এন্ড্রয়েড ফোনের সেরা পিডিএফ রিডার অ্যাপস

আসসালামু আলাইকুম । আশা করি যারা এই আর্টিকেলটি পড়তেছেন আপনারা সকলেই ভালো আছেন । আজকের আর্টিকেলে আমরা দেখবো এন্ড্রয়েড ফোনের সেরা ৪টি পিডিএফ রিডার অ্যাপস । 


পিডিএফ কি? পিডিএফ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। সকল পিডিএফ রিডার সফটওয়্যার সাধারণত অফলাইন ভিত্তিক হয়ে থাকে । অর্থাৎ পিডিএফ ফাইল পড়ার জন্য কোনো প্রকার নেট কানেকশন এর দরকার হয় না।

এন্ড্রয়েড ফোনের সেরা পিডিএফ রিডার অ্যাপস
Best PDF Reader Apps

মোবাইলে বই পড়ার জন্য পিডিএফ ফাইলের কোনো তুলনা হয় না। এই পিডিএফ ফাইলের মাধ্যমে কোনো ব্যাক্তি যেকোনো স্থানে যেকোনো সময় তার হাতের ফোনটির মাধ্যমে আত্নউন্নয়নমূলক বই, জোতির্বিদ্যা বই এবং গল্পের বইসহ যেকোনো বই পড়তে পারে । 

আর বর্তমানে মোবাইলে বই পড়ার জন্য পিডিএফ ফাইল বেশ জনপ্রিয় । আর এই পিডিএফ ফাইলগুলো পড়ার জন্য আমরা বিভিন্ন পিডিএফ রিডার অ্যাপস ব্যবহার করে থাকি । তবে দেখা যায় কিছু কিছু পিডিএফ রিডার অ্যাপে ভালো মানের ফিচার না থাকায় আমাদের পিডিএফ ফাইল পড়তে অনেকটা অসুবিধা হয় । 


তাই আজকে আমি আপনাদের এমন কয়েকটি সেরা পিডিএফ রিডার অ্যাপ দেখাবো যেগুলোর মাধ্যমে আপনি অনেক ফিচারসহ (যেমনঃপিডিএফ কনভার্ট, পিডিএফ স্কান, পিডিএফ কমপ্রেস, পিডিএফ মার্জ, পিডিএফ তৈরি ইত্যাদি)   খুব সহজে যেকোনো পিডিএফ ফাইল পড়তে পারবেন। তো চলুন দেখে নেয়া যাক সেই অ্যাপসগুলো ।


সেরা পিডিএফ রিডার অ্যাপস ২০২১

১. All PDF - PDF Reader, PDF Viewer & PDF Converter 

২০২০ সালের ফেব্রুয়ারির ২৪ তারিখে প্লে স্টোরে রিলিজ করা 4.2 স্টার রেটিং এর এই অ্যাপটির ডাউনলোড সংখ্যা ১,০০০,০০০+ । এই পিডিএফ রিডার অ্যাপটিতে 200MB আকারের পিডিএফ ফাইল সাপোর্ট করে।

এই পিডিএফ রিডার হলো কম এমবির একটি অফিস অ্যাপ যার মাধ্যমে আপনি আপনি সমস্ত ডকুমেন্ট পড়তে, আপনার ডিভাইসে স্থানীয়ভাবে সংরক্ষিত করতে পারবেন। এটি একটি শক্তিশালী পিডিএফ রূপান্তরকারী সরঞ্জাম যা অনেক সহজেই এবং সুবিধামত পিডিএফ পৃষ্ঠা সংখ্যা বিভক্ত, একত্রিত করতে এবং সংযোজন করতে সক্ষম । এছাড়া আপনার ফোনের পিডিএফ ফাইলগুলিকে স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করতে পারবেন, horizontal এবং Vertical আকারে পড়তে পারবেন । 

