কিভাবে গুগলে ছবি সার্চ করে। গুগল ইমেজ সার্চ মোবাইল

 How to search pictures or photos on Google


আসসালামু আলাইকুম। আশা করি যারা এই আর্টিকেলটি পড়তেছেন আপনারা সকলেই ভালো আছেন। তো আমাদের আজকের আর্টিকেলের আলোচ্যে বিষয় হচ্ছে কিভাবে গুগলে ছবি সার্চ করা যায়। 



আমরা সবাই গুগল সার্চ ইঞ্জিন সম্পর্কে অবগত। এবং প্রতিদিন কোনো না কোনো দরকারে অথবা কোনো বিষয়ে তথ্য জানার জন্য আমরা গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে তথ্য অনুসন্ধান করে থাকি। আর সার্চ করার সময় আমরা কি-ওয়ার্ড গুলো সাধারণত কিবোর্ড টাইপিং এর মাধ্যমে করে থাকি।  


প্রাসঙ্গিকভাবে কিছু কিছু তথ্য সাধারণত ছবি বা ফটো আকারে ফটোর ভেতরে লেখা থাকে যেমনঃ পিডিএফ ফাইলের মতো। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কাছে কোনো বিষয় সম্পর্কিত কিছু তথ্যের ছবি বা ফটো থাকে আর বাকি গুলো থাকে না। তখন আমরা ছবি বা ফটোর মাধ্যমে অর্থাৎ আমাদের কাছে যেই ছবিগুলো আছে, সেই ছবিগুলোর যেকোনো একটি গুগলে সার্চ করে বাকি ছবিগুলো খুঁজে নেই।


কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোক আছে, যারা কিভাবে ছবি বা ফটো গুগলে সার্চ করতে হয় এটা সম্পর্কে জানি না । ফলে আমরা সেই ছবিগুলো গুগলে সার্চও করতে পারি না আর বাকি ছবিগুলোও খুঁজে পাই না। (search by image)


অনেকেই অনেক সময় প্রশ্ন করেন কিভাবে ছবি দিয়ে নাম বের করা যায়? কিভাবে ছবি দিয়ে ঠিকানা বের যায়? তো আপনি যদি এই প্রশ্নের উত্তর খুঁজে থাকেন, তাহলে এই আর্টিকেলের মাধ্যমে আপনি কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন । ধরুনঃ আপনি কোনো ব্যাক্তির ছবি গুগলে সার্চ করলেন আর সেই ছবিটি যদি গুগলের ডাটাবেজে থাকে তাহলে কিন্তু আপনি সেই ব্যাক্তির নাম ও ঠিকানা পেয়ে যাবেন । 


আরও পড়ুনঃ 


আবার আরো অনেকেই প্রশ্ন করেন কিভাবে ছবি দিয়ে ফেসবুক আইডি বের করা যায়? বা কিভাবে ছবি দিয়ে ফেসবুক প্রোফাইল বের করা যায়? এই প্রশ্নের উত্তরও কিন্তু আপনি এই আর্টিকেলের মাধ্যমে পেয়ে যাবেন । ধরুনঃ আপনি যেই ব্যাক্তির ফেসবুক আইডি দেখতে চান, সেই ব্যাক্তির ছবিটি সার্চ করলেন । আর ছবিটি সার্চ করার পর সেই ছবিটি দিয়ে যদি কারো ফেসবুক প্রোফাইল খোলা থাকে তাহলে কিন্তু আপনি সেই ফেসবুক আইডিটি খুঁজে পেয়ে যাবেন । 


আর তার জন্য আপনাকে অবশ্যই কিভাবে গুগলে ছবি সার্চ করতে হয় এ সম্পর্কে জানতে হবে । (google image search android)


কিভাবে গুগলে ছবি সার্চ করা যায়

তো যারা গুগলে ইমেজ সার্চ করতে পারেন না বা কিভাবে গুগলে ইমেজ সার্চ করতে হয় তা জানেন না তাদের জন্য আজকের এই আর্টিকেলটি হচ্ছে উক্ত সমস্যা সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল । কেননা এই আর্টিকেলে আমি দেখাব কিভাবে ছবি বা ফটো গুগলে সার্চ করতে হয় । 


গুগলে ইমেজ সার্চ করার উপায় 

ফোনের ছবি বা ইমেজ গুগলে সার্চ করার মূলত ২টি পদ্ধতি বা উপায় রয়েছে। একটি হচ্ছে গুগলের গুগল লেন্স (Google Lens) অ্যাপের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে গুগলের ইমেজ সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের মাধ্যমে। আর এই আর্টিকেলে আমি এই দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং দেখিয়ে দিব কিভাবে গুগলে ছবি সার্চ করতে হয় । 


আরও পড়ুনঃ

মোবাইল দিয়ে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবুজ করা যায়


গুগলে ছবি সার্চ করার এপস 

উপরেই বলেছি গুগলে ছবি সার্চ করার দুটি উপায়ের একটি হচ্ছে গুগল লেন্স অ্যাপের মাধ্যমে । তো আপনারা গুগল প্লে স্টোর থেকে Google Lens অ্যাপটি অথবা নিচে দেওয়া লিংকটি থেকে অ্যাপটি ইন্সটল করে নিন । 



গুগলে ছবি সার্চ করার নিয়ম

তো উপরের লিংক অর্থাৎ প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নিচের ধাপগুলো অনুসরণ করুন । 

বিঃদ্রঃ কাজটি করার সময় অবশ্যই ফোনের ইন্টারনেট কানেকশন বা ডাটা কানেকশন অন রাখতে হবে 

গুগলে ছবি সার্চ করার পদ্ধতি 

ধাপ

ধাপ-১. অ্যাপটি ওপেন করলে নিচের স্ক্রিনশট এর মতো ইন্টারফেস দেখতে পারবেন। এরপর নিচের স্ক্রিনশট এর মতো অর্থাৎ স্ক্রিনশটে চিহ্নিত করা আইকনটিতে ক্লিক করুন।


ধাপ-২. এরপর সরাসরি আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে । তো আপনারা যেই ছবিটি সার্চ করতে চান সেই ছবিটির উপর ক্লিক করবেন । 


ধাপ-৩. এরপর ২ থেকে ৩ সেকেন্ড লোডিং নিবে এবং লোডিং শেষ হলে নিচের স্ক্রিনশট এর মতো আপনি ওই ইমেজটি সম্পর্কিত সকল ইমেজ সেই সাথে  ওই ইমেজটি কোন ওয়েবসাইটে রয়েছে সেটা দেখতে পারবেন । এবং ইমেজ গুলো ডাউনলোড করতে পারবেন । 

আরও পড়ুনঃ 

গুগল ইমেজ সার্চ ইঞ্জিন ওয়েবসাইটের মাধ্যমে ছবি সার্চ করার পদ্ধতি 

ওয়েবসাইটের মাধ্যমে গুগলে ছবি সার্চ করার জন্য আপনারা প্রথমে  image.google.com এই ওয়েবসাইটে চলে যান। মোবাইল ব্যবহারকারী হলে  অবশ্যই ডেস্কটপ মোড (Desktop Mod) অন করে নিবেন। এরপর নিচের স্ক্রিনশটগুলো অনুসরণ করুন । 
 

ধাপ

ধাপ-১. image.google.com এই ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে ক্যামেরা আইকন দেখতে পারবেন। তো আপনারা সেই ক্যামেরা আইকনে ক্লিক করবেন । 


ধাপ-২. এরপর নিচের স্ক্রিনশট এর মতো Upload an image লেখায় ক্লিক করবেন । 


ধাপ-৩. এরপর নিচের স্ক্রিনশট এর মতো Choose file অপশনে ক্লিক করবেন । 


ধাপ-৩. Choose file অপশনে ক্লিক করার পর সরাসরি আপনার ফোনের গ্যালারি ওপেন হবে । তো যেই ছবিটি সার্চ করার চান, সেটিতে ক্লিক করুন । 

এরপর ইমেজটি আপলোড হবে এবং আপলোডিং (Uploading file) লেখা দেখাবে । 


ধাপ-৪. এরপর আপলোডিং শেষ হলে আপনারা নিচের স্ক্রিনশট এর মতো সেই ইমেজ সম্পর্কিত অন্যান্য সকল ইমেজ দেখতে পারবেন । 


তো সেখান থেকে আপনি আপনার কাঙ্খিত ইমেজটি ডাউনলোড করে নিতে পারেন । 

তো এই ছিল আজকের গুগলে ইমেজ বা ছবি সার্চ করার আর্টিকেল । আশা করি আপনারা উপরের ২টি পদ্ধতিই বুঝতে পেরেছেন এবং গুগলে ইমেজ সার্চ করতে পারতেছেন ।  

আমাদের শেষ কথাঃ 
এই আর্টিকেলে সবচেয়ে সহজ দুইটি পদ্ধতিতে গুগলে ছবি সার্চ করার পদ্ধতি আপনাদের সামনে আলোচনা করেছি। আশা করি, এই আর্টিকেলটি পড়ার পর আপনারা খুব সহজে মাত্র কয়েক মিনিটে যেকোনো ছবি বা ফটো গুগলে সার্চ করতে পারবেন । 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url