কিভাবে হাই কোয়ালিটিতে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইজ, এই আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে 4k কোয়ালিটিতে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অর্থাৎ কিভাবে ছবির কোয়ালিটি ঠিক রেখে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। 




গাইজ, আমরা যখন অনলাইন থেকে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন দেখা যায় সেই ছবির কোয়ালিটি ঠিক থাকে না। দেখা যায় ছবির রেজুলেশন কমে যায় এবং ছবিটি হালকা ঘোলাটে হয়ে যায়। ফলে আমরা ছবির কোয়ালিটি ঠিক রেখে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না বা ছবির ব্যাকগ্রাউন্ড 4k কোয়ালিটিতে রিমুভ করতে পারি না। 


তো গাইজ চিন্তার কোনো কারণ নেই, আজকের পর থেকে আপনারা আপনাদের যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড 4k কোয়ালিটিতে রিমুভ করতে পারবেন। আপনাদের ছবির কোয়ালিটি ঠিক যেরকম হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে একদম সেই কোয়ালিটিতে। এই আর্টিকেলে আমি এমন একটি পদ্ধতি দেখিয়ে দিব যার মাধ্যমে আপনারা ছবির কোয়ালিটি বা রেজুলেশন ঠিক রেখে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। 

তো চলুন বেশি কথা না বলে আর্টিকেলটি শুরু করা যাক— 


ছবির কোয়ালিটি ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এপস

ছবির কোয়ালিটি ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপ এর। আর সেই অ্যাপটির নাম হচ্ছে Photo Room. তো আপনারা নিচের লিংক থেকে অ্যাপটি ইন্সটল করে নিন। 


App Info:

App Name Photo Room
Size13M
Released onDec 16, 2020
DeveloperArtizans of Photo Video Background Editor App
Play strore Downloads10,000,000+


ইন্সটল করুন 



ছবির কোয়ালিটি ঠিক রেখে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পদ্ধতি 

তো ছবির রেজুলেশন ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য উপরের লিংক থেকে অ্যাপটি ইন্সটল করে নিচের স্টেপগুলো ফলো করুন। 


স্টেপ ১. অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করুন। যদি কোথাও পারমিশন চায় তাহলে Allow দিবেন। অ্যাপটি ওপেন করার পর নিচের দিকে Lets Get Started লেখা দেখতে পারবেন। তো সেই Lets Get Started লেখাটিতে ক্লিক করবেন। 


স্টেপ ২. এরপর উপরে What's your name লেখা দেখতে পারবেন এবং তার নিচে একটি বক্স দেখতে পারবেন। তো সেই বক্সটিতে আপনার নাম দিবেন। এরপর তার নিচে Next লেখায় ক্লিক করবেন। 


স্টেপ ৩. এরপর What you do নামে একটা অপশন দেখতে পারবেন এবং তার নিচে Skip লেখা দেখতে পারবেন। আপনারা সেই Skip লেখাটিতে ক্লিক করে স্কিপ করে দিবেন। 


স্টেপ ৪. এরপরের পেজে উপরের দিকে Pick your first selfie photo লেখা দেখতে পারবেন। এবং তার নিচে select photo এবং Skip নামে দুটি অপশন দেখতে পারবেন। তো আপনারা Skip অপশনে ক্লিক করবেন। 


স্টেপ ৫. এরপর নিচের স্ক্রিনশট এর মতো নতুন একটি ইন্টারফেস দেখতে পারবেন। এবং নিচের স্ক্রিনশট এর মতো Start from photo লেখাটিতে ক্লিক করবেন। যদি কোনো পারমিশন চায় তাহলে Allow দিবেন। এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হবে। তো গ্যালারি ওপেন হবার পর সেখান থেকে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সে ছবিটিতে ক্লিক করবেন। 




স্টেপ ৬. এরপর সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে কোয়ালিটিএবং রেজুলেশন  ঠিক রেখেই। ব্যাকগ্রাউন্ড রিমুভ হবার পর সেখানে ৩টি ছবি দেখতে পারবেন। তো আপনারা সেখানকার মাঝখানের ছবিটিতে ক্লিক করবেন। 




স্টেপ ৭. দেখবেন ছবিটির ব্যাকগ্রাউন্ড একদম 4k কোয়ালিটিতে রিমুভ হয়েছে। তো এবার ছবিটি ডাউনলোড করার জন্য নিচের স্ক্রিনশট এর মতো আইকনটিতে ক্লিক করবেন। 




স্টেপ ৮. এরপর Save to Gallery তে ক্লিক করুন। 




Done. এখন গ্যালারিতে গিয়ে দেখুন ছবিটি একদম 4k কোয়ালিটিতে ডাউনলোড হয়ে গিয়েছে। এবং ছবিটির কোয়ালিটি এবং রেজুলেশন একদম ঠিক রয়েছে। কোনো প্রকার রেজুলেশন বা কোয়ালিটির পরিবর্তন ঘটেনি। 


তো এই ছিল ছবির কোয়ালিটি ঠিক রেখে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পদ্ধতি। আশা করি আপনারা সম্পুর্ণ পদ্ধতিটি বুঝতে পেরেছেন। 



এগুলো পড়তে পারেনঃ



আমাদের শেষ কথাঃ

এই আর্টিকেলে আমরা কিভাবে ছবির কোয়ালিটি ঠিক রেখে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় অর্থাৎ 4k কোয়ালিটিতে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তা নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা উপরের সেই সম্পুর্ণ পদ্ধতিটি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url