সকল সিমের কল লিস্ট বের করার উপায় | অন্যের কল লিস্ট বের করার উপায়
সবার ফোনেরই একটি কল লিস্ট রয়েছে। কোনো ব্যক্তি কত তারিখে কত সময়ে অন্য সিমের ব্যক্তির সাথে কথা বলেছে তাই হচ্ছে তার কল লিস্ট। এই কল লিস্টগুলো প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় ভুলবশত এই কল লিস্টগুলো আমাদের ফোন থেকে ডিলিট হয়ে যায়। যার ফলে তখন আমরা নিজের কল লিস্ট দেখার জন্য ফোনের কল লিস্ট বের করার উপায় সম্পর্কে জানতে চাই।
আবার অনেক ব্যক্তিই রয়েছেন যারা অন্য ব্যক্তির হতে পারে সেটা প্রিয় কোনো ব্যক্তি, তার কল লিস্ট চেক করতে চান। কিন্তু কল লিস্ট চেক করতে গিয়ে দেখেন সেখানে কোনো কল লিস্ট নেই অর্থাৎ সে তার কল লিস্ট ডিলিট করে ফেলেছে। তখন আপনারা অন্যের কল লিস্ট দেখার উপায় সম্পর্কে জানতে চান।
তো আজকের আর্টিকেলে আমি দেখাব কিভাবে আপনারা যেকোনো সিমের কল লিস্ট দেখবেন এবং কিভাবে অন্যের সকল কল লিস্ট দেখবেন।
এ আর্টিকেলের প্রধান শব্দসমুহ
কিভাবে ফোনের কল লিস্ট বের করা যায়
কিভাবে সকল সিমের কল লিস্ট বের করা যায়
সকল সিমের কল লিস্ট বের করার উপায়
গ্রামীণ সিমের কল লিস্ট বের করার উপায়
রবি সিমের কল লিস্ট বের করার উপায়
বাংলালিংক সিমের কল লিস্ট বের করার উপায়
এয়ারটেল সিমের কল লিস্ট বের করার উপায়
কিভাবে সিমের কল লিস্ট বের করা যায়
দেখুন কল লিস্ট বের করার জন্য অনেক উপায় রয়েছে। যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই যেকোনো সিমের কল লিস্ট বের করতে পারবেন। তার মধ্যে একটি উপায়ে আপনি সকল সিমের কল লিস্ট বের করতে পারবেন।
আর একটি উপায়ে আপনি গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল সিমের কল লিস্ট আলাদা আলাদাভাবে বের করতে পারবেন। তো প্রথমে আমি দেখাব কিভাবে সকল সিমের কল লিস্ট বের করবেন এবং পরে দেখাব কিভাবে রবি, বাংলালিংক, গ্রামীণ সিমের কল লিস্ট আলাদা আলাদাভাবে বের করবেন।
কিভাবে অন্যের কল লিস্ট বের করা যায়
তো কল লিস্ট বের করার জন্য যে দুটি উপায় দেখব সে দুটি উপায়েই আপনি অন্যের কল লিস্টও বের করতে পারবেন। সে জন্য পদ্ধতি দুটো আপনাকে তার অর্থাৎ যার ফোনের কললিস্ট বের করতে চান তার ফোনে চালাতে হবে।
সকল সিমের কল লিস্ট বের করার উপায়
একসাথে সকল সিমের কললিস্ট বের করার জন্য অর্থাৎ আপনি যদি রবি সিম ব্যবহার করেন তাহলে রবি সিমের কল লিস্ট আর গ্রামীণ বা বাংলালিংক বা অন্যান্য সিম ব্যবহার করলে সেসব সিমের কল লিস্ট বের করার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে।
সকল সিমের কল লিস্ট বের করার সফটওয়্যার
তো সিমের কল লিস্ট বের করার জন্য আমরা যে অ্যাপটি ব্যবহার করব সেই অ্যাপটি হচ্ছে e2pdf। অনেকেই হয়তো অ্যাপটির নাম শুনে থাকবেন। তো সিমের কল লিস্ট বের করার জন্য নিচের লিংক থেকে অ্যাপটি ইন্সটল করে নিন।
App Name | E2PDF |
Version | 19.08.2020 |
Released on | Jan 31, 2017 |
Developer | Day Dreamer LLC |
Size | 22.43 MB |
Play strore Downloads | 5,000,000+ |
সকল সিমের কল লিস্ট বের করার নিয়ম
কিভাবে সকল সিমের কল লিস্ট বের করতে হয় তা জানার জন্য উপরের লিংক থেকে অ্যাপটি ইন্সটল করে নিচের স্টেপগুলো ফলো করুন।
স্টেপ ১. অ্যাপটি ওপেন করার পর নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনারা I have read and agree with terms of use এ টিক দিয়ে Proceed এ ক্লিক করবেন।