অন্যান্য ফিচারসঃ
  • PDF Marge অর্থাৎ অনেকগুলো পিডিএফকে একত্রিত করতে পারবেন 
  • PDF Split অর্থাৎ পিডিএফ এর ইমেজগুলোকে আলাদা করতে পারবেন 
  • Extract Image অর্থাৎ পিডিএফ এর সব ইমেজগুলোকে মেমোরিতে আনতে এবং একটি ইমেজে পরিণত করতে পারবেন
  • পিডিএফ এর ইমেজগুলো ছবি আকারে ফোনে সেভ করতে পারবেন 
  • পিডিএফ এর ইমেজ ডিলিট এবং ক্রোপ করতে পারবেন 
  • পিডিএফ এর মেটাডাটা অর্থাৎ তথ্য পরিবর্তন করতে পারবেন 
  • পিডিএফ এর সাইজ কমাতে পারবেন 
  • পিডিএফ এর ইমেজগুলোকে .txt ফাইল আকারে সেভ করতে পারবেন 
  • পিডিএফ তৈরি করতে পারবেন 
  • পিডিএফ এ পাসওয়ার্ড লাগাতে পারবেন 

আরো পড়ুন 

২. PDF Reader 

২০১৮ সালের ১৪ই অক্টোবর প্লে স্টোরে রিলিজ হওয়া ১৪ এমবির এই অ্যাপটির বর্তমান রেটিং 4.4 এবং ডাউনলোড সংখ্যা ১,০০০,০০০+ । পিডিএফ পড়ার জন্য এটি অন্যতম সেরা একটি অ্যাপ ।

এই অ্যাপটিতে রয়েছে খুব দ্রুত স্ক্রোল করার সুবিধা, নাইট এবং ডার্ক মোড, পিডিএফ মার্জ এবং পিডিএফ কমপ্রেস করার সিস্টেম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সিস্টেম, পিডিএফ এর পেজগুলো ফোনের হোম স্ক্রিনের সাথে ফিট করার সিস্টেমসহ আরো অনেক সিস্টেম ।  তবে এই অ্যাপটিতে এমন কয়েকটি ফিচার আছে যেগুলো আপনি আর কোনো পিডিএফ রিডারে পাবেন না । যেমনঃ

  • অটো স্ক্রোল সিস্টেম । এর মাধ্যমে পিডিএফ এর পেজগুলো অটোমেটিক স্ক্রোল করবে এবং আপনি এই স্ক্রোলের স্পিডকে কন্ট্রোল করতে পারবেন । 
  • Text to Speech বুঝতেই পারছেন এর মানে কি । টেক্সট টু স্পিচ হলো এই অ্যাপ আপনাকে আপনার পিডিএফ ফাইল পড়ে শোনাবে এবং আপনি চাইলে এই পড়ার স্পিডও কন্ট্রোল করতে পারবেন 
  • কাস্টম ফন্ট যুক্ত করার সিস্টেম। এই অ্যাপের মাধ্যমে আপনি কাস্টম ফন্ট যুক্ত করে পিডিএফ পরতে পারবেন । 
  • ব্রাইটনেস কন্ট্রোল সিস্টেম । স্ক্রিনের বাম পাশে স্ক্রোল করে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন । 


৩. Xodo PDF Reader & Editor 

২০১৮ সালের জানুয়ারির ২২ তারিখে প্লে স্টোরে আপলোড করা এই অ্যাপটির বর্তমান ডাউনলোড সংখ্যা ১০,০০০,০০০+ এবং রেটিং 4.6 । অসাধারণ সব হাইলাইটস ফিচার এবং সুবিধার জন্য Xodo অল ইন ওয়ান পিডিএফ রিডার এবং খুবই জনপ্রিয় ও বেস্ট একটি পিডিএফ রিডার হিসেবে পরিচিত। 


এই অ্যাপে আপনি পাবেন ডার্ক মোড, নাইট মোট, একক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা এবং কভার পৃষ্ঠা মোডে দেখার সুযোগ,  ফাস্ট স্ক্রোলিং সিস্টেম । আরো রয়েছে পিডিএফ -এ সরাসরি অংকন এবং টাইপ করুন করার সিস্টেম, টেক্সট আন্ডারলাইন এবং স্ট্রাইকআউট করার সিস্টেম, অনেকগুলো পিডিএফকে একত্রিত করার সিস্টেম, পিডিএফ এর সাইজ কমানোর সিস্টেম । এছাড়া এই পিডিএফ রিডারের মাধ্যমে আপনি নিজেই পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন । 


এই অ্যাপের সবচেয়ে হাইলাইটস যে দুটি ফিচারস আছে তা হলোঃ (১)  এই পিডিএফ রিডারের মাধ্যমে আপনি যেকোনো পিডিএফ আপনার ফোনের স্ক্রিণ সাইজে ফিট করে পড়তে পারবেন । অনেক সময় দেখা যায় পিডিএফ জুম করলে আমাদের বাম পাশে, ডান পাশে স্ক্রোল করে করে পড়তে হয় যেটি আসলে খুবই বিরক্তিকর । কিন্তু এই অ্যাপে আপনি এই সমস্যার সমাধান পাবেন । এই পিডিএফ রিডারে আপনি পিডিএফ যতই জুম করবেন পিডিএফ ততই আপনার ফোনের স্ক্রিন সাইজে ফিট হবে যার ফলে আপনি খুব সহজেই আরামে পিডিএফ পড়ত১ পারবেন এবং ডান পাশে বাম পাশে ক্রোল করে করে পিডিএফ পড়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন । 


এর জন্য আপনি আপনাকে একটা কাজ করতে হবে । Xodo অ্যাপটি ওপেন করার পর উপরে সিম কার্ডের মতো একটি আইকন দেখতে পারবেন। সেটিতে ক্লিক করলে Reading নামে একটি অপশন দেখবেন । সেটি সিলেক্ট করে দিবেন। এরপর আপনি পেজ যতই জুম করেন না কেন পেজটি আপনার ফোনের স্ক্রিনের সাথে ফিট হবে । 


(২) দ্বিতীয় হাইলাইটস ফিচারটি হলো এই অ্যাপে আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন । আপনি সেখানে অনেক রং পাবেন এবং কালার হেক্স এর মাধ্যমে নিজের পছন্দমতো কালার তৈরি করে অ্যাড করা সহ টেক্সট এর কালার চেঞ্জ করতে পারবেন।

আরো পড়ুন 

৪.PDF Reader 2021 - PDF Docs Scanner and Converter

6.9 এমবির এই অ্যাপটি ২০২০ সালের নভেম্বরের শেষের দিকে প্লে স্টোরে রিলিজ করা হয়। 4.2 স্টার রেটিং এর এই অ্যাপটির গুগল প্লেতে বর্তমান ডাউনলোড সংখ্যা ১,০০০,০০০+ । 

PDR Reader 2021 এর মাধ্যমে আপনি আপনার ফোনের যেকোনো পিডিএফ ফাইল ওপেন করতে পারবেন এবং স্মুথলি পড়তে পারবেন। এই পিডিএফ রিডারের মাধ্যমে পিডিএফ ফাইলকে এমএস-ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে পারবেন । খুব সহজে পিডিএফ এর আকার অর্থাৎ পিডিএফ এর সাইজ কমাতে পারবেন । 

এছাড়া এই পিডিএফ রিডারের মাধ্যমে পিডিএফ স্ক্যান করতে পারবেন, পিডিএফ এর মধ্যে শব্দ সার্চ করতে পারবেন, অনেকগুলো পিডিএফকে একত্রিত করে একটি পিডিএফে রূপান্তরিত করতে পারবেন। 


আমাদেরকে শেষ কথাঃ
আশা করি উপরোক্ত পিডিএফ রিডার অ্যাপসগুলোর মাধ্যমে আপনারা অনেক সহজে যেকোনো সাইজের পিডিএফ ফাইল পড়তে পারবেন এবং অ্যাপসগুলোর অসাধারণ ফিচারসগুলো উপভোগ করবেন । 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url