মোবাইল দিয়ে এক ক্লিকে ভিডিও কালার করুন । এক ক্লিকে ভিডিও এডিট

কিভাবে এক ক্লিকে ভিডিও এডিট করে । এক ক্লিকে ভিডিও কালার করার পদ্ধতি 



আসসালামু আলাইকুম । আশা করি যারা এই আর্টিকেলটি পড়তেছেন আপনারা সকলেই ভালো আছেন । তো আমাদের আজকের আর্টিকেলের বিষয় হচ্ছে কিভাবে এক ক্লিকে ভিডিও এডিট করে বা কিভাবে এক ক্লিকে ভিডিও কালার করে । 



আমরা সাধারণত ভিডিও এডিট বা কালার করার জন্য বিভিন্ন অ্যাপস বা পদ্ধতি ব্যবহার করে থাকি । তবে বেশিরভাগ ভাগ ক্ষেত্রেই দেখা যায় ভিডিও কালার করার জন্য আমাদের অনেক বড় পদ্ধতি অনুযায়ী কাজ করতে হয় । আবার একটা ভিডিও কালার বা এডিট করার পর অন্য আরেকটি ভিডিওতে একই  কালার করার জন্য  পুনরায় আমাদের এডিট করতে হয় । আর এই ভিডিও কালার করা অনেকটা ঝামেলাযুক্ত এবং সময়সাপেক্ষ । 

আর আপনাদের ভিডিও এডিটকে সহজ করার জন্য আজকের আর্টিকেলে আমি দেখাবো কিভাবে আপনারা যেকোনো ভিডিও মাত্র কয়েক মিনিটে এক ক্লিকে কালার করতে পারবেন । অর্থাৎ আপনারা এক ক্লিকেই যেকোনো ভিডিওর ইফেক্ট চেঞ্জ করে সুন্দর একটি ইফেক্ট লাগাতে পারবেন, জাস্ট ইফেক্টের উপর টাচ করবেন আর ইফেক্ট চেঞ্জ হয়ে যাবে । তবে প্রথমবার সেটিংস ঠিক করতে একটু সময় লাগবে কিন্তু সেটিংস ঠিক করার পর যেকোনো ভিডিওর কালার চেঞ্জ করতে মাত্র ১ মিনিট সময় লাগবে  । 

আরও পড়ুনঃ 

মোবাইল দিয়ে এক ক্লিকে ভিডিও কালার করার সহজ উপায়

যেকোনো ভিডিও এক ক্লিকে কালার করার জন্য আজকের এই আর্টিকেলে আমি আপনাদের একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিব । যার মাধ্যমে আপনারা যেকোনো ভিডিও যেমনঃ শর্ট ভিডিও, টিকটক ভিডিও, লাইকি ভিডিও মাত্র ২ মিনিটে এক ক্লিকে কালার করতে পারবেন । আর এর জন্য আমাদের প্রয়োজন হবে ভিডিও এক ক্লিকে কালার করার জন্য একটি অ্যাপ এর । 

এক ক্লিকে ভিডিও কালার বা এডিট করার অ্যাপস

এক ক্লিকে ভিডিও কালার করার জন্য প্রথমেই  আমাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে । তো আপনারা প্লে স্টোর থেকে VN Video Editor Maker VlogNow অ্যাপটি ইন্সটল করে নিন অথবা নিচের লিংক থেকে ইন্সটল করে নিন । 

VN - App Details

App Name VN Video Editor Maker VlogNow
Version 1.32.4
Released onMay 4, 2018
DeveloperVN, LCC
Play strore Downloads50,000,000+
 



আরও পড়ুনঃ


মোবাইল দিয়ে এক ক্লিকে ভিডিও কালার করার পদ্ধতি 

প্লে স্টোর বা উপরের লিংক থেকে অ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করে নিচের ধাপগুলো অনুসরণ করুন । 

ধাপ 
১. অ্যাপটি ওপেন করলে নিচের স্ক্রিনশট এর মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন । সেখানে নিচের দিকে প্লাস (+) আইকন দেখতে পারবেন । তো আপনারা সেই প্লাস (+) আইকনে ক্লিক করে দিবেন  । 



২. প্লাস আইকনে ক্লিক করার পর নিচের স্ক্রিনশট এর মতো New Project লেখায় ক্লিক করবেন । 


