আসসালামু আলাইকুম। আশা করি যারা এই আর্টিকেলটি পড়তেছেন আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আজকের আর্টিকেলের বিষয় নিশ্চয় আন্দাজ করতে পেরেছেন। আজকে আমরা দেখবো কিভাবে ছবিতে টাচ করে ফোন আনলক করে।
আমরা যারা এন্ড্রয়েড ফোন করে থাকি তারা সবাই একটি কমন জিনিস ব্যবহার করে থাকি, যেটি হলো স্ক্রিন লক। যাতে কেউ আমাদের ফোন আমাদের পারমিশন ছাড়া ব্যবহার করতে না পারে। আমরা সাধারণত আমাদের ফোনকে সিকিউরিটি দেওয়ার আমাদের ফোনে বিভিন্ন ধরনের লক লাগিয়ে থাকি । যেমনঃ প্যাটার্ন লক, পাসওয়ার্ড লক, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি । কিন্তু আজকের আর্টিকেলে আমি আপনাদের এমন একটি লকের সাথে পরিচয় করিয়ে দিব, যার মাধ্যমে আপনি ছবিতে টাচ করলেই ফোন আনলক হয়ে যাবে ।
অর্থাৎ আপনি যখন এই লকটি ব্যবহার করবেন, তখন আপনি একটি ছবির নির্দিষ্ট যায়গায় ক্লিক করলে আপনার ফোনটি আনলক হয়ে যাবে । ওই নির্দিষ্ট যায়গা ব্যতীত অন্য কোনো যায়গায় টাচ করলে ফোনের লক খুলবে না । আর লক ভুল হলেই আপনার ডিসপ্লেটি কেঁপে উঠবে । এবং কেউ আপনার ফোনের মেইন মেনুতে যেতে পারবে না । অর্থাৎ আপনি ছবির মাধ্যমে ফোন লক এবং আনলক করতে পারতেছেন।
এই পদ্ধতিটি সব এন্ড্রয়েড ফোনেই কাজ করবে । আর এই পদ্ধতিটির জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপ । আর সেই ইন্টারেস্টিং অ্যাপটির নাম হচ্ছে Touch Lock screen । তো চলুন আর্টিকেলটি শুরুর পূর্বে Touch lock screen অ্যাপটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক ।
Touch Lock Screen (টাপ লক স্ক্রিন) হচ্ছে এমন একটি অ্যাপ, যার মাধ্যমে আপনি আপনার ফোন ছবি বা ফটোর মাধ্যমে লক এবং আনলক করতে পারবেন । এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ফোন, আপনার গ্যালারির ফটোর মাধ্যমে লক লাগাতে পারবেন ।
অর্থাৎ পাসওয়ার্ড লক লাগালে, আপনার ডিসপ্লেতে যেভাবে পাসওয়ার্ড লক আসে, ঠিক সেভাবে Touch Lock Screen অ্যাপের মাধ্যমে আপনি যে ছবিটি লক হিসেবে ব্যবহার করবেন সেই ছবিটি লক খোলার সময় আপনার সামনে ভেসে উঠবে । আর সেই ছবিটির কেবল নির্দিষ্ট কিছু জায়গায় টাচ করলেই ফোন আনলক হয়ে যাবে । অন্যথায় ভুল পাসওয়ার্ড দিলে ফোন খুলবে না। ব্যাপারটা আসলেই অনেকটা ইন্টারেস্টিং ।
App Info
App Name
Touch Lock Screen
Version
1.37
Released on
Dec 22, 2017
Developer
T/issue
Play store Downloads
500,000+
কিভাবে ছবিতে ক্লিক করে ফোন আনলক করে বা Toch lock screen অ্যাপ দিয়ে কিভাবে ফোন লক করে
কার্যপদ্ধতিঃ ১. তো প্রথমেই আপনারা উপরে দেখানো অ্যাপটি অর্থাৎ Touch Lock Screen অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন । ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করলে নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন ।
২. অ্যাপটি ওপেন করলে আপনি উপরের স্ক্রিনশট এর মতো একটি পেজ দেখতে পারবেন । তো এবার আপনাদেরকে ডান পাশে কয়েকবার স্লাইড করে যেতে হবে যতক্ষণ না নিচের স্ক্রিনশট এর মতো Go লেখা আসে । Go লেখা আসলে আপনার Go লেখার উপর ক্লিক করবেন
৩. Go লেখায় ক্লিক করার পর নিচের স্ক্রিনশট এর মতো Change Photo লেখায় ক্লিক করবেন
৪. Change Photo লেখায় ক্লিক করার পর আপনারা ডিসপ্লেটি একটু blur অর্থাৎ ঘোলাটে দেখতে পারবেন । তারপর আপনারা নিচের স্ক্রিনশট এর মতো গাড়ি এর ছবিটিতে ক্লিক করবেন
৫. গাড়ি এর ছবিটিতে ক্লিক করার পর আপনারা Camera, Gallery, Photos এবং Drive এই চারটি অপশন দেখতে পারবেন । তো আপনারা Gallery তে ক্লিক করে দিবেন
৬. গ্যালারিতে ক্লিক করে দিলে আপনারা সরাসরি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন । এরপর আপনি যেই ছবি লক হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন সেই ছবিটির উপরে ক্লিক করবেন । তো আমি নিচের স্ক্রিনশটে একটি ছবি সিলেক্ট করে সেটির উপরে ক্লিক করে দিলাম ।
৭. ছবি সিলেক্ট করার পর আপনারা দেখতে পাবেন যে লেখা আছে- Set up
2-4 Positions.
