মোবাইল দিয়ে ছবিকে এনিমেশন করার পদ্ধতি

আসসালামু আলাইকুম। আশা করি যারা এই আর্টিকেলটি পড়তেছেন আপনারা সকলেই ভালো আছেন। তো আমাদের আজকের এই আর্টিকেলের বিষয় হচ্ছে কিভাবে মোবাইল দিয়ে ছবিকে এনিমেশন করা যায়। 


কার্টুন বা এনিমেশন কি তা আমরা সবাই জানি । সাধারণ অর্থে  কার্টুন হচ্ছে একধরনের দ্বি-মাত্রিক চিত্রকলা। আর আমরা সবাই ছোটবেলায় কোনো না কোনো কার্টুন দেখেছি । যেমনঃ টম এন্ড জেরী, বেন 10 ইত্যাদি। আবার অনেকে ছোট থেকে কার্টুন দেখে কার্টুনের প্রতি এতটাই আসক্ত হয়ে গেছে যে তারা এখনো কার্টুন দেখে থাকে । এছাড়াও আমরা অনেকেই রয়েছি যারা এনিমেশন মুভি দেখি এবং এনিমেশন মুভি পছন্দ করে থাকি । 



আর অনেক সময় কার্টুন বা এনিমেশন মুভিগুলো দেখতে গিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে– আচ্ছা এই এনিমেশনগুলো কিভাবে তৈরি করে? কিভাবে মোবাইল দিয়ে এনিমেশন তৈরি করা যায়? কিভাবে মোবাইল দিয়ে এনিমেশন তৈরি করতে হয়? কিভাবে মোবাইল দিয়ে এনিমেশন বানানো যায়? কিভাবে এনিমেশন তৈরি করব/বানাব? । তো আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর হিসেবে আমি এই আর্টিকলে দেখাব কিভাবে আপনারা আপনাদের হাতের এন্ড্রয়েড ফোনটি দিয়েই খুব সহজে নিজের ছবিকে এনিমেশন বা কার্টুনে রুপান্তরিত করবেন। 


তাছাড়া বর্তমানে কার্টুন বা এনিমেশনের রয়েছে ব্যাপক চাহিদা । অনেকেই কার্টুন তৈরি করাকে নিজের ক্যারিয়ার হিসেবে নিয়ে নিয়েছে এবং তার মাধ্যমে তার ইনকামের পথ খুঁজে নিয়েছে । তো আমরা এই আর্টিকেলে ইনকামের জন্য না হলেও শখের বসে দেখব কিভাবে কার্টুন তৈরি করা যায় । কেননা কোনো কিছু শিখতে তো আর সমস্যা নেই । তো চলুন তাহলে শুরু করা যাক —


মোবাইল দিয়ে এনিমেশন তৈরি করার সহজ উপায়

মোবাইল দিয়ে ছবিকে এনিমেশনে রুপান্তরিত করার জন্য নিচে আমি আপনাদের সবচেয়ে সহজ একটি পদ্ধতি দেখাব । যার মাধ্যমে আপনারা যেকোনো ছবিকে খুব সহজে কার্টুনে পরিণত করতে পারবেন । এই সহজ পদ্ধতিটির জন্য প্রথমেই আমাদের দরকার হবে একটি অ্যাপ এর ।


কার্টুন তৈরির সফটওয়্যার/এনিমেশন ভিডিও তৈরির সফটওয়্যার

উপরেই বলেছি ছবিকে কার্টুন করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপের । আর ছবিকে এনিমেশন করার জন্য অনেক অ্যাপ রয়েছে। কিন্তু আমি এই আর্টিকেলে যে অ্যাপটি ব্যবহার করব সেটি হচ্ছে Voila Al Artist । যেটি ২০২১ সালে রিলিজ হওয়া এবং 4.5 স্টার রেটিং এর একটি অ্যাপ।  তো আপনারা প্রথমত গুগল প্লে স্টোর থেকে Voila Al Store এই অ্যাপটি ইন্সটল করে নিন অথবা নিচের লিংক থেকে অ্যাপটি ইন্সটল করে নিন । 


