প্লে স্টোর থেকে অ্যাপ বা গেম সরাসরি মেমোরিতে ডাউনলোড করুন

 আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন।  আজকের আর্টিকেলে আলোচনা করা হবে প্লে স্টোর থেকে অ্যাপ বা গেম সরাসরি মেমোরিতে ডাউনলোড করে কিভাবে এবং প্লে স্টোর থেকে ইন্সটল করা অ্যাপ মেমোরিতে বা ফোন স্টোরেজে নিয়ে আসে কিভাবে এই বিষয়ে। 



আসলে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নানান দরকারে আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ বা গেম ডাউনলোড করে থাকি। কিন্তু যখন আমাদের দরকার শেষ হয় তখন আমরা সাধারণত ওই অ্যাপ বা গেমগুলো আনইন্সটল করে দেই। আবার আমরা যারা কম র‍্যামের ফোন ব্যবহার করি, আমাদের ফোনে বেশি অ্যাপ ইনস্টল থাকার কারণে আমাদের ফোন ল্যাগ করে। যার ফলে আমরা তখন ওই অ্যাপ গুলো আনইন্সটল করে দেই। 


আর এই অ্যাপ গুলো আনইন্সটল করে দেওয়ার পর অনেক সময় দেখা যায় পরবর্তীতে সেই অ্যাপগুলোর আমদের আবারো প্রয়োজন হয়। তখন দেখা যায় আমাদের ফোনে এমবি বা ইন্টারনেট না থাকায় আমাদের সমস্যার মধ্যে পরতে হয়। অথবা আমরা যারা আমাদের ফোনের র‍্যাম কম হওয়ায় অ্যাপগুলো আনইন্সটল করে দিয়েছিলাম তাদের ওই অ্যাপগুলোর আবার দরকার পরলে, মেমোরিতে বা ফোনে অ্যাপগুলো না থাকায় আমাদের সমস্যার মধ্যে পরতে হয়।


তাই আজকের আর্টিকেলে আমি দেখাব কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন। অর্থাৎ কিভাবে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ বা গেম সরাসরি মেমোরিতে বা ফোন স্টোরেজে ডাউনলোড করবেন।  আর যারা আগে থেকেই অনেকগুলো অ্যাপস আপনাদের ফোনে ইনস্টল করে রেখেছেন তারা সেই অ্যাপসগুলো কিভাবে আপনাদের ফোনের মেমোরি কার্ডে বা ফোনে নিয়ে আসবেন খুবই সহজে। পোস্টটি একটু বড় হতে পারে তবে কথা দিচ্ছি এই আর্টিকেল পড়ার পর এই বিষয়ে আপনার আর অন্য কোনো ভিডিও দেখার বা পোস্ট পড়ার দরকার হবে না।  

এই সমস্যা সমাধানে আমি আজকের আর্টিকেলে দুইটি পদ্ধতি দেখিয়ে দিব। একটি পদ্ধতির মাধ্যমে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ বা গেম ডাউনলোড দিলে সেটি আপনার ফোনে ইনস্টল হওয়ার পাশাপাশি আপনার মেমোরি কার্ডে সেভ বা ডাউনলোড হবে। অপরটি হচ্ছে ফোনে অ্যাপস ইনস্টল করার পর কিভাবে সেই অ্যাপসগুলো মেমোরিতে নিয়ে যাবেন বা মেমোরিতে সেভ করবেন। 


আরো পড়ুন


পোস্টের বিষয়ঃ

  • কিভাবে প্লে স্টোর থেকে এ্যাপস সরাসরি মেমোরিতে বা ফোনে ডাউনলোড করে
  • কিভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করা এ্যাপস মেমোরি কার্ডে বা ফোন স্টোরেজে নিয়ে আসে অথবা ফোনে ইনস্টল থাকা অ্যাপস কিভাবে মেমোরিতে নিয়ে আসে 

পদ্ধতি সংখ্যাঃ ২ 

  • ১. প্লে স্টোর থেকে অ্যাপস বা গেম সরাসরি ফোনে বা মেমোরিতে ডাউনলোড 
  • ২. ফোনে ইনস্টল থাকা অ্যাপস মেমোরিতে বা ফোন স্টোরেজে সেভ 

উপরের ২য় পদ্ধতিটি মুলত তাদের জন্য, যাদের ফোনে প্রথম পদ্ধতিটি কাজ করবে না । আগের অর্থাৎ পুরনো ফোনগুলোতে ১ম পদ্ধতিটি নাও থাকতে পারে । তাই আপনারা ২য় পদ্ধতিটি অনুসরণ করবেন । ১ম ও ২য় পদ্ধতির ফলাফল মুলত একই ।  শুধু সেভ হওয়ার পদ্ধতিটা আলাদা । অর্থাৎ আপনি যে পদ্ধতি অনুযায়ী কাজ করুন না কেন, আপনার অ্যাপস বা গেম কিন্তু মেমোরিতে সেভ হবেই । তো চলুন শুরু করা যাক 

১ম পদ্ধতি 

কিভাবে প্লে স্টোর থেকে এ্যাপস এবং গেমস ফোনের মেমোরিতে ডাউনলোড করতে হয়

এই পদ্ধতিতে আপনাদের ফোনের সেটিংস এ একটি পরিবর্তন বা কাজ করতে হবে । যার ফলে পরবর্তীতে আপনি যখন প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড দিবেন, তখন সেটি ইন্সটল হওয়ার পাশাপাশি আপনার ফোনের ফোন স্টোরেজ বা মেমোরি কার্ডেও সেভ হবে।


তো নিচের ১নম্বর স্ক্রিনশটের মতো আপনার ফোনের সেটিংস এ চলে যান। 


এবার About phone নামে একটি অপশন আছে সেটি খুঁজে বের করে সেই অপশনটিতে ক্লিক করুন এবং নিচের স্ক্রিনশট ফলো করুন। 



এরপর আপনারা  Version নামে একটি লেখা দেখতে পারবেন নিচের স্ক্রিনশটের মতো । সেই লেখার ওপরে ক্লিক করুন। 


এরপর নিচের স্ক্রিনশট এর মতো Build Number লেখা দেখতে পারবেন । এইখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে । আপনারা ওই Build in Number এর ওপর পরপর ক্লিক করতেই থাকবেন যতক্ষন না You are now in developer mode এই লেখাটি না আসে । অনেক ফোনে ৫ ক্লিক করলেই এই লেখাটি আসে আবার অনেক ফোনে ৯ বার বা তারও বেশি ক্লিক করতে হয় । 



তো  নিচের অর্থাৎ ৫  নম্বর স্ক্রিনশটে দেখুন আমার ফোনে নয় বার ক্লিক করার পর You are now developer mode লেখাটি এসেছে । 



এবার ব্যাক দিয়ে আপনার ফোনের মেইন সেটিংস এ আসুন এবং উপরের সার্চ বক্স অপশনে ক্লিক করুন। 



এরপর সার্চ বক্সে Developer লিখ সার্চ করুন । এবং নিচের স্ক্রিনশটে চিহ্নিত করা Developer Option লেখায় ক্লিক করুন। 



Developer option এ ক্লিক করার পর নিচের মতো একটা ইন্টারফেস দেখতে পাবেন। 



এরপর নিচের দিকে স্ক্রল করে Force allow apps on external এ লেখাটি খুঁজে বের করুন এবং নিচের স্ক্রিনশট এর মতো পাশের বাটনটিতে ক্লিক করে অন করে দিন। 



ব্যাস প্রথম পদ্ধতি এখানেই শেষ । এরপর থেকে আপনি যখন প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড দিবেন তখন সেটি আপনার ফোনে ইনস্টল হওয়ার পাশাপাশি অটোমেটিক্যালি আপনার ফোনের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। 


২য় পদ্ধতি  

কিভাবে ফোনে ইনস্টল করা অ্যাপ মেমোরিতে আনে অথবা কিভাবে প্লে স্টোর এর ইনস্টল করা অ্যাপ মেমোরিতে আনে 


এই পদ্ধতিতে আপনি আপনার ফোনে যে অ্যাপস বা গেমগুলো ইন্সটল করে রেখেছেন সেগুলো আপনি আপনার মেমোরিতে অর্থাৎ মেমোরি কার্ডে সেভ করতে পারবেন । যাদের ফোনে প্রথম পদ্ধতিটির সিস্টেমগুলো নেই তারা এই পদ্ধতিটি ফলো করুন । 

প্রথমেই আমাদের দরকার হবে একটি অ্যাপস । অ্যাপসটির নাম হচ্ছে Device Info । এই অ্যাপটি দিয়ে যে শুধুমাত্র ইন্সটল করা অ্যাপ মেমোরিতে সেভ করা যায় তা নয়,  এই অ্যাপে আরো অনেক ফিচার রয়েছে যেগুলোর সাহায্য আপনি আপনার ফোন সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন । যেগুলো আমি এই পোস্টের শেষের দিকে আলোচনা করব । 
তো প্রথমেই প্লে স্টোর থেকে নিচের অর্থাৎ Device Info অ্যাপটি ডাউনলোড করুন।  অ্যাপ চিনতে অনেকে হিমশিম খেতে পারেন তাই আমি নিচে অ্যাপটির একটি স্ক্রিনশট দিলাম।


অ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন । অ্যাপটি ওপেন করার পর নিচের মতো একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং একটু নিচে গিয়ে 282 All apps installed এই লেখায় ক্লিক করবেন  (এখানে আমার ফোনে, ফোনের সিস্টেমসহ মোট 282 টি অ্যাপস ইন্সটল আছে তাই 282 দেখাচ্ছে । আপনার ফোনে যতটি অ্যাপস ইন্সটল থাকবে, 282 এর জায়গায় ততটি অ্যাপসের সংখ্যা দেখতে পাবেন)। 


এরপর নিচের স্ক্রিনশট এর মতো আপনি যে অ্যাপটি মেমোরি কার্ডে সেভ করতে চান  সেই অ্যাপটির পাশের 3 dot আইকনে ক্লিক করুন। 


এরপর অনেকগুলো অপশন দেখতে পারবেন সেখান থেকে নিচের স্ক্রিনশট এর মতো Export apk লেখায় ক্লিক করবেন। 


এরপর আপনি যে ফোল্ডারে অ্যাপটি সেভ করবেন সেই ফোল্ডারে গিয়ে নিচের স্ক্রিনশট এর মতো Save লেখায় ক্লিক করুন।

ব্যাস । এবার আপনি সেই ফোল্ডারে গিয়ে দেখুন আপনার অ্যাপটি সেভ হয়ে গিয়েছে। 

Features Of Device Info App

  • Dashboard 
  • Device 
  • System
  • CPU
  • Location 
  • Network 
  • Storage 
  • Battery 
  • Camera
  • Display 
  • Sensor
  • Apps

Dashboard : এখানে আপনারা আপনার ফোনের র‍্যাম কত % ব্যবহার হয়েছে, আপনার ফোনের নাম মডেল এবং CPU Status দেখতে পারবেন 

Device :  এই ক্যাটাগরিতে আপনারা ফোনের Device name, Device model, Manufacturer, Hardware, Brand, Google Services frame id, Android device id, Hardware Serial, Build fingerprint, IMEI, Sim subscriber, Wi-Fi MAC id, Bluetooth MAC adress সহ আরো অনেক তথ্য পেয়ে যাবেন । 

System :  এই ক্যাটাগরিতে আপনারা নিজেদের ফোনের System version name, System API level, System build number, Build time, Baseband, language, Root access, Java runtime, kernal version, Open GL ES, open SSL version সহ ফোনের System সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যাবেন । 

CPU : এই ক্যাটাগরিতে আপনারা ফোনের CPU processor, CPU struct, Supported ABIS, CPU hardware, CPU governer, CPU vendor, CPU version জানতে পারবেন । 

Network : এই ক্যাটাগরিতে আপনারা ফোনের Wi-Fi status, Sim status, MCC, Carrier name, Data roaming সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন । 

Bettery :  এই ক্যাটাগরিতে আপনারা ফোনের Battery Capacity, battery health, battery level, battery status, power source, battery temperature, battery voltage সম্পর্কে জানতে পারবেন । 

Display : এই ক্যাটাগরিতে আপনারা ফোনের Screen height, screen width, screen size, screen physical size, default orientation, refresh rate, brightness model, display bucket, logical density, scaled density, font scale  সম্পর্কে জানতে পারবেন  

Camera : এই ক্যাটাগরিতে আপনারা ফোনের ক্যামেরার Back and front স্টাটাস সম্পর্কে জানতে পারবেন । এছাড়াও  Aberration mode, Antibanding mode, Target FPS renjes, Compersation step, Compersation range, Auto focus mode, Camera effects, Scene model, Video stabilization mode, Auto white balance mode, Hardware level, Thunnail sizes, camera sensor size, supported regulation সম্পর্কে জানতে পারবেন । 

Sensors : এই ক্যাটাগরিতে আপনারা ফোনের 
Accelerometers name, vendor, power, wake up sensors সম্পর্কে জানতে পারবেন । এছাড়াও Proximity, Light, Gyroscope, Magnetic field এবং Rotation vector এর name, vendor, power, wake up sensors সম্পর্কে জানতে পারবেন । 

Apps : এই ক্যাটাগরিতে আপনারা আপনাদের ফোনে কতগুলো অ্যাপস ইন্সটল করা আছে এবং কি কি অ্যাপস ইন্সটল করা আছে তা দেখতে পারবেন । 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url