জেনে নিন যেকোনো ছবির লেখা মোবাইল দিয়ে শোনার উপায়
কিভাবে মোবাইল দিয়ে ছবির লেখা শোনা যায়
আসসালামু আলাইকুম । আশা করি যারা এই আর্টিকেলটি পড়তেছেন আপনারা সকলেই ভালো আছেন । তো আমাদের আজকের আর্টিকেলের আলোচ্যে বিষয় হচ্ছে কিভাবে যেকোনো ছবির লেখা মোবাইলের মাধ্যমে শোনা যায় ।
অনেক সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে পিডিএফ ফাইল বা ফোনের ইমেজ এর লেখা পড়তে হয় । যেমনঃ কোনো প্যারাগ্রাফ, রচনা ইত্যাদি । কিন্তু যখন আমাদের অনেক বেশি পেজ পড়তে হয় তখন আমরা ইমেজ দেখে দেখে পড়ায় অনেকটা ক্লান্তি এবং বিরক্তিকর অনুভব করি । তখন আমরা এ ঝামেলা থেকে মুক্তির জন্য ভাবি, যদি আমদের মোবাইল ফোনটা আমার এই ইমেজ/ফটোর লেখা গুলো শুনাতো তাহলে অনেক ভালো হতো ।
কিভাবে মোবাইলের মাধ্যমে ফোনের ছবির লেখা শোনা যায়
যেহেতু অনেক্ক্ষণ ইমেজ বা ফটো দেখে দেখে ফটোর লেখা পড়া অনেকটা ক্লান্তিকর এবং সময়সাপেক্ষ তাই তখন আমার মতো আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, মোবাইল দিয়ে ছবির লেখা শোনার কোনো উপায় আছে কি? আর যদি থাকে তাহলে কিভাবে মোবাইল দিয়ে ছবির লেখা শোনা যায়? তো যদি আপনার মনে এই প্রশ্নটি জেগে থাকে এবং আপনি যদি এর উত্তর খুঁজে থাকেন তাহলে আশা করি এই আর্টিকেলটি মাধ্যমে আপনি উপরের প্রশ্নের সহজ সমাধান পেয়ে যাবেন ।
কেননা আজকের আর্টিকেলে আমি এমন একটি পদ্ধতি দেখাব যার মাধ্যমে আপনারা যেকোনো ছবির লেখা ১ মিনিটে মোবাইলের মাধ্যমে শুনতে পারবেন । ১ মিনিটে ছবি বা ফটোর লেখা শোনা যায়!! কথাটা শুনতে অবিশ্বাস্য হলেও আজকের এই আর্টিকেলে এই বিষয়টি ঘটতে চলেছে । তো চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক, কিভাবে মোবাইল দিয়ে ছবি থেকে লেখা শোনা যায় ।
আরও পড়ুনঃ
- কিভাবে ছবি থেকে লেখা কপি করে। ছবি থেকে লেখা কপি করুন মাত্র ১ মিনিটে
- মোবাইল দিয়ে এক ক্লিকে ভিডিও কালার করুন। এক ক্লিকে ভিডিও এডিট
- মোবাইল দিয়ে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবুজ করা যায়
মোবাইল দিয়ে ছবির লেখা শোনার উপায়
যেকোনো ছবি বা ফটোর লেখা মোবাইলের মাধ্যমে শোনার জন্য আমাদের প্রয়োজন হবে গুগলের একটি অ্যাপের । আর গুগলের প্রত্যেকটা অ্যাপের ব্যবহার কতটা সহজ এবং কার্যকরী তা সম্বন্ধে আমরা সবাই অবগত । যেহেতু গুগল তাদের সব অ্যাপের ব্যবহার ইউজারদের জন্য খুবই সহজ করেছে, তাই আমি নিচে গুগলের উক্ত অ্যাপের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনারা যেকোনো ছবি বা ফটোর লেখা মোবাইলের মাধ্যমে শুনবেন মাত্র ১ মিনিটে ।
মোবাইল দিয়ে ছবির লেখা শোনার অ্যাপস
উপরেই বলেছি মোবাইল দিয়ে ছবি বা ফটোর লেখা শোনার আমাদের ফোনে একটি অ্যাপ ইনস্টল করতে হবে । আর আমরা এ ক্ষেত্রে গুগল লেন্স (Google Lens) অ্যাপটি ইন্সটল করব । তো আপনারা গুগল প্লে স্টোর থেকে Google Lens অ্যাপটি অথবা নিচে দেওয়া লিংক থেকে অ্যাপটি আপনাদের ইন্সটল করে নিন ।
মোবাইল দিয়ে ছবির লেখা শোনার পদ্ধতি
বিঃদ্রঃ কাজটি করার সময় অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে