কিভাবে ফেসবুকে ডার্ক মোড চালু করবেন। ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম
ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম
আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো গাইজ, আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ফেসবুকে, ফেসবুক ডার্ক মোড চালু করতে হয় সে বিষয়ে।
বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী'দের মধ্যে যারা সবচেয়ে বেশি ইন্টারনেটে সময় ব্যয় করে তাদের বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে । ফেসবুকে আপনি খুব সহজেই অন্যজনের সাথে কানেক্ট হতে পারবেন, কথা বলতে পারবেন গল্প করতে পারবেন এবং আড্ডা দিতে পারবেন।
অনেক ফেসবুক ইউজার আছে যারা রাতে ফেসবুকিং করতে পছন্দ করে আবার অনেক ইউজার দিনে তাদের কাজকর্ম শেষ করার পর রাতে ফেসবুক ব্যবহার করে থাকে। কিন্তু রাতে মোবাইলের ডিসপ্লের অতিরিক্ত আলোর কারণে ফেসবুক ইউজারদের চোখে সমস্যা হতে পারে আর এই কথা বিবেচনা করে ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুকের নতুন এই ফিচারটি অর্থাৎ ফেসবুক ডার্ক মোড চালু করেছে।
- কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক ডার্ক মোড চালু করতে হয়
- কিভাবে আইফোনে ফেসবুক ডার্ক মোড চালু করতে হয়
- কিভাবে কম্পিউটারে ফেসবুক ডার্ক মোড চালু করতে হয়
- কিভাবে মেসেঞ্জার অ্যাপে ডার্ক মোড চালু করতে হয়
- আইফোনে মেসেঞ্জার অ্যাপে ডার্ক মোড চালু করার নিয়ম
- কিভাবে ফেসবুক লাইটে ডার্ক মোড চালু করতে হয়
- কিভাবে গুগল ক্রোমে ফেসবুক ডার্ক মোড চালু করতে হয়
ফেসবুক ডার্ক মোড কি?
আসলে ডার্ক মোড বলতে কি বোঝায় তা আমরা প্রায় সবাই জানি। ফেসবুক ডার্ক মোড হলো ফেসবুকের এমন একটি সেটিং যার মাধ্যমে আপনার ফেসবুক অ্যাপটির ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ কালো হয়ে যাবে।
বর্তমান সময়ে ডার্ক মোড অনেক জনপ্রিয় একটি সেটিংস। ইউটিউব, টুইটার, ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন অ্যাপে এই ফিচারটি রয়েছে। আর এক্ষেত্রে ফেইসবুকও পিছিয়ে নেই।
আরো পড়ুনঃ
- কিভাবে ফেসবুক প্রোফাইল পিকচার গার্ড অন করে দেখে নিন 2022
- কিভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন। ফেসবুক পেজ ডিলিট করার নিয়ম ২০২১
ফেসবুকে ডার্ক মোড চালু করার সুবিধা
প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের ফলে পৃথিবীর অধিকাংশ মানুষের চোখে সমস্যা দেখা দিয়েছে। কমে গিয়েছে চোখের দৃষ্টিশক্তি, দেখা দিয়েছে অতিরিক্ত মাথা ব্যথা। দীর্ঘদিন ধরেই মানুষের চোখের ওপর চাপ কমাতে ডার্ক মোড নিয়ে কাজ করে আসছেন প্রযুক্তিবিদরা। বিষয়টি নিয়ে সফল হওয়ার পর অনেক অ্যাপে এটি চালু করাও হয়েছে।
ফেসবুকে ডার্ক মোড চালু করার নানাবিধ সুবিধা এবং উপকারিতা রয়েছে।
- ১. আপনি যদি ফেসবুকে বা ফেসবুক অ্যাপে ডার্ক মোড চালু করেন তাহলে আপনার ফেসবুক অ্যাপটির ডিফল্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে ব্যাকগ্রাউন্ড কালো হয়ে যাবে যা দেখতে অন্য রকম সুন্দর লাগবে।
- ২. ডার্ক মোড চালু করলে আপনার মোবাইলের ডিসপ্লের আলোর রেডিয়েশন কমে যায় যা একজন মোবাইল ব্যবহারকারির চোখের জন্য খুবই উপকারী।
- ৩. বলা হয়ে থাকে ডার্ক মোড ব্যবহারে কম ব্যাটারি খরচ হয়। ফোনের ব্যাটারি লাইফ সাশ্রয় করতে ভূমিকা রাখে এই ফেসবুক ডার্ক মোড। ডার্ক মোড চালু করলে আপনার ফোনের ব্রাইটনেস টা অনেকাংশে কমে আসে যার কারনে আপনার ব্যাটারি চার্জ কম খরচ হবে।