App Details 

App Name Voila Al Store - Photo To Cartoon Face Editor 
Version 0.9.16
Released onMarch 18, 2021
DeveloperWemagine.Al
Play strore Downloads10,000,000+



আরও পড়ুনঃ 


মোবাইল দিয়ে কার্টুন তৈরি করার পদ্ধতি 

উপরের লিংক থেকে অ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নিচের ধাপগুলো অনুসরণ করুন। (কার্টুন তৈরির নিয়ম)

ধাপ
ধাপ-১. অ্যাপটি ওপেন করলে নিচের স্ক্রিনশট এর মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন। সেখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। যথাঃ 3D Cartoon, Renaissant, Beauty Painting, 2D Cartoon, KPOP TOON, Caricature । অর্থাৎ আপনি আপনার ছবিকে উপরোক্ত ইফেক্টে এনিমেটেড করতে পারবেন। 


ধাপ-২. এরপর আপনি যেই ইফেক্টের মতো কার্টুন তৈরি করতে চান, সেই ইফেক্টের নিচে একটি তীর আইকন দেখতে পারবেন। সেই তীর আইকনে ক্লিক করে দিবেন । তো আমি আপনাদের দেখানোর জন্য একটি ইফেক্ট বেছে নিয়ে তার নিচের তীর আইকনে ক্লিক করলাম । 


ধাপ-৩. এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হবে। তো আপনি যেই ছবিটিকে কার্টুনে রুপান্তরিত করতে চান, সেই ছবিটির উপর ক্লিক করবেন । তো আমি সাকিবের একটি ছবি সিলেক্ট করলাম । 


ধাপ-৪. এরপর দেখবেন আপনার ছবিটি কার্টুন হয়ে গিয়েছে। এছাড়াও আপনি আপনার ছবিটির আরও ৪টি কার্টুন ইফেক্ট দেখতে পারবেন। তো আপনি আপনার পছন্দমতো একটি ইফেক্টের উপর ক্লিক করুন। 


ধাপ-৫. এরপর আপনি নিচের স্ক্রিনশট এর মতো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড অপশন দেখতে পারবেন। তো আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তাহলে সেই ব্যাকগ্রাউন্ডগুলোর উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করেন, তাহলে ধাপ-৬ এ চলে যান। 


ধাপ-৬. এরপর ছবিটিকে অর্থাৎ কার্টুনটিকে ডাউনলোড করার জন্য নিচের স্ক্রিনশট এর মতো উপরে একটি ডাউনলোড আইকন দেখতে পারবেন। সেই আইকনটিতে ক্লিক করবেন। 


ধাপ-৭. এরপর Save লেখায় ক্লিক করবেন। 


ব্যাস এবার গ্যালারিতে গিয়ে দেখুন ছবিটি ডাউনলোড হয়ে গিয়েছে । 

আরো পড়ুনঃ


তো এই ছিল আজকের আর্টিকেল । আশা করি আপনারা উপরের সম্পূর্ণ পদ্ধতিটি অর্থাৎ কিভাবে ছবিকে এনিমেশনে রুপান্তর করে সেটি বুঝতে পেরেছেন ।  

আমাদের শেষ কথাঃ 
অন্যান্য আর্টিকেলের ট্রিকসের মতো আমরা এই আর্টিকেলেও সবচেয়ে সহজ পদ্ধতিতে নিজের ছবিকে কার্টুন বা এনিমেশনে রুপান্তর করার পদ্ধতি আপনাদের সামনে আলোচনা করেছি । আমরা আশা করি, এই আর্টিকেলটি পড়ার পর আপনারা খুব সহজে মাত্র কয়েক মিনিটে যেকোনো ছবিকে কার্টুন বা এনিমেশন করতে পারবেন । 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url