেওয়ার জন্য, অটো ফলোয়ার ওয়েবসাইট গুলোতে পার্সোনাল ফেসবুক আইডিটি লগিন করতে হতো টোকেনের মাধ্যমে। যার মাধ্যমে ফেসবুক আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতো। 


কিন্তু রিস্কি হওয়ার পর সেই প্রক্রিয়াটির মাধ্যমে ভালো পরিমাণে অটো ফলোয়ার নেওয়া যেত। কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রক্রিয়াটি এখন আর কাজ করে না। 


তাই আজকের আর্টিকেলে সম্পুর্ন নতুন একটি ফেসবুকে অটো ফলোয়ার নেওয়ার পদ্ধতি নিয়ে হাজির হয়েছি। এই পদ্ধতিতে আপনাদের রিয়েল আইডিটি কোথাও লগিন করতে হবে না। অর্থাৎ facebook auto followers without login ছাড়াই নিতে পারবেন। 


এবং কোনো প্রকার টোকেনও লাগবে না। facebook auto followers no token. আর এসব ফলোয়ার কিন্তু ১০০% রিয়েল ফলোয়ার। 


ফেসবুকে অটো ফলোয়ার নেওয়ার নিয়ম 

ফেসবুকে অটো ফলোয়ার নেওয়ার জন্য প্রথমেই আপনার একটি ফেক ফেসবুক আইডি থাকতে হবে। যেই আইডিটি নষ্ট হলেও আপনার কোনো সমস্যা থাকবে না। 


তো আপনারা যদি নিজেদের নাম্বার বা জিমেইল না দিয়ে ফেক আইডি খুলতে চান, তাহলে কিভাবে খুলবেন, তা নিচের লিংক থেকে আর্টিকেলটি ওপেন করে দেখে নিন। 


অটো ফলোয়ার নেওয়ার আগেই অবশ্যই সেই ফেক ফেসবুক একাউন্টটি আপনার ফেসবুক অফিশিয়াল অ্যাপে লগিন অবস্থায় রাখবেন। ভুলেও রিয়েল ফেসবুক আইডি লগিন অবস্থায় রাখবেন না। এতে আপনার রিয়েল আইডিটি ডিজেবল হতে পারে।


ফেক আইডি খোলা হয়ে গেলে নিচের লিংক থেকে Facebook auto follower apk টি ডাউনলোড করে ইন্সটল করে নিন। 

Download Facebook auto follower mod apk


অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন। এরপর অটো ফলোয়ার নেওয়ার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন। 


স্টেপ ১. (1) অ্যাপটি ওপেন করার পর, প্রথমেই আপনার একটি জিমেইল একাউন্ট লগিন করতে হবে। তো আপনাদের জিমেইলের যেন কোনো সমস্যা না হয়, তার জন্য আপনারা নাম্বার পাসওয়ার্ড না দিয়ে Sign in with Google এ ক্লিক করবেন। (2) এরপর স্কিপ করে দিবেন। (3) এরপর আপনার জিমেইল সিলেক্ট করবেন। 



স্টেপ ২. লগিন করার কয়েক সেকেন্ড পর আপনারা 50 কয়েন পাবেন। (4) তো এবার আরো কিছু কয়েন কালেক্ট এবং আপনার ফেইক ফেসবুক আইডিটি লিংক করার জন্য Earn Coins এ ক্লিক করবেন। (5) এরপর Unlimited coins এ ক্লিক করবেন। (6) তারপর Link Facebook account এ ক্লিক করবেন।



স্টেপ ৩. অবশ্যই আপনার ফেক ফেসবুক একাউন্টটি ফেসবুক অফিশিয়াল অ্যাপে লগিন অবস্থায় থাকতে হবে। (7) Approve এ ক্লিক করবেন। (8) তারপর Continue as. (9) তারপর Ok এ ক্লিক করবেন। 



স্টেপ ৪. (10) এরপর Continue (11) এরপর উপরের দিকে ব্যাক চিহ্নে ক্লিক করে ফেসবুক অ্যাপ থেকে বেড়িয়ে আসবেন। 



স্টেপ ৫. এরপর আমাদের কিছু কয়েন সংগ্রহ করতে হবে। (12) তার জন্য আপনারা Follow বা Like লেখায় ক্লিক করবেন। (13) এরপর follow করে ব্যাক দিবেন। তো চিন্তার কোনো কারণ নেই, এসব লাইক ফলো আপনার ফেক আইডি দিয়ে হচ্ছে। (14) এরপর দেখুন আপনি কিছু কয়েন পেয়ে গেছেন। এভাবে ১৩০ কয়েন করুন। 



স্টেপ ৬. (15) এবার অটো ফলোয়ার নেওয়ার জন্য Get Followers এ ক্লিক করুন। (16) তারপর Personal Profile. আপনি চাইলে ফেসবুক পেজেও অটো ফলোয়ার নিতে পারবেন। (17) এরপর বক্সে আপনি আপনার যেই আইডিতে ফলোয়ার নিতে চান, সেই আইডির লিংক দিন এবং Submit এ ক্লিক করুন।



স্টেপ ৭. (18) এরপর Choose Followers Limit এ ক্লিক করুন। (19) তারপর কতোটি ফলোয়ার নিতে চান তা সিলেক্ট করুন। আপনার কয়েন যতো বেশি থাকবে আপনি ততো বেশি ফলোয়ার নিতে পারবেন। 



স্টেপ ৮. (20) এরপর Place Order এ ক্লিক করুন। (21) এরপর Agree লেখায় ক্লিক করুন। 



স্টেপ ৯. এখন আপনার সেই আইডিটিতে অটো ফলোয়ার যাওয়া শুরু হয়ে যাবে। আপনি কিন্তু তাৎক্ষণিকভাবে সবগুলো অটো ফলোয়ার পাবেন। এই অটো ফলোয়ার গুলো আপনি ধীরে ধীরে পাবেন। তবে ১০০% ফলোয়ার পাবেন এবং সবগুলো রিয়েল ফলোয়ার পাবেন। 



তো কতটি অটো ফলোয়ার আপনার আইডিতে গেল, তা দেখার জন্য Order List এ ক্লিক করবেন। এরপর থ্রিডট আইকনে ক্লিক করে Order details এ ক্লিক করবেন। তাহলে আপনার আইডিতে কতটি facebook auto follower গেল তা দেখতে পারবেন। 


Related:


শেষ কথাঃ

তো বন্ধুরা এই ছিল ২০২২ সালে সম্পুর্ন নতুন পদ্ধতিতে ফেসবুকে অটো ফলোয়ার নেওয়ার একটি উপায় এবং পদ্ধতি। 


এই পদ্ধতিটি আপনাদের বোরিং মনে হতে পারে, কেননা কয়েন কালেক্ট করতে হয়। আসলে ফেসবুক অটো ফলোয়ার নেওয়ার যে কয়েকটি পদ্ধতি আছে, সবগুলোতেই কয়েন কালেক্ট করতে হয়। 


আর সেগুলোর মধ্যে এই পদ্ধতিটি তুলনামূলক সহজ এবং এই পদ্ধতিতে একটু বেশি ফলোয়ার নেওয়া যায় বিধায়, এই পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করলাম।


আশা করি, এই পদ্ধতি অনুযায়ী আপনারা খুব সহজেই ফেসবুকে অটো ফলোয়ার নিতে পারবেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url