- ৪. ফেসবুক এর পাশাপাশি অন্যসব অ্যাপে ডার্ক মোড ব্যবহার করলে ফোনের ব্যাটারি লাইফ বৃদ্ধি পাবে। তবে সকল ডিসপ্লের ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে।
- ৫. পাবলিক প্লেসগুলোতে ডার্ক মোড ব্যবহার করলে আশেপাশে থাকা লোকজনের সমস্যা হয় না। তাই বাইরে গেলে ডার্ক মোড ব্যবহার করাও একটি ভালো কাজ।
- ৬. এছাড়াও বেশিরভাগ মানুষ ডার্ক মোডের স্ক্রিনে চোখ রাখতে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করে। সর্বোপরি ফেসবুক ডার্ক মোড আপনার জন্য চমৎকার একটি আকর্ষণ নিয়ে আসবে।
আরো পড়ুনঃ কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়
👉 তো চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কিভাবে ফেসবুক ডার্ক মোড চালু করবেন।
ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম
অ্যান্ড্রয়েডে ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম
এন্ড্রয়েড ফোনে ডার্ক মোড চালু করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন।
* ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
* নিচের স্ক্রিনশট এর মতো হ্যামবার্গার মেন্যুতে ক্লিক করুন
* এরপর Settings & Privacy তে ক্লিক করুন
*এরপর Settings এ ক্লিক করুন।
* এরপর Dark Mode অপশনটিতে ক্লিক করুন।
* এরপর On সিলেক্ট করার মাধ্যমে ডার্ক মোড চালু করুন।
আরো পড়ুনঃ কিভাবে ফেসবুকে ফলোয়ার অপশন চালু করবেন। ফেসবুকে ফলোয়ার অপশন চালু করার নিয়ম
আইফোনে ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম
আইফোনে ডার্ক মোড চালু করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন।
- * ফেসবুকে অ্যাপে প্রবেশ করে হ্যামবার্গার মেন্যুতে ট্যাপ করুন
- * নিচের দিকে স্ক্রল করে Settings & Privacy তে ট্যাপ করুন
- * Dark Mode এ ট্যাপ করে On সিলেক্ট করে ডার্ক মোড চালু করুন।
ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড করার নিয়ম
- * মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন
- * ডানদিক উপরে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন
- * Dark Mode এ ক্লিক করুন
- * On এ ক্লিক করে ডার্ক মোড চালু করুন।
আরো পড়ুনঃ ফেসবুকে লাইক হাইড করার পদ্ধতি
গুগল ক্রোম ব্রাউজারে ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম
- * প্লে স্টোর থেকে Chrome ব্রাউজার ডাউনলোড করে নিন। আগে থেকে ডাউনলোড থাকলে আপডেট করে নিন।
- * ক্রোম ব্রাউজার থেকে www.facebook.com ওয়েবসাইটে যান।
- * এবার ডানদিকে ওপর থেকে ব্রাউজারের 3 Dot আইকনে বা হ্যামবার্গার মেন্যুতে ক্লিক করুন।
- * এরপর নিচের দিকে Settings এ ক্লিক করুন।
- * এবার Theme ক্লিক করে Dark অপশনটিতে ক্লিক করে টিক দিয়ে দিন।
কম্পিউটারে ফেসবুক ডার্ক মোড চালু করার নিয়ম
- * যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করুন
- * টপ রাইট কর্নারে থাকা মেন্যু বাটনে ক্লিক করুন
- * Display & Accessibility তে ক্লিক করুন
- * Dark Mode এর নিচে থাকা On অপশন সিলেক্ট করে ডার্ক মোড চালু করুন
আরো পড়ুনঃ
- আপনি কোথায় আছেন তার লোকেশন কিভাবে অন্যজনকে দিবেন
- কিভাবে ফোনে ভয়েস লক লাগাবেন
- কিভাবে ইউটিউবে যেকোনো মুভি বাংলা সাবটাইটেলে দেখবেন
জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ):
ফেসবুক ডার্ক মোড অন করলে কি হয়?
