কিভাবে ফেসবুকে রিয়াক্ট সংখ্যা হাইড করে। ফেসবুকে লাইক হাইড করার পদ্ধতি

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন। তো গাইজ, আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব কিভাবে ফেসবুকে লাইক সংখ্যা হাইড করে বা কিভাবে ফেসবুকে রিয়াক্ট সংখ্যা হাইড করে সে বিষয়ে। 



বর্তমানে আপনারা ফেসবুকে অনেক পোস্টেই দেখে থাকবেন যে সেই পোস্টগুলিতে লাইক বা রিয়াক্ট সংখ্যা দেখা যাচ্ছে না। আর এটা দেখে হয়তো আপনার মনে প্রশ্ন জেগেছে– এই পোস্টটির রিয়াক্ট সংখ্যা দেখা যাচ্ছে না কেন? ফেসবুকের পোস্টে কি লাইক হাইড করা যায়? ফেসবুকের পোস্টে কি রিয়াক্ট বন্ধ করা যায়?। 


তারপর আপনার মনে হয়তো আরো প্রশ্ন জেগেছে, যদি ফেসবুক পোস্টে লাইক হাইড করা যায় তাহলে  কিভাবে ফেসবুকের পোস্টে লাইক হাইড করে? কিভাবে ফেসবুকের পোস্টে লাইক হাইড করা যায়? কিভাবে ফেসবুক পোস্টে লাইক বা রিয়াক্ট বন্ধ করা যায়? কিভাবে ফেসবুক পোস্টে রিয়াক্ট সংখ্যা লুকানো যায়? এই রকম নানান সব প্রশ্ন। যার উত্তর গুগলে খুঁজতে এসে আপনি এই আর্টিকেলে চলে এসেছেন। 


তো আপনারা যদি আমার কাছে উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর জানতে চান, তাহলে আমি উত্তরে বলবঃ হ্যা, ফেসবুকে রিয়াক্ট সংখ্যা হাইড করা যায়। আর কিভাবে ফেসবুকে রিয়াক্ট সংখ্যা হাইড করে তা জানার জন্য এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। 



বর্তমানে সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে ফেসবুকের জনপ্রিয়তা শীর্ষে। আর এখন ফেসবুক ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। শিক্ষাক্ষেত্রে কিংবা বিনোদন ক্ষেত্রে কিংবা যোগাযোগ ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে সব ক্ষেত্রেই ফেসবুক এখন বহুল ব্যবহারযোগ্য এবং জনপ্রিয় একটি মাধ্যম। যার বিভিন্ন কারণগুলোর মধ্যে অন্যতম হলো এর গুরুত্বপূর্ণ কিছু সেবা। 


এখন, ফেসবুকে আমরা  বিভিন্ন ক্লাস এবং লাইভ কোর্স করতে পারছি, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন খবরাখবর জানতে পারছি, বিনোদন উপভোগ করতে পারছি, ডিজিটাল মার্কেটিং করতে পারছি, বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারছি, ফেসবুকে নিজের অনুভূতি শেয়ার করতে পারছি, দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তিকে এবং তাদের অনুভূতি সম্পর্কে জানতে পারছি এবং সেগুলোতে নিজের অনুভূতি রিয়াক্ট বা কমেন্টের মাধ্যমে জানাতে পারছি ইত্যাদি। আর এসব সেবা ফেসবুক আমাদেরকে সম্পুর্ণ বিনামূল্যেই দিয়ে আসছে। 


ফেসবুক সবসময়ই তাদের ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন নতুন ফিচারস এবং সেবা নিয়ে আসতেছে। আর সম্প্রতি তারা ফেসবুকের পোস্টে রিয়াক্টের ক্ষেত্রে একটি নতুন ফিচার নিয়ে এসেছে। আপনারা জানেন আমরা যখন কোনো পোস্টে রিয়াক্ট করি বা আমাদের পোস্টে কেউ লাইক বা রিয়াক্ট দেয় তখন মোট কয়জন ব্যক্তি আমাদের পোস্টে লাইক দিয়েছে তার সংখ্যা আমরাও দেখতে পাই এবং অন্যরাও দেখতে পায়। 


আর লাইক বা রিয়াক্ট এর ক্ষেত্রে ফেসবুক বর্তমানে যে ফিচারটি এনেছে সেটি হচ্ছে, এখন থেকে আপনি আপনার পোস্টগুলোতে, মোট কতজন ব্যক্তি লাইক বা রিয়াক্ট দিয়েছে তা অন্যজনের কাছে হাইড করতে পারবেন। অর্থাৎ এই ফিচারটি চালু করলে, আপনার কোনো ফেসবুক পোস্টে মোট কতটি রিয়াক্ট পরেছে তা আপনি ছাড়া অন্যরা দেখতে পারবে না। যেটি সত্যি চমৎকার এবং দরকারি একটি ফিচার আনাদের জন্য। বিশেষ করে যারা তাদের পোস্টে কম রিয়াক্ট পায়!! 


