প্লে স্টোর থেকে অ্যাপ বা গেম সরাসরি মেমোরিতে ডাউনলোড করুন
আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের আর্টিকেলে আলোচনা করা হবে প্লে স্টোর থেকে অ্যাপ বা গেম সরাসরি মেমোরিতে ডাউনলোড করে কিভাবে এবং প্লে স্টোর থেকে ইন্সটল করা অ্যাপ মেমোরিতে বা ফোন স্টোরেজে নিয়ে আসে কিভাবে এই বিষয়ে।
আসলে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নানান দরকারে আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ বা গেম ডাউনলোড করে থাকি। কিন্তু যখন আমাদের দরকার শেষ হয় তখন আমরা সাধারণত ওই অ্যাপ বা গেমগুলো আনইন্সটল করে দেই। আবার আমরা যারা কম র্যামের ফোন ব্যবহার করি, আমাদের ফোনে বেশি অ্যাপ ইনস্টল থাকার কারণে আমাদের ফোন ল্যাগ করে। যার ফলে আমরা তখন ওই অ্যাপ গুলো আনইন্সটল করে দেই।
আর এই অ্যাপ গুলো আনইন্সটল করে দেওয়ার পর অনেক সময় দেখা যায় পরবর্তীতে সেই অ্যাপগুলোর আমদের আবারো প্রয়োজন হয়। তখন দেখা যায় আমাদের ফোনে এমবি বা ইন্টারনেট না থাকায় আমাদের সমস্যার মধ্যে পরতে হয়। অথবা আমরা যারা আমাদের ফোনের র্যাম কম হওয়ায় অ্যাপগুলো আনইন্সটল করে দিয়েছিলাম তাদের ওই অ্যাপগুলোর আবার দরকার পরলে, মেমোরিতে বা ফোনে অ্যাপগুলো না থাকায় আমাদের সমস্যার মধ্যে পরতে হয়।
তাই আজকের আর্টিকেলে আমি দেখাব কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন। অর্থাৎ কিভাবে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ বা গেম সরাসরি মেমোরিতে বা ফোন স্টোরেজে ডাউনলোড করবেন। আর যারা আগে থেকেই অনেকগুলো অ্যাপস আপনাদের ফোনে ইনস্টল করে রেখেছেন তারা সেই অ্যাপসগুলো কিভাবে আপনাদের ফোনের মেমোরি কার্ডে বা ফোনে নিয়ে আসবেন খুবই সহজে। পোস্টটি একটু বড় হতে পারে তবে কথা দিচ্ছি এই আর্টিকেল পড়ার পর এই বিষয়ে আপনার আর অন্য কোনো ভিডিও দেখার বা পোস্ট পড়ার দরকার হবে না।
এই সমস্যা সমাধানে আমি আজকের আর্টিকেলে দুইটি পদ্ধতি দেখিয়ে দিব। একটি পদ্ধতির মাধ্যমে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ বা গেম ডাউনলোড দিলে সেটি আপনার ফোনে ইনস্টল হওয়ার পাশাপাশি আপনার মেমোরি কার্ডে সেভ বা ডাউনলোড হবে। অপরটি হচ্ছে ফোনে অ্যাপস ইনস্টল করার পর কিভাবে সেই অ্যাপসগুলো মেমোরিতে নিয়ে যাবেন বা মেমোরিতে সেভ করবেন।
আরো পড়ুন
পোস্টের বিষয়ঃ
- কিভাবে প্লে স্টোর থেকে এ্যাপস সরাসরি মেমোরিতে বা ফোনে ডাউনলোড করে
- কিভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করা এ্যাপস মেমোরি কার্ডে বা ফোন স্টোরেজে নিয়ে আসে অথবা ফোনে ইনস্টল থাকা অ্যাপস কিভাবে মেমোরিতে নিয়ে আসে
পদ্ধতি সংখ্যাঃ ২
- ১. প্লে স্টোর থেকে অ্যাপস বা গেম সরাসরি ফোনে বা মেমোরিতে ডাউনলোড
- ২. ফোনে ইনস্টল থাকা অ্যাপস মেমোরিতে বা ফোন স্টোরেজে সেভ
১ম পদ্ধতি
কিভাবে প্লে স্টোর থেকে এ্যাপস এবং গেমস ফোনের মেমোরিতে ডাউনলোড করতে হয়
এই পদ্ধতিতে আপনাদের ফোনের সেটিংস এ একটি পরিবর্তন বা কাজ করতে হবে । যার ফলে পরবর্তীতে আপনি যখন প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড দিবেন, তখন সেটি ইন্সটল হওয়ার পাশাপাশি আপনার ফোনের ফোন স্টোরেজ বা মেমোরি কার্ডেও সেভ হবে।
তো নিচের ১নম্বর স্ক্রিনশটের মতো আপনার ফোনের সেটিংস এ চলে যান।
এবার About phone নামে একটি অপশন আছে সেটি খুঁজে বের করে সেই অপশনটিতে ক্লিক করুন এবং নিচের স্ক্রিনশট ফলো করুন।
এরপর নিচের স্ক্রিনশট এর মতো Build Number লেখা দেখতে পারবেন । এইখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে । আপনারা ওই Build in Number এর ওপর পরপর ক্লিক করতেই থাকবেন যতক্ষন না You are now in developer mode এই লেখাটি না আসে । অনেক ফোনে ৫ ক্লিক করলেই এই লেখাটি আসে আবার অনেক ফোনে ৯ বার বা তারও বেশি ক্লিক করতে হয় ।
তো নিচের অর্থাৎ ৫ নম্বর স্ক্রিনশটে দেখুন আমার ফোনে নয় বার ক্লিক করার পর You are now developer mode লেখাটি এসেছে ।
এবার ব্যাক দিয়ে আপনার ফোনের মেইন সেটিংস এ আসুন এবং উপরের সার্চ বক্স অপশনে ক্লিক করুন।
এরপর সার্চ বক্সে Developer লিখ সার্চ করুন । এবং নিচের স্ক্রিনশটে চিহ্নিত করা Developer Option লেখায় ক্লিক করুন।
Developer option এ ক্লিক করার পর নিচের মতো একটা ইন্টারফেস দেখতে পাবেন।
এরপর নিচের দিকে স্ক্রল করে Force allow apps on external এ লেখাটি খুঁজে বের করুন এবং নিচের স্ক্রিনশট এর মতো পাশের বাটনটিতে ক্লিক করে অন করে দিন।
ব্যাস প্রথম পদ্ধতি এখানেই শেষ । এরপর থেকে আপনি যখন প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড দিবেন তখন সেটি আপনার ফোনে ইনস্টল হওয়ার পাশাপাশি অটোমেটিক্যালি আপনার ফোনের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে।
২য় পদ্ধতি
কিভাবে ফোনে ইনস্টল করা অ্যাপ মেমোরিতে আনে অথবা কিভাবে প্লে স্টোর এর ইনস্টল করা অ্যাপ মেমোরিতে আনে
Features Of Device Info App
- Dashboard
- Device
- System
- CPU
- Location
- Network
- Storage
- Battery
- Camera
- Display
- Sensor
- Apps