ফেসবুক ডার্ক মোড চালু করলে ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইট এর ডিফল্ট উজ্জ্বল ইন্টারফেস এর বদলে ডার্ক ব্যাকগ্রাউন্ড চালু হয়। যা আপনার ফোনের আলো থেকে আপনার চোখকে সুরক্ষা দেয়। তাছাড়া বেশিরভাগ মানুষ ডার্ক মোডের স্ক্রিনে চোখ রাখতে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করে। এছাড়াও ডার্ক মোড কম ব্যাটারি পাওয়ার ব্যবহার করে এবং চার্জ সাশ্রয় করে।
ডার্ক মোড ব্যবহার করা কি চোখের জন্য ভালো?
যদিও ডার্ক মোডের অনেক সুবিধা রয়েছে, তবে এটি চোখের জন্য ভালো কিনা সেটা আপনার চোখের উপর নির্ভর করতে পারে। এ ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তাররা বলতে পারবেন। ডার্ক মোড ব্যবহারের সময় যদি স্ক্রিনের ব্রাইটনেস অনেক কমিয়ে রাখেন তাহলে স্ক্রিনের কনটেন্ট দেখতে চোখের ওপর অতিরিক্ত প্রেশার পড়তে পারে। তাই চোখের জন্য স্বস্তিদায়ক এমন স্ক্রিন সেটিং ব্যবহার করুন।
ফেসবুক Dark Mode খুঁজে পাচ্ছিনা, কি করবো?
একটা সময় ছিলো যখন ফেসবুক ডার্ক মোড ব্যবহার করতে বিভিন্ন ধরনের মোডেড অ্যাপ কিংবা সফটওয়্যার ব্যবহার করতেন ফেসবুক ইউজারগণ। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে ফেসবুক এর একটি ফিচার হিসেবে যুক্ত হয়েছে ডার্ক মোড। বর্তমানে প্রায় সকল ডিভাইসে ফেসবুক ডার্ক মোড ব্যবহার করা যায়। আপনার ফোনে যদি ফেসবুক ডার্ক মোড অপশন খুঁজে না পান, তাহলে নিন্মোক্ত নির্দেশনা অনুসরণ করুন।
অ্যান্ড্রয়েড বা আইফোনে ফেসবুক অ্যাপসমুহ ব্যবহার করতে এটি নিশ্চিত করুন যে অ্যাপ লেটেস্ট ভার্সনে চলছে কিনা। অ্যাপ যদি লেটেস্ট ভার্সনে আপডেটেড না থাকে, তাহলে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপ আপডেট করে নিতে হবে।
আবার ব্রাউজারে যদি ফেসবুক ডার্ক মোড এর ফিচার পাওয়া না যায়, তাহলে বুঝে নিতে হবে ব্রাউজার আপডেট করা প্রয়োজন। আপনি যদি অনেক লম্বা সময় ধরে আপনার ব্যবহৃত ব্রাউজার সফটওয়্যারটি আপডেট না করে থাকেন, সেক্ষেত্রে ফেসবুক ডার্ক মোড ফিচারটি কাজ না করতেও পারে।
ম্যাসেঞ্জারে ডার্ক মোড চালু হচ্ছে না কেন? কি করবো
যদি আপনার ফেসবুক ম্যাসেঞ্জারে ডার্ক মোড চালু না হয় তাহলে আপনার ম্যাসেঞ্জার অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করে নিন। এরপর আপনার ফ্রেন্ডলিস্টের যেকোনো একজনকে কিবোর্ড এর ইমোজি থেকে ২টি চাঁদের ইমোজি পাঠান। এরপর চেক করে দেখুন। তবুও যদি দেখতে না পান তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আমাদের শেষ কথাঃ
এই আর্টিকেলে আমরা, কিভাবে ফেসবুক ডার্ক মোড চালু করতে হয় তার সম্পুর্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা উপরের সেই পদ্ধতিটি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।