তো বেশি কথা না বলে এবার চলুন, কিভাবে এই ফিচারটি চালু করতে হয় অর্থাৎ কিভাবে ফেসবুক পোস্টে লাইক বা রিয়াক্ট হাইড করতে হয় তার পদ্ধতি দেখে নেয়া যাক। 


আরো পড়ুনঃ



ফেসবুক পোস্টে লাইক সংখ্যা হাইড করার নিয়ম পদ্ধতি 

ফেসবুক পোস্টে লাইক সংখ্যা হাইড করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন—


স্টেপ ১. প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করুন। ফেসবুক অ্যাপটিতে আপনার ফেসবুক একাউন্ট লগিন করা না থাকলে লগিন করে নিন। (বিঃদ্রঃ ফেসবুক অ্যাপ হতে হবে, ফেসবুক লাইট হলে হবে না)। এরপর নিচের স্ক্রিনশট এর মতো হোমপেজে তিন লাইনের একটি আইকন দেখতে পাবেন, যা মেনু আইকন নামে পরিচিত। তো আপনারা সেই আইকনটিতে ক্লিক করবেন। 




স্টেপ ২. এরপর একটু নিচে গিয়ে Settings & Privacy এ ক্লিক করবেন। তারপর নিচের Settings অপশনে ক্লিক করবেন। 



স্টেপ ৩. এরপর Preference লেখার নিচে  Reaction Preference অপশনে ক্লিক করবেন৷



স্টেপ ৪. এরপর আপনার ফেসবুক পোস্টে লাইক বা রিয়াক্ট সংখ্যা হাইড করার জন্য নিচের স্ক্রিনশট এর মতো On your post অপশনটির ডান পাশের বাটনটিতে অর্থাৎ ২য় অপশনটির ডান পাশের বাটনটিতে ক্লিক করে বাটনটি অন করে দিবেন। তাহলে আর কেউ আপনার পোস্টের রিয়াক্ট সংখ্যা দেখতে পারবে না। 


 



স্টেপ ৫. ফেসবুকে লাইক সংখ্যা হাইড করার ফিচারটি চালু হয়ে গেলে অর্থাৎ উপরের স্ক্রিনশট এর বাটনটি অন হয়ে গেলে নিচের মতো একটি লেখা দেখতে পারবেন। যার মানে হচ্ছে আপনার কাজটি সম্পন্ন হয়েছে। 





উপরোক্ত পদ্ধতিতে কাজ করলে, এখন থেকে আর কেউ আপনার পোস্টে মোট লাইক বা রিয়াক্ট সংখ্যা দেখতে পারবে না। এমনকি আপনি এই ফিচারটি চালু করার আগে যে পোস্টগুলো করেছিলেন সেগুলোর রিয়াক্ট সংখ্যাও দেখতে পারবে না। 


এগুলো পড়তে পারেনঃ



তো এই ছিল ফেসবুকের লাইক সংখ্যা হাইড করার ফিচার এবং ফিচারটি চালু করার পদ্ধতি। আশা করি আপনারা পদ্ধতিটি বুঝতে পেরেছেন। 



আমাদের শেষ কথাঃ

এই আর্টিকেলে আমরা কিভাবে ফেসবুক পোস্টের রিয়াক্ট সংখ্যা অন্যের কাছে হাইড করে তার পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা উপরের সেই পদ্ধতিটি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। 



Next Post Previous Post
2 Comments
  • Unknown
    Unknown November 1, 2021 at 10:28 PM

    আমার এ্যাপটি আপডেট করেছি তারপরও ঐ অপশনটা আসে না, দয়া করে বলবেন এই এ্যাপটির ভার্সন কত

    • Ahmed Lipon
      Ahmed Lipon November 6, 2021 at 2:08 PM

      এটা ফেসবুকের বর্তমান ভার্সন এই আছে। আপনি কি দিয়ে ঢুকছেন? যদি ক্রোম বা লাইট দিয়ে ঢুকেন তাহলে ওই অপশনটা পাবেন না। অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাপ দিয়ে ঢুকতে হবে।

Add Comment
comment url