কিভাবে ফেসবুকে ফলোয়ার অপশন চালু করবেন। ফেসবুকে ফলোয়ার অপশন চালু করার নিয়ম

আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো গাইজ, এই আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে ফেসবুকে ফলোয়ার চালু করে বা কিভাবে ফেসবুক আইডিতে ফলোয়ার অপশন চালু করতে হয় বা কিভাবে ফেসবুকে ফলোয়ার বাটন চালু করে তার পদ্ধতি নিয়ে।



আপনারা ফেসবুকে অনেক ব্যক্তিকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাতে গিয়ে দেখে থাকবেন কিছু কিছু ব্যক্তিকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠানো যাচ্ছে না। এবং তাদের আইডিতে Add Friend অপশনের জায়গায় Follow অপশন উঠে আছে।


আর এটা দেখে হয়তো তখন আপনিও আপনার ফেসবুক আইডিতে ফলোয়ার অপশন চালু করতে চান। কিন্তু কিভাবে ফেসবুকে ফলোয়ার অপশন চালু করে তা না জানায় তখন আপনার মনে প্রশ্ন জাগে কিভাবে ফেসবুকে ফলোয়ার অপশন  চালু করে? কিভাবে ফেসবুকে ফলোয়ার বাটন চালু করে? কিভাবে ফেসবুকে ফলোয়ার চালু করবো? কিভাবে ফেসবুকে ফলোয়ার অপশন চালু করবো? এই রকম নানান সব প্রশ্ন। তো যদি আপনার মনে এই প্রশ্নগুলো উঠে থাকে এবং আপনি যদি ফেসবুকে ফলোয়ার অপশন চালু করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলে আমি সম্পুর্ণভাবে দেখিয়ে দিব কিভাবে ফেসবুকে ফলো/ফলোয়ার অপশন অন করতে হয়। 


ফেসবুকে যখন আপনি Follow অপশন চালু করবেন তখন সাধারণত অন্য ব্যক্তিরা আপনাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাতে পারবে না অর্থাৎ আপনার বন্ধু হতে পারবে না কিন্তু আপনাকে ফলো করতে পারবে। 


ফেসবুকে কেউ যখন আমাদের ফ্রেন্ড হয় অর্থাৎ কেউ যখন আমাদের ফ্রেন্ড লিস্টে থাকে তখন সাধারণত আমরা সেই ব্যক্তির ছবি, স্টাটাস, ভিডিও দেখতে পাই। এবং সেই ব্যক্তিটিও আমাদের আপলোড করা ছবি, ভিডিও, স্টাটাস দেখতে পায়। কিন্তু ফ্রেন্ডলিস্টের বাইরে যখন আপনাকে কেউ Follow করবে তখন আপনি সেই ব্যক্তির সদ্য আপলোড করা স্টাটাস বা ছবি আপনার নিউজ ফিডে দেখতে পারবেন না কিন্তু সেই ব্যক্তিটি যিনি আপনাকে ফলো করেছেন তিনি আপনার সদ্য আপলোড করা পোস্ট এবং ছবিগুলো দেখতে পারবেন। 


সম্পর্কিত:


যার কারণে বর্তমানে বেশিরভাগ সেলিব্রিটিরা তাদের ফেসবুক একাউন্টে Follow অপশন অন করে রাখে। এবং তাদের ফলোয়ার বৃদ্ধি করে। তো শুধু সেলিব্রিটিরা না এখন আপনিও ফেসবুকে Follow অপশন অন করে রাখতে পারবেন এবং আপনার ফলোয়ার বাড়াতে পারবেন। দেখুন ফেসবুকে ফলোয়ার অপশন চালু করা তেমন কঠিন কোনো কাজ নয়। জাস্ট কয়টা স্টেপ অনুযায়ী কাজ করলেই আপনি ফেসবুকে ফলোয়ার অপশন অন করতে পারবেন। তো চলুন এবার কিভাবে ফেসবুকে ফলোয়ার অপশন অন করে তার স্টেপগুলো বা তার পদ্ধতি দেখে নেয়া যাক—


ফেসবুকে ফলোয়ার অপশন চালু করার পদ্ধতি 

প্রথমেই একটা কথা বলে নেই, ফেসবুকে ফলোয়ার অপশন চালু করার জন্য অবশ্যই ফেসবুকে আপনার বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে। ১৮ বছর এর কম হলে হবে না। তো এবার ফেসবুকে ফলোয়ার বাটন চালু করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন। 


স্টেপ ১. যেকোনো একটি ব্রাউজার দিয়ে ফেসবুক একাউন্টে প্রবেশ করুন। এরপর ডান পাশের তিন লাইনের আইকনটিতে বা মেনু আইকনটিতে ক্লিক করুন। 



স্টেপ ২. এরপর নিচের দিকে যাবেন এবং Settings & Privacy অপশনে ক্লিক করবেন। এরপর নিচের Settings অপশনে ক্লিক করবেন। 



স্টেপ ৩. এরপর Followers And Public Content অপশনে ক্লিক করবেন। 



স্টেপ ৪. এরপর আপনি Followers And Public Content এ অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো আপনি সেই সবগুলো অপশনই Public করে দিবেন। অর্থাৎ Who can follow me, Who can see your followers on your timeline, Public Post Comments, Public Post Notifications, Public Profile Info এই অপশনগুলো Public করে দিবেন। এরপর ব্যাক হয়ে আসবেন। 


স্টেপ ৫.  এরপর How people find and contact you এই অপশনটিতে ক্লিক করবেন। 



স্টেপ ৬. এরপর Who can send you friend request এ ক্লিক করবেন। 


স্টেপ ৭. এরপর Friends of friends এ ক্লিক করুন। 



Done. এখন আপনার ফেসবুক একাউন্টটিতে Add Friend এর জায়গায় Follow অপশন চালু হয়ে গিয়েছে। এর মানে এই নয় যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাতে পারবে না। যেসব ব্যক্তির সাথে আপনার কোনো মিউচুয়াল ফ্রেন্ড নেই শুধুমাত্র তারাই আপনাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাতে পারবে না এবং তারাই Follow অপশনটি দেখতে পারবে। আর যাদের সাথে মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে তারা আপনাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন।


এগুলো পড়তে পারেনঃ


তো এই ছিল আজকের ফেসবুক ফলো অপশন চালু করার পদ্ধতি। আশা করি আপনারা সম্পুর্ণ পদ্ধতিটি বুঝতে পেরেছেন। 


আমাদের শেষ কথাঃ

এই আর্টিকেলে আমরা, কিভাবে ফেসবুকে ফলোয়ার অপশন চালু করতে হয় তার পদ্ধতি স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট সহকারে দেখিয়েছি। আশা করি আপনারা উপরের সেই পদ্ধতিটি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন। 

Next Post Previous Post
3 Comments
  • Maruf Islam
    Maruf Islam November 13, 2021 at 4:56 PM

    Bah...

    • Ahmed Lipon
      Ahmed Lipon November 13, 2021 at 9:30 PM

      Thanks..

  • Unknown
    Unknown March 29, 2022 at 11:33 PM

    ধন্যবাদ

Add Comment
comment url