মোবাইল নাম্বার দিয়ে ছবি বের করার উপায়
কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ছবি বের করা যায়, কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ছবি বের করতে হয় এবং সেই সাথে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার উপায় নিয়ে আজকের আর্টিকেল।
অনেক সময় আমাদের ফোনে অচেনা অজানা নাম্বার থেকে কল আসে। এদের মধ্যে প্রায় সময়ই অনেক অচেনা নাম্বার আমাদের নানা রকম হুমকি ধামকি দিয়ে থাকে কিংবা আমাদের থেকে অনেক তথ্য জানতে চায়।
তখন নিজেদের নিরাপত্তার জন্য আমাদের সেই নম্বরটির ব্যক্তির পরিচয় জানার প্রয়োজন হয়।
হুমকি ধামকির কথা না হয় বাদ দিলাম, প্রায়ই সময় দেখা অনেকে আমাদের অচেনা নাম্বার থেকে কল কিংবা মিসড কল দিয়ে বিরক্ত করে। আর তখন আমরা কে আমাকে কল দিয়ে ডিসটার্ব করছে তা জানার উপায় সম্পর্কে জানতে চাই। অর্থাৎ কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ছবি বের করব এবং কিভাবে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করব তার উপায় সম্পর্কে জানতে চাই।
তো এই আর্টিকেলে আমি দেখাব কিভাবে আপনারা কে আপনাকে কল দিয়ে ডিসটার্ব করছে তা জানবেন এবং সেইসাথে তার ছবিও দেখবেন। অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে পরিচয় এবং মোবাইল নাম্বার দিয়ে ছবি বের করার পদ্ধতি সম্পর্কে এই আর্টিকেলে আপনারা জানতে পারবেন।
কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ছবি বের করা যায়
সাধারণত সরাসরি মোবাইল নাম্বার দিয়ে ছবি কিংবা মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার জন্য ফোনে ডিফল্ট কোনো পদ্ধতি নেই। অর্থাৎ কেউ আপনাকে কল দিল আর আপনি সাথে সাথেই তার পরিচয় এবং ছবি পেয়ে গেলেন এমন কোনো উপায় নেই।
তবে এমন অনেক অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই যেকোনো মোবাইল নাম্বারের ব্যক্তির ছবি এবং তার পরিচয় বের করতে পারবেন। অর্থাৎ নির্দিষ্ট কিছু অ্যাপ ব্যবহার করে আপনি কোনো ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে তার ছবি এবং পরিচয় বের করতে পারবেন।
তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন অ্যাপের মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে ছবি এবং পরিচয় বের করা যায়।
মোবাইল নাম্বার দিয়ে ছবি বের করার অ্যাপ
দেখুন প্লেস্টোরে অনেক অ্যাপই পাবেন যেগুলো দিয়ে আপনি কারো মোবাইল নাম্বার দিয়ে ছবি এবং পরিচয় বের করতে পারবেন। তবে আমার কাছে সবচেয়ে সহজ এবং সুবিধাজনক যে অ্যাপটি মনে হয়েছে সেই অ্যাপটি নিয়ে আমি এই আর্টিকেলে আলোচনা করব।
তো মোবাইল নাম্বার দিয়ে পরিচয় এবং ছবি বের করার জন্য আমি যেই অ্যাপটি ব্যবহার করব সেই অ্যাপটির নাম হচ্ছে Caller Id.. তো আপনারা মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার জন্য নিচের লিংক থেকে অ্যাপটি ইন্সটল করে নিন।
App Name | Eyecon: Caller ID & Spam Blocker |
Version | 3.0.403 |
Released on | Aug 31, 2016 |
Developer | Eyecon Phone Dialer & Contacts |
Size | 22.78 MB |
Play strore Downloads | 50,000,000+ |
মোবাইল নাম্বার দিয়ে ছবি বের করার নিয়ম
মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার জন্য অথবা মোবাইল নাম্বার দিয়ে ছবি বের করার জন্য আপনারা উপরের লিংক থেকে প্রথমে Caller Id অ্যাপটি ইন্সটল করে নিবেন। এরপর যে ফোন নাম্বারটির ছবি বের করতে চান সেই ফোন নম্বরটি কপি অথবা নোট করে নিন।
মোবাইল নাম্বার দিয়ে ছবি বের করার পদ্ধতি
তো গাইজ, নাম্বারটি নোট করা হয়ে গেলে এবার আপনারা Caller Id অ্যাপটি ওপেন করুন এবং নিচের স্টেপগুলো ফলো করুন
