কিভাবে গুগলে ছবি সার্চ করে। গুগল ইমেজ সার্চ মোবাইল
How to search pictures or photos on Google
আসসালামু আলাইকুম। আশা করি যারা এই আর্টিকেলটি পড়তেছেন আপনারা সকলেই ভালো আছেন। তো আমাদের আজকের আর্টিকেলের আলোচ্যে বিষয় হচ্ছে কিভাবে গুগলে ছবি সার্চ করা যায়।
আমরা সবাই গুগল সার্চ ইঞ্জিন সম্পর্কে অবগত। এবং প্রতিদিন কোনো না কোনো দরকারে অথবা কোনো বিষয়ে তথ্য জানার জন্য আমরা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে তথ্য অনুসন্ধান করে থাকি। আর সার্চ করার সময় আমরা কি-ওয়ার্ড গুলো সাধারণত কিবোর্ড টাইপিং এর মাধ্যমে করে থাকি।
প্রাসঙ্গিকভাবে কিছু কিছু তথ্য সাধারণত ছবি বা ফটো আকারে ফটোর ভেতরে লেখা থাকে যেমনঃ পিডিএফ ফাইলের মতো। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কাছে কোনো বিষয় সম্পর্কিত কিছু তথ্যের ছবি বা ফটো থাকে আর বাকি গুলো থাকে না। তখন আমরা ছবি বা ফটোর মাধ্যমে অর্থাৎ আমাদের কাছে যেই ছবিগুলো আছে, সেই ছবিগুলোর যেকোনো একটি গুগলে সার্চ করে বাকি ছবিগুলো খুঁজে নেই।
কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোক আছে, যারা কিভাবে ছবি বা ফটো গুগলে সার্চ করতে হয় এটা সম্পর্কে জানি না । ফলে আমরা সেই ছবিগুলো গুগলে সার্চও করতে পারি না আর বাকি ছবিগুলোও খুঁজে পাই না। (search by image)
অনেকেই অনেক সময় প্রশ্ন করেন কিভাবে ছবি দিয়ে নাম বের করা যায়? কিভাবে ছবি দিয়ে ঠিকানা বের যায়? তো আপনি যদি এই প্রশ্নের উত্তর খুঁজে থাকেন, তাহলে এই আর্টিকেলের মাধ্যমে আপনি কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন । ধরুনঃ আপনি কোনো ব্যাক্তির ছবি গুগলে সার্চ করলেন আর সেই ছবিটি যদি গুগলের ডাটাবেজে থাকে তাহলে কিন্তু আপনি সেই ব্যাক্তির নাম ও ঠিকানা পেয়ে যাবেন ।
আরও পড়ুনঃ
- ছবি বা ফটোর লেখা মোবাইল দিয়ে পড়ে শুনুন মাত্র ১ মিনিটে
- কিভাবে ছবি থেকে লেখা কপি করে । ছবি থেকে লেখা কপি করুন মাত্র ১ মিনিটে
আবার আরো অনেকেই প্রশ্ন করেন কিভাবে ছবি দিয়ে ফেসবুক আইডি বের করা যায়? বা কিভাবে ছবি দিয়ে ফেসবুক প্রোফাইল বের করা যায়? এই প্রশ্নের উত্তরও কিন্তু আপনি এই আর্টিকেলের মাধ্যমে পেয়ে যাবেন । ধরুনঃ আপনি যেই ব্যাক্তির ফেসবুক আইডি দেখতে চান, সেই ব্যাক্তির ছবিটি সার্চ করলেন । আর ছবিটি সার্চ করার পর সেই ছবিটি দিয়ে যদি কারো ফেসবুক প্রোফাইল খোলা থাকে তাহলে কিন্তু আপনি সেই ফেসবুক আইডিটি খুঁজে পেয়ে যাবেন ।
আর তার জন্য আপনাকে অবশ্যই কিভাবে গুগলে ছবি সার্চ করতে হয় এ সম্পর্কে জানতে হবে । (google image search android)
কিভাবে গুগলে ছবি সার্চ করা যায়
তো যারা গুগলে ইমেজ সার্চ করতে পারেন না বা কিভাবে গুগলে ইমেজ সার্চ করতে হয় তা জানেন না তাদের জন্য আজকের এই আর্টিকেলটি হচ্ছে উক্ত সমস্যা সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল । কেননা এই আর্টিকেলে আমি দেখাব কিভাবে ছবি বা ফটো গুগলে সার্চ করতে হয় ।
গুগলে ইমেজ সার্চ করার উপায়
ফোনের ছবি বা ইমেজ গুগলে সার্চ করার মূলত ২টি পদ্ধতি বা উপায় রয়েছে। একটি হচ্ছে গুগলের গুগল লেন্স (Google Lens) অ্যাপের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে গুগলের ইমেজ সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের মাধ্যমে। আর এই আর্টিকেলে আমি এই দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং দেখিয়ে দিব কিভাবে গুগলে ছবি সার্চ করতে হয় ।
আরও পড়ুনঃ
মোবাইল দিয়ে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবুজ করা যায়
গুগলে ছবি সার্চ করার এপস
উপরেই বলেছি গুগলে ছবি সার্চ করার দুটি উপায়ের একটি হচ্ছে গুগল লেন্স অ্যাপের মাধ্যমে । তো আপনারা গুগল প্লে স্টোর থেকে Google Lens অ্যাপটি অথবা নিচে দেওয়া লিংকটি থেকে অ্যাপটি ইন্সটল করে নিন ।
গুগলে ছবি সার্চ করার নিয়ম
বিঃদ্রঃ কাজটি করার সময় অবশ্যই ফোনের ইন্টারনেট কানেকশন বা ডাটা কানেকশন অন রাখতে হবে