৩. এরপর যে ভিডিওটি কালার করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নিচের স্ক্রিনশট এর মতো তীর আইকনে ক্লিক করবেন । প্রথমবার ভিডিও ওপেন হতে কয়েক সেকেন্ড সময় লাগবে এবং Processing দেখাবে । 


৪. Processing শেষ হলে আপনার সিলেক্ট করা ভিডিওটি দেখতে পারবেন । এবং নিচের দিকে অনেকগুলো লেখা দেখতে পারবেন সেখান থেকে  নিচের স্ক্রিনশট এর মতো Filter লেখায় ক্লিক করবেন 


৫. এখন আমাদের কিছু ইফেক্ট যুক্ত করতে হবে । ইফেক্টগুলো একবার যুক্ত করলে পরবর্তীতে আর যুক্ত করার প্রয়োজন হবে না । তো আপনারা নিচের লিংক থেকে ইফেক্টগুলো ডাউনলোড করে নিন । 


ইফেক্টগুলো ডাউনলোড করা শেষ হলে ইফেক্টগুলো যুক্ত করার জন্য স্ক্রিনশট এর মতো প্লাস (+) আইকনে ক্লিক করবেন । 


৬. তারপর Import from File Manager লেখায় ক্লিক করবেন । 


৭. এরপর বাম পাশে কর্নারে ৩ টা লাইন অর্থাৎ থ্রিলাইন অপশন দেখতে পারবেন । তো আপনারা সেই থ্রিলাইনে ক্লিক করবেন । এরপর নিচের স্ক্রিনশট এর মতো Download এ ক্লিক করবেন । 


৮. এরপর ডাউনলোড করা ইফেক্টগুলো খুঁজে যেকোনো একটিতে ক্লিক করবেন । তাহলে সেই ইফেক্টটি Filter এ যুক্ত হয়ে যাবে । 


৯. তো আমাদের একটি ইফেক্ট যুক্ত হয়ে গেছে । এবার অন্য ইফেক্টগুলো যুক্ত করার জন্য নিচের স্ক্রিনশট এর মতো প্লাস (+) আইকনে ক্লিক করে এক এক করে অন্য ইফেক্টগুলো যুক্ত করে নিন । 


১০. সবগুলো ইফেক্ট যুক্ত করা শেষ হলে ব্যাক দিন । তাহলে আপনি নিচের স্ক্রিনশট এর মতো ইফেক্ট এবং ইফেক্টগুলোর নাম দেখতে পারবেন । 


১১. এরপর যেই ইফেক্টটি ভিডিওতে যুক্ত করতে চান সেই ইফেক্টটিতে ক্লিক করে নিচের স্ক্রিনশট এর মতো টিক চিহ্ন আইকনে ক্লিক করুন । 


১২. এরপর নিচের স্ক্রিনশট এর মতো ভিডিওটাকে ডান দিকে টেনে নিয়ে যাবেন । তারপর নিচের স্ক্রিনশট এর মতো কালো জায়গটিতে ক্লিক করবেন । তারপর Delete লেখায় ক্লিক করবেন । 


১৩. তো আমাদের ভিডিওতে ইফেক্ট যুক্ত করার কাজ শেষ । এবার ভিডিওটিকে ডাউনলোড করার জন্য স্ক্রিনশট এর মতো উপরে Export লেখায় ক্লিক করুন । 


১৪. এরপর নিচের স্ক্রিনশট এর মতো টিক চিহ্ন আইকনে ক্লিক করুন । আপনি চাইলে ভিডিওটির Resolution কমিয়ে নিতে পারেন । 


ব্যাস ডাউনলোড শেষ হলে মেমোরিতে গিয়ে দেখুন ভিডিওটির ইফেক্ট চেঞ্জ হয়ে আমাদের সিলেক্ট করা ইফেক্টটি যুক্ত হয়ে গিয়েছে  । এভাবে আপনারা যেকোনো ভিডিওর ইফেক্ট খুব সহজে চেঞ্জ করতে পারবেন ।  তো এই ছিল আমাদের আজকের এক ক্লিকে ভিডিওর কালার করার ট্রিকস । 

আমাদের শেষ কথাঃ

অন্যান্য ট্রিকসের মতো আমরা আজকেও সহজ পদ্ধতি এক ক্লিকে ভিডিও কালার করার ট্রিকস আপনাদের সামনে উপস্থাপন এবং আলোচনা করেছি । আমরা আশা করি এই আর্টিকেলটি পড়ার পর আপনারা যেকোনো ভিডিওর ইফেক্ট খুব সহজে এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন । 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url