ছবি থেকে লেখা কপি করার উপায়
আসসালামু আলাইকুম। আশা করি যারা এই আর্টিকেলটি পড়তেছেন আপনারা সকলেই ভালো আছেন। তো আমাদের আজকের আর্টিকেলের আলোচ্যে বিষয় হচ্ছে ছবি থেকে লেখা কপি করা এই বিষয়।
অনেক সময় আমাদের ছবি থেকে লেখা কপি করার প্রয়োজন পরে। কিন্তু বিভিন্ন ওয়েবপেজ বা ওয়ার্ড ফাইল থেকে আমরা যেভাবে কার্সর দিয়ে লেখা মার্ক করে কপি করি, সেভাবে আমরা ছবি থেকে লেখা কপি করতে পারি না। ফলে আমাদের জরুরি প্রয়োজনে ছবি দেখে দেখে লেখা টাইপ করতে হয়। যেটি অনেকটি বিরক্তিকর এবং অনেক সময়সাপেক্ষ।
ছবি থেকে লেখা কপি করার উপায়
যেহেতু ছবি দেখে দেখে লেখা টাইপিং করা অনেকটা সময়সাপেক্ষ। তাই এ ঝামেলা থেকে মুক্তির জন্য আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে সহজে ছবি থেকে লেখা কপি করতে হয়। তো যাদের মনে এই প্রশ্ন বা যাদের ছবি দেখে দেখে লেখা টাইপিং করতে হয় তাদের এই ঝামেলা থেকে মুক্তির জন্য আমি আজকের এই আর্টিকেলে গুগলের এমন একটি পদ্ধতি দেখিয়ে দিব যার মাধ্যমে আপনারা যেকোনো ছবি থেকে লেখা ১ মিনিটে কপি করতে পারবেন।
বর্তমানে গুগল এমন কিছু ফিচারস এনেছে যেগুলোর মাধ্যমে আমাদের অনেক সমস্যার সমাধান খুব সহজে করা সম্ভব হচ্ছে। তো চলুন এবার দেখে নেয়া যাক ১ মিনিটে কিভাবে ছবি থেকে লেখা কপি করে।
আরও পড়ুনঃ
- মোবাইল দিয়ে এক ক্লিকে ভিডিও কালার করুন । এক ক্লিকে ভিডিও এডিট
- মোবাইল দিয়ে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সবুজ করা যায়
- সেরা ৪টি মিউজিক প্লেয়ার অ্যাপস
ছবি থেকে লেখা কপি করার অ্যাপস
ছবি থেকে লেখা কপি করার জন্য প্রথমে আমাদের দরকার হবে একটি অ্যাপের। আর আমরা এ ক্ষেত্রে গুগল লেন্স (Google Lens) অ্যাপটি ব্যবহার করব। তো আপনারা গুগল প্লে স্টোর থেকে Google Lens অ্যাপটি অথবা নিচে দেওয়া লিংকটি থেকে অ্যাপটি ইন্সটল করে নিন।
ছবি থেকে লেখা কপি করার পদ্ধতি
তো উপরের লিংক অর্থাৎ প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
বিঃদ্রঃ অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে ।
ধাপ
১. অ্যাপটি ওপেন করলে নিচের স্ক্রিনশট এর মতো ইন্টারফেস দেখতে পারবেন। যেখানে আপনার ফোনের ক্যামেরা ওপেন হবে। যদি সরাসরি কাগজের বইয়ের কোনো লেখা ফোনে কপি করতে চান তাহলে তার ছবি তুলুন। আর যদি ফোনের গ্যালারির ফটো/ছবির লেখা কপি করতে চান তাহলে নিচের স্ক্রিনশট এর মতো আইকনটিতে ক্লিক করুন।
২. এরপর যেই ফটো/ছবির লেখা কপি করতে চান, সেই ছবিটিতে ক্লিক করুন।
২. এরপর নিচের স্ক্রিনশট এর মতো আপনার সিলেক্ট করা ছবিটি দেখতে পারবেন।
২. এবার যেটুকু লেখা কপি করতে চান, সেটুকু লেখা মার্ক/সিলেক্ট করুন এবং নিচের স্ক্রিনশট এর মতো Copy Text লেখায় ক্লিক করুন।
ব্যাস, ছবি থেকে লেখা কপি করা শেষ। এবার আপনার ফোনের কি-বোর্ডের ক্লিপবোর্ড এ দেখুন লেখাগুলো কপি হয়ে গিয়েছে। নিচের স্ক্রিনশটে দেখুন উপরের স্ক্রিনশটে আমি যে লেখাগুলো সিলেক্ট করেছিলাম সেগুলো কপি হয়ে গিয়েছে।
তো এই ছিল আজকের ছবি থেকে লেখা কপি করার পদ্ধতি। আশা করি আপনারা পদ্ধতিটি বুঝতে পেরেছেন।
আরও পড়ুনঃ
- এন্ড্রয়েড ফোনের সেরা পিডিএফ রিডার অ্যাপস
- কিভাবে মোবাইল দিয়ে পিডিএফ ফাইল তৈরি করে।মোবাইলে পিডিএফ ফাইল তৈরি করার সহজ উপায়
- কিভাবে পিডিএফ ফাইল এডিট করে? মোবাইল দিয়ে পিডিএফ ফাইল এডিট করার পদ্ধতি
আমাদের শেষ কথাঃ
আমরা এই আর্টিকেলে সবচেয়ে সহজ পদ্ধতিতে যেকোনো ছবি থেকে লেখা কপি করার পদ্ধতি আপনাদের সামনে আলোচনা করেছি।
আমরা আশা করি, এই আর্টিকেলটি পড়ার পর আপনারা খুব সহজে মাত্র কয়েক মিনিটে যেকোনো ছবি থেকে লেখা কপি করতে পারবেন ।