ছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করার উপায়
ছবি দিয়ে ফেসবুক আইডি বের করা
আসসালামু আলাইকুম। কিভাবে ছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করা যায় এবং ছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করার নিয়ম নিয়েই আজকের আর্টিকেল।
অনেক সময় দেখা যায় কোনো কারণে আমাদের কোনো ব্যক্তির ফেসবুক আইডি খোঁজার দরকার হয়। কিন্তু সেই ব্যক্তির ফেসবুক আইডির নাম না জানায় আমরা তার আইডি খুঁজে পাই না।
সেক্ষেত্রে যদি তার কোনো ছবি আমাদের ফোনে থাকে তাহলে আমরা ভাবি, ইশ! যদি ছবি দিয়ে ফেসবুক আইডিটি খুঁজে পাওয়া যেত।
তখন আমাদের মনে প্রশ্ন জাগে কিভাবে ছবি দিয়ে ফেসবুক আইডি বের করা যায়, কিভাবে ছবি দিয়ে ফেসবুক প্রোফাইল বের করা যায়, কিভাবে ছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করা যায়, কিভাবে ছবি দিয়ে ফেসবুক আইডি খোজা যায়।
এছাড়াও অনেকে আছেন যারা অন্য কোনো কারণে ছবি দিয়ে ফেসবুক আইডি খুঁজে পেতে চান। এবং তারাও ভাবেন কিভাবে ছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করে, কিভাবে ছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করতে হয়, কিভাবে ছবি দিয়ে ফেসবুক আইডি বের করতে হয়, কিভাবেছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করব, কিভাবে ছবি দিয়ে ফেসবুক আইডি খুঁজব ইত্যাদি।
তো আপনি যদি ছবি দিয়ে ফেসবুক আইডি খুঁজে পেতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলটি পড়ে আপনি জানতে পারবেন ছবি দিয়ে কি ফেসবুক আইডি সার্চ করা যায়? আর যদি যায় তাহলে কিভাবে ছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করতে হয়।
তো চলুন শুরু করা যাক—
ছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করার উপায়
দেখুন ছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করার অফিশিয়াল কোনো নিয়ম বা পদ্ধতি ফেসবুক এখনো চালু করে নি। যার ফলে আমরা শতভাগ ভাবে ফেসবুকে কোনো আইডি ছবি দিয়ে সার্চ করতে পারব না বা খুঁজতে পারব না।
তাহলে কি ছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করতে পারব না?
দেখুন, ফেসবুক ছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করার অপশন চালু না করলেও কিন্তু গুগল তা চালু করেছে। গুগলের একটি ফিচার রয়েছে যার মাধ্যমে গুগলে ছবি সার্চ করা যায় এবং সেখানে আপনি যেকোনো ছবি গুগলে সার্চ করতে পারবেন।
আর আপনারা জানেন গুগলের ডাটাবেইজেও কিন্তু ফেসবুকের অসংখ্য ছবি জমা থাকে। আর এক্ষেত্রে যদি আপনার খোঁজা ছবিটি গুগলে থাকে তবেই আপনার সেই ফেসবুক আইডিটি খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি না থাকে তাহলে খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক কম।
মনে রাখবেন আপনি কিন্তু ১০০% ভাবে আইডি খুঁজে পাবেন না। যেহেতু অন্য কোনো উপায় নেই তাই এই পদ্ধতিটি আপনি একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন। কেননা নাই মামার চেয়ে কানা মামাই ভালো।
তো তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে গুগলে ছবি ফেসবুক আইডি করতে হয় —
ছবি দিয়ে ফেসবুক আইডি খোঁজার করার পদ্ধতি
এই আর্টিকেলে আমি আপনাদের ২টি পদ্ধতি দেখাব যার মাধ্যমে আপনারা সহজেই ছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করতে পারবেন।
১ম পদ্ধতিঃ অ্যাপ দিয়ে
২য় পদ্ধতিঃ ওয়েবসাইট দিয়ে
ছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করার নিয়মঃ
১ম পদ্ধতিঃ
স্টেপ ১. প্রথমেই ফোনের গুগল অ্যাপে ঢুকুন (বর্তমানে সব ফোনেই গুগল অ্যাপটি থাকে)। যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে নামিয়ে নিন।
স্টেপ ২. গুগল অ্যাপে প্রবেশ করার পর নিচের মতো দেখতে পারবেন। যেটি গুগল লেন্স অ্যাপেও থাকে। তাই চাইলে আপনি এই কাজটি গুগল লেন্স দিয়েও করতে পারবেন। এরপর আপনারা নিচের স্ক্রিনশট এর মতো আইকনটিতে ক্লিক করবেন।
স্টেপ ৩. এরপর গ্যালারি আইকনে ক্লিক করে, যেই ছবিটি সার্চ দিয়ে ফেসবুক আইডি খুঁজতে চান সেই ছবিটি সিলেক্ট করুন।
স্টেপ ৪. এরপর নিচের স্ক্রিনশট এর মতো সার্চ আইকনটিতে ক্লিক করুন। এরপর সেই ছবিটি সার্চ হবে।
স্টেপ ৫. এবার যদি সেই ছবিটি গুগলে থেকে থাকে তাহলে আপনি নিচের স্ক্রিনশট এর মতো সেই ছবিটি এবং তার ফেসবুক আইডির লিংক দেখতে পারবেন।
আরো পড়ুনঃ
- ফেসবুক পেজ জনপ্রিয় করার কার্যকরী উপায়
- কিভাবে ছবি থেকে লেখা কপি করে
- ছবির লেখা মোবাইল দিয়ে শুনুন মাত্র ১ মিনিটে
ছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করার নিয়ম
পদ্ধতি ২
স্টেপ ১. প্রথমে এই লিংকে ক্লিক করে গুগল ইমেজ এর ওয়েবসাইটে প্রবেশ করুন। অবশ্যই Desktop Mod অন করে নিবেন।
স্টেপ ২. এরপর নিচের স্ক্রিনশট এর মতো ক্যামেরা আইকনে ক্লিক করুন।
স্টেপ ৩. এরপর Upload An Image এ ক্লিক করুন।
স্টেপ ৪. এরপর Choose file এ ক্লিক করে যে ছবিটি সার্চ করতে চান সেই ছবিটি সিলেক্ট করুন।
স্টেপ ৫. এরপর কিছুক্ষণ লোডিং নিবে। এবং সেই ছবিটি যদি গুগলে থাকে তাহলে আপনি সেখানে সেই ছবিটি দেখতে পারবেন। এবং সেই ছবিটি কোথায় রয়েছ্র তাও দেখতে পারবেন। আর যদি ছবিটি ফেসবুক থেকে হয় তাহলে আপনি সেখানে তার ফেসবুক আইডির লিংক দেখতে পারবেন।
তো এই ছিল আজকের ছবি দিয়ে ফেসবুক আইডি সার্চ করার আর্টিকেল। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ
এগুলো পড়তে পারেনঃ
কিভাবে ছবির লেখা ট্রান্সলেট করে
কিভাবে ফেসবুকে রিয়াক্ট সংখ্যা হাইড করে। ফেসবুকে লাইক হাইড করার পদ্ধতি
কিভাবে ফেসবুকে ফলোয়ার অপশন চালু করবেন। ফেসবুকে ফলোয়ার অপশন চালু করার নিয়ম