সেরা কয়েকটি মিউজিক প্লেয়ার অ্যাপস

আসসালামু আলাইকুম। আশা করি যারা এই আর্টিকেলটি পড়তেছেন আপনারা সকলেই ভালো আছেন । তো আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব এন্ড্রয়েড ফোনের সেরা অডিও প্লেয়ার বা সেরা মিউজিক প্লেয়ার অ্যাপ নিয়ে।

 

বর্তমান সময়ে গান এতোটাই জনপ্রিয়তা লাভ করেছে যে গান প্রেমিদের গান শোনার জন্য বিভিন্ন প্লাটফর্ম তৈরী হয়েছে। যেমনঃ Spotify, Pandora, Amazon Play Music, Apple Music, Soundcloud সহ আরো অনেক প্লাটফর্ম । আর আমরা গান প্রেমিরা সবাই এসব প্লাটফর্মের সাথে কোনো না কোনোভাবে পরিচিত । 


তো আমরা যারা গান শুনে থাকি তারা সকলেই কোনো না কোনো মিউজিক প্লেয়ার ব্যবহার করে থাকি। সেটা হোক ফোনের ডিফল্ট মিউজিক প্লেয়ার বা কোনো ডাউনলোড করা মিউজিক প্লেয়ার । তো দেখা যায় আমরা যারা ফোনের ডিফল্ট মিউজিক প্লেয়ার ব্যবহার করে থাকি, তারা আমাদের মনের মতো সাউন্ড সিস্টেম, ইকুয়ালাইজার সিস্টেম এবং পর্যাপ্ত পরিমাণ ফিচারস পাই না । 

আবার অনেকেই ভালো মানের ফিচারস এবং হাই কোয়ালিটির সাউন্ড ইফেক্ট এ গান শোনার জন্য বিভিন্ন মিউজিক প্লেয়ার ডাউনলোড করে ব্যবহার করি । তবে আমাদের বেশিরভাগ লোকই ভালোমানের মিউজিক প্লেয়ারগুলো সমন্ধে না জানার কারণে মিউজিক প্লেয়ারগুলোতে মন মতো ফিচারস এবং সাউন্ড সিস্টেম পাই না । 


তাই আপনাদের এই সমস্যার সমাধানের জন্য আজকের আর্টিকেলে আমি অ্যান্ড্রয়েডের জন্য সেরা বিনামূল্যের অডিও প্লেয়ার অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের সেরা মিউজিক প্লেয়ার অ্যাপস নিয়ে আলোচনা করব। যেগুলোর মাধ্যমে আপনারা মিউজিক এবং মিউজিক প্লেয়ার এর আসল মজা উপভোগ করতে পারবেন । আর এই অ্যাপসগুলো আপনারা প্লে-  স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। তো চলুন দেখে নেয়া যাক সেই সেরা অডিও মিউজিক প্লেয়ার অ্যাপসগুলো । 


এন্ড্রয়েডের সবচেয়ে ভালো অডিও প্লেয়ার অ্যাপস ডাউনলোড 

১. Nyx Music Player

2020 সালের 31 জুলাই প্লে স্টোরে আপলোড করা 4.5 স্টার রেটিংয়ের 500,000+ বার ডাউনলোড করা 8.5 এমবির এই অ্যাপটি এর অসাধারণ সব ফিচারস এর জন্য ইউজারদের কাছে খুবই জনপ্রিয় । Nyx মিউজিক প্লেয়ার হল গুগল প্লে -তে পাওয়া সবচেয়ে সুন্দর মিউজিক প্লেয়ারগুলির মধ্যে একটি। এটি হচ্ছে এন্ড্রয়েডের All in One মিউজিক প্লেয়ার অর্থাৎ অন্যান্য সকল মিউজিক প্লেয়ারের ফিচারস এই একটি প্লেয়ারে আপনারা পাবেন । 

এই অ্যাপটিতে আপনারা অসাধারণ সব ডিজাইনের ২৪টি থিম,  3D সাউন্ড, সময়সূচী নির্ধারণ করতে পারবেন যার মাধ্যমে নির্দিষ্ট সময় পর গান বন্ধ হয়ে যাবে, ভিজুয়ালাইজার, লিরিক্স সিস্টেম, লিরিক্স এডিট এবং ডাউনলোড করতে পারবেন, গানের ট্যাগ ইডিট করতে অর্থাৎ গানের মধ্যে নিজের ছবি যোগ করতে পারবেন, রিংটোন কাটতে পারবেন, বেস সিস্টেম,  ইকুয়ালাইজারসহ আরো অনেক ফিচারস পাবেন । তো চলুন এর ফিচারসগুলো একনজরে দেখে নেয়া যাক 

Features Of Nyx Music Player
Theme
  •  Beautifully Crafted Design
  •  Smooth Transition Animations
  •  Smooth Button Animations
  •  Light Theme
  •  Dark Theme
  •  Black Theme
  •  Accent Color Theme
  •  6 Accent Colors  Blue, Red, Violet, Cyan, Pink & Peach
  •  24 Possible Theme Styles
Unique Features 
  •  Looper - Repeat your favorite part of the song
  •  Nature Sound
  •  Volume Boost - Up to 150%
  •  3D Sound - Surround audio effect
  •  Schedule - Schedule your playlist like alarm
  •  Folder - Browse songs through folders
Visualizer 
  •  Different types of Visualizer Options
  •  Reacts Real-time based on Songs
  •  Adjust React Intensity
  •  Adjust Frequency Range
  •  Adjust Smoothing
  •  Adjust Number of Bars
  •  Adjust React Size
  •  Adjust React Scale
Looper 
  • In looper option you can select the favorite part of the song
  •  Play the favorite part on Loop
  •  Save the Loop for later
  •  Save as many Loops as you want
Lyrics 
  •  Lyrics on the Main Screen
  •  Manual Lyrics Search
Equalizer 
  •  In Built Smooth Equalizer
  •  Beautifully Designed Equalizer
  •  Smooth Animation
  •  Lots of Preset available
  •  Create your Custom Preset
  •  Adjust Bass & Treble
  •  Boost Volume up to 150
Tag Editor 
  •  Edit Tags of the Music File
  •  Select the suggested Song Information & Art
  •  Save the information to the File
  •  Keeps your Library Clean and Organized
General Features 
  •  Include Folders
  •  Exclude Folders
  •  Manage Tabs

আরো পড়ুন 

২. Stellio - Music and mp3 Player

২০২০ সালের ৭ই এপ্রিল প্লে স্টোরে রিলিজ হওয়া ১,০০০,০০০+ ডাউনলোডের 14.77 এমবির এই অ্যাপটির বর্তমান রেটিং  4.6  । অসাধারণ সব থিম সাপোর্ট, ওয়েভফর্ম, শক্তিশালী অডিও সেটিংস বিশেষ করে সর্বোচ্চ মানের শব্দ এবং শক্তিশালী অডিও ইঞ্জিন সহ উন্নত প্লেয়ারের জন্য এই মিউজিক প্লেয়ারটি খুবই জনপ্রিয় । 

এই প্লেয়ারটির মাধ্যমে আপনি গানের লিরিক দেখতে এবং অনলাইন থেকে লিরিক অটোমেটিক খুঁজতে পারবেন, গানের ট্যাগ ইডিট করতে পারবেন, হাই কোয়ালিটির সাউন্ড পাবেন, স্লিপ টাইমার অর্থাৎ ঘুমানোর আগে আপনি যদি গান বাজার একটি নির্দিষ্ট সময় সেট করে দেন তাহলে সেই নির্দিষ্ট সময় পর গান বন্ধ হয়ে যাবে, আর এই প্লেয়ারটিতে সব ফরমেটের গান সাপোর্ট করাতে পারবেন। যেমনঃ FLAC, MP3, CUE, APE, M4A । তো চলুন এই প্লেয়ারটির ফিচারসগুলো একনজরে দেখে নেয়া যাক 

Features of Stellio Music Player
  • View Lyrics
  • Choose cover System.
  • Edit tags.
  •  Music categories. Play music by Albums, Artists, Genres or Folders.
  •  A lot of audio formats.  FLAC, MP3, CUE, APE, M4A and others format are supported.
  •  Android Wear support. 
  •  The best sound. Playback of music in high resolution.
  •  Sleep timer. 
  •  Widgets and notifications. Change appearance of widgets and notifications.
  •  Convenient control. 


  ৩. Music Player - Just LISTENit, Local, Without WiFi


২০১৬ সালের ৮ই এপ্রিল প্লে স্টোরে রিলিজ হওয়া 4.5 রেটিং এর 9.54 এমবির এই অ্যাপটির বর্তমান ডাউনলোড সংখ্যা ১০,০০০,০০০+   । অসাধারণ UI, বিল্ট-ইন পাওয়ারফুল ইকুয়ালাইজার, মাল্টি-ফরম্যাট সাপোর্ট, থিম কালার, নাইট মোড, রিংটোন কাটার, 3 ডি রিভার্ব ইফেক্টস, উইজেট সহ আরো অনেক ফিচারের জন্য এই প্লেয়ারটি জনপ্রিয়। 

Features Of Music Player - Just LISTENit

  • Browse & Play Music
  • Powerful Equalizer 
  • Multi-format Support (MP3, MP4, MIDI, AAC, FLAC, OGG and more.)
  • Ringtone Cutter
  • Customizable Theme Color
  • Night Mode
  • Support headset control
  • Support Notification Status


৪. Power Amp Music Player 

২০১০ সালের নভেম্বরের ১ তারিখে প্লে স্টোরে রিলিজ হওয়া 7.72 এমবির এই অ্যাপটির ডাউনলোড সংখ্যা ৫০,০০০,০০০+ । Poweramp তার নামের মতোই অ্যান্ড্রয়েডের জন্য একটি শক্তিশালী মিউজিক প্লেয়ার।

 Features Of Power Amp Music Player 

new Audio engine:
  •    support for hi-res output 
  •    internal 64bit processing
  •    new configurable per-output Options
  •    new configurable Resampler, Dither options
  •    opus, tak, mka, dsd dsf/dff formats support
  •    gapless smoothing
  •    30/50/100 volume levels (Settings/Audio/Advanced Tweaks)

new UI:
  •    visualizations (supporting .milk presets and spectrum)  
  •    Light and Dark skins are available 
  •    notifications system 
  •    menus, panels, popups, dialogs, etc system are available 

New navigation
Other features:
  • 10+ band graphical equalizer for all supported formats, built-in and custom presets are available. Up to 32 bands supported in this player
  • separate powerful Bass and Treble adjustment
  • stereo eXpansion, reverb, system MusicFX, mono mixing, balance, tempo control
  • compatible with Android Auto
  • Chromecast support
  • m3u/pls http streams
  • unique Direct Volume Control (DVC)  system 
  • artist info fade
  • gapless 
  • replay gain
  • plays songs from folders and from own library
  • dynamic queue
  • lyrics support, including lyrics search via plugin
  • embed and standalone .cue files support
  • Support fm3u, m3u8, pls, wpl playlists
  • downloads missing album art
  • artist images downloading
  • custom visual themes
  • widgets with many selectable styles, advanced customizations
  • lock screen options
  • Milkdrop compatible visualization support 
  • tag editor
  • audio info with detailed audio processing information
  • high level of customization via settings


৫. Oto Music

২০২০ সালের ১১ই জুন প্লে স্টোরে রিলিজ হওয়া 3.90 এমবির ৫০০,০০০+ সংখ্যক বার ডাউনলোড করা এর অ্যাপটির বর্তমান রেটিং 4.7 । 

এটি অ্যান্ড্রয়েডের জন্য সুন্দর ডিজাইনের একটি অফলাইন মিউজিক প্লেয়ার। ট্যাগ এডিট, ইন-বিল্ট ইকুয়ালাইজার, ব্যাটারি সেভার, ক্রোমক্যাস্ট সাপোর্ট, লিরিক এডিট এবং লিরিক ডাউনলোডের জন্য এটি জনপ্রিয়। 

Features Of Oto Music Player 
  • Android auto support
  • Chromecast support
  • Gapless playback support
  • Fade in/Fade out music when pause/resume playback
  • Normal and synchronized lyrics support
  • Download and edit lyrics from the app itself
  • View recently played songs, recently added songs
  • Sleep timer
  • Replay gain support
  • Inbuilt equalizer
  • 5 clean and minimal widgets
  • custom playlist support  
  • Import and export playlists.
  • Multi-select mode
  • Multiple sorting options
  • battery saver and system default theme support
  • Delightful animations, animated icons
  • Song tag editor, album tag editor
  • Automatically download the songs artist info, artist images, and album info when you are in online 
  • Follows latest material design guidelines.

তো এই ছিল আজকের আর্টিকেল। আশা করি আপনারা উক্ত মিউজিক প্লেয়ারগুলোর মাধ্যমে মিউজিক এবং মিউজিক প্লেয়ার এর আসল মজা উপভোগ করতে পারবেন। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url