কিভাবে ছবির লেখা ট্রান্সলেট করা যায়
কিভাবে ছবির লেখা ট্রান্সলেট করতে হয় ।
আসসালামু আলাইকুম। আশা করি যারা এই আর্টিকেলটি পড়তেছেন আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আজকের আর্টিকেলের বিষয় হচ্ছে কিভাবে ছবির লেখা গুগল ট্রান্সলেট করা যায় (How to translate photos text)
বর্তমানে আমরা সবাই গুগল ট্রান্সলেট ব্যবহার করে থাকি। গুগল ট্রান্সলেট ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন শব্দ বা বাক্য বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা কিংবা অন্যান্য ভাষায় ট্রান্সলেট করে থাকি। যেমনঃ কোনো বাংলা শব্দের ইংরেজি অর্থ জানার জন্য অথবা কোনো ইংরেজি শব্দের বাংলা অর্থ জানার জন্য। (translate image to text online)
কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন পিডিএফ ফাইলের ইমেজ বা ফোনের ইমেজ এর মাধ্যমে বিভিন্ন জিনিস পড়ে থাকি। আর অনেক সময় দেখা যায় যে সেই ইমেজ গুলো পড়ার সময় আমাদের সেই ইমেজ গুলোর বাংলা অথবা ইংরেজি অর্থ জানার প্রয়োজন পড়ে। কিন্তু সাধারণ ভাবে আমরা জানি গুগল ট্রান্সলেট কেবলমাত্র কিবোর্ডে লেখা টাইপিং এর মাধ্যমে করা যায়। যার ফলে আমাদের সেই ইমেজের লেখাগুলো ট্রান্সলেট করার জন্য ছবি বা ইমেজ দেখে দেখে লেখা টাইপিং করতে হয়। যেটি আসলে অনেকটা বিরক্তিকর এবং সময়সাপেক্ষ । (Is there a way to translate pictures?)
তাই এই ঝামেলা থেকে মুক্তির জন্য আজ আমি দেখাব কিভাবে ফোনের ছবির লেখা ট্রান্সলেট করতে হয়। অর্থাৎ আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে কোনো প্রকার কিবোর্ড টাইপিং ছাড়াই ছবির লেখা গুগল ট্রান্সলেট করা যায়। অর্থাৎ লেখা ট্রান্সলেট করার জন্য আপনাদের কোনো টাইপিং করতে হবে না, জাস্ট ইমেজ সিলেক্ট করবেন আর সেই ইমেজের লেখাগুলো অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে । আর এই কাজটি করার জন্য আমাদের অবশ্যই ছবির লেখা ট্রান্সলেট করার নিয়ম সম্পর্কে জানতে হবে। তো, তাহলে চলুন শুরু করা যাক ।
আরো পড়ুনঃ
- কিভাবে ছবি বা ফটো গুগলে সার্চ করে
- কিভাবে ছবির লেখা পড়ে শোনা যায়? ছবি বা ফটোর লেখা মোবাইল দিয়ে পড়ে শুনুন মাত্র ১ মিনিটে
- কিভাবে ছবি থেকে লেখা কপি করে । ছবি থেকে লেখা কপি করুন মাত্র ১ মিনিটে
ছবির লেখা ট্রান্সলেট করার উপায়
ছবি বা ফটোর লেখা গুগল ট্রান্সলেট করার জন্য মূলত সহজ উপায়টি হচ্ছে গুগল লেন্স অ্যাপের মাধ্যমে লেখা ট্রান্সলেট করা । আর এই আর্টিকেলে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা গুগল লেন্স অ্যাপের মাধ্যমে ছবি বা ফটোর লেখা ট্রান্সলেট করবেন । (What app can translate pictures?)
ছবির লেখা ট্রান্সলেট করার অ্যাপস
যেকোনো ছবি বা ফটোর লেখা ট্রান্সলেট করার অ্যাপটির নাম হচ্ছে গুগল লেন্স (Google Lens)। তো আপনারা গুগল প্লে স্টোর থেকে Google Lens অ্যাপটি অথবা নিচের লিংকটি থেকে অ্যাপটি ইন্সটল করে নিন । (photo translator app)
ছবির লেখা ট্রান্সলেট করার পদ্ধতি নিয়ম
বিঃদ্রঃ কাজটি করার সময় অবশ্যই ফোনের ইন্টারনেট কানেকশন বা ডাটা কানেকশন অন রাখতে হবে