কিভাবে ফোনে ভয়েস লক লাগাবেন

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো গাইজ, এই আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে ফোনে ভয়েস লক লাগাতে হয় তার পদ্ধতি নিয়ে। 



বর্তমানে সবাই ফোনে প্যাটার্ন, পিন এবং পাসওয়ার্ড লক  ব্যবহার করে, যেটি কমন হয়েছে। তো আপনি যদি আপনার ফোনের জন্য আনকমন টাইপের লক খুঁজে থাকেন তাহলে আপনি আপনার ফোনে ভয়েস লক ব্যবহার করতে পারেন। ভয়েস লক ব্যবহার করে আপনি আপনার ফোনটিকে অন্যদের ফোনের লক থেকে আনকমন এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন। 


যখন আপনার ফোনে ভয়েস লক লাগাবেন, তখন আপনি ছাড়া কেউ সেই লকটি আনলক করতে পারবে না। আপনি মুখে বললেই ফোন আনলক হয়ে যাবে। আপনি যে নামটি দিয়ে লকটি সেট করবেন কেবল সে নামটি বললেই লকটি খুলে যাবে। যেমন ধরুন, আপনি যদি হ্যালো বাংলাদেশ এই ভয়েস দিয়ে লকটি সেট করেন তাহলে কেবলমাত্র হ্যালো বাংলাদেশ বললেই ফোন আনলক হবে। 


তো চলুন এবার দেখে নেয়া যাক, কিভাবে আপনারা আপনাদের ফোনে এই লকটি সেট করবেন অর্থাৎ কিভাবে ফোনে ভয়েস লক সেট করবেন। 



ফোনে ভয়েস লক লাগানোর অ্যাপ

ফোনে ভয়েস লক লাগানোর জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপ এর। আর সেই অ্যাপটির নাম হচ্ছে Voice Lock Screen. অ্যাপটির সাইজ হচ্ছে মাত্র  7.8 এমবি। তো আপনারা নিচের লিংক থেকে অ্যাপটি আপনাদের ফোনে ইন্সটল করে নিন। 


App Info:

App Name Voice Lock Screen
Version 1.0.19
Released onJuly 11, 2015
Size7.76 Mb
Play strore Download 1,000,000+




আরো পড়ুনঃ 



এবার ফোনে ভয়েস লক সেট করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন—


স্টেপ ১. তো অ্যাপটি ইন্সটল হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন। অ্যাপটি ওপেন করলে নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং সেখানে ৩টি অপশন দেখতে পারবেন। তো ফোনে ভয়েস লক সেট করার জন্য আপনারা প্রথম অপশনটিতে অর্থাৎ Set Voice Password এ ক্লিক করবেন। (বিঃদ্রঃ ফোনে ভয়েস লক সেট করার আগে আপনাদের ফোনে প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট যেকোনো লক থাকলে তা অফ বা রিমুভ করে দিন)। 




এরপর সেখানে ভয়েস দেওয়া জন্য একটি ভয়েস আইকন দেখতে পারবেন। সেই আইকনটিতে ক্লিক করে আপনি যেই ভয়েস দিয়ে লক লাগাতে চান সেই ভয়েসটি দিবেন (যেমনঃ হ্যালো বাংলাদেশ)। ভয়েসটি কনফার্ম করার জন্য তার নিচে Confirm Voice Password এ ক্লিক করে আবার সেই ভয়েসটি দিবেন। এরপর Done এ ক্লিক করবেন।  



স্টেপ ২. এরপর নিচের স্ক্রিনশট এর মতো দ্বিতীয় অপশন অর্থাৎ Set Alternate Pin এ ক্লিক করবেন। তারপর সেখানে একটি পাসওয়ার্ড দিয়ে Done এ ক্লিক করে সেভ করবেন। যদি আপনি কোনো সময় ভয়েস লকটি খুলতে না পারেন তাহলে এই পাসওয়ার্ডটি দিয়ে আপনি লকটি খুলতে পারবেন। 




স্টেপ ৩. এরপর নিচের স্ক্রিনশট এর মতো ৩য় অপশনটিতে অর্থাৎ Enable Screen Overlay এ ক্লিক করবেব। এরপর একটি বাটন দেখতে পারবেন। তো সেই বাটনটি অন করে দিবেন। 




স্টেপ ৪. এরপর সবশেষে নিচের স্ক্রিনশট এর মতো Get Started লেখায় ক্লিক করবেন। তারপর কেটে দিবেন । 




Done. আপনার ফোনে ভয়েস লক সেট করা সম্পন্ন হয়েছে। এখন আপনার ফোনটির স্ক্রিন অফ করে খুলে দেখুন ভয়েস লক শো করতেছে। এখন কেউ যদি সেখানে উল্টাপাল্টা ভয়েস দেয় তাহলে লক খুলবে না। শুধুমাত্র আপনি যে ভয়েসটি দিয়েছেন সেই ভয়েসটি দিলেই লক খুলবে। মনে রাখবেন, ❝ভয়েস লক খোলার সময় অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। ❞



এগুলো পড়তে পারেনঃ



তো এই ছিল ফোনে ভয়েস লক লাগানোর ট্রিক এবং তার পদ্ধতি। আশা করি আপনারা উপরের পদ্ধতিটি বুঝতে পেরেছেন । 


আমাদের শেষ কথাঃ

এই আর্টিকেলে আমরা, কিভাবে ফোনে ভয়েস লক লাগাতে হয় তার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা উক্ত পদ্ধতিটি বুঝতে পেরেছেন। আর হ্যা, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url