নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়। ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়

ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়, ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড জানার উপায়, নিজের ফেসবুক পাসওয়ার্ড জানার উপায় নিয়ে আজকের এই আর্টিকেল। 


আসসালামু আলাইকুম গাইজ। আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। বর্তমান সময়ে একজন কচি বাচ্চা থেকে শুরু করে সবাই ফেসবুক চালায়। 


আপনারা জানেন একটি আইডি খুলতে বা ফেসবুক আইডিতে লগিন করতে একটি পাসওয়ার্ড এর প্রয়োজন হয়। চাবি ছাড়া যেমন তালা খুলে না, তেমন পাসওয়ার্ড ছাড়া ফেসবুক আইডিতে প্রবেশ বা লগিন করা যায় না। 


সাধারণত একবার ফেসবুক আইডিতে লগিন করে আবার প্রবেশ করার জন্য বারবার আমাদের পাসওয়ার্ড দিতে বলে না। অর্থাৎ প্রথমবার ফেসবুকে লগিন করার পর আমাদের বারবার পাসওয়ার্ড এর প্রয়োজন পরে না। 



যার ফলে দেখা যায়, বারবার পাসওয়ার্ড ব্যবহার না করার ফলে একটা সময় আমরা আমাদের ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাই। আবার অনেকেই দেখা যায় তার ফেসবুক আইডিতে নতুন করে লগিন করতে গিয়ে বা অন্য ব্রাউজারে অথবা অন্য কোনো ফোনে লগিন করতে গিয়ে তার ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে করতে পারে না। 


ফলে তখন তাকে সমাধানের জন্য Forgot Password অপশনটি বেছে নিতে হয় এবং সেই পাসওয়ার্ডটিকে রিসেট দিতে হয়। কিন্তু মনে রাখবেন অনেক সময় Forget password ও কাজ করে না। আর যদি যেই সিম দিয়ে আপনি একাউন্ট খুলেছেন সেই নাম্বার যদি আপনার কাছে না থাকে তাহলে তো আর সেই আইডি ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না। 


যার ফলে তখন তারা যে প্রশ্নগুলোর উত্তর খুঁজে সেই প্রশ্নগুলো হচ্ছে এমন- কিভাবে নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখব? কিভাবে নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখা যায়? কিভাবে নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখতে হয়? ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড কিভাবে জানব? ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড কিভাবে দেখব? ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড জানার উপায় ইত্যাদি।  


এছাড়া অনেকেই রয়েছে যারা একাধিক ফেসবুক একাউন্ট ব্যবহার করে থাকেন। যার কারণে তাদের সব একাউন্টের পাসওয়ার্ড মনে থাকে না, পাশাপাশি তখন সব একাউন্টের নাম্বারও তার কাছে থাকে না। ফলে তখন তারা ফরগেট পাসওয়ার্ডও দিতে পারে না। যার ফলে তখন তাদের নিজের ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড জানার উপায় খুঁজতে হয়। 


তো আপনি যদি সেই দলেরই একজন হন এবং আপনিও যদি নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। 


আরো পড়ুনঃ 

ফেসবুক আইডি কোড বের করার নিয়ম

ছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করার উপায়

ফেসবুক পেজ জনপ্রিয় করার কার্যকরী উপায়


নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায় 

দেখুন ফেসবুকে অফিশিয়াল ভাবে পাসওয়ার্ড দেখার কোনো অপশন নেই। আর এরকম কোনো নিয়ম তারা চালুও করে নি। 


কেননা যদি নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখা যেত তাহলে এতে ইউজারদের সিকিউরিটিতে ব্যাঘাত ঘটাত। ফেসবুক একাউন্ট বেশি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতো। যার কারণে এরকম কোনো অপশন তারা চালু করে নি। 


কিন্তু আমাদের ফোনে এমন কিছি অপশন রয়েছে যারা এই ফেসবুক পাসওয়ার্ডগুলো সংরক্ষণ করে থাকে। আর ফোনের এই অপশনগুলো ব্যবহার করেই আজকে আমরা আমাদের ফেসবুক পাসওয়ার্ড দেখব। 


এই আর্টিকেলে আমি মুলত দুইটি উপায় দেখাব যার মাধ্যমে আপনারা খুব সহজেই নিজের ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড দেখতে পারবেন। তো ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড দেখার সেই উপায় দুটি হচ্ছেঃ


  • ১. গুগলের মাধ্যমে 
  • ২. গুগল ক্রোমের মাধ্যমে 


নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার নিয়ম

নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখতে চাই কিভাবে দেখব? ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড কিভাবে দেখা যায়? এবং ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড দেখার নিয়ম জানার জন্য নিচের দুইটি পদ্ধতি ফলো করুন। এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি ১০০% আপনি ফেসবুক পাসওয়ার্ড দেখতে পারবেন। 


আরো পড়ুনঃ 

কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়

কিভাবে ফেসবুকে ফলোয়ার অপশন চালু করবেন।

ফেসবুকে লাইক হাইড করার পদ্ধতি


গুগলের মাধ্যমে ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায় 

জি, গুগলের মাধ্যমে আপনি আপনার ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ডটি দেখতে পারবেন। সাধারণ আমরা যখন আমাদের ফোনে কোনো ইমেইল একাউন্ট লগিন করি তখন সেই ইমেইলটি আমাদের ফোনের সাথে কানেক্টেড হয়ে যায়। যার ফলে তখন আমাদের ফোনের অনেক কিছুই সেই ইমেইল একাউন্টে সেভ হয়ে যায়। যার মধ্যে অন্যতম হলো বিভিন্ন একাউন্টের পাসওয়ার্ড। 


