জন্ম নিবন্ধন অনলাইন চেক করার নিয়ম



জন্ম নিবন্ধন সনদ হচ্ছে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। যা একটি শিশুর প্রাথমিক স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে চাকরি পর্যন্ত কাজে লাগে। 


বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এখন আপনি চাইলেই ঘরে বসে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন এবং জন্ম নিবন্ধন তথ্য যাচাই করতে পারবেন শুধুমাত্র আপনার হাতের মোবাইল ফোনটি ব্যবহার করে। এবং খুব সহজেই জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। 


এক সময় জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আমাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা যেতে হতো। কিন্তু এখন তথ্য প্রযুক্তির উন্নতির কারণে আপনাকে আর ইউনিয়ন পরিষদ গিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে হবে না। এখন আপনি নিজেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে জন্ম নিবন্ধন অনলাইনে চেক করতে পারবেন। 


দেখুন অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করা তেমন কোনো কঠিন কাজ নয়। মাত্র ২ মিনিটের মধ্যেই আপনি আপনার মোবাইলের মাধ্যমে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করতে পারবেন। তো এবার চলুন জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম দেখে নেয়া যাক।


আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কিভাবে বের করবেন


জন্ম নিবন্ধন অনলাইন চেক করার নিয়ম 

অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই করার জন্য প্রথমে আপনাদের অনলাইন জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা বা Online BRIS ওয়েবসাইটটিতে যেতে হবে। তো আপনারা  https://everify.bdris.gov.bd/ এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। 


ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনারা নিচের মতো একটি ফর্ম অর্থাৎ জন্ম নিবন্ধন যাচাই ফরম দেখতে পারবেন। (জন্ম নিবন্ধন সনদ যাচাই)


আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২২


জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই 

তো এবার আপনার জন্ম নিবন্ধন সনদটি হাতে নিন। জন্ম নিবন্ধন সনদটিতে থাকা ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরগুলো ফর্মটির ১ম বক্সে অর্থাৎ Birth Registration Number বক্সে লিখুন। 


এরপর ফর্মটির ২য় বক্সে অর্থাৎ Date of birth বক্সে আপনার জন্ম তারিখ লিখুন (প্রথমে জন্ম তারিখের বছর তারপর মাস তারপর তারিখ দিবেন। যেমনঃ 01-12-2002)। এরপর ৩য় বক্সে ক্যাপচা পূরণ করে Search লেখায় ক্লিক করবেন। (জন্ম নিবন্ধন সনদ যাচাই) 



Search লেখায় ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধন সনদটি অনলাইন জন্ম নিবন্ধন তথ্য ব্যবস্থা বা Online BRIS এর ডাটাবেজে সংরক্ষিত অর্থাৎ অনলাইনে নিবন্ধিত আছে কিনা তা দেখতে পারবেন। যদি নিবন্ধিত থাকে আপনার জন্ম নিবন্ধন সনদটির সমস্ত তথ্য সেখানে দেখতে পারবেন। (জন্ম নিবন্ধন সনদ তথ্য যাচাই) 



এভাবেই আপনি খুব সহজে অনলাইনে আপনার জন্ম নিবন্ধন সনদ চেক করতে পারবেন।

Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown January 13, 2022 at 6:05 PM

    জন্ম নিবন্ধন 17 ডিজিটের আছে কিন্তু অনলাইনে নাই কি করা যাবে একটু বলবেন??

    • Ahmed Lipon
      Ahmed Lipon January 16, 2022 at 6:29 PM

      ভালো করে চেক করে দেখুন। যদি অনলাইন করা না থাকে তাহলে আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে কথা বলুন

Add Comment
comment url