মোবাইল দিয়ে একসাথে অনেকগুলো ফাইলের নাম এবং ফরম্যাট চেঞ্জ করার অ্যাপস (Rename multiple files App)

আসসালামু আলাইকুম। আশা করি যারা এই আর্টিকেলটি পড়তেছেন আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকের এই আর্টিকেলে আমি আলোচনা করব মোবাইল দিয়ে একসাথে অনেকগুলো ফাইল রিনেম এবং ফাইলের ফরম্যাট চেঞ্জ করার অ্যাপস নিয়ে যার সাথে থাকছে আরো অনেক ফিচারস। 




যখন আমরা কোনো ফাইলের নাম চেঞ্জ করি তখন সাধারণত আমরা ফাইলটিতে ক্লিক করে ফাইলটি রিনেম করে থাকি। আর এ ফাইলের সংখ্যা যদি দুইটি বা তিনটি হয় তাহলে আমরা অনায়াসেই একটি একটি করে ফাইল রিনেম করি। কিন্তু যদি সেই ফাইলের পরিমাণ ১০/২০/৩০ বা তারও বেশি হয় তাহলে আমাদের পক্ষে সেই ফাইলগুলো একটি একটি করে রিনেম করা অনেক কষ্টসাধ্য এবং বিরক্তিকর হয়ে দাঁড়ায়। তখন আমরা সাধারণত এক ক্লিকে অনেকগুলো ফাইল রিনেম করার অ্যাপস খুঁজে থাকি। (How do I rename multiple files at once on my phone?)


আবার অনেক সময় আমরা যখন কোনো ফাইলের এক্সটেনশন চেঞ্জ করি তখনও একটি একটি করে ফাইলের এক্সটেনশন চেঞ্জ করে থাকি। কিন্তু উপরের মতো যদি আমাদের ১০/২০/৩০ বা তার থেকেও বেশি ফাইলের নাম চেঞ্জ করতে হয় তাহলে আমাদের পক্ষে একটি একটা করে ফাইলের এক্সটেনশন চেঞ্জ করা দূরুহ হয়ে পরে। তখন আমরা উপরের মতো এক ক্লিকে অনেকগুলো ফাইলের এক্সটেনশন চেঞ্জ করার অ্যাপস খুঁজে থাকি। (How do I Rename multiple file extensions at once?)


তো যারা উপরের সমস্যাগুলোতে পরে এক ক্লিকে অনেকগুলো ফাইলের নাম এবং এক্সটেনশন চেঞ্জ করার অ্যাপস খুঁজতেছেন তাদের জন্যই মুলত আজকের এই আর্টিকেল। এই আর্টিকেলে আমি আপনাদের সাথে এক ক্লিকে এক সাথে অনেকগুলো ফাইলের নাম এবং ফাইলের ফরম্যাট চেঞ্জ করার সেরা ২টি অ্যাপস নিয়ে আলোচনা করব। যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই এক ক্লিকে অনেকগুলো ফাইলের নাম এবং ফাইলের ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। (Rename multiple files app)


আর এই অ্যাপসগুলো দিয়ে যে শুধুমাত্র এক ক্লিকে অনেকগুলো ফাইলের নাম এবং এক্সটেনশন চেঞ্জ করা যায় তা কিন্তু নয়। এই অ্যাপস ২ টি দিয়ে আপনি এক ক্লিকে আপনার ফাইলগুলোর সামনে এবং পেছনে আপনার নাম বসাতে পারবেন, ফাইলের শব্দ রিপ্লেস করতে পারবেন এবং সেখানে নতুন শব্দ বসাতে পারবেন, ফাইলগুলোতে এক ক্লিকে তারিখ মাস বছর বসাতে পারবেন, শব্দের পজিশন ঠিক করতে পারবেন, নির্দিষ্ট শব্দ রিমুভ করতে পারবেন এছাড়াও আরো অনেক ফিচারস রয়েছে যেগুলো আপনি নিচে ধাপে ধাপে আলোচনা করব। তাই অবশ্যই আপনাদেরকে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে। তো চলুন এবার আর্টিকেলটি শুরু যাক—


এক ক্লিকে অনেকগুলো ফাইল একসাথে রিনেম করার অ্যাপস 

তো উপরেই বলেছি এক ক্লিকে অনেকগুলো ফাইল রিনেম করার জন্য আমি দুটি অ্যাপস শেয়ার করব। যার মাধ্যমে আপনারা উপরে বর্ণনাকৃত কাজগুলো করতে পারবেন। তো চলুন এবার সেই অ্যাপসগুলো এবং তাদের কাজগুলো দেখে নেয়া যাক–


এক ক্লিকে অনেকগুলো ফাইল রিনেম করার অ্যাপস–১

প্রথমে যে অ্যাপটির কথা বলব সে অ্যাপটির নাম হচ্ছে Renamer : Bulk rename, change extension; all files । অ্যাপটির সাইজ হচ্ছে মাত্র ৪.৭ এমবি। তো আপনারা নিচের টেবিল থেকে অ্যাপটি সম্পর্কে সাধারণ তথ্যগুলো দেখে নিতে পারেন এবং নিচের লিংক থেকে ইন্সটল করে নিতে পারেন। 


App Info


App Name
Renamer : Bulk rename, change extension; all files
Version9.00
Released onSeptember 19, 2020
DeveloperAWapps
Play strore Downloads10,000+



তো চলুন এবার অ্যাপটি দিয়ে কি কি কাজ হয় অর্থাৎ অ্যাপটির ফিচারগুলো দেখে নেয়া যাকঃ


Features of Renamer : Bulk rename, change extension; all files app


1. Rename files with file number in its name (Preservr Extensions) 

এই অপশনটির মাধ্যমে একসাথে অনেকগুলো ফাইল রিনেম (Rename multiple files at once in mobile) এবং একটি ফোল্ডারের সমস্ত ফাইল রিনেম করতে পারবেন। এর জন্য এই অপশনটিতে ক্লিক করে Select Folder এ ক্লিক করে যে ফোল্ডারের ফাইল রিনেম করতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করে নিবেন। এরপর File neme বক্সে ক্লিক করে আপনি ফাইলগুলোর যে নাম দিতে চান সে নাম দিয়ে Proceed এ ক্লিক করলেই আপনার ওই ফোল্ডারটির সমস্ত ফাইল রিনেম হয়ে যাবে । তো এই পদ্ধতিটি এখানে দেখাতে গেলে এই আর্টিকেলটি অনেক বড় হয়ে যাবে। তাই আমি এই পদ্ধতিটি এর আগের একটি আর্টিকেলে আমি দেখিয়েছি। আপনারা চাইলে নিচের লিংক থেকে পদ্ধতিটি দেখে নিতে পারেন। (How do you rename multiple files at once?)



2. Change Extensions of all files in a folder

এই অপশনটির মাধ্যমে আপনি এক ক্লিকে একটি ফোল্ডারের সমস্ত ফাইলের ফরম্যাট বা এক্সটেনশন চেঞ্জ করতে পারবেন (Rename multiple files extension) । এর জন্য অপশনটিতে ক্লিক করে Select Folder এ ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করে নিবেন। এরপর New extension বক্সে নতুন এক্সটেনশন দিয়ে Proceed লেখায় ক্লিক করলে ওই ফোল্ডারটির সমস্ত ফাইলের ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে। তো এই পদ্ধতিটি এখানে দেখাতে গেলে এই আর্টিকেলটি অনেক বড় হয়ে যাবে। তাই আমি এ পদ্ধতি নিয়েও আমি পূর্বে বিস্তারিত একটি পোস্ট করেছি চাইলে নিচের লিংক থেকে দেখে নিতে পারেন। (How do I change the folder extension?)



3. Change extension of files having given extension to new extension 

এই অপশনটির মাধ্যমে আপনি একটি ফোল্ডারের নির্দিষ্ট ফরম্যাটের সমস্ত ফাইলের ফরম্যাট বা এক্সটেনশন চেঞ্জ করতে পারবেন (Change multiple files extension in mobile) । এজন্য প্রথমে এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর উপরের মতো ফোল্ডার সিলেক্ট করে নিবেন। এরপর Extension to Replace এই বক্সে আপনি যে এক্সটেনশন এর ফাইলগুলোর এক্সটেনশন চেঞ্জ করতে চান সেই এক্সটেনশনটি দিবেন। এরপর নিচের বক্সে অর্থাৎ New Extension এর বক্সে আপনি যে নতুন এক্সটেনশন বা ফরম্যাটটি দিতে চান সেই ফরম্যাটটি দিয়ে Proceed এ ক্লিক করবেন। তাহলে আপনার ওই এক্সটেনশন এর ফাইলগুলোর এক্সটেনশন চেঞ্জ হয়ে যাবে। তো এই পদ্ধতিটি এখানে দেখাতে গেলে এই আর্টিকেলটি অনেক বড় হয়ে যাবে। তাই আমি এই পদ্ধতি নিয়ে আগেই একটি পোস্ট করেছি। পদ্ধতিটি দেখার জন্য নিচের লিংক এর পোস্টটি ওপেন করে নিচের দিকের পদ্ধতিটি দেখুন। 



4. Search and Replace given word (including extensions) in the names

এই অপশনটির মাধ্যমে ফোল্ডারের সমস্ত ফাইলগুলোর নামের শব্দ রিপ্লেস বা পরিবর্তন করতে পারবেন (Find and replace file names) । ধরুনঃ ফাইলগুলোতে কোনো ব্যক্তির নাম দেওয়া আছে, তো আপনি এখন সেই নামটি চেঞ্জ করে আপনার নাম বসাতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনার জন্য এ অপশনটি রয়েছে। তো এজন্য প্রথমে অপশনটিতে ক্লিক করে যে ফোল্ডারের ফাইলের নাম রিপ্লেস করতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করে নিবেন। এরপর Word to Replace এই বক্সে আপনি যেই নামটি রিপ্লেস করতে চান সে নামটি দিন। এরপর Replace by এ বক্সে নতুন নামটি যে নামটি ওই জায়গায় বসাতে চান অর্থাৎ আপনার নামটি দিন। তারপর Proceed লেখায় ক্লিক করুন তাহলে ফাইলগুলোর নাম রিপ্লেস হয়ে যাবে। 


5. Add Prefix to the name of files

এই অপশনটির মাধ্যমে ফোল্ডারের সমস্ত ফাইলগুলোর নামের সামনে আপনার নাম বা আপনার পছন্দের নাম বসাতে পারবেন (Add prefix to multiple file names in mobile) । এজন্য এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর Select Folder এ ক্লিক করে যে ফোল্ডারের ফাইলগুলোর নামের সামনে আপনার নাম বসাতে চান সেই ফোল্ডার সিলেক্ট করবেন। এরপর Word at start এই বক্সে আপনার নাম অর্থাৎ যে নামটি ফাইলগুলোর নামের সামনে বসাতে চান সেই নামটি দিবেন। এরপর Proceed লেখায় ক্লিক করবেন। (How do you add a prefix to multiple file names?)


6. Add Suffix to the name of files

এই অপশনটির মাধ্যমে ফোল্ডারের সমস্ত ফাইলগুলোর নামের শেষে আপনার নাম বা আপনার পছন্দের নাম বসাতে পারবেন (Add suffix to multiple file names in mobile) । এজন্য এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর Select Folder এ ক্লিক করে যে ফোল্ডারের ফাইলগুলোর শেষে আপনার নাম বসাতে চান সেই ফোল্ডার সিলেক্ট করবেন। এরপর Word at end এই বক্সে আপনার নাম অর্থাৎ যে নামটি ফাইলগুলোর নামের শেষে বসাতে চান সেই নামটি দিবেন। এরপর Proceed লেখায় ক্লিক করবেন। তাহলে উক্ত ফোল্ডারের ফাইলগুলোর নামের শেষে আপনার নামটি যোগ হয়ে যাবে । (How do you add a suffix to multiple file name in mobile)



আরো পড়ুনঃ



এক ক্লিকে অনেকগুলো ফাইল রিনেম করার অ্যাপস –২

দ্বিতীয়ত অর্থাৎ এখন যে অ্যাপটি নিয়ে কথা বলব এ অ্যাপটির ফিচার উপরের অ্যাপটির তুলনায় অনেক বেশি। আর বেশি ফিচারস মানে বুঝতেই পারছেন আরো বেশি কিছু। এছাড়া এই অ্যাপটির সবচেয়ে চমৎকার যে ফিচারটি রয়েছে সেটি হলো অ্যাপটিতে আপনি আপনার কার্যপদ্ধতির ফলাফল লাইভ দেখতে পারবেন। অর্থাৎ আপনি কোনো ফাইলের নাম চেঞ্জ করলে বা এক্সটেনশন চেঞ্জ করলে বা অন্য কিছু পরিবর্তন করার পর সেভ করলে তা কেমন হবে তা আপনারা অ্যাপটির নিচের দিকে আগেই দেখতে পারবেন। তো এই অ্যাপটির নাম হচ্ছে Bulk Rename & Group । সাইজ মাত্র ৩ এমবি যা আগের অ্যাপটির তুলনায় কম এমবি। তো আপনারা নিচের লিংক থেকে অ্যাপটি ইন্সটল করে নিতে পারেন। 

App Details:

App Name Bulk Rename & Group
Version 1.56
Released onApr 28, 2020
DeveloperDire Studio
Play strore Downloads50,000+




তো চলুন এবার এই অ্যাপটির কাজ বা ফিচারস গুলো দেখে নেয়া যাক —
 

Features of Bulk Rename & Group app


1. Change Base Name

এই অপশনটির মাধ্যমে একসাথে অনেকগুলো ফাইলের নাম চেঞ্জ করতে পারবেন (How do I rename multiple files at once on Android?) । এজন্য প্রথমে যে ফাইলগুলোর নাম চেঞ্জ করতে চান সেই ফাইলগুলো মার্ক করে সিলেক্ট করে নিবেন। এরপর Change Base Name লেখাটির পাশে বাটনটিতে ক্লিক বাটনটি করে অন করে দিবেন। এরপর New Name বক্সে ফাইলগুলোর নতুন নাম দিয়ে সেভ করলেই ফাইলগুলোর নাম চেঞ্জ হয়ে যাবে। (Is there an easy way to rename multiple files at once?)


তো কিভাবে এই অ্যাপটি দিয়ে কাজ করতে হয় তা জানার জন্য আপনারা নিচের লিংক থেকে আর্টিকেলটি ওপেন করে শেষের কার্যপদ্ধতিটি দেখে নিবেন। নতুবা এই অ্যাপটি দিয়ে কাজ করতে আপনাদের অসুবিধা হতে পারে।



2. Auto Indexing 

তো আপনি উপরের অপশনটির মাধ্যমে নাম চেঞ্জ করলে নামের শেষে কোনো চিহ্ন যুক্ত হবে (যেমনঃব্রাকেট) নাকি, 1 অনুযায়ী সিরিয়াল হবে নাকি অন্য সংখ্যা অনুযায়ী সিরিয়াল হবে তা আপনি এই অপশনটির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনাদের অপশনটির ডান পাশের বাটনটিতে ক্লিক করে বাটনটি অন করে দিতে হবে। (Multiple file renamer app)


3. Capitalization 

এই অপশনটির মাধ্যমে আপনি সমস্ত ফাইলগুলোর লেখার ধরন নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ ফাইলগুলোর নাম প্রথম অক্ষর বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে নাকি ছোট হাতের অক্ষর দিয়ে, নাকি সবগুলো অক্ষর বড় হাতের অথবা ছোট হাতের হবে তা এই অপশনটির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর অবশ্যই কাজটি করার পূর্বে পাশের বাটনটি অন করে নিতে হবে। (batch rename file)


4. Change Extension 

এই অপশনটির কাজ কি তা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন। হ্যা, এই অপশনটির মাধ্যমে আপনি সমস্ত ফাইলের ফরম্যাট বা এক্সটেনশন চেঞ্জ করতে পারবেন। এর জন্য প্রথমে Change Extension লেখার পাশের বাটনটিতে ক্লিক করে বাটনটি অন করে নিবেন। এরপর New Extension বক্সে ক্লিক করে নতুন এক্সটেনশন অর্থাৎ আপনি নতুন যে এক্সটেনশন দিতে চান তা দিবেন। (How to rename multiple file extensions at once)


5. Add Prefix

এই অপশনটির মাধ্যমে সমস্ত ফাইল এর নামের সামনে আপনার নাম বা আপনার পছন্দের নাম বসাতে পারবেন। এর জন্য প্রথমে পাশের বাটনটিতে ক্লিক করে বাটনটি অন করে নিবেন। এরপর Prefix বক্সে আপনার নাম অর্থাৎ যে নামটি ফাইলগুলোর নামের সামনে বসাতে চান সেই নামটি দিবেন। (How to add prefix to multiple file names in mobile) 


6. Add Suffix

এই অপশনটির মাধ্যমে সমস্ত ফাইলের নামের শেষে আপনার নাম বা আপনার পছন্দের নাম বসাতে পারবেন। এজন্য প্রথমে পাশের বাটনটিতে ক্লিক করে বাটনটি অন করে দিবেন। এরপর Suffix লেখার বক্সে আপনার নাম অর্থাৎ যে নামটি ফাইলগুলোর নামের শেষে বসাতে চান সেই নামটি দিবেন। (How to add Suffix to multiple file names in mobile)


7. Add Date

এই অপশনটির মাধ্যমে ফাইলগুলো রিনেম করে ফাইলগুলোতে ডেট অর্থাৎ তারিখ মাস বছর বসাতে পারবেন। যেমনঃ ফাইলগুলো কত তারিখে তৈরি হয়েছে বা কতো তারিখে মডিফাইড করা হয়েছে তা বোঝানোর জন্য এই অপশনটি ব্যবহার করতে পারেন। কাজটি করার পূর্বে পাশের বাটনটি অন করে নিতে হবে।



এগুলো পড়তে পারেনঃ



8. Add Character at position 

এই অপশনটির মাধ্যমে ফাইলগুলোর নাম রিনেম করে একটি নির্দিষ্ট নাম একটি নির্দিষ্ট জায়গায় বসাতে পারবেন। ধরুনঃ আপনি আপনার নাম ১০টি ওয়ার্ড এর পর বসাতে চান। সেক্ষেত্রে এই কাজের জন্যই এই অপশনটি রয়েছে। কাজটি করার পূর্বে পাশের বাটনটি অন করে নিতে হবে। (bulk rename apk for mobile) 


9. Add Audio Metadata 

এই অপশনটির মাধ্যমে ফাইলগুলোর প্রথমে অথবা শেষে অডিও প্লেয়ার এর তথ্য যোগ করতে পারবেন। যেমনঃ কোন ফাইলটি কত নম্বর CD Track, কত নম্বর এলবাম, কতো নম্বর Composer ইত্যাদি তথ্য যোগ করতে পারবেন। এর জন্য নিচে Key অপশনে ক্লিক করবেন। তাহলে অডিও প্লেয়ার এর অপশনগুলো দেখতে পারবেন। আর অবশ্যই উপরের অন্যান্য অপশনের মতো এই অপশনটিরও পাশের বাটনটি অন করে নিবেন।


10. Trim Whitespace 

এই অপশনটির মাধ্যমে সমস্ত ফাইলের নামের মধ্যে থাকা স্পেস গুলো রিমুভ করতে পারবেন। কাজটি করার পূর্বে পাশের বাটনটি অন করে নিতে হবে। (bulk rename utility)


11. Remove Characters

এই অপশনটির মাধ্যমে আপনি ফাইলগুলোর নাম হতে আপনার পছন্দমতো নির্দিষ্ট নাম মুছতে পারবেন। ধরুনঃ আপনার সমস্ত ফাইলগুলোতে অন্যের নাম যুক্ত করা আছে এবং আপনি সেই নামটি রিমুভ করতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনি এই অপশনটি ব্যবহার করে অন্যান্য সকল নাম ঠিক রেখে শুধুমাত্র সেই নামটি বা সেই ব্যাক্তির নামটি রিমুভ করতে পারবেন। কাজটি করার পূর্বে অবশ্যই বরাবরের মতো পাশের বাটনটিতে ক্লিক করে বাটনটি অন করে দিতে হবে। এরপর Characters to be deleted এই বক্সে সেই নামটি অর্থাৎ যে নামটি রিমুভ করতে চাচ্ছেন সে নামটি দিবেন (যেমনঃ Rahim)। 


12. Remove Multiple Characters 

উপরের অপশনটির মাধ্যমে অর্থাৎ Remove Character অপশনটির মাধ্যমে আপনি শুধু একটি ওয়ার্ড রিমুভ করতে পারবেন, একাধিক ওয়ার্ড রিমুভ করতে পারবেন না। কিন্তু এই অপশনটির মাধ্যমে আপনি একাধিক ওয়ার্ড রিমুভ করতে পারবেন। এজন্য প্রথমে পাশের বাটনটিতে ক্লিক করে বাটনটি অন করে নিবেন। এরপর Example বক্সে যে শব্দগুলো রিমুভ করতে চান সেই শব্দগুলো দিবেন। এক্ষেত্রে প্রত্যেকটি ওয়ার্ডের পর কমা দিতে হবে (যেমনঃ audio,file,b,0,3 ইত্যাদি)। 


13. Remove Character By Type 

এই অপশনটির মাধ্যমে ফাইলগুলোর নামের মধ্যে থাকা নাম্বার, letter বা বর্ণ, Numeric বা সংখ্যাসূচক শব্দ এবং non numeric শব্দগুলো রিমুভ করতে পারবেন। কাজটি করতে হলে অবশ্যই পাশের বাটনটি অন করে নিতে হবে। 


14. Remove Characters at Position 

এক অপশনটির মাধ্যমে নির্দিষ্ট পজিশনের নির্দিষ্ট সংখ্যক শব্দ রিমুভ করতে পারবেন। এক্ষেত্রে আপনি পাসের বাটনটি অন করে যদি First এই অপশন সিলেক্ট করে Charecter বক্সে 8 দেন তাহলে প্রথমের 8টি সংখ্যা মুছে যাবে আর যদি Last অপশন সিলেক্ট করে 8 দেন তাহলে শেষের 8টি সংখ্যা মুছে যাবে। 


15. Replace Characters 

এই অপশনটির মাধ্যমে সমস্ত ফাইলের নামের শব্দ রিপ্লেস বা পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে প্রথমে পাশের বাটনটি অন করে নিবেন। তারপর old বক্সে যে শব্দটি রিপ্লেস করতে চান সেই শব্দটি দিবেন। এবং new বক্সে যে নতুন শব্দটি ওই জায়গায় বসাতে চান সেই শব্দটি দিবেন। (How dowindo and replace a filename in a folder?)


এছাড়া এই অ্যাপটির আরো কয়েকটি ফিচার নিম্নরূপঃ

  • Remove character match by regex
  • Replace character match by regex
  • Light And Dark mod theme
  • List view & Grid view
  • File hidden option



এগুলো দেখে নিতে পারেনঃ



তো এই ছিল আজকের একসাথে অর্থাৎ এক ক্লিকে অনেকগুলো ফাইলের নাম এবং এক্সটেনশন চেঞ্জ করার ২টি অ্যাপস এবং তাদের অন্যান্য ফিচারস সম্পর্কিত আলোচনা। আশা করি এতক্ষণ থেকে যা আলোচনা করলাম তা আপনারা বুঝতে পেরেছেন। 


আমাদের শেষ কথাঃ

এই আর্টিকেলে আমরা এক সাথে অনেকগুলো ফাইল রিনেম করার, অনেকগুলো ফাইলের এক্সটেনশন চেঞ্জ করার, ফাইলের নাম রিপ্লেস করার, ফাইলের নামের সামনে এবং পেছনে নতুন নাম যোগ করাসহ আরো অনেক ফিচার সম্পন্ন ২টি অ্যাপ নিয়ে আলোচনা করেছি। এবং সেই সাথে ফিচারগুলোর কাজ বর্ণনা করেছি। আশা করি আজকের এই আর্টিকেলটি পরবর্তীতে আপনাদের অনেকগুলো ফাইল রিনেম করার ক্ষেত্রে সাহায্য করবে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url