তো চলুন তাহলে দেখি গুগলের মাধ্যমে নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখা যায়—


স্টেপ ১. দেখুন ফোনের জিমেইল একাউন্টে প্রবেশ করার অনেক উপায়ই আছে। তো আমি তার মধ্যে সবচেয়ে সহজ উপায়টি দিয়ে দেখাচ্ছি। 

প্রথমে আপনার ফোনের জিমেইল অ্যাপে চলে যাবেন।


স্টেপ ২. এরপর নিচের স্ক্রিনশট এর মতো আপনার জিমেইল একাউন্টের আইডিতে ক্লিক করবেন। 



স্টেপ ৩. এরপর Managed your Google Account এ ক্লিক করবেন। 



স্টেপ ৪. এরপর আপনার জিমেইল একাউন্টটির সমস্ত সেটিংসগুলো দেখতে পারবেন। এবার একটু ডান দিকে গিয়ে Security এ ক্লিক করবেন। 



স্টেপ ৫. এরপর নিচের দিকে গিয়ে Password Manager এ ক্লিক করবেন। 



স্টেপ ৬. এরপর সেই ইমেইল দিয়ে আপনি যতগুলো একাউন্ট খুলেছেন সবগুলো একাউন্ট দেখতে পারবেন। তো সেখান থেকে আপনি ফেসবুক খুজে বের করবেন।এবং Facebook.com এ ক্লিক করবেন ।



স্টেপ ৭. এরপর আপনার ফোনের পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিবেন তাহলে আপনি আপনার ফেসবুক একাউন্টের নাম্বার এবং তার নিচে ডট ডট পাসওয়ার্ড দেখতে পারবেন ।


এবার এই পাসওয়ার্ড গুলোকে দৃশ্যমানভাবে দেখার জন্য নিচের স্ক্রীনশট এর মত আই আইকনটিতে ক্লিক করবেন।



স্টেপ ৮. এবার দেখুন আপনার ফেসবুক আইডির নাম্বার এবং তার পাসওয়ার্ড দেখা যাচ্ছে।



আর আপনি যদি অনেকগুলো জিমেইল একাউন্ট ব্যবহার করেন এবং সেখানে যদি ফেসবুক আইডির পাসওয়ার্ড খুঁজে না পান, তাহলে ব্যাক এসে নিচের স্ক্রিনশট এর মতো আইকনে ক্লিক করে অন্যান্য জিমেইলগুলো দিয়ে চেক করবেন। 



তো এই ছিল গুগলের মাধ্যমে অথবা জিমেইলের মাধ্যমে ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়। আশা করি আপনারা উপরোক্ত উপায়টি বুঝতে পেরেছেন।


আরো পড়ুনঃ 


দ্বিতীয় পদ্ধতিঃ

গুগল ক্রোমের মাধ্যমে ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায়।

আপনি যদি গুগল ক্রোমের মাধ্যমে ফেসবুকে লগইন করে থাকেন তাহলে কিন্তু সেই ফেসবুক আইডির নাম্বার এবং তার পাসওয়ার্ডও গুগল ক্রোমে সেভ হয়ে থাকে । যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং নাম্বার দেখতে পারবেন।


তো চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে গুগল ক্রোমের মাধ্যমে নিজের ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে হয়।


Step-1. প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন এরপর ডান দিকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করুন।



Step-2. এরপর নিচের দিকে settings-এ ক্লিক করুন। 


Step-3. এরপর Password এ ক্লিক করুন।



Step-4. এরপর আপনি সেখানে গুগল ক্রোমের মাধ্যমে যতগুলো ওয়েবসাইটে প্রবেশ করেছেন সবগুলো ওয়েবসাইটের নাম এবং সেইসব ওয়েবসাইটে ব্যবহৃত ব্যবহৃত নাম্বার এবং ইউজার নেম দেখতে পারবেন। তো সেখান থেকে ফেসবুক খুঁজে বের করে Facebook এ ক্লিক করবেন। 



Step-5. এরপর যদি পাসওয়ার্ড চায় তাহলে ফোনের পাসওয়ার্ড দিবেন।


Step-6. এরপর সেখানে আপনি আপনার ফেসবুক আইডির ফোন নাম্বার এবং তার নিচে পাসওয়ার্ড দেখতে পারবেন।



আর যদি পাসওয়ার্ডটি ডট ডট আকারে দেখতে পান তাহলে আই আইকনে ক্লিক করবেন তাহলে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেখতে পারবেন।


তো এই ছিল নিজের ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখার দুইটি উপায়। যার একটি হচ্ছে গুগল ক্রোমের মাধ্যমে এবং অপরটি হচ্ছে গুগলের মাধ্যমে অথবা জিমেইলের মাধ্যমে। আশা করি আপনারা উপরের দুইটি নিয়ম বুঝতে পেরেছেন।


আমাদের শেষ কথাঃ

এই আর্টিকেলে আমরা কিভাবে নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখতে হয়, কিভাবে নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখা যায়, নিজের ফেসবুক পাসওয়ার্ড দেখার উপায় এবং ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড দেখার দুইটি সহজ উপায় উপায় নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা উপরের দুটি নিয়মেই বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url