কিভাবে ফেসবুক পেজ খুলতে হয়
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো গাইজ, এই আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় বা কিভাবে ফেসবুক পেজ খোলা যায় এবং ফেসবুক পেজ খোলার নিয়ম এবং ফেসবুক পেজ পাবলিশ করার নিয়ম নিয়ে।
সাধারণত আমরা যখন আমাদের প্রোফাইলে কোনো পোস্ট করি তখন সেটি কেবল আমাদের বন্ধুরা দেখতে পায় অর্থাৎ সেটি কেবল আমাদের বন্ধুদের টাইমলাইনে প্রদর্শিত হয়। কিন্তু ফেসবুক পেজ হচ্ছে তার ব্যতিক্রম। ফেসবুক পেজ হচ্ছে ফেসবুকের এমন একটি বিজ্ঞাপন সুবিধা যার মাধ্যমে আপনি আপনার যেকোনো পোস্ট বা বিজ্ঞাপন বহুসংখ্যক ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারেন।
বর্তমানে ফেসবুক পেজের চাহিদা, ব্যবহার এবং জনপ্রিয়তা বেড়েই চলেছে। আপনার যদি কোনো অনলাইন বিজনেস কোম্পানি থাকে তাহলে আপনি খুব সহজেই ফেসবুক পেজের মাধ্যমে তার পরিচিতি বাড়াতে পারবেন। কারণ বর্তমানে ফেসবুক পেজের ব্যবহারকারি অনেক, যার ফলে মুহুর্তের মধ্যেই ফেসবুক পেজে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার অনলাইন বিজনেস সম্পর্কে সবাইকে জানাতে পারবেন।
আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে থাকেন তাহলে একটি ফেসবুক পেজ ব্যবহার করে খুব সহজেই ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। বর্তমানে ফেসবুকে অনলাইন শপিং এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। যার মাধ্যমে একটি ফেসবুক পেজ খুলে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন।
একটি ফেসবুক পেজে যেমন পোস্ট এবং বিজ্ঞাপন প্রচার করা যায় তেমনি ভিডিও আপলোড করা যায়। আর ফেসবুক পেজে ভিডিও আপলোডের মাধ্যমে ফেসবুক থেকে আপনি প্রতিমাসে খুব ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। আর বর্তমানে ফেসবুকে ভিডিও এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে।
এছাড়া বর্তমানে প্রত্যেক সেলিব্রিটিরা ফেসবুক পেজ ব্যবহার করে তাদের পোস্টগুলো সবার কাছে শেয়ার করার জন্য। সেই ক্ষেত্রে আপনিও আপনার নিজের জন্য একটি পার্সোনাল ফেসবুক পেজ খুলতে পারেন। যা ভবিষ্যতে আপনার অনেক কাজে আসতে পারে।
তো চলুন এবার কিভাবে একটি ফেসবুক পেজ খুলে তা দেখে নেয়া যাক—
কিভাবে ফেসবুক পেজ খুলে
দেখুন একটি ফেসবুক পেজ খোলা খুবই সহজ। জাস্ট কয়েকটা স্টেপ ফলো করে খুব সহজে মাত্র ২ মিনিটেই একটি ফেসবুক পেজ খুলতে পারবেন। তো চলুন তাহলে এবার কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় তার নিয়ম দেখে নেওয়া যাক।
ফেসবুক পেজ খোলার নিয়ম ২০২১
ফেসবুক পেজ খোলার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন
স্টেপ ১. প্রথমে ফেসবুক অ্যাপ বা যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং আপনার ফেসবুক একাউন্টটি লগিন করুন। এরপর নিচের স্ক্রিনশট এর মতো মেনু আইকনে ক্লিক করে মেনুতে প্রবেশ করুন।
স্টেপ ২. এরপর Pages এ ক্লিক করুন।
স্টেপ ৩. এরপর উপরের দিকে Create লেখা দেখতে পারবেন। এবং Create লেখাটিতে ক্লিক করবেন।
