উপায় একাউন্ট খোলার নিয়ম (সাথে ৫০ টাকা বোনাস এবং ১জিবি ফ্রি ইন্টারনেট)
উপায় Upay হচ্ছে UCB ব্যাংক দ্বারা পরিচালিত একটি মোবাইল ব্যাংকিং সেবা। বিকাশ, নগদ, রকেটের মতো উপায় মোবাইল ব্যাংকিংয়েও আপনি পাবেন নানাবিধ সুবিধা। তাই আজকের আর্টিকেলে আলোচনা করব উপায় একাউন্ট খোলার নিয়ম, উপায় একাউন্ট দেখার নিয়ম, উপায় একাউন্টের চার্জ ও ফি এবং Upay apps নিয়ে।
আর উপায় মোবাইল ব্যাংকিং এর সাথে যুক্ত হলেই পাচ্ছেন ৫০ টাকা বোনাস সাথে ফ্রি ১জিবি ইন্টারনেট। তো কিভাবে ৫০ টাকা এবং ১জিবি ফ্রি নিবেন তা নিয়ে শেষে আলোচনা করব।
উপায় Upay একাউন্ট কি
উপায় হচ্ছে UCB ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা। সহজভাবে বলতে গেলে উপায় হচ্ছে বিকাশ, নগদ এবং রকেটের মতো একটি মোবাইল ব্যাংকিং সেবা। সেইসাথে বিকাশ, নগদ এবং রকেটের মতো উপায় একাউন্টেও রয়েছে নানাবিধ সুবিধা।
আরো পড়ুনঃ বিকাশ একাউন্ট খোলার নিয়ম (১০০ টাকা বোনাস)
উপায় Upay একাউন্ট এর সুবিধাসমূহ
উপায় একাউন্ট খোলার সুবিধাগুলো নিম্নরূপঃ
- মোবাইল রিচার্জঃ উপায় একাউন্ট এর মাধ্যমে যেকোনো সিম অপারেটরে নির্বিঘ্নে মোবাইল রিচার্জ করতে পারবেন।
- সেন্ড মানিঃ উপায় একাউন্ট ব্যবহার করে এক উপায় একাউন্ট থেকে অন্য উপায় একাউন্টে টাকা পাঠাতে এবং টাকা রিসিভ করতে পারবেন।
- ক্যাশ ইনঃ উপায় এজেন্ট পয়েন্টে গিয়ে খুব সহজেই ক্যাশ ইন করতে পারবেন।
- ক্যাশ আউটঃ উপায় এজেন্ট পয়েন্ট থেকে যেকোনো সময় উপায় একাউন্ট হতে টাকা তুলতে পারবেন।
- পে বিলঃ উপায় একাউন্ট এর মাধ্যমে গ্যাস, ক্রেডিট কার্ড, বিদ্যুৎ এর বিল পে করতে পারবেন।
উপায় অ্যাপ ডাউনলোড – Upay App Download
বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্যই উপায় অ্যাপটি বিদ্যমান। আইওএস ডিভাইস অর্থাৎ আইফোন এর জন্য উপায় অ্যাপটি এখনো তাদের সেবা চালু করেনি। অ্যান্ড্রয়েড ফোনের জন্য উপায় অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
উপায় একাউন্ট খোলার নিয়ম – How To Open Upay Account
দেখুন উপায় একাউন্ট খোলা খুবই সহজ। ঘরে বসেই আপনি আপনার হাতের কাছের ফোনটি দিয়ে উপায় একাউন্ট খুলতে পারবেন। তো উপায় একাউন্ট খোলার জন্য প্রথমে এই লিংক থেকে উপায় অ্যাপটি ইন্সটল করে নিন। এরপর নিচের স্টেপগুলো ফলো করুন।
১. রেজিষ্ট্রেশনঃ উপায় অ্যাপটি ওপেন করার পর রেজিষ্ট্রেশন করার জন্য Registration লেখা দেখতে পারবেন। তো আপনারা Registration লেখায় ক্লিক করবেন।
২. মোবাইল নাম্বার ও অপারেটরঃ এরপর একটি বক্স দেখতে পারবেন সেই বক্সে আপনি যেই নাম্বারে উপায় একাউন্ট খুলতে চান সেই নাম্বারটি দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটি কোন সিম অপারেটর এর অধীনে তা সিলেক্ট করে Verify Number এ ক্লিক করুন।
৩. Verification Code (OTP): এরপর আপনার ফোনে একটি OTP কোড আসবে এবং উপায় অ্যাপটি সেটি অটোমেটিক নিয়ে নিবে। যদি কোনো পারমিশন চায় তাহলে Allow দিবেন।
৪. আইডি কার্ডের ছবি তুলুনঃ এরপর আপনার আইডি কার্ডের সামনের এবং পেছনের ছবি তুলুন। এরপর Done এ ক্লিক করুন।.
৫. নিজের ছবি তুলুনঃ এরপর আপনার ছবি তুলুন। যার আইডি কার্ড এর ছবি দিয়েছিলেন তার ছবি তুলতে হবে। কেননা ছবি তোলার পর NID কার্ডের তথ্যগুলো যাচাই করা হবে।
৬. পেশা ও লিঙ্গঃ এরপর আপনার পেশা ও লিঙ্গ সিলেক্ট করবেন। আর যদি আপনার ইমেইল থাকে ইমেইল এড্রেস এর বক্সে ইমেল দিবেন, না দিলেও সমস্যা নেই। এরপর Confirm এ ক্লিক করুন।
৭. আইডি কার্ডের তথ্য যাচাইঃ এ পর্যায়ে আপনার NID কার্ডের তথ্য দেখতে পারবেন। সেগুলো মিলিয়ে নিন এবং কোনো কিছু ভুল থাকলে ইডিট করে নিন। এরপর Terms and conditions এ টিক দিয়ে Confirm এ ক্লিক করুন।
৮. পিন নম্বর সেট করুনঃ এরপর দুটো বক্সে একই ৪ ডিজিটের একটি পিন দিন। এরপর Confirm এ ক্লিক করুন।
৯. একাউন্ট খোলার কনফার্মেশন এসএমএসঃ এরপর সফলভাবে একাউন্ট খোলার একটি এসএমএস পাবেন। এরপর নিচে থাকা Get start এ ক্লিক করবেন।
১০. উপায় একাউন্টে প্রবেশঃ ব্যাস একাউন্ট খোলা শেষ। এরপর আপনি আপনার উপায় একাউন্টটি দেখতে পারবেন। এর আগে যদি লগিন করতে বলে তাহলে আপনার সেই নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগিন করে নিবেন।
আরো পড়ুনঃ নগদ একাউন্ট খোলার নিয়ম 2022 এবং নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিন
উপায় একাউন্ট খুলে ৫০টাকা বোনাস পাওয়ার নিয়ম – Register Upay Account & Get TK 50 Bonus
নতুন উপায় একাউন্ট খুলে পাওয়া যাবে ৫০ টাকা বোনাস। উপায় একাউন্ট খুলে ৫০টাকা বোনাস পেতেঃ
- উপায় অ্যাপ ব্যবহার করে করে একাউন্ট খুললেই পাওয়া যাবে ২৫টাকা ইন্সট্যান্ট ক্যাশ রিওয়ার্ড। অর্থাৎ আপনারা একাউন্ট খোলার পরপরই ২৫ টাকা বোনাস পাবেন।
- একাউন্ট খোলার প্রথম ৭দিনের মধ্যে প্রথমবার ২৫ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করার মাধ্যমে পাওয়া যাবে আরো ২৫ টাকা ক্যাশ রিওয়ার্ড। অর্থাৎ আপনাকে নিজ নাম্বারে ২৫ টা রিচার্জ করতে হবে।
উপায় একাউন্ট খুলে ফ্রি ১ জিবি ইন্টারনেট পাওয়ার নিয়ম — Register Upay Account & Get 1gb Free
দেখুন আপাতত শুধুমাত্র বাংলালিংক এবং টেলিটক ব্যবহারকারীরা উপায় একাউন্ট খুললে ১ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন। তাই ১ জিবি ফ্রি নেওয়ার জন্য আপনাকে বাংলালিংক অথবা টেলিটক সিম দিয়ে উপায় অ্যাপে রেজিষ্ট্রেশন করতে হবে। আর বাংলালিংক ইউজাররা ডাটা ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুনঃ রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২২ এবং রকেট একাউন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিন
উপায় একাউন্টে ক্যাশ আউট ফি কত টাকা?
উপায় একাউন্টে ক্যাশ আউট ফি এজেন্টের কাছ থেকে প্রতি হাজারে সর্বোচ্চ ১৪ টাকা। এটিএম বুথ থেকে হাজারে ৮ টাকা।
উপায় একাউন্টে সেন্ড মানি ফি কত টাকা?
উপায় একাউন্টে সেন্ড মানি সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
উপায় মোবাইল ব্যাংকিং ওয়েবসাইট
উপায় মোবাইল ব্যাংকিং এর অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে upaybd.com
শেষ কথাঃ
তো এভাবে আপনারা উপরের স্টেপগুলো অনুযায়ী খুব সহজেই উপায় একাউন্ট খুলতে পারবেন। আর হ্যা, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
উপায় একাউন্ট খোলার নিয়মতো জানা হলো। এবার উপায় অ্যাপে রেজিষ্ট্রেশন করে ফ্রিতে ৫০ টাকা বোনাস এবং ফ্রি ১জিবি নিয়ে নিন।