Set your password by touching 2-4 spots on the photo
অর্থাৎ আপনাকে ফটোটির যেকোনো যায়গায় ২ থেকে ৪ টি ক্লিক করতে বলতেছে । তো আপনি যে যায়গায় ক্লিক করে ফোন লক এবং আনলক করতে চান সে সে যায়গায় ২টি বা ৩টি অথবা ৪টি টাচ করুন । এক্ষেত্রে আপনি আলাদা আলাদা যায়গায় টাচ করতে পারেন অর্থাৎ একটি টাচ করলেন এক জায়গায়, পরেরটি আরেক জায়গায় এবং তার পরের টি আরেক জায়গায়। আর আপনি টাচগুলো এক জায়গায়ও করতে পারেন।
আর ১টি এর কম বা ৪টির বেশি ক্লিক করলে কিন্তু কাজ করবে না ।
৮. তো আমি নিচের স্ক্রিনশট এর মতো আমার সিলেক্ট করা ফটোর সূর্যে চারটি টাচ করবো এবং চারটি টাচই একজায়গায় করবো । আপনারা চাইলে আলাদা আলাদা জায়গায় টাচ করতে পারেন । এবং টাচ করার পর উপরে দেখতে পারবেন OK লেখা আছে । আপনারা OK লেখায় ক্লিক করে দিবেন
৯. OK লেখাত ক্লিক করার পর Re-enter touch চাইবে । অর্থাৎ টাচ গুলো কনফার্ম করার জন্য, আগে যে যে জায়গায় টাচ করেছেন সেই জায়গাগুলোতে পুনরায় টাচ করে আগের মতো OK দিন।
১০. এরপর Success. Touch password setup completed. Remember the spots, the number and the order of touches এই লেখাগুলো দেখতে পারবেন । অর্থাৎ আমাদের কার্যক্রমটি সফল হয়েছে । এরপরে আপনারা নিচের স্ক্রিনশট এর মতোFinish লেখায় ক্লিক করবেন
১১. Finish লেখায় ক্লিক করার পর একটি রিকভারি পাসওয়ার্ড চাইবে যার মাধ্যমে আমরা পাসওয়ার্ড ভুলে গেলে পরবর্তীতে যেন ঠিক করতে পারি সেজন্য । তো আপনারা নিচের স্ক্রিনশট এর মতোCREATE RECOVERY PASSWORD লেখায় ক্লিক করবেন
১২.Create Recovery Password লেখায় ক্লিক করার পর আপনারা নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পারবেন । আর সেখানে চার সংখ্যার খুব সহজ একটি পাসওয়ার্ড দিবেন যেটি সব সময় মনে থেকে । তো আমি 1234 দিয়ে দিলাম
১৩. এরপর Re-enter পাসওয়ার্ড চাইবে । তো আপনারা উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আবার দিয়ে দিন ।
১৪. পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনারা নিচের মতো দেখতে পাবেন । তো আপনারা Start Touch Pass লেখায় ক্লিক করে দিবেন ।
ব্যাস কাজ শেষ। এরপর আপনার ফোনটি লক করে দেখুন, যে ছবিটি লক হিসেবে ব্যবহার করার জন্য দিয়েছিলেন সেটি সামনে ভেসে উঠছে । উদাহরণস্বরূপঃ আমি এতক্ষণ থেকে যে ছবিটি দিয়ে আপনাদের দেখাচ্ছিলাম সেটি আমার ফোনে নিচের স্ক্রিনশট এর মতো ভেসে উঠছে ।
তো আপনি যে যে জায়গায় যে কয়টি টাচ করে পাসওয়ার্ড সেট করেছিলেন, সেই সেই জায়গায় ঠিক একই পরিমাণ টাচ করে দেখুন আপনার ফোনটি আনলক হয়ে গিয়েছে ।
আর যদি ভুল জায়গায় টাচ করেন তাহলে দেখবেন Password Wrong দেখাচ্ছে এবং ফোনটি ভাইব্রেট হচ্ছে অর্থাৎ কেঁপে উঠতেছে ।
তো এই ছিল আজকের আর্টিকেল । আশা করি আপনারা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের ফোনে ছবিতে টাচ করার মাধ্যমে ফোন লক এবং আনলক করতে পারবেন ।