স্টেপ ১. অ্যাপটি ওপেন করার পর Get Start নামে অপশন দেখতে পারবেন। তো আপনারা Get Start অপশনটিতে ক্লিক করবেন।
স্টেপ ২. এরপর একটি বক্স দেখতে পারবেন। সেই বক্সটিতে আপনার ফোন নাম্বার দিতে হবে। অর্থাৎ বক্সটিতে সেই নাম্বারটি দিবেন যেই নম্বরের সিমটি আপনার সেই ফোনটিতে লাগানো আছে, যেই ফোনটি দিয়ে আপনি সেই অ্যাপটিতে ঢুকেছেন।
তার আগে বক্সটির উপরে ক্লিক করে আপনার কান্ট্রি সিলেক্ট করে নিবেন। আপনি যেহেতু বাংলাদেশ থেকে তাই আমি কান্ট্রি বাংলাদেশে সিলেক্ট করে নিয়েছি।
এরপর সেই বক্সটিতে আপনার ফোন নাম্বারটি দিয়ে Connect এ ক্লিক করবেন।
স্টেপ ৩. এরপর আপনার সিমের অপারেটর সিলেক্ট করতে বলবে। তো আপনার সিমটি যে অপারেটর এর সেটিতে ক্লিক করবেন।
স্টেপ ৪. এরপর আপনি যে ফোন নম্বরটি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি তারা ভেরিফিকেশন করবে যার ফলে কিছুক্ষণ লোডিং নিবে নিচের স্ক্রিনশট এর মতো। আপনার ফোন নম্বরটির ভেরিফিকেশন কমপ্লিট হলে Authentication Approved লেখা দেখতে পারবেন।
স্টেপ ৫. এরপর আপনার ফোনবুকের সকল নাম্বার এবং সেই নাম্বারের ব্যক্তির ছবি দেখতে পারবেন। তো আপনি অচেনা নাম্বারের ব্যক্তির ছবি বের করার জন্য উপরে একটি সার্চ বক্স দেখতে পারবেন এবং সেই বক্সে অচেনা নাম্বারটি লিখবেন।
স্টেপ ৬. Done. এরপর দেখুন সেই ব্যক্তির ছবি আপনার সামনে চলে এসেছে সাথে তার নামসহ। এবার যদি আপনি সেই ব্যক্তির আরো ছবি দেখতে চান তাহলে তার ছবির উপরে ক্লিক করবেন। এরপর মেন আইকনে ক্লিক করবেন তাহলে আপনি সেই ব্যক্তির আরো ছবি দেখতে পারবেন।
অ্যাপটি প্রথমবার ইন্সটল করার পরবর্তীতে যখন কোনো অচেনা নাম্বার থেকে আপনার ফোনে কল আসবে তখন অটোমেটিক সেখানে তার ছবি শো করবে। তার জন্য আপনাকে আবার অ্যাপে গিয়ে নাম্বার সার্চ দিতে হবে না।
তো গাইজ, এভাবে আপনারা খুব সহজেই যেকোনো মোবাইল নাম্বারের ছবি এবং পরিচয় বের করতে পারবেন। এখন কথা হচ্ছে
কিভাবে এই সিস্টেমটি কাজ করে
ফোন নাম্বার দিলাম আর ছবি চলে আসলো! কিভাবে সম্ভব! হয়তো এই প্রশ্নটি আমার মতো আপনার মনেও জেগেছে।
আসলে এটি সম্ভব হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে। আপনি যখন কোনো নাম্বার সেখানে সার্চ দেন তখন সেই নাম্বারটি দিয়ে যদি সোশ্যাল মিডিয়াতে কোনো একাউন্ট খোলা থাকে তাহলে এই অ্যাপটি আপনাকে সেই একাউন্টেত ছবি দেখায়। অর্থাৎ আপনি যেই নম্বরটি দিয়ে সার্চ দিলেন সেই নাম্বারটি দিয়ে যদি ফেসবুক, ম্যাসেঞ্জার, টুইটার, ইন্সটাগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ অর্থাৎ যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে একাউন্ট খুলা থাকে তাহলেই কেবল তার ছবি দেখতে পারবেন।
এক্ষেত্রে সেই একাউন্টের প্রোফাইল পিকচারটি এই অ্যাপ আপনাকে প্রদর্শন করাবে। আর আপনি যদি তার আরো ছবি দেখতে চান তাহলে সেই ব্যক্তি তার একাউন্টে যতগুলো ছবি আপলোড করেছে সেগুলো এই অ্যাপ আপনাকে তার ছবি হিসেবে দেখাবে। তাহলে বুঝতেই পাচ্ছেন আপনি সবসময় সঠিক ছবি পাবেন না।
আর যদি সেই ফোন নাম্বার দিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো একাউন্ট খোলা না থাকে তাহলে আপনি কোনো ছবি দেখতে পারবেন না। তবে এটি হবার সম্ভাবনা খুবই কম। কেননা বর্তমানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না।
তো গাইজ এই ছিল মোবাইল নাম্বার দিয়ে ছবি বের করার উপায় এবং তার পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছেন।
শেষ কথাঃ
আজকের আর্টিকেলে আমরা কিভাবে মোবাইল নাম্বার দিয়ে ছবি এবং পরিচয় বের করা যায় তার উপায় নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা উপরের সেই পদ্ধতিটি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
Nice post
Thanks