ব্লগার এর পোস্ট কপি করা বন্ধ করে কিভাবে

 ব্লগার এর পোস্ট কপি করা বন্ধ করুন  


আসসালামু আলাইকুম। আশা করি যারা এই আর্টিকেলটি পড়তেছেন আপনারা সকলেই ভালো আছেন। আজকের আর্টিকেলে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের ব্লগারের পোস্ট অন্যের কপি করা বন্ধ করবেন।


আপনারা সবাই অবগত যে, আমরা যারা একেবারে মন থেকে ব্লগিং শুরু করেছি তাদের একটি পোস্ট করতে কত পরিশ্রম করতে হয়, কতটা সময় আমাদেরকে ব্লগ এবং আর্টিকেলের পেছনে দিতে হয়।


একটি আর্টিকেল লিখতে গিয়ে প্রথমে আমাদের অনেক ভালো মানের এসইও করতে হয়। তারপর একে একে ভালো মানের কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং পাঠক যেন সেই আর্টিকেলটি পড়ে ভালো ভাবে সেই বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান পায়, তার জন্য আমাদের সুন্দর করে একটি পোস্ট করতে হয়। 


আর এতো কষ্ট করে পোস্ট করে যখন আমরা দেখি সেই পোস্টটি কপি করে অন্য কেউ তার ওয়েবসাইটে নিজের পোস্ট বলে চালিয়ে দিয়েছে, তখন সেই মুহূর্তে তার চেয়ে বেদনাদায়ক, কষ্টকর অনূভুতি আর কি হতে পারে! 


তাই আজকের আর্টিকেলে আমি দেখাব কিভাবে আপনারা সেই লোকদের আপনার ব্লগারের পোস্ট কপি করা অফ করে দিবেন। অর্থাৎ আমি নিচে যে পদ্ধতিটি দেখিয়ে দিয়েছি এই পদ্ধতি অনুযায়ী কাজ করলে, সেই কপিবাজরা আর আপনার ব্লগারের কোনো পোস্ট কপি করতে পারবে না। 


নিচের পদ্ধতিটি চালু করলে শুধু যে পোস্ট কপি করতে পারবে না তা কিন্তু নয়, তারা আপনার ব্লগের কোনো কিছুই কপি করতে পারবে না। অর্থাৎ আপনার ব্লগের About us, Contact us, Terms and conditions সহ যে পেজগুলো আছে সেগুলোর লেখাও কপি করতে পারবে না। তো চলুন শুরু করা যাক 

আরো পড়ুন 


কার্যপদ্ধতি 

তো প্রথমেই আমি আপনাদের পদ্ধতিটি করার পূর্বে আমার সাইটের লেখাগুলো যে কপি করা যাচ্ছে, তার একটি স্ক্রিনশট নিচে দেখিয়ে দিলাম। 



১. এই পদ্ধতিটি চালু করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটি জাভাস্ক্রিপ্ট কোড। তো আপনারা প্রথমে নিচের লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে নিন। এরপর ফাইলটির ভেতরে থাকা সমস্ত কোড কপি করে নিন। 


ডাউনলোড করুন



২. কোডগুলো কপি করার পর আপনারা সরাসরি blogger.com এ চলে যাবেন অর্থাৎ আপনার সাইটটির এডমিন প্যানেলে চলে যাবেন। 


৩. এবার আপনারা নিচের স্ক্রিনশট এর মতো Theme অপশনে ক্লিক করবেন 


. Theme অপশনে ক্লিক করার পর আপনারা নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন। তার মধ্যে থেকে আপনারা নিচের স্ক্রিনশটে দেখানে তীর আইকনে ক্লিক করবেন 


৪. এরপর আপনারা আবারও অনেকগুলো অপশন দেখতে পারবেন। সেখানে থেকে নিচের স্ক্রিনশট এর মতো Edit Html লেখায় ক্লিক করবেন। (তো এইখানে আমাদের একটি কোড চেঞ্জ করতে হবে। আর এই কোড চেঞ্জে যদি উল্টাপাল্টা কিছু করেন, তাহলে পরবর্তীতে আপনার থিমটি কাজ নাও করতে পারে। তাই আপনারা কোড চেঞ্জের পূর্বে আপনাদের থিমটির একটি Backup ডাউনলোড করে রাখবেন)। 


৫. Edit Html এ ক্লিক করার পর আপনারা আমাদের সাইটের সমস্ত এইচটিএমএল (html) কোড দেখতে পারবেন। তো আপনারা সবার প্রথমেই নিচের স্ক্রিনশট এর মতো <head> নামে একটি কোড বা লেখা দেখতে পারবেন। 

৬. তো আপনারা ১ নম্বর ধাপে যে কোডটি কপি করেছিলেন, সেই কোডটি এই <head> লেখার নিচে পেষ্ট করে দিবেন। বুঝতে না পারলে নিচের স্ক্রিনশটটি দেখুন 

 ১ নম্বর ধাপে কপি করা কোডটি <head> লেখার নিচে পেস্ট করে দেওয়ার পর আমার উপরের স্ক্রিনশট এর মতো দেখাচ্ছে। 



৭. কোডটি পেস্ট করে দেওয়ার পর আপনারা নিচের স্ক্রিনশট এর মতো উপরের 3dot আইকনে ক্লিক করবেন। এবং সেখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, তো আপনারা Save লেখায় ক্লিক করে দিবেন। 

৮. Save লেখায় ক্লিক করার পর দেখবেন নিচে Processing দেখাবে। আর Processing শেষ হলে Update Successful দেখাবে। তো Update Successful হলে আপনারা আপনার সাইটের যেকোনো পোস্ট দেখবেন আর কপি করা যাচ্ছে না। অর্থাৎ এখন থেকে আর কেউ আপনার সাইটের লেখা চাইলেও কপি করতে পারবে না। উদাহরণস্বরূপঃ আমার সাইটের লেখা যেটি, আমি প্রথম স্ক্রিনশটে দেখিয়েছি যে কপি করা যাচ্ছে। কিন্তু এখন আপনারা দেখুন আমার পোস্টটি আর কপি করা যাচ্ছে না। 


কিছু কথা,
তো এই ছিল আজকের পোস্ট। আশা করি পোস্টটির মাধ্যমে আপনি পূর্নাঙ্গভাবে আপনার সাইটের লেখা কপি করা বন্ধ করতে পারবেন। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url