এইচএসসি শিক্ষার্থীদের আইসিটি বই পড়ার এবং পরীক্ষা দেওয়ার অ্যাপস
আসসালামু আলাইকুম। আশা করি যারা এই আর্টিকেলটি পড়তেছেন আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো আমাদের আজকের এই আর্টিকেলের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি শিক্ষার্থীদের আইসিটি বই পড়ার এবং পরীক্ষা দেওয়ার অফলাইন অ্যাপস।
ICT এর পূর্ণ রূপ Information and Communication Technology. যার বাংলা অর্থ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সাধারণত ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ অবস্থা পাওয়া যায় তাকে তথ্য বলা হয়ে থাকে। আর যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকরণ এবং একে ব্যবহার করা যায় তাকে তথ্য প্রযুক্তি বলা হয়। অপরদিকে এই তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালনের জন্য ব্যবহৃত প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বলা হয় ।
তো এইচএসসি ব্যাচের সকল শিক্ষার্থীদের জন্য আইসিটি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আর আইসিটি সাবজেক্টে পারদর্শী হওয়ার পাশাপাশি আমাদের আইসিটি সাবজেক্টে বেশি বেশি অনুশীলন করা প্রয়োজন। কেননা ভালো ফলাফলের জন্য এবং পড়াকে মনে রাখার জন্য অনুশীনের কোনো বিকল্প নেই। পাঠ্যবইয়ের পাশাপাশি বাড়তি অনুশীলন আপনাকে আপনার পড়ালেখার ক্ষেত্রে এবং অন্যান্য শিক্ষার্থীদের থেকে এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে।
আর আপনারা জানেন এইচএসসি তে ভালো ফলাফলের জন্য আমাদের আইসিটি বই সাধারণত বিভিন্ন রাইটার এর কিনতে হয়। আর সামর্থ্য না থাকায় আমরা একটির বেশি রাইটার এর বই কিনতে পারি না। তো আপনি একাধিক রাইটার এর বই কিনতে না পারলেও কিন্তু এই আর্টিকেলে শেয়ার করা অ্যাপগুলোর মাধ্যমে আপনার হাতের এন্ড্রয়েড ফোনটি দিয়ে একাধিক রাইটার এর বই পড়তে পারবেন।
তো আজকের আর্টিকেলে আমি এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের মোবাইলে আইসিটি বই পড়ার জন্য এবং আইসিটি সাবজেক্টে অনুশীলনের জন্য এমন কয়েকটি আইসিটি বই সংক্রান্ত অ্যাপস নিয়ে কথা বলব যার মাধ্যমে আপনারা এইচএসসি আইসিটি বই (Text Book) পড়তে পারবেন এবং MCQ পরীক্ষা দিতে পারবেন তাও আবার সম্পুর্ণ অফলাইনে।
তো চলুন শুরু করা যাক—
এইচএসসি শিক্ষার্থীদের আইসিটি বই পড়ার অফলাইন অ্যাপস
তো প্রথমে আমি এইচএসসি শিক্ষার্থীদের টেক্সবুক (Text Book) অ্যাপস নিয়ে কথা বলব যার মাধ্যমে আপনারা মোবাইল দিয়ে পাঠ্যবইয়ের মতো আইসিটি বই পড়তে পারবেন। সাধারণত আমরা যদি বাইরে কোথায় যাই এবং সেখানে গিয়ে যদি আমাদের আইসিটি বই পড়ার প্রয়োজন হয় কিংবা আইসিটি বই পড়তে মন চায়, তখন আমাদের কাছে ঐ জায়গায় আইসিটি বই না থাকায় আমরা তা পড়তে পারি না।
কিন্তু আমাদের ফোনে যদি একটি আইসিটি বইয়ের অ্যাপস থাকতো তাহলে আমরা শুধু সেই জায়গায় নয় পৃথিবীর যেকোনো প্রান্তে আইসিটি বই পড়তে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় বেশিরভাগ আইসিটি বইয়ের অ্যাপস অনলাইন ভার্সন হওয়ায় আমরা সেগুলো ডাটা কানেকশন ছাড়া পড়তে পারি না। তো চিন্তার কোনো কারণ নেই, কেননা আজ আমি আপনাদের সাথে যে আইসিটি বইয়ের অ্যাপসগুলো শেয়ার করব এগুলো সম্পুর্ন অনলাইন ভার্সন। আর অফলাইন ভার্সন হওয়ায় এগুলো আপনারা যেকোনো সময় কোনো প্রকার নেট কানেকশন ছাড়াই পড়তে পারবেন।
