ফেসবুকে শেয়ার অপশন চালু করার নিয়ম
অনেক সময় দেখা যায়, কারো কারো ফেসবুক আইডিতে ফেসবুক পোস্ট শেয়ার করার অপশন থাকে না। যার কারণে আপনারা অনেকেই ফেসবুকে শেয়ার অপশন চালু করার উপায় খুঁজেন। তাই এই আর্টিকেলে আমি ফেসবুকে শেয়ার অপশন চালু করার নিয়ম নিয়ে আলোচনা করব।
সাধারণত আমরা ফেসবুকে যখন কোনো পোস্ট করি, তখন আমরা সবাই চাই আমার পোস্টটি যেন অন্যেরা শেয়ার করে। যাতে করে বহু লোক আমার সেই পোস্টটি সম্পর্কে এবং আমার সম্পর্কে জানতে পারে।
বিশেষ করে, আমরা যখন কোনো তথ্য বহুল পোস্ট করি, তখনই অনেকেই সেই পোস্টটি শেয়ার করতে চায়। একটু ভেবে দেখুন, আমরা নিজেরাই কিন্তু ফেসবুকে অনেক সময় বিভিন্ন তথ্যবহুল পোস্ট শেয়ার করে থাকি।
কিন্তু কিছু কিছু ফেসবুুক আইডিতে দেখা যায়, ফেসবুক পোস্ট শেয়ার করার অপশনটি থাকে না। বিশেষ করে নতুন ফেসবুক আইডি গুলোতে এই অপশনটি চালু থাকে না।
যার ফলে আপনারা তখন কিভাবে ফেসবুকে শেয়ার অপশন চালু করবো এটা নিয়ে ভাবতে থাকেন। এবং ফেসবুকে শেয়ার অপশন চালু করার নিয়ম খুঁজতে থাকেন।
তাই আজকের এই আর্টিকেলে আমি আপনাদের কিভাবে ফেসবুকে শেয়ার অপশন চালু করতে হয় তার নিয়ম দেখাব। যাতে করে, আপনাদের ফেসবুক পোস্ট যেন অন্যেরা share করতে পারে, সেটি চালু করতে পারেন।
তাহলে চলুন ফেসবুকে শেয়ার share অপশন চালু করার পদ্ধতি নিয়ে আজকের আর্টিকেল শুরু করা যাক—
ফেসবুকে শেয়ার অপশন চালু করার নিয়ম
ফেসবুকে share অপশন চালু করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করুন। এরপর নিচের স্টেপগুলো ফলো করুন।
স্টেপ ১. (1)ফেসবুক অ্যাপটি ওপেন করার পর বাম পাশের তিন লাইনের মেনু আইকনটিতে ক্লিক করবেন (2) এরপর Settings & Privacy লেখায় ক্লিক করবেন (3) এরপর Settings এ ক্লিক করবেন।
স্টেপ ২. (4) এরপর একটু নিচের দিকে স্ক্রল করে Followers And Public Content লেখায় ক্লিক করবেন (5) তারপর সেখানকার সবগুলো অপশন Public করে দিবেন।
স্টেপ ৩. এরপরে ব্যক করে হোমে আসবেন। (6) এরপর নতুন একটি পোস্ট করার বক্সে ক্লিক করবেন (7) এরপর Privacy অর্থাৎ নিচের স্ক্রিনশট এর মতো friends অপশনে ক্লিক করুন (8) তারপরে সেখানে Public করে দিয়ে Done এ ক্লিক করবেন।
স্টেপ ৪. ব্যস, এখন থেকে আপনার সবগুলো পোস্টেই শেয়ার অপশন চালু থাকবে। এবং অন্যেরা আপনার ফেসবুক পোস্ট শেয়ার করতে পারবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
প্রশ্নঃ আমার ফেসবুক পোস্টে শেয়ার করার অপশন আসছে না কি করবো?
উত্তরঃ উপরের নিয়ম গুলো স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি আপনার ফেসবুক পোস্টে শেয়ার করার অপশন চালু করতে পারবেন
প্রশ্নঃ ফেসবুক পোস্টে শেয়ার করার অপশন আসছে না কেন? কি কারণে ফেসবুক পোস্টে শেয়ার অপশন আসে না?
উত্তরঃ সাধারণত ফেসবুক পোস্টের প্রাইভেসি যখন public করা না থেকে, friends করা থাকে তখন ফেসবুক পোস্ট শেয়ার করার অপশন আসে না। তাই ফেসবুক শেয়ার অপশন চালু করার জন্য অবশ্যই আপনার ফেসবুক পোস্টের প্রাইভেসি public থাকতে হবে।
শেষ কথা,
তো বন্ধুরা, আশা করি এই আর্টিকেলটি পড়ার পর, এখন থেকে আপনারা খুব সহজেই ফেসবুকে শেয়ার অপশন চালু করতে পারবেন। আর যদি কোথাও কোনো প্রকার সমস্যা হয় কিংবা কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই নিচে আমাদের কমেন্ট করে জানাবেন।