মোবাইল দিয়ে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবুজ করা যায়

কিভাবে মোবাইল ব্যবহার করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় । 


আসসালামু আলাইকুম । আশা করি যারা এই আর্টিকেলটি পড়তেছেন আপনারা সকলেই ভালো আছেন । আজকের আর্টিকেলে আমরা দেখবো কিভাবে মোবাইল দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবুজ করে সবচেয়ে সহজ উপায়ে । 



আপনারা সবাই জানেন ইউটিউব ভিডিও বানানোর পর সেই ভিডিওটি একটু আকর্ষণীয় করে তোলার জন্য আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় । আর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমাদের ভিডিওটি করার সময় পেছনে একটি সবুজ কাপড় বা পর্দা লাগিয়ে ভিডিও করতে হয় । আর সবুজ পর্দা কেনা এবং পেছনে লাগানো কিছুটা ব্যয়বহুল এবং ঝামেলাকর । 


ফলে আপনারা– ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় কিভাবে? কিভাবে মোবাইল দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবুজ করা যায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে থাকেন।তাই আমি আজকে আপনাদের এমন একটি পদ্ধতি দেখাব যেটি ফলো করলে আপনাদের কোনো প্রকার সবুজ পর্দার দরকার হবে না এবং আপনি আপনার ফোনের মাধ্যমেই যে কোন ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ড সবুজ করতে পারবেন এবং মাত্র ২ থেকে ৫ মিনিটেই মিনিটে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন । 


মোবাইল দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন বা সবুজ করার সহজ উপায়

মোবাইল দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা সবুজ করার জন্য নিচে আমি সবচেয়ে সহজ একটি পদ্ধতি দেখাব । যার মাধ্যমে আপনারা যেকোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ২ থেকে ৫ মিনিটে রিমুভ করে সবুজ ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারবেন । এই সহজ পদ্ধতিটির জন্য প্রথমেই আমাদের দরকার হবে একটি অ্যাপ এর । আর দ্বিতীয়ত প্রয়োজন হবে একটি সবুজ ফটো বা ছবির - যেটি আমি নিচে দিয়ে দিব । 


ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অ্যাপস

উপরেই বলেছি ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবুজ করার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে । আর আমরা এক্ষেত্রে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবুজ করার এপস হিসেবে  Capcut - Video Editor অ্যাপটি ব্যবহার করব । তো আপনারা নিচের লিংক থেকে অ্যাপটি ইন্সটল করে নিন । 


App Info
App Name Capcut - Video Editor 
Version 4.2.0
Released onApril 10, 2020
DeveloperBytedance Pte. Ltd
Play strore Downloads100,000,000+




আরো পড়ুন 


মোবাইল দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবুজ করার পদ্ধতি 

উপরের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন এবং নিচের ধাপগুলি অনুসরণ করুন । 


ধাপ

১.   অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করলে নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন । সেখানে New Project লেখায় বা প্লাস (+) আইকনে ক্লিক করবেন । আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে । 



ধাপ-২.   এবার নিচের সবুজ স্ক্রিন ফটো টি ডাউনলোড করে নিন । এই ফটো টি আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেট করবো । এছাড়াও আপনারা গুগলে Green Screen Photo লিখে সার্চ দিলে অনেক সবুজ স্ক্রিন ফটো পেয়ে যাবেন, চাইলে সেখান থেকেও ডাউনলোড করে ব্যবহার করতে পারেন । 


আর অবশ্যই ভিডিওর পিক্সেল সাইজ অনুযায়ী ফটো ডাউনলোড করবেন । অর্থাৎ আপনার ভিডিওর width যদি বড় হয় তাহলে width বড় এরকম সবুজ স্ক্রিন ফটো এবং height বড় হলে heigh বড় এরকম সবুজ স্ক্রিন ফটো ডাউনলোড করবেন । 



ধাপ-৩.    ১ নম্বর ধাপে প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, সেখানে সবুজ স্ক্রিন ফটোটি সিলেক্ট করে দিবেন ।  এরপর নিচের স্ক্রিনশট এর মতো Add লেখায় ক্লিক করবেন 




ধাপ-৪.   এরপর নিচের স্ক্রিনশটে চিহ্নিত করা Ending লেখাটিতে ক্লিক করবেন, তাহলে ফটো টি থেকে ওয়াটার মার্ক রিমুভ হয়ে যাবে । 



ধাপ-৫.   এরপর নিচের স্ক্রিনশট এর মতো Delete লেখায় ক্লিক করবেন 



ধাপ-৬.   এরপর নিচের দিকে Overlay নামে একটি অপশন দেখতে পারবেন । তো আপনারা সেই Overlay লেখাটিতে ক্লিক করবেন 



ধাপ-৭.   এরপর Add Overlay লেখায় ক্লিক করবেন 



ধাপ-৮.   Add Overlay লেখায় ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে । তো সেখানে আপনারা যেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড সবুজ করতে চান, সেই ভিডিওটি সিলেক্ট করে নিচের স্ক্রিনশট এর মতো Add লেখায় ক্লিক করে দিবেন । 


ধাপ-৯.   এরপর নিচের স্ক্রিনশট এর মতো ভিডিওটি দেখতে পারবেন । তো আপনারা ভিডিওটিতে ক্লিক করে সবুজ স্ক্রিনটির সমান করে নিন । 


ধাপ-১০.   এরপর নিচের স্ক্রিনশট এর মতো প্রথমে Remove Background লেখায় ক্লিক করবেন । তারপর স্ক্রিনশটে চিহ্নিত করা ২ নম্বর অংশটিতে অর্থাৎ সবুজ অংশটিতে ক্লিক করবেন ।


ধাপ-১১.   এরপর নিচের স্ক্রিনশটে চিহ্নিত করা অংশটিকে টেনে ডানে ভিডিওটি যতটুকু বা আপনি যত সেকেন্ড ব্যাকগ্রাউন্ড সবুজ করতে চান তত সেকেন্ড পর্যন্ত নিয়ে যাবেন । 


ধাপ-১২.   ব্যাস ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সবুজ করার কাজ শেষ । এবার ভিডিওটি ডাউনলোড করার জন্য নিচের স্ক্রিনশটে চিহ্নিত করা আইকনটিতে ক্লিক করবেন । 


ধাপ-১৩.   এরপর নিচের স্ক্রিনশট এর মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন । অর্থাৎ ভিডিওটি যে ডাউনলোড হচ্ছে সেটি দেখতে পারবেন । 


ভিডিওটি ডাউনলোড শেষ হলে মেমোরিতে গিয়ে দেখুন, ভিডিওটির আগের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে নতুন একটি সবুজ ব্যাকগ্রাউন্ড যুক্ত হয়ে গিয়েছে । 


আরো পড়ুন 



আমাদের শেষ কথাঃ
যেকোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবুজ করার জন্য আমরা আপনাদের সামনে সবচেয়ে সহজ পদ্ধতিটি শেয়ার করেছি । আশা করি, উপরের বর্ণনাকৃত পদ্ধতির মাধ্যমে আপনারা যেকোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে খুব সহজে সবুজ ব্যাকগ্রাউন্ড করতে পারবেন । 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url