তো চলুন তাহলে এবার অ্যাপসগুলো দেখে নেয়া যাক–
১. HSC ICT Text Book Offline (অক্ষরপত্র)
নাম শুনেই আশা করি কিছুটা আন্দাজ করতে পারছেন। হ্যা এটি হচ্ছে অক্ষরপত্র প্রকাশনী এর আইসিটি বই। যেটি আমরা বাজার থেকে কিনে পড়ে থাকি। তো অক্ষরপত্র এর আইসিটি বইটি টেক্সট বইয়ের পাশাপাশি মোবাইল ভার্সনের জন্যেও অ্যাপ আকারে উন্মুক্ত রয়েছে।
এই আইসিটি অ্যাপটি অক্ষরপত্র এর আইসিটি বইয়ের সাথে সম্পুর্ণ মিল রেখেই তৈরি করা হয়েছে। অ্যাপটিতে আপনারা আইসিটি বইয়ের সবগুলো অধ্যায়ই পাবেন এবং অ্যাপটিতে প্রত্যেকটি অধ্যায়ের পেজে টেক্সটবুক এর মতো অংকন করা রঙিন চিত্র সংযুক্ত করা হয়েছে সম্পুর্ন বইয়ের মতো করে এবং বইয়ের সাথে মিল রেখে, যেটি আসলে সত্যিই বিস্ময়কর। তো অ্যাপটি ইন্সটল করতে চাইলে নিচের লিংক থেকে ইন্সটল করে নিন।
২. HSC ICT
দ্বিতীয়ত যে আইসিটি বইয়ের অ্যাপ নিয়ে কথা বলব, এই অ্যাপটিও মুলত উপরের অ্যাপের মতো। এই বইটি মুলত বইয়ের মতো করেই তৈরি করা হয়েছে যাতে অ্যাপটি পড়ার সময়, শিক্ষার্থীরা বই পড়ার সময় যে অনুভূতি পায় সেই অনুভূতিটাই যেন এই অ্যাপে পড়ার সময় অনুভব করে। অ্যাপটিতে সবগুলো অধ্যায় ভাগ ভাগ করে দেওয়া হয়েছে এবং সম্পুর্ন বইয়ের মতো করে আলোচনা করা হয়েছে।
আর এই অ্যাপটিতেও উপরের অ্যাপের মতো রঙিন চিত্র সংযুক্ত করা হয়েছে যাতে শিক্ষার্থী সহজে পাঠ বুঝতে পারে। তো অ্যাপটি ইন্সটল করতে চাইলে নিচের লিংক থেকে ইন্সটল করে নিন।
৩. ICT Boss
এই বইটিও মুলত টেক্সটবুক এর মতো করে তৈরি করা হয়েছে। আবদুল কাদের আবু রচিত ICT BOSS এই অ্যাপটিতে আপনি গুরুত্বপূর্ণ অতিরিক্ত বৈশিষ্ট্য সহ প্রত্যেকটি অধ্যায়ের আলোচনা পাবেন যার মাধ্যমে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিজেকে সেরাভাবে প্রস্তুত করতে পারেন। প্রতিটি অধ্যায়ে সুন্দরভাবে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য, সেরা এমসিকিউ এবং সমস্ত ভার্সিটির বিগত বছরের প্রশ্ন এবং বিসিএসের আগের বছরের প্রশ্নের আঙ্গিকে। আর এই অ্যাপটিতেও পাঠ্যবইয়ের মতো চিত্র সংযুক্ত করা হয়েছে।
অ্যাপটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হলো টিউটোরিয়াল, ফেসবুক লাইভ ভিডিও, অফলাইন এবং অনলাইন পরীক্ষা। তবে এই অ্যাপটির বাড়তি যে ফিচারগুলো রয়েছে যেগুলো হচ্ছে অ্যাপটিতে আপনি বই পড়ার পাশাপাশি MCQ টেস্ট দিতে পারবেন। এছাড়া অ্যাপটিতে বিভিন্ন বোর্ড প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেওয়া আছে যেগুলো আপনারা প্রত্যেকটি অধ্যায়ের শেষ অংশে দেখতে পারবেন। টিউটোরিয়াল অপশনে, আপনি আইসিটি বস বইয়ের লেখক আব্দুল কাদের আবু এর আইসিটি পাঠ্য বইয়ের সকল গুরুত্বপূর্ণ বিষয়ের টিউটোরিয়াল পাবেন এবং আপনি অফলাইন এবং অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করে আপনার প্রস্তুতি বিচার করতে পারবেন। তো অ্যাপটি ইন্সটল করতে চাইলে নিচের লিংক থেকে ইন্সটল করে নিন।
৪. ICT Book HSC 2021 Offline
এই বইটিও মূলত পাঠ্যবইয়ের মতো করে সাজানো হয়েছে এবং অন্যান্য অ্যাপসের মতো এই অ্যাপটিতেও রঙিন চিত্র সংযুক্ত করা হয়েছে। অ্যাপটিতে প্রত্যেকটি অধ্যায় আলাদা ভাবে বিভক্ত করা হয়েছে এবং প্রত্যেকটি অধ্যায়ের পাঠ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তো অ্যাপটি সম্পর্কে বেশি কিছু বলতে চাই না, আপনারা অ্যাপটি ডাউনলোড করলেই সব বুঝতে পারবেন।
তো অ্যাপটি ইন্সটল করতে চাইলে নিচের লিংক থেকে ইন্সটল করে নিন।
এইচএসসি শিক্ষার্থীদের অফলাইনে আইসিটি পরীক্ষা দেওয়ার অ্যাপস
এখন আলোচনা করব এইচএসসি শিক্ষার্থীদের অফলাইনে MCQ Test দেওয়ার অ্যাপ নিয়ে। যেহেতু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এবং পড়াকে মনে রাখার জন্য অর্থাৎ মস্তিষ্কে ধারণের জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই। তাই আমাদের সবার উচিত কোনো অধ্যায় শেষ করার পর সেই অধ্যায়ের উপর MCQ Test দেওয়া। আর পাঠ্যবইয়ের পাশাপাশি মোবাইল ফোনের জন্যও অনেক অ্যাপ রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আইসিটি সাবজেক্টের উপর MCQ পরীক্ষা দিতে পারি।
তো চলুন এবার তাহলে অফলাইনে এইচএসসি MCQ Exam Test দেওয়ার বেস্ট কয়েকটি অ্যাপ সম্পর্কে জেনে নেওয়া যাক—
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ HSC ICT
একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের Basic MCQ শেখার একটি সহায়ক অ্যাপ এটি । এই অ্যাপ এর মাধ্যমে আপনি একাদশ ও দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের বহুনির্বাচনী প্রশ্ন খুব সহজে অনুশীলন করতে পারবেন।
এই অ্যাপটিতে আপনারা এইচএসসি আইসিটি বইয়ের সকল অধ্যায়ের উপর এক সাথে অথবা প্রতিটি অধ্যায়ের উপর আলাদা আলাদা ভাবে পরীক্ষা দিতে পারবেন। প্রতিটি অধ্যায়ের MCQ টেস্টে আপনি ৩০ টি MCQ পাবেন এবং তার জন্য ১৫ মিনিট সময় পাবেন। অর্থাৎ ১৫ মিনিটের মধ্যে আপনাকে সেই MCQ গুলোর উত্তর দিতে হবে।
এছাড়া অ্যাপটিতে রয়েছে Model Test পরীক্ষা দেওয়ার সিস্টেম। যার মাধ্যমে আপনারা প্রত্যেকটি অধ্যায়ের উপর MCQ মডেল টেস্ট দিতে পারবেন। এছাড়া রয়েছে Exam সিস্টেম যার মাধ্যমে আপনারা পুরো বইয়ের উপর MCQ পরীক্ষা দিতে পারবেন।
অ্যাপটির যে আরেকটি ফিচার আছে সেটি হলো অ্যাপটিতে আপনারা Study করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটি অধ্যায়ের উপর আপনারা ১৫০+ MCQ পাবেন। যেগুলো পরে আপনারা সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ গুলো এবং তাদের উত্তর জেনে নিতে পারবেন। আর এই অ্যাপটি মুলত লেখক মাহবুবর রহমান এর লেখা আইসিটি বইয়ের আঙ্গিকে তৈরি করা হয়েছে।
তো অ্যাপটি ইন্সটল করতে চাইলে নিচের লিংক থেকে ইন্সটল করে নিন।
২. HSC ICT MCQ Question Answer
অ্যাপ্লিকেশনটি HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সবগুলো অধ্যায়ের বহুনির্বাচনী বা Objective প্রশ্ন নিয়ে তৈরি করা হয়েছে । অধ্যায় ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন ও সঠিক উত্তর এবং প্রত্যেকটি অধ্যায়ের থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে এই অ্যাপটিতে ।
অ্যাপটিতে MCQ প্রশ্নের পাশাপাশি জ্ঞানমূলক এবং অনুধাবন মূলক অর্থাৎ ক ও খ সৃজনশীল প্রশ্ন রয়েছে যেগুলো প্রাকটিস এবং পড়ার মাধ্যমে আপনি প্রত্যেকটি অধ্যায়ের উপর আপনার সৃজনশীল জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।
এছাড়া এ অ্যাপটির আকর্ষণীয় যে ফিচারটি রয়েছে তা হলো উত্তর প্রদান করার সিস্টেম। ধরুনঃ আপনি কোনো একটি MCQ পড়লেন, এরপর আপনার কাছে যে অপশনটি সঠিক মনে হবে সেটিতে ক্লিক করবেন। এরপর আপনার প্রদান করা উত্তরটি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে তা জানার জন্য ❝উত্তর জানতে ক্লিক করুন❞ এই লেখায় ক্লিক করলে আপনি সেই MCQ টির উত্তর জানতে পারবেন।
তো অ্যাপটি ইন্সটল করতে চাইলে নিচের লিংক থেকে ইন্সটল করে নিন।
৩. HSC ICT Book 2021 - Quiz App
এইচএসসি ব্যাচের সকল শিক্ষার্থীর জন্য “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বইটি নিয়ে এই এ্যাপটি করা তৈরি করা হয়েছে। HSC ICT Book 2021 এই এ্যাপটি সাজানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বিষয়ের সবগুলো অধ্যায়গুলোর ভিত্তিতে। অ্যাপটিতে শিক্ষার্থীদের “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বিষয়ের জ্ঞান সমপ্রসারিত করার লক্ষ্যে বিভিন্ন অধ্যায় ভিত্তিক কুইজ পর্ব সাজানো হয়েছে যা একজন শিক্ষার্থীকে “তথ্য ও প্রযুক্তি” বিষয়ে বিস্তর ধারণা পেতে সাহায্য করবে।
অন্যান্য অ্যাপসের মতো এই অ্যাপটিতেও শিক্ষার্থীরা MCQ Test পরীক্ষা দিতে পারবে। HSC ICT Book এ্যাপটিতে প্রতিটি অধ্যায় আলাদা আলাদা ভাবে সাজানো হয়েছে বিভিন্ন লেভেল ভিত্তিক প্রশ্নোত্তর পর্বে, যার মাধ্যমে শিক্ষার্থীরা নির্দিষ্ট অধ্যায়ের উপর পরীক্ষা দিতে পারবে। এছাড়া শিক্ষার্থীরা MCQ এর ভুল উত্তর প্রদান করলে তার সঠিক উত্তর সেখান থেকে শিখে নিতে পারবে এবং পরবর্তীতে ভুল করা উত্তরগুলো পুনরায় শিখে নেওয়ার জন্য তাকে আবার প্রশ্ন করা হবে।
তো অ্যাপটি ইন্সটল করতে চাইলে নিচের লিংক থেকে ইন্সটল করে নিন।
৪. ICT MCQ (HSC) ExamTest
এই অ্যাপটি মুলত উচ্চ মাধ্যমিক আইসিটি বিষয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের দক্ষতা এবং জ্ঞান যাচাই করার জন্য ডিজাইন করা হয়েছে। এই অ্যাপটি ব্যবহার করে, একজন শিক্ষার্থী সহজেই তাদের আইসিটি বিষয়গুলির জ্ঞান পরীক্ষা করতে পারে এবং আইসিটি বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপর MCQ এক্সাম টেস্ট দিতে পারবে।
এ অ্যাপটিতে যখন MCQ পরীক্ষা দিবেন তখন আপনারা একটি অধ্যায়ের অনেকগুলো প্রশ্ন দেখতে পারবেন। তো আপনাদের কাছে MCQ প্রশ্নগুলোর যে অপশনটি সঠিক মনে হবে সেটি সিলেক্ট করবেন, এভাবে সবগুলো MCQ প্রশ্নের উত্তরগুলো সিলেক্ট করবেন। এভাবে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া শেষ হলে, কতটি উত্তর সঠিক হয়েছে আর কতটি ভুল হয়েছে তা একেবারে শেষে দেখতে পারবেন।
তো অ্যাপটি ইন্সটল করতে চাইলে নিচের লিংক থেকে ইন্সটল করে নিন।
এগুলো পড়তে পারেনঃ
- গুগল লেন্স কি? গুগল লেন্স দিয়ে কি হয়
- কিভাবে Lecture Publications ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করতে হয় এবং ফ্রিতে MCQ এক্সাম টেস্ট দিতে হয়
- যেভাবে ফ্রিতে MCQ Exam Test দিবেন (সকল শ্রেণির জন্য) অনলাইনে পরীক্ষা দেওয়ার ওয়েবসাইট
তো এই ছিল আজকের— এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের জন্য অফলাইনে আইসিটি (ICT) বই পড়ার এবং অফলাইনে MCQ পরীক্ষা দেওয়ার অ্যাপস নিয়ে আলোচনা। আশা করি এই আর্টিকেলটি পড়ার পর আপনারা খুব সহজে আপনার হাতের মোবাইলটি দিয়েই আইসিটি বই পড়তে পারবেন এবং সেইসাথে আইসিটি বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপর MCQ পরীক্ষা দিতে পারবেন।