স্টেপ ২. এরপর নিচের দিকে Click here to continue লেখা দেখতে পারবেন এবং আপনারা সেই লেখাটিতে ক্লিক করবেন।
স্টেপ ৩. এরপরের ইন্টারফেসে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। যথাঃ SMS, GENERAL CALL LIST, CONTACTS সহ বেশ কিছু অপশন। যেগুলোর মাধ্যমে SMS এর লিস্ট বের করতে পারবেন। তো আপনারা যেহেতু কল লিস্ট বের করব তাই আপনারা GENERAL CALL LIST এ ক্লিক করবেন।
স্টেপ ৪. এরপর উপরের দিকে একটি ডেট দেখতে পারবেন। সেখানে ক্লিক করে কত তারিখ থেকে কতো তারিখের কল লিস্ট দেখতে চান তা নির্ধারণ করে নিন।
এরপরের বক্সে যেকোনো একটি নাম দিয়ে Export to pdf এ ক্লিক করুন।
স্টেপ ৫. এবার দেখুন আপনার ফোনের সকল কল লিস্ট সেখানে চলে এসেছে। আপনি কাকে কল দিয়েছেন, কার কল রিভিভ করেছেন, কার সাথে কতক্ষণ কতো তারিখে কথা বলেছেন সব দেখতে পারবেন।
অন্যের কল লিস্ট বের করার উপায়
তো গাইজ অন্যের কল লিস্ট বের করার জন্যও আপনাকে উপরের পদ্ধতি অনুযায়ী কাজ করতে হবে। অর্থাৎ উপরের পদ্ধতিটি আপনাকে, আপনি যার কল লিস্ট দেখতে চান তার ফোনে প্রয়োগ করতে হবে। কেননা নিজের ফোন থেকে অন্যের কল লিস্ট দেখার কোনো উপায় এবং অ্যাপ নেই।
আপনি হয়তোবা এ সম্পর্কে প্লেস্টোরে বা গুগল বা ইউটিউবে হাজারো ভিডিও বা আর্টিকেলে দেখবেন। কিন্তু সেগুলো একটা কাজ করবে না।
তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে সিম অনুযায়ী কল লিস্ট বের করবেন।
সিম অনুযায়ী কল লিস্ট বের করার উপায়
রবি সিমের কল লিস্ট বের করার নিয়ম
প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে রবি কল লিস্ট বের করার সফটওয়্যার হিসেবে My Robi Apps ডাউনলোড করে নিন। এরপর My Robi তে প্রবেশ করুন। যদি একাউন্ট খোলা না থাকে তাহলে আগে একাউন্ট খুলে নিন। My Robi তে প্রবেশ করে সেখানে কল হিস্টোরি নামে অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করে আপনি আপনার সিমের সকল কল লিস্ট দেখতে পারবেন ।
গ্রামীণ সিমের কল লিস্ট বের করার নিয়ম
গ্রামীণ সিমের কল লিস্ট বের করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে My Gp অ্যাপটি ইন্সটল করে নিন। এরপর My Gp তে প্রবেশ করুন। যদি একাউন্ট খোলা না থাকে তাহলে আগে একাউন্ট খুলে নিন। My GP অ্যাপে প্রবেশ করে সেখানে কল হিস্টোরি নামে অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করে আপনি আপনার সিমের সকল কল লিস্ট দেখতে পারবেন ।
বাংলালিংক সিমের কল লিস্ট বের করার নিয়ম
গুগল প্লে স্টোরে গিয়ে রবি কল লিস্ট বের করার সফটওয়্যার হিসেবে My BL অ্যাপটি ইন্সটল করে নিন। এরপর My BL অ্যাপে প্রবেশ করুন। যদি একাউন্ট খোলা না থাকে তাহলে আগে একাউন্ট খুলে নিন। My BL এ প্রবেশ করে সেখানে কল হিস্টোরি নামে অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করে আপনি আপনার সিমের সকল কল লিস্ট দেখতে পারবেন ।
ঠিক একই ভালো আপনারা অন্যান্য সিমের তাদের অফিশিয়াল অ্যাপ ব্যবহার করে Call History তে গিয়ে আপনার সকল কল লিস্ট বের করতে পারবেন।
এভাবে আপনারা উপরের পদ্ধতিগুলো ফলো করে সকল সিমের কল লিস্ট বের করতে পারবেন।
শেষ কথাঃ
তো গাইজ, উপরে সকল সিমের কল লিস্ট বের করার জন্য যে পদ্ধতি দেখিয়েছি আশা করি তা বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।