স্টেপ ৪. এরপর Get Started এ ক্লিক করুন।
স্টেপ ৫. এরপর একটি বক্স দেখতে পারবেন। সেই বক্সটিতে আপনার ফেসবুক পেজের নাম দিতে হবে। তো আপনি যে নাম দিয়ে ফেসবুক পেজ খুলতে চান, সেই নামটি বক্সটিতে দিয়ে Next এ ক্লিক করুন।
স্টেপ ৬. এরপর আপনাকে আপনার ফেসবুক পেজটির ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার ফেসবুক পেজটি যে সম্পর্কিত তা দিতে হবে। তার জন্য নিচে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন। সেখান থেকে আপনার পেজ সম্পর্কিত ক্যাটাগরি সিলেক্ট করবেন। এরপর Next এ ক্লিক করবেন।
স্টেপ ৭. এরপর Enter Website নামে একটি বক্স দেখতে পারবেন। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই বক্সটিতে আপনার ওয়েবসাইটের লিংক দিবেন। আর যদি না থাকে তাহলে নিচের I don't have a website এই অপশনটিতে টিক চিহ্ন দিয়ে Next এ ক্লিক করবেন।
স্টেপ ৮. এরপর আপনার পেজটির প্রোফাইল পিক এবং কভার পিক দেওয়ার অপশন দেখতে পারবেন। তো সেই অপশনগুলোতে ক্লিক করে আপনার পেজের জন্য প্রোফাইল পিক এবং কভার ফটো আপলোড করে নিবেন। এরপর Done এ ক্লিক করবেন।
স্টেপ ৯. এরপর Important Next Step নামে একটি অপশন দেখতে পারবেন। তো সেগুলোতে আপনাদের যেসব তথ্য চায় সেগুলো দিয়ে দিবেন। তবে আপনারা চাইলে সে তথ্যগুলো পরবর্তীতে যেকোনো সময়েও দিতে পারবেন।
Done. ফেসবুক পেজ তৈরি করার কাজ শেষ অর্থাৎ আপনার ফেসবুক পেজটি তৈরি করা হয়ে গিয়েছে।
এরপর আপনি একটি নোটিফিকেশন পাবেন। সেখানে লেখা থাকবে Your Facebook page is unpunished. অর্থাৎ আমরা যে ফেসবুক পেজটি খুললাম সেটি এখনো পাবলিশ করা হয় নি। যার ফলে কেউ আমাদের পেজ এবং পেজে করা পোস্ট দেখতে পারবে না। কিন্তু আমরা চাই সবাই যেন আমাদের পেজটি দেখতে পায়। তো এর জন্য আমাদের সেই ফেসবুক পেজটি পাবলিশ করতে হবে।
কিভাবে ফেসবুক পেজ পাবলিশ করে
তো ফেসবুক পেজ পাবলিশ করার জন্য, ফেসবুক পেজটি খুলার কয়েক মিনিট পর আপনারা আবার মেনুতে যাবেন।
এরপর Pages এ ক্লিক করবেন। এরপর নিচের দিকে Unpublished Pages নামে একটি অপশন দেখতে পারবেন এবং তার নিচে আপনার সেই পেজটি দেখতে পারবেন। তো সেই পেজের নামের ডানপাশে একটি 3dot আইকন দেখতে পারবেন এবং সেই আইকনটিতে ক্লিক করবেন।
এরপর Publish Page এ ক্লিক করবেন।
তাহলে আপনার পেজটি পাবলিশ হয়ে যাবে। এবং আপনার পেজটি এখন সবাই দেখতে পারবে।
এগুলো পড়তে পারেনঃ
- কিভাবে ফেসবুকে ফলোয়ার অপশন চালু করবেন। ফেসবুকে ফলোয়ার অপশন চালু করার নিয়ম
- কিভাবে ফেসবুকে রিয়াক্ট সংখ্যা হাইড করে। ফেসবুকে লাইক হাইড করার পদ্ধতি
- কিভাবে ফোনে ভয়েস লক লাগাবেন
তো এই ছিল ফেসবুক পেজ খোলার পদ্ধতি। আশা করি আপনারা সম্পুর্ণ পদ্ধতিটি বুঝতে পেরেছেন।
আমাদের শেষ কথাঃ
এই আর্টিকেলে আমরা কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় এবং কিভাবে ফেসবুক পেজ পাবলিশ করতে হয় তার সম্পুর্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা উপরের সেই পদ্ধতিটি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন।