কেউ আপনার ফোন টাচ করলেই এলার্ম বেজে উঠবে
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো গাইজ, এই আর্টিকেলে আমরা এমন একটি অ্যাপ নিয়ে আলোচনা করব যে অ্যাপটি আপনার ফোনে ইন্সটল থাকলে, কেউ যদি আপনার ফোন স্পর্শ করে তাহলে সাথে সাথে আপনার ফোনের এলার্ম বেজে উঠবে।
এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার ফোনকে অন্যের টিপাটিপি থেকে দূরে রাখতে পারবেন। অর্থাৎ ফোন লক থাকা অবস্থায় কেউ যখন আপনার ফোনটি স্পর্শ করবে তখন তার স্পর্শ করার সাথে সাথেই অ্যাপটি এলার্মের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে কেউ আপনার ফোন স্পর্শ করছে। আর যতক্ষণ পর্যন্ত ফোনটি আনলক করা না হবে ততক্ষণ পর্যন্ত এলার্ম বাজতেই থাকবে। অর্থাৎ সেই ব্যক্তিটি চাইলেও তখন এলার্ম বন্ধ করতে পারবে না।
এই অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করে রাখলে আপনি আপনার মোবাইলটিকে চুরি হওয়া থেকে বাচাতে পারবেন। অর্থাৎ চোর আপনার ফোনটিকে স্পর্শ করার সাথে সাথে এলার্ম বাজবে যার মাধ্যমে আপনি টের পেয়ে যাবেন এবং চোরকে হাতে নাতে ধরতে পারবেন।
আবার আপনার ফোনটি আপনার পকেটে থাকা অবস্থায় যদি পকেটমার আপনার ফোনটি চুরি করতে ধরে তাহলে পকেট সেন্স মোডের মাধ্যমে এই অ্যাপটি আপনাকে জানিয়ে দিবে যে কেউ আপনার ফোনটি চুরি করতে চাচ্ছে।
আপনার ফোনটি যখন আপনি চার্জ দিয়ে বাইরে যান, তখন যদি কেউ আপনার ফোনটি চার্জ থেকে খুলে রাখে তাহলেও এই অ্যাপটি এলার্মের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনার ফোনটি চার্জ থেকে খোলা হয়েছে। আবার যখন আপনার ফোনের চার্জ ফুল হবে তখনও অ্যাপটি এলার্মের মাধ্যমে আপনাকে সেটা জানিয়ে দিবে। আর এসব কাজ করার জন্য প্রথমে আমাদের এই অ্যাপটির ব্যবহার সম্পর্কে জানতে হবে।
দেখুন এই অ্যাপটি খুবই সিম্পল একটি অ্যাপ এবং এর ব্যবহার অর্থাৎ সেটিংসও খুবই সিম্পল। যা সহজে সেটআপ করা যায়।
তো চলুন এবার দুর্দান্ত এই অ্যাপটি সম্পর্কে এবং কিভাবে অ্যাপটি ব্যবহার করতে হয় তা সম্পর্কে জেনে নেওয়া যাক—
কেউ ফোন স্পর্শ করলে ফোনের এলার্ম বেজে উঠবে এমন অ্যাপ
তো অ্যাপটির নাম হচ্ছে Pocket Sence. অ্যাপটি প্লে স্টোর থেকে বিনামূল্যে ইন্সটল করা যাবে। আর অ্যাপটির সাইজ মাত্র ৮ এমবি এবং আপনি এই অ্যাপটি অফলাইনেও ব্যবহার করতে পারবেন। তো আপনারা নিচের লিংক থেকে অ্যাপটি ইন্সটল করে নিন।
App Info
App Name | Pocket Sense |
Version | 1.0.25 |
Released on | April 7, 2017 |
Developer | Mirage Stacks |
Play strore Downloads | 500,000+ |
এবার কিভাবে অ্যাপটি ব্যবহার করবেন তা জানার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন
স্টেপ ১. উপরের লিংক থেকে অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন। পারমিশন চাইলে Allow দিবেন।
স্টেপ ২. এবার কেউ আপনার ফোনটি টাচ করলেই যেন এলার্ম বেজে ওঠে তা চালু করার জন্য নিচের স্ক্রিনশট এর মতো Pocket Sense Mod এই অপশনটি অন করে দিন।
Charge Sense Mod: এই অপশনটি অন করলে, আপনার ফোনটি যখন চার্জ থেকে খোলা হবে তখন এলার্ম বেজে উঠবে।
Motion Sense Mod: এই অপশনটি চালু করলে, আপনার ফোনটি যখন কোনো নির্দিষ্ট স্থান থেকে সরানো হবে তখন এলার্ম বেজে উঠবে।
Bettery Full Sense Mod: এই অপশনটি চালু করলে, আপনার ফোন চার্জ দেওয়ার পর চার্জ ফুল হলে এলার্ম বেজে উঠবে।
স্টেপ ৩. এরপর নিচের স্ক্রিনশট এর মতো Settings লেখায় ক্লিক করবেন।
স্টেপ ৪. এরপর Settings এ Turn On After Unlock অপশনটি অন করে দিবেন। এরপর Alerm Ton এ ক্লিক করে আপনার পছন্দের একটি টন সিলেক্ট করে নিবেন। এরপর Sensitivity তে ক্লিক করে High করে দিবেন। আর যদি চান এলার্ম বাজার সাথে সাথে ফোনটি ভাইব্রেশনও হবে তাহলে অপশনটি অন করে দিবেন। বাকি সব ঠিক রাখবেন, কোনো কিছু চেঞ্জ করবেন না।
All Done. এখন, টাচ এলার্ম বেজে ওঠে কিনা তা চেক করার জন্য ফোনটি লক করে, নিজেই একবার ফোনটি টাচ করে দেখুন। দেখবেন ফোনটিতে টাচ করার সাথে সাথেই এলার্ম বেজে উঠবে।
এগুলো পড়তে পারেনঃ
- কিভাবে ফেসবুকে ফলোয়ার অপশন চালু করবেন। ফেসবুকে ফলোয়ার অপশন চালু করার নিয়ম
- কিভাবে ইউটিউবে তামিল, হিন্দি, ইংলিশ যেকোনো মুভি বাংলা সাবটাইটেলে দেখবেন
- এন্ড্রয়েড ফোনের সেরা নোটপ্যাড অ্যাপস
তো গাইজ, এই ছিল আজকের ট্রিক। আশা করি ট্রিকটি আপনাদের ভালো লেগেছে। এবং সেইসাথে আরো আশা করি এই ট্রিকটি আপনাদের কাজে লাগবে। আর হ্যা, যদি এই ট